02/12/2022
কেমন দেশ মেক্সিকো?
--------------------------------------
কিন্তু মেক্সিকো দেশটি সম্পর্কে আমরা কতটুকু জানি? আজ আমরা জানাবো ‘মেক্সিকো’ দেশটি কেমন:
উত্তর আমেরিকার একটি দেশ মেক্সিকো। সরাকরিভাবে এটি যুক্তরাষ্ট্রীয় মেক্সিকান প্রজাতন্ত্র নামে পরিচিত। এই দেশের উত্তর সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পূর্বে গুয়াতেমালা, বেলিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত।
দেশটি প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আয়তনের বিচারে দুই আমেরিকার ৫ম বৃহত্তম তথা বিশ্বের মধ্যে ১৫তম স্বাধীন দেশ এটি। দেশটির জনসংখ্যা ১২ কোটি ৭৫ লাখেরও অধিক। জনসংখ্যার বিচারে মেক্সিকো বিশ্বের ১১তম জনবহুল দেশ। ৩১টি রাজ্য ও একটি রাজধানী শহর নিয়ে মেক্সিকো দেশটি গঠিত।
মেক্সিকোর জাতীয় ভাষা স্প্যানিশ। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেখা গেছে, দেশটির ৯৯ শতাংশ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। তবে এই ভাষার পাশাপাশি প্রায় ৬ শতাংশ মানুষ অন্যান্য ভাষায়ও কথা বলে। এছাড়া মেক্সিকানরা তাদের দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষাও ব্যবহার করে।
মেক্সিকোতে ইউরোপীয়দের আগমনের পূর্বেই ওলমেক, তোলতেক, তেওতিউয়াকান, মায়া ও আজটেক সভ্যতার মতো একাধিক উন্নত সভ্যতা বিকাশ লাভ করেছিল। এরও পরে ১৫২১ সালে স্পেন নিউ স্পেন প্রতিষ্ঠা করে। এই দেশটিই পরে মেক্সিকো উপনিবেশে পরিণত হয়। ১৮২১ সালে যুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীনতা অর্জন করে। মেক্সিকোর স্বাধীনতাত্তর পর্যায় ছিল অর্থনৈতিক অস্থিরতা, অঞ্চল হস্তচ্যুত হওয়া, গৃহযুদ্ধ এবং বৈদেশিক হস্তক্ষেপ, দুটি সাম্রাজ্য ও দুটি দীর্ঘ অভ্যন্তরীণ একনায়কতন্ত্রের ইতিহাস। সর্বশেষ একনায়কতান্ত্রিক শাসনের শেষে ১৯১০ সালে সংঘটিত হয় মেক্সিকান বিপ্লব। এই বিপ্লবের ফলে ১৯১৭ সালের সংবিধান এবং দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার উত্থান হয়।
একটি আঞ্চলিক শক্তি এবং ১৯৯৪ সাল থেকে অর্গ্যানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের একমাত্র লাতিন আমেরিকান দেশ মেক্সিকো। এটি উচ্চ মধ্য-আয়ের দেশ হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। তাছাড়া মেক্সিকোকে সদ্য শিল্পায়িত দেশ হিসেবেও অভিহিত করা হয়। জিডিপির বিচারে মেক্সিকো বিশ্বের একাদশ বৃহত্তম অর্থব্যবস্থা। এছাড়াও আন্তর্জাতিক অর্থ তহবিলের হিসেবে মাথাপিছু জিডিপির বিচারে লাতিন আমেরিকার বৃহত্তম রাষ্ট্র।
মেক্সিকোতে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। এখানকার আইনসভা দ্বিকাক্ষিক। নিম্নকক্ষের নাম ফেডারেল চেম্বার অভ ডেপুটিজ, যার সদস্য সংখ্যা ৫০০। উচ্চকক্ষের নাম সিনেট, যার সদস্য সংখ্যা ১২৮। ভোটাধিকারের বয়স ১৮। বর্তমান সংবিধান ১৯১৭ সালের ৫ই ফেব্রুয়ারি প্রণয়ন করা হয়। সুপ্রিম কোর্ট দেশেটির সর্বোচ্চ বিচারালয়।
বিশ্বের কয়েকটি পর্যটন জনপ্রিয় দেশের মধ্যে মেক্সিকো অন্যতম। মেসোআমেরিকান দেশটির এমন একটি অঞ্চল এবং সংস্কৃতি এলাকা যেখানে লাখ লাখ দর্শণার্থী প্রতি বছর ঘুরতে আসেন। ওয়ার্ল্ড ট্রাভেল এবং ট্রুরিজম ২০১৭ সালের রিপোর্ট অনুযায়ী, দেশটি বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষের কাছে ২২তম।
মেক্সিকোতে ৮৩ শতাংশ মানুষ খ্রিষ্টান ধর্ম পালন করেন। অন্যান্য আরও বেশ কিছু ধর্ম এবং ধর্ম পালন করে না এমন মানুষও এখানে বসবাস করেন। এছাড়াও মেক্সিকানদের চিত্রশিল্প, ভাস্কর্য এবং সাহিত্যেও দীর্ঘ ঐতিহ্য রয়েছে।
মেক্সিকানরা গান শোনা ও সিনেমা দেখতে ভালোবাসে। দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এছাড়া ফ্যামেন্ডো ভ্যালেনজুয়েলা তাদের অন্যতম প্রিয় খেলা। অলিম্পিক গেমসেও দেশটির সুনাম রয়েছে।
---------------------------------------------------------------------
#Ref_Probash_22