MCTV US

MCTV US We work for community development
(1)

01/11/2026
12/20/2025

কফিনে ফেরা ইনকিলাব: ওসমান হাদির শেষ অধ্যায়

12/04/2025
https://youtu.be/uKBIWmBhj4I
12/02/2025

https://youtu.be/uKBIWmBhj4I

রাজশাহীতে প্রকাশ্যেই গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চালাল এনসিপির কর্মী পরিচয়ধারী দুজন যুবক। শহরের পর্যটন মোটে.....

11/26/2025

টাইটানিকের ঘড়ি: হারানো সময়ের দাম
১৮ ক্যারেট স্বর্ণের পকেট ঘড়ি। এটি কোনো সাধারণ ঘড়ি নয়। এটি ডুবে যাওয়া টাইটানিকের যাত্রী ইসিডর স্ট্রাউসের—যিনি ১৯১২ সালের ১০ এপ্রিল সাউদাম্পটন থেকে নিউইয়র্কগামী জাহাজটিতে ওঠেন।
ইসিডরের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আইডা। তাকে লাইফবোটে উঠতে বলা হলেও আইডা স্বামীকে ছেড়ে যেতে অস্বীকার করেন। দম্পতি একসঙ্গে ডুবে যান। কয়েক দিন পর আটলান্টিক মহাসাগর থেকে ইসিডরের মরদেহ উদ্ধার করা হয়—তাঁর সঙ্গে পাওয়া যায় সেই ঘড়িটি। যদিও আইডার মরদেহ আর পাওয়া যায়নি।
পরিবার চার প্রজন্ম ধরে এই ঘড়ি সংরক্ষণ করেছিল। শেষমেশ এটি বিক্রি হলো রেকর্ড দামে—১৭ লাখ ৮০ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ৪৭ লাখ টাকা। সংগ্রহযোগ্য সামগ্রীর ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ।
ঘড়ি ছাড়াও নিলামে বিক্রি হলো—আইডা স্ট্রাউসের চিঠি, টাইটানিক যাত্রী তালিকা, আরএমএস কারপাথিয়ার ক্রুদের দেওয়া স্বর্ণপদক।
ঘড়ির সঙ্গে একই নিলামে টাইটানিকের আনুষ্ঠানিক কাগজে লেখা আইডার একটি চিঠি এক লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। যাত্রীদের একটি তালিকা গেছে এক লাখ চার হাজার পাউন্ডে। এছাড়া উদ্ধারকৃত যাত্রীদের পক্ষ থেকে উদ্ধারকারী জাহাজ আরএমএস কারপাথিয়ার ক্রুদের দেওয়া একটি স্বর্ণের পদক বিক্রি হয়েছে ৮৬ হাজার পাউন্ডে।
কেউ হয়তো ভাবতে পারেন—একটা ঘড়ি, এক চিঠি, এক তালিকা… কিন্তু এই ছোট্ট জিনিসগুলোই ১০০ বছরের পুরনো সমুদ্রের গল্পকে জীবন্ত রাখে।
ঘড়িটি শুধু সময়ের সাক্ষী নয়—এ যেন স্মৃতিরও রক্ষক।
সমুদ্রের গভীরতাকে পিছনে ফেলে আজ সেটা নতুন হাতে গেল, কিন্তু তার কাঁটার ভেতর আটকে রইলো সেই রাতের বরফঠান্ডা ইতিহাস।

11/26/2025

কড়াইলে আবারও আগুন: মুহূর্তেই ছয় শতাধিক ঘর ছাই
কড়াইল বস্তি—যেখানে একসঙ্গে হাজারো পরিবারের বসবাস। অগ্নিকাণ্ড এখানে নতুন নয়। গত কয়েক বছরে বিভিন্ন সময়ে কয়েক দফায় বড় বড় আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রতিবারই শত শত পরিবার হারিয়েছে মাথা গোঁজার ঠাঁই, নষ্ট হয়েছে জমানো মালপত্র, পুড়ে গেছে মানুষের স্বপ্ন।
কখনো শুষ্ক মৌসুমে, কখনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে—আগুনের কারণ বিভিন্ন হলেও ক্ষতির চিত্র প্রায় একই।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আবার আগুন লাগে বস্তির বউবাজার এলাকার কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ‘ক’ ব্লক অংশে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট, পরে আরও ৮টি ইউনিট যোগ হয়ে মোট ১৯টি ইউনিট কাজ শুরু করে আগুন নেভাতে। ফায়ারসার্ভিস কর্মীদের পাশাপাশি আগুন নেভাতে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারাও। টানা পাঁচ ঘণ্টার বেশি চেষ্টা শেষে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ এখন আশ্রয় নিয়েছেন খামারবাড়ি ঈদগাহ মাঠ, এরশাদ স্কুলমাঠ এবং মহাখালী টিঅ্যান্ডটি মাঠে। খোলা আকাশের নিচে বসে তারা রাত কাটাচ্ছেন নগণ্য কিছু মালপত্র নিয়ে।
বাচ্চারা ক্লান্ত, মা-বাবারা উদ্বিগ্ন—আগুনে হারানো ঘর কীভাবে আবার নতুন করে গড়ে তুলবেন, সেই ভাবনায় অস্থির সবাই।
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড যেন একটি পুনরাবৃত্ত দুঃস্বপ্ন। একটির ক্ষত মুছতে না মুছতেই আরেকটি আগুন এসে সবকিছু নতুন করে ছাই করে দেয়।
এই ঘটনাটিও
তার ব্যতিক্রম নয়। তদন্তে আগুনের কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কিন্তু বারবার আগুনে ক্ষতির মুখে পড়া মানুষের প্রশ্ন—কবে তারা নিরাপদ ছাদের নিশ্চয়তা পাবে?

11/25/2025

হোয়াইট হাউসে বৈঠক নাকি বেস্ট ফ্রেন্ডস রিইউনিয়ন?
হোয়াইট হাউসে শুক্রবার এক দারুণ চমক দেখা গেল। সবাই ভেবেছিল ট্রাম্প আর নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি মুখোমুখি বসে রাজনৈতিক কুস্তি শুরু করবেন। কিন্তু হলো উল্টো—দুজন বসে প্রায় বন্ধুত্বের মাস্টারক্লাস দিলেন।
সাংবাদিকরা যতই পুরোনো অপমান–দোষারোপ ঝালিয়ে তুলতে চাইলেন, তাঁরা দুজনই প্রশ্ন এড়িয়ে এমনভাবে হাসলেন যেন আগে থেকেই রিহার্সাল করা ছিল।
ট্রাম্প তো সরাসরিই বললেন—
“আমার মনে হচ্ছে, তাকে সাহায্যই করব; ক্ষতি নয়।”
রিপাবলিকানদের মুখের ভাষা অনুযায়ী যিনি “কমিউনিস্ট জিহাদি”, তাঁকে সাহায্য করবেন—এ ঘোষণা শুনে মনে হয় ক্যাপিটল হিলে অনেকেরই হালকা মাথা ঘুরে দাঁতে দাঁত লেগেছে।
মামদানিকে মনে করিয়ে দেওয়া হলো—তিনি নাকি আগে ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেছিলেন? ট্রাম্পই তাঁকে সান্ত্বনা দিয়ে বললেন,
“হ্যাঁ বলে ফেলুন, ব্যাখ্যার ঝামেলা নেই।”
বলতেই হয়, এ এক নতুন ট্রাম্প—হয়তো দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর অটোকারেক্ট সেটিং বদলে গেছে।
মামদানিও কম যান না। গাজা, অভিবাসন, অ্যাক্টিভিস্ট লড়াই—সবকিছুর প্রশ্নই তিনি দক্ষতার সঙ্গে ঘুরিয়ে আনেন তাঁর প্রিয় বিষয়ের দিকে: জীবনযাত্রার খরচ।
সব মিলিয়ে বৈঠকটা ছিল রাজনীতির ইতিহাসে এক বিরল ঘটনা—যেখানে দুই পক্ষের কেউই ঝগড়া করতে চাইল না, আর রাগারাগির আশা করা দর্শকরা শেষে হতাশ হয়ে টিভি বন্ধ করে চা বানাতে গেলেন।
সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন—
ট্রাম্প কি সত্যিই মামদানিকে এতটা পছন্দ করেন?
হয়তো করেন। কারণ, যাদের জয় দেখতে ভালো লাগে, ট্রাম্প তাঁদের সাধারণত সম্মান করেন। আর মামদানি তো নিউইয়র্কের কুইন্সেই জিতেছেন—ট্রাম্পের নিজের পুরোনো রাজ্য।
অবশ্য রিপাবলিকান পার্টির ভেতরে এখন হয়তো আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—
“এই এত বড় কমিউনিস্টকে যদি ট্রাম্প এত সহজে ছাড় দিতে পারেন, তাহলে আমাদের বাকি নাটকটা চলবে কীভাবে?”
রাজনীতিতে নাটক শেষ হয় না, শুধু স্ক্রিপ্ট বদলায়।
আর আজকের স্ক্রিপ্ট:
শত্রু–মৈত্রী, কমিউনিস্ট–রক্ষাকবচ, আর রিপাবলিকানদের হালকা মৃদু হার্টবার্ন।

11/23/2025

দেশজুড়ে পরপর ভূমিকম্প: পরাঘাত কতদিন চলতে পারে?
গত ৩১ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ প্রায় সারা দেশ তিনবার কেঁপে উঠেছে। সবশেষ কম্পনটি অনুভূত হয়েছে শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে—মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। দেশের মানুষ এখন প্রশ্নে প্রশ্নে বিভ্রান্ত—এটা কি শেষ কম্পন? নাকি সামনে আরও আসবে?
প্রশ্নের জবাব খোঁজার জন্য অনেকেই ভরসা করছেন কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর। ঠিক এমন সময়ে এআই টুল “জেমিনি” ব্যাখ্যা দিয়েছে আফটার শক বা পরাঘাত নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
জেমিনি জানায়, মূল ভূমিকম্পে ভূ-ত্বক যখন হঠাৎ সরে যায়, তখন আশপাশে বিশাল চাপ জমে ওঠে। সেই চাপ একবারে মুক্ত হয় না—ধীরে ধীরে ছাড়তে থাকে। আর সেই ধীরে মুক্ত হওয়ার প্রক্রিয়াই হলো আফটার শক। এগুলো ছোট কম্পন হলেও, ক্ষতিগ্রস্ত বা দুর্বল ভবনের জন্য হতে পারে বড় ঝুঁকি।
আফটার শক কতদিন চলতে পারে—এটা নির্ভর করে প্রধান ভূমিকম্পের শক্তি, গভীরতা এবং ভূ-ত্বকের গঠনের ওপর। সাধারণভাবে এসব কম্পন কয়েক ঘণ্টা থেকে কয়েক সপ্তাহ ধরেও থাকতে পারে। প্রথম ৭২ ঘণ্টায় সংখ্যাও বেশি, তীব্রতাও তুলনামূলক বেশি।
তবে ভূমিকম্প যদি বড় মাত্রার হয়—৭.০ বা তার বেশি—তাহলে পরাঘাত কয়েক মাস, এমনকি কয়েক বছরও স্থায়ী হতে পারে। কারণ ভূ-ত্বক ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় ফিরে যায়।
বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে জেমিনি বলছে—কোনো অঞ্চলের কম্পনের হার আবার ভূমিকম্প-পূর্ব স্বাভাবিক মাত্রায় ফিরে এলে তবেই বলা যায় “আফটার শক পর্ব শেষ।” তার আগে দুর্বল ভবন, ফাটল ধরা কাঠামো কিংবা ঘনবসতিপূর্ণ এলাকায় সতর্ক থাকা জরুরি।
দেশজুড়ে যে পরপর কম্পনগুলো অনুভূত হচ্ছে—তা হয়তো আতঙ্কের, কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই পরাঘাতই ভূ-ত্বককে আবার স্বস্তির দিকে ফেরায়। তবে সতর্কতা আর প্রস্তুতিই এখন সবচেয়ে প্রয়োজন।

11/23/2025

রিভিউতে ‘ভবিষ্যতের তত্ত্বাবধায়ক’!দলগুলোর কৌশলী অবস্থান?
বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা। দীর্ঘদিন ধরেই নির্বাচনকে নিরপেক্ষ করতে এ ব্যবস্থার দাবি তুলেছিল বেশ কয়েকটি রাজনৈতিক দল। কিন্তু সুপ্রিম কোর্ট যখন তত্ত্বাবধায়ক সরকারকে ভবিষ্যতের জন্য পুনর্বহাল করল, দেখা গেল—যে দলগুলো আগে থেকে জোরালো দাবি জানাচ্ছিল, তারাই এখন বলছে—এখন নয়, ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার হোক। আর এই অবস্থান বদল ঘিরেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট হয়েছে—আগামী নির্বাচন নয়, বরং এর পরের চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হতে পারে। ফলে রাজনৈতিক দলগুলোর রিভিউ আবেদনে ‘প্রসপেকটিভ’, অর্থাৎ ভবিষ্যতের নির্বাচনকে কেন্দ্র করেই যুক্তি তুলে ধরা হয়েছে।
আইনজীবী শরীফ ভূঁইয়া বলছেন—এ মুহূর্তে সংসদ না থাকায় সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের পথই নেই। নির্বাচন যে তিন মাসের ভিতরে করতে হয়, তাও সম্ভব নয় বর্তমান পরিস্থিতিতে। যদিও এটিকে দুর্বল যুক্তি বলছেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। তার মতে, যেসব দল এত বছর তত্ত্বাবধায়কের দাবি তুলে এসেছে, এখন তারা আইনগত অবস্থান থেকেই সরে গেছে।
১৯৯৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলনের ফল হিসেবে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত হয়েছিল, ২০১১ সালে সেই ব্যবস্থাকে আদালত ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে বাতিল করে। এরপর থেকেই বিএনপি-জামায়াতসহ অনেক দল ফের তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবিতে আন্দোলন করে আসছে।
কিন্তু রিভিউ আবেদনে তারা নিজেরাই ভবিষ্যতের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা উল্লেখ করায় এখন প্রশ্ন উঠছে, এই অবস্থান বদলের কারণ কী?
বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে; তাই এখনই তত্ত্বাবধায়ক দাবি করলে পরিস্থিতি জটিল হতো। উপরন্তু আদালত সংবিধানের যেসব ধারা পুনর্বহালের কথা বলেছে, সেগুলো বর্তমান সরকার বা সংসদ করতে পারবে না বলেও দাবি তার।
অন্যদিকে জামায়াতের আইনজীবী শিশির মনির মনে করেন—এখন যেন কোনো সাংবিধানিক বিতর্ক না তৈরি হয়, সে জন্যই আদালত স্পষ্ট করে দিয়েছেন যে সিদ্ধান্ত কেবল ভবিষ্যতের জন্যই প্রযোজ্য।
আইনজীবী মনজিল মোরশেদের মতে, দলগুলো যেহেতু যুক্তিতর্কেই বলেছে ‘হবে, তবে এখন নয়’, আদালতও সেই অবস্থানকেই রায়ে প্রতিফলিত করেছেন।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর এই নতুন অবস্থান—ঠিক কেন এবং কার স্বার্থে—তা নিয়েই এখন চলমান আলোচনাই যেন ছাপিয়ে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনকে।

11/20/2025

আসন্ন জাতীয় নির্বাচনে আট দলের সমঝোতা, নতুন কর্মসূচি ঘোষণা
আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি দল একসাথে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, আমরা এতদিন একসাথে আন্দোলন করেছি, এখন নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবো।’’ তবে, আসন বন্টন বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। আযাদ জানিয়েছেন, বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে, তবে কোন দলের প্রতিনিধিরা কোন আসনে নির্বাচন করবেন এবং কতগুলো আসনে প্রার্থী দেওয়া হবে, এসব বিষয়ে এখনও আলোচনা হয়নি।
আট দল আরও জানিয়েছে, নির্বাচনকালীন সরকার গঠনের জন্য গণভোট আয়োজনের দাবি তাদের অপরাপর দাবির মধ্যে অন্যতম। তারা ৩০শে নভেম্বর থেকে ৬ই ডিসেম্বর পর্যন্ত ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় শহরগুলোতে সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে।
এতদিন আন্দোলন চালানোর পর, সাত দফা কর্মসূচি নিয়ে তারা মাঠে থাকবে বলে জানানো হয়েছে।

Address

7226 Roosevelt Avenue , Suite #201
New York, NY
11372

Telephone

+15168207118

Alerts

Be the first to know and let us send you an email when MCTV US posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MCTV US:

Share