Atish Dipankar Foundation USA

Atish Dipankar Foundation USA Gaining trust and standing for humanity in peace and unity through practicing Buddhism.

08/16/2025

⚠️ সতর্কতা: এই ভিডিওতে মৃত ব্যক্তির AI-নির্মিত ছবি ব্যবহার করা হয়েছে, যা কেবল শিক্ষামূলক ও গল্প বলার উদ্দেশ্যে তৈরি....

08/16/2025

ব্যর্থ সমাজ/রাষ্ট্র:
ব্যর্থ রাষ্ট্র বা সমাজ বলতে এমন একপর্যায়ের দেশ বোঝায় যেখানে সরকার ও সমাজ রাষ্ট্র গঠনের মৌলিক দাবী পূরণে ব্যর্থ হয়েছে। একবিংশ দশকের শুরুতে এরূপ রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন দাতাগোষ্ঠী কর্তৃক অর্থনৈতিক সাহায্য, ত্রাণ ইত্যাদি পাওয়াসত্ত্বেও নিজস্ব অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, জি.ডি.পি., জীবনযাত্রার মান ও সামাজিক মর্যাদা পাল্টাতে পারেনি ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে যেখানে উল্লেখযোগ্য হারে উন্নয়ন সাধিত হয় না এবং গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি বিলুপ্তপ্রায়।

আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সোমালিয়া, নাইজেরিয়াসহ মূলত মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকার এবং মধ্য এশিয়ার কতিপয় দেশসমূহ ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত।

তাছাড়ও ১৯৭০-৮০'র দশকের লেবানন,কঙ্গো, কলম্বিয়া প্রভৃতি দেশগুলোও ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত।

সন্ত্রাসবাদী কার্যক্রমকে সমর্থন প্রদান, সন্ত্রাসীদের আশ্রয় দান, গণতন্ত্র ধ্বংসের কারণ, মানবাধিকার লঙ্ঘন, প্রাকৃতিক ও প্রত্নতত্ত্ব ভাষ্কর্য, উপাদান এবং সাম্প্রতিক মানব হিস্টোরি ধ্বংস করণ, মাদক ব্যবসাকে প্রশ্রয় দান;
উল্লিখিত সমস্যাগুলো দমনের উদ্দেশ্যে কিংবা অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছে। গবেষকদের ধারণা ভবিষ্যতেও এরকম যুদ্ধ সংঘটিত হতে পারে।

08/16/2025
08/04/2025
Dharma Wheel/Dharmachakra & Images of the Buddha's Paranirvana, Gandharan prototipe at the Met Museum, New York.
08/04/2025

Dharma Wheel/Dharmachakra & Images of the Buddha's Paranirvana, Gandharan prototipe at the Met Museum, New York.

08/03/2025

পাপ মুক্ত, ঋণ মুক্ত, হিংসা মুক্ত থেকে দানযুক্ত জীবন যাপন করা প্রকৃত মানবতা

07/29/2025
We would like to extend our warmest congratulations and respect to the venerable Dr. Dharmakirti Mahathero for this outs...
07/25/2025

We would like to extend our warmest congratulations and respect to the venerable Dr. Dharmakirti Mahathero for this outstanding achievement. All members of Atish Dipankar Foundation USA are happy and proud of your outstanding accomplishment.

07/24/2025
07/20/2025
ক্রোধ/রাগ:ক্রোধকে সাধারণত মনের অবস্থা হিসাবে বিবেচনা করা হয়, বিশেষত একটি আবেগ। এটি একটি জটিল মানবিক অভিজ্ঞতা যা শারীরিক...
07/15/2025

ক্রোধ/রাগ:

ক্রোধকে সাধারণত মনের অবস্থা হিসাবে বিবেচনা করা হয়, বিশেষত একটি আবেগ। এটি একটি জটিল মানবিক অভিজ্ঞতা যা শারীরিক এবং মানসিক উভয় উপাদান জড়িত, মানুষ রাগ প্রকাশের সময় আপনার সাথে যে আচরণ করে, ওটাই তার প্রকৃত রূপ/আচরণ বাকিটা অভিনয়!

ক্রোধ/রাগ মানুষকে নগ্ন করে দেয়—মনের মধ্যে যেটি ধারণ করে ক্রোধ এর মাধ্যমে আসলটা মুখ থেকে বেরিয়ে আসে। রাগ/ক্রোধ মানুষের চরিত্র তৈরি করে না, বরঞ্চ রাগ তার প্রকৃত চরিত্র প্রকাশ করে!

তাই মানুষকে যাচাই করতে হলে,
তার রাগ/ক্রোধ দেখার অপেক্ষা করুন—
তখনই আপনি বুঝবেন, সে আপনার সাথে কতটা ভান/অভিনয় করছে!

পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়। আপনি কত ঘন্টা পড়ে, কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকে ভাবাবে না, বরং চাকরিটা আপ...
02/16/2025

পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়। আপনি কত ঘন্টা পড়ে, কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকে ভাবাবে না, বরং চাকরিটা আপনি পেয়েছেন কিনা সবাই সেটাই দেখতে চায়। লাইফটা রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে। আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি। আপনি কঠোরভাবে চেষ্টা না করলে, কার এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার? পৃথিবীটা অনেক নিষ্টুর। এখানে সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে। কেউ আপনাকে success হওয়ার আগ পর্যন্ত পাত্তা দিবেনা। আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে, বড় কিছু করলে সমালোচনা করবে, আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে। এতসব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে, নিজের পায়ে ভর করেই দাঁড়াতে হবে।

অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবেনা। এমনকি অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে, কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নিবে আপনি একটা অপদার্থ, এভাবে ঘন্টার পর ঘন্টা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলেও অন্য কারও কাছে তা গুরুত্ব নাও পেতে পারেন !

সুতরাং সৎ থেকে চেষ্টা করুন, ধৈর্য ধরুন, সমালোচনা এড়িয়ে চলুন। আপনি যদি নিজেকে ভালবাসেন তবে আপনি অন্যকে ক্ষতি করবেন না। বিরক্তিজনক চিন্তাভাবনা ছেড়ে দিন এবং ছোট জিনিসগুলির জন্য কৃতজ্ঞ হন এবং সেগুলিতে শান্তি পান।

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Atish Dipankar Foundation USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atish Dipankar Foundation USA:

Share