
10/09/2025
বৈধ পথে ব্রাজিলে কাজের সুযোগ: বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করল ব্রাজিল সরকার
স্টাফ রিপোর্টার | আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশি পেশাজীবীদের জন্য লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বৈধভাবে চাকরি ও বসবাসের সুযোগ উন্মুক্ত হয়েছে। দেশটির নতুন অভিবাসন আইন Lei de Migração (আইন নং ১৩.৪৪৫/২০১৭) অনুযায়ী বাংলাদেশসহ বিদেশি নাগরিকরা এখন ওয়ার্ক পারমিট (Work Residence Authorization) এবং অস্থায়ী কর্ম ভিসা (VITEM V) এর মাধ্যমে ব্রাজিলে বৈধভাবে কাজের সুযোগ পাচ্ছেন। পুরো প্রক্রিয়াটি ব্রাজিলে নিবন্ধিত লাইসেন্সপ্রাপ্ত আইনজীবীর (OAB – Ordem dos Advogados do Brasil) মাধ্যমে সম্পন্ন করতে হবে।
ব্রাজিল সরকারের শ্রম অভিবাসন কর্তৃপক্ষ CGIL (Coordenação-Geral de Imigração Laboral) বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন প্রদান করে। অনুমোদনের পর আবেদনকারী নিজ দেশের ব্রাজিল দূতাবাস থেকে কর্ম ভিসা সংগ্রহ করে দেশে প্রবেশের সুযোগ পান।
আইনি ভিত্তি
ব্রাজিলে বিদেশি কর্মী নিয়োগ সম্পন্ন হয় নিম্নোক্ত আইনের আওতায়ঃ
Lei de Migração – আইন নং 13.445/2017
Decreto নং 9.199/2017
CNIg – ন্যাশনাল ইমিগ্রেশন কাউন্সিলের রেগুলেশনসমূহ
CLT – ব্রাজিলিয়ান শ্রম আইন (Consolidação das Leis do Trabalho)
এই আইন অনুযায়ী বিদেশি নাগরিকদের ব্রাজিলে কাজের সুযোগ পেতে হলে আগে ওয়ার্ক রেসিডেন্স অথরাইজেশন অনুমোদন নিতে হবে, এরপর দূতাবাস থেকে কর্ম ভিসা সংগ্রহ করে প্রবেশ করতে হবে।
আবেদন প্রক্রিয়া (ধাপে ধাপে)
১. ব্রাজিলের কোনো নিবন্ধিত প্রতিষ্ঠানের কাছ থেকে চাকরির অফার নিশ্চিত করা
২. ব্রাজিলে অনুমোদিত অভিবাসন আইনজীবীর মাধ্যমে আবেদন দাখিল
৩. শ্রম অভিবাসন দপ্তরে (CGIL) Work Authorization আবেদন
৪. অনুমোদনের পর বাংলাদেশে ব্রাজিল দূতাবাসে VITEM V ভিসার আবেদন
৫. ব্রাজিলে প্রবেশের পর ৯০ দিনের মধ্যে ফেডারেল পুলিশে রেজিস্ট্রেশন
৬. জাতীয় পরিচয় কার্ড CRNM সংগ্রহ করে বৈধ কর্ম জীবনে যুক্ত হওয়া
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনকারীর পক্ষ থেকে:
বৈধ পাসপোর্ট
পুলিশ ক্লিয়ারেন্স সনদ
শিক্ষাগত সনদ (অ্যাপোস্টিল/লিগ্যালাইজড)
অভিজ্ঞতা সনদ
জন্মসনদ (পর্তুগিজে অনুবাদকৃত)
জীবনবৃত্তান্ত (CV)
বিবাহ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
কোম্পানির পক্ষ থেকে:
কোম্পানির রেজিস্ট্রেশন (CNPJ)
চাকরির অফার/কন্ট্রাক্ট লেটার
কর সংক্রান্ত নথি
নিয়োগের কারণ ব্যাখ্যা (Justification Letter)
সময় ও প্রক্রিয়া ফি
ধাপ সময়সীমা
Work Authorization অনুমোদন ৩০–৬০ দিন
দূতাবাস ভিসা প্রক্রিয়া ১৫–৩০ দিন
মোট সময় আনুমানিক ২–৩ মাস
ফি নির্ভর করে আইনজীবী ও কোম্পানির সেবার ওপর। সরকারি ফি আলাদা প্রযোজ্য।
সতর্কতা
ব্রাজিল সরকার সতর্ক করে বলেছে, পর্যটন ভিসায় গিয়ে কাজ করা সম্পূর্ণ অবৈধ। ভুয়া ডকুমেন্ট বা অবৈধ এজেন্টের মাধ্যমে আবেদন করলে ১৩.৪৪৫/২০১৭ নং অভিবাসন আইন অনুযায়ী জেল, জরিমানা ও দেশত্যাগের নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তাই বৈধ প্রক্রিয়ায় আবেদন করতে হবে এবং ব্রাজিলের আইনজীবী ছাড়া এই প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়।
ব্রাজিল দূতাবাস, ঢাকা – তথ্য
Embassy of Brazil in Bangladesh
ঠিকানা: Bay’s Edgewater (Ground & 1st Floor), NE(N) 12, North Avenue, Gulshan-2, ঢাকা-১২১২
ফোন: +880 2 55052127–29
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.gov.br