MCTV US

MCTV US We work for community development
(1)

04/12/2025
04/11/2025

mctvus

03/24/2025

MCTVUS

03/01/2025

Assalamu 'Alaikum Warahmatullah
‎‏Dear Brothers and Sisters:

Annual Fundraising of Al-Quran Dawah Center,2025 and Tele Tafseerul Quran Mahfil will be held Saturday March 08,2025 @2:00 pm EST and o1:00 pm Bangladesh Time.

‎‏Islamic Scholar and National President of MUNA Imam Delawar Hossain will be joining us live page /Muna Dawah & YouTube tvusa InShaAllah.

You can also join us
‎‏by dialling directly
#1 (917) 444-9950
# 1(213)660-2959

‎‏With Regards,
Dr. Amin

নিউ জার্সির বাংলাদেশি সম্প্রদায় গত ২২শে ফেব্রুয়ারি এক বিশাল পরিসরে ‘ওয়েলকাম রমাদান’ শীর্ষক এক প্রস্তুতি সভার আয়োজন কর...
02/25/2025

নিউ জার্সির বাংলাদেশি সম্প্রদায় গত ২২শে ফেব্রুয়ারি এক বিশাল পরিসরে ‘ওয়েলকাম রমাদান’ শীর্ষক এক প্রস্তুতি সভার আয়োজন করে। সভাটি কেবলমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, বরং রমজানের সার্বিক প্রস্তুতি, শারীরিক ও মানসিক সুস্থতা, সামাজিক সংহতি এবং নিরাপত্তার বিষয়গুলোকেও গভীরভাবে গুরুত্ব দেয়। এতে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় আলেম, চিকিৎসক, নিরাপত্তা বিশেষজ্ঞ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন (সহকারী নির্বাহী পরিচালক, মুনা)।

সভায় প্রধান বক্তারা রমজানের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং কীভাবে এই পবিত্র মাস আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির জন্য সর্বোত্তমভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে আলোচনা করেন।
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ড. মুহাম্মদ রুহুল আমিন রমজানের ধর্মীয় ও নৈতিক তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ‘ রমজান কেবল উপবাসের মাস নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের একটি অনন্য সুযোগ।’
সভায় বিশেষভাবে আলোচনা করা হয় তরুণ প্রজন্মের ধর্মীয় শিক্ষা ও মসজিদের সাথে সম্পৃক্ততার প্রয়োজনীয়তা নিয়ে। বক্তারা উল্লেখ করেন, ডিজিটাল যুগে তরুণদের মধ্যে ধর্মীয় অনুশীলন ও সচেতনতা বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহার অপরিহার্য। পরিবার, সমাজ এবং মসজিদ একত্রে কাজ করলে নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষার সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা সম্ভব হবে। রমজান মাসে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোজা পালনের সময় সুস্থ থাকার উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। বিশেষজ্ঞরা বলেন, রমজানের সময় খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে অনেকেই বিভিন্ন শারীরিক জটিলতার সম্মুখীন হন। তাই, সঠিক পুষ্টিকর খাদ্যগ্রহণ, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত বিশ্রাম গ্রহণ করার ওপর জোর দেওয়া হয়। একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, ‘রমজানে সাহরি ও ইফতারের সময় সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাজাপোড়া এবং বেশি মশলাদার খাবার এড়িয়ে প্রোটিন, শাকসবজি ও পর্যাপ্ত পানি গ্রহণ করা উচিত।’ এছাড়া মানসিক প্রস্তুতির ক্ষেত্রেও বক্তারা বলেন, রমজান হলো ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির মাস। তাই চাপমুক্ত থাকতে ইতিবাচক মনোভাব রাখা এবং আত্মিক প্রশান্তি অর্জনের চেষ্টা করা উচিত। এছাড়া, মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, রমজানের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে কমিউনিটির সদস্যরা তাদের সহায়তা নিতে পারবেন।

সভায় অংশগ্রহণকারীরা রমজানের সময় ধর্মীয়, সামাজিক ও নিরাপত্তা সচেতনতা বাড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানান। আলোচনার শেষ পর্যায়ে বক্তারা মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থেকে রমজানের শিক্ষা ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। বিশেষজ্ঞদের মতে, ‘রমজান আত্মশুদ্ধির মাস, তাই আমাদের উচিত পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনা।’ নিউ জার্সির বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের জন্য এই সভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল, যা রমজানের প্রস্তুতি গ্রহণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছে। রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করে ব্যক্তি, সমাজ এবং সমগ্র উম্মাহর উন্নতির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘটে।

নিউ ইয়র্ক সিটির অন্যতম বৃহৎ ইসলামিক সেন্টার “মুনা সেন্টার অফ নিউ ইয়র্ক” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ২১শে ফেব্রুয়ারি, আ...
02/22/2025

নিউ ইয়র্ক সিটির অন্যতম বৃহৎ ইসলামিক সেন্টার “মুনা সেন্টার অফ নিউ ইয়র্ক” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, পবিত্র জুমার নামাজের মাধ্যমে। এই সেন্টারটি শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং এটি বাংলাদেশি-আমেরিকান মুসলিম সম্প্রদায়ের জন্য একটি অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা করছে। ওজন পার্কে অবস্থিত এই সেন্টারটি ৩৫,০০০ বর্গফুট জায়গা নিয়ে নির্মিত হয়েছে, যার মধ্যে ২২,০০০ বর্গফুট শুধুমাত্র নামাজের জন্য সংরক্ষিত। কর্মকর্তাদের মতে, এখানে একসঙ্গে ৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নামাজের কক্ষ ছাড়াও, সেন্টারের অন্যান্য অংশ বিভিন্ন কমিউনিটি সেবামূলক কাজের জন্য ব্যবহার করা হবে। সেন্টারের অন্যতম প্রধান সুবিধার মধ্যে রয়েছে বিশাল পার্কিং লট, যেখানে একসঙ্গে শতাধিক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এটি নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা।

নিউ ইয়র্ক সিটির অন্যতম বৃহৎ ইসলামিক সেন্টার “মুনা সেন্টার অফ নিউ ইয়র্ক” শিক্ষা ও সামাজিক সেবায় নতুন মাত্রা যোগ করলো বাংলাদেশী কমিউনিটিতে। ধর্মীয় শিক্ষা ও সামাজিক সেবায় বিশেষ ভূমিকা রাখার জন্য এই সেন্টারে স্থাপন করা হয়েছে, ‘ইসলামিক স্কুল (কাফিজ)’ যা কুরআন ও ইসলামী শিক্ষা বিস্তারের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত। ধর্ম প্রচার ও শিক্ষার কেন্দ্র ‘(আল কোরান দাওয়া সেন্টার)’। ‘উইকেন্ড স্কুল’ শিশু-কিশোরদের ইসলামী শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য নির্ধারিত বিশেষ স্কুল। ‘মুনা সোশ্যাল সার্ভিস’ এটি বিনামূল্যে খাবার বিতরণসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে। নবনির্বাচিত সভাপতি ও খতিব মাওলানা দেলোয়ার হোসেন নিউ ইয়র্ক সিটির অন্যতম বৃহৎ ইসলামিক সেন্টার “মুনা সেন্টার অফ নিউ ইয়র্ক” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মীয় ও সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিখ্যাত কারী ‘শেখ দাহি সাইয়িদ (ইমাম, জনসন কাউন্টি, কান্সাস)। এই উদ্বোধনী আয়োজনে হাজারেরও বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি ও খতিব মাওলানা দেলোয়ার হোসেন, নির্বাহী পরিচালক আরমান চৌধুরী, সিপিএ, কেন্দ্রীয় সোশ্যাল সার্ভিসেস বিভাগের পরিচালক সাফায়েত হোসাইন সাফা, ডক্টর রুহুল আমিন, প্রেসিডেন্ট, মুনা সেন্ট্রাল উলামা বিভাগ, শায়খ আহমেদ আবু ওবায়দা, মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর, ডা. সাইদুর রহমান চৌধুরী, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট, মুনা, মাওলানা এমদাদ উল্লাহ, প্রেসিডেন্ট, মুনা নিউইয়র্ক সাউথ জোন

“মুনা সেন্টার অফ নিউ ইয়র্ক” শুধুমাত্র একটি ইসলামিক সেন্টার নয়, এটি বাংলাদেশি আমেরিকান মুসলিম সম্প্রদায়ের জন্য একটি বিশাল অর্জন। নিউ ইয়র্কের মতো বহুজাতিক শহরে একটি বৃহৎ ইসলামিক সেন্টার স্থাপন করা কমিউনিটির জন্য এক বিশাল সাফল্য। এটি শুধু ধর্মীয় কার্যক্রম পরিচালনার জায়গা নয়, বরং এটি ভবিষ্যতে বাংলাদেশি আমেরিকানদের সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে। এই সেন্টার ইসলামী শিক্ষা, কমিউনিটি সার্ভিস এবং দাওয়াহ কার্যক্রমের মাধ্যমে সবার জন্য একটি ইতিবাচক ভূমিকা রাখবে। সেন্টারটির সভাপতির গুরুদায়িত্ব পেয়েছেন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসাইন। তার নেতৃত্বে এই সেন্টারটি কমিউনিটির সেবা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
“মুনা সেন্টার অফ নিউ ইয়র্ক” শুধুমাত্র মুসলিমদের জন্য উপাসনার স্থান নয়, এটি একটি বিস্তৃত সামাজিক ও শিক্ষামূলক কেন্দ্র যা ভবিষ্যতে বাংলাদেশি আমেরিকান মুসলিম কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটির সফলতা নির্ভর করবে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও পরিচালকদের কার্যকর উদ্যোগের ওপর। এই বিশাল প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নিউ ইয়র্কে বাংলাদেশি মুসলিম কমিউনিটির জন্য এটি এক ঐতিহাসিক মাইলফলক।
- সায়েম শুভ

মুহতারাম, আইম্মাহ ও উলামায়ে কেরামআস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)...
02/19/2025

মুহতারাম, আইম্মাহ ও উলামায়ে কেরাম
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) উলামা বিভাগের উদ্যোগে নিউইয়র্কের ইমাম ও আলেমগণ-এর সম্মানে মতবিনিময় সভা।
স্থান: বায়তুল মামুর মসজিদ অডিটরিয়াম (গ্রাউন্ড ফ্লোর)
1033 Glenmore Avenue, Brooklyn, NY 11208.
তারিখ: ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার
সময়: বাদ এশা।

Address

7226 Roosevelt Avenue , Suite #201
New York, NY
11372

Telephone

+15168207118

Alerts

Be the first to know and let us send you an email when MCTV US posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MCTV US:

Videos

Share