The Islamic Knowledge

The Islamic Knowledge Love Islam?

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি। বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছ...
03/16/2025

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি।

বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছেলে খোজতো। সেটা যতই বেকার ও দরিদ্র হোক৷ তারা জানতো একটা ভালো ছেলের হাতে দিলেই মেয়ে সুখী হবে৷

আর এখন ছেলেরা জানে প্রতিষ্ঠিত হলে বিয়ের বাজারে তার কদর বেশি।
সে প্রতিষ্ঠিত হবার আগে প্রেম,জ্বিনা যাই করুক। সে টাকার জোরে ভালো মেয়ে পাবেই।

এজন্য আজ ছেলেরা ভালো হবার প্রতিযোগিতা করে না। চরিত্র রক্ষার চেষ্টাও করে না। সে ভালো করেই জানে বিয়ের আগে সেগস করি,ফুর্তি করি,আবাসিক হোটেলে যাই। যাই করিনা ক্যান।

ক্যারিয়ার হলে বিয়ে দুই চোখ বন্ধ করে করা যায়।
তো এই সমাজে ডিভোর্স হবে না। ডিভোর্স কী হবে পশু পাখির মাঝে৷

✍️Waraqah WQ

06/16/2024

আপনি ফেইসবুক‌ স্ক্রল করছিলেন,
হঠাৎ দেখলেন আপনার বেকার বন্ধুটি খুব ভালো একটি চাকরি পেয়ে গেছে। আপনি মনে মনে বলে উঠলেন, "আলহামদুলিল্লাহ! আল্লাহুম্মা বারিক! হে আল্লাহ, আমার বন্ধুটির আয় রোজগারে বরকত দিন এবং তাকে কর্মজীবনে অনেক উন্নতি করার তৌফিক দান করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনার বান্ধবীর বিয়ের দাওয়াত পাওয়ার পর আপনি মন থেকে দোয়া করলেন, " হে আল্লাহ! আমার বান্ধবীর দাম্পত্য জীবন আপনি সুখ-শান্তিতে পরিপূর্ণ করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনি পার্কে হাঁটছিলেন, দেখলেন ফুটফুটে একটি বাচ্চা খেলা করছে। আপনি বাচ্চাটির উদ্দেশ্যে দোয়া করলেন, "হে আল্লাহ! শিশুকে সুস্থ-সবল রেখে নেক হায়াত দান করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

বাসায় ফেরার সময় দেখলেন এক বৃদ্ধ ভিক্ষুক অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে। আপনি তাকে প্রয়োজনীয় সাহায্য করার পর তার জন্য দোয়া করলেন, " হে আল্লাহ! আপনি লোকটিকে সুস্থতা দান করুন এবং তার জীবনের সব দুঃখ, কষ্ট দূর করে দিন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আমি কিন্তু কোনো রূপকথার গল্প বলছি না। আমাদের সাথে ঠিক এমনটাই হয়। এই মর্মে একটি হাদিস আছে,

"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ কোন ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা তার দোয়ার সময় আমীন বলতে থাকেন। যখনই সে তার কল্যাণ কামনা করে দোয়া করে, তখন ফেরেশতা বলেন, আমীন, তোমার জন্যও অনুরূপ কল্যাণ।"
~ সুনানে ইবনে মাজাহ, ২৮৯৫।

আমাদের সমাজটা হিংসা-বিদ্বেষে ভরে গেছে। আমরা অন্যের ভালো সহ্য করতে পারিনা। কারো ভালো দেখলে দোয়া করা তো দূরের কথা বরং অনেকে অন্যের সুখ নষ্ট করার জন্য কালো জাদুও করে! অথচ আল্লাহর দেওয়া বিধান কতই না চমৎকার!

অন্যের ভালো চাইলে, অন্যের জন্য ভালো দোয়া করলে, তাতে বরং নিজেরই উপকার হয়। কেননা, ফেরেশতাদের দোয়া তো কখনো বিফল হয়না।

এই সুন্দর হাদিসটি না জানার কারণেই হয়ত অনেকর মনে এখনো হিংসার ময়লা রয়ে গেছে। তাই পোস্টটি শেয়ার করে সবার কাছে রাসুল (সঃ)-এর বাণী পৌঁছে দিন।

কে জানে?

হয়ত আপনার করা একটি শেয়ারই অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দেবে!

©Rumki Kazi

বৃষ্টির পর আকাশে যে রংধনু দেখা যায় সেটাকে ৭টা রং দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এল'জি*টি*ভি ফ্ল্যাগে থাকে ৬টা রং, আসমানি রংটা ...
03/30/2024

বৃষ্টির পর আকাশে যে রংধনু দেখা যায় সেটাকে ৭টা রং দিয়ে রিপ্রেজেন্ট করা হয়।

এল'জি*টি*ভি ফ্ল্যাগে থাকে ৬টা রং, আসমানি রংটা থাকে না।

আড়ং এর পাঞ্জাবিতেও এল'জি*টি*ভি*র ৬টা রং, আসমানি রংটা নাই।

এটা হঠাৎ করে খেয়াল করলে বোঝা যায় না।

এরা পল্টি মারার সময় বলবে আমরা তো সরলমনে রংধনু দিয়ে ডিজাইন করেছি।

না তোমরা জেনে শুনেই ৬টা রঙ দিয়ে এল'জি*টি*ভি*র পতাকা দিয়ে পাঞ্জাবি ডিজাইন করেছ কারণ তোমরা সেটা এই দেশে প্রোমোট করছো।

তোমরা হলে এ যুগে #কওমে_লূতের_প্রেতাত্মা।
★★ অতএব হে মুসলিম ভাই বোন #আড়ং এর পোশাক দিয়ে আপনার ইদ আনন্দ থেকে বিরত থাকুন।মনে রাখবেন এটা আপনার ঈমানি দায়িত্ব।
সংগৃহীত।

❤️ আমিন
03/15/2024

❤️ আমিন

03/13/2024

পড়াশোনার একটা লেভেল যখন শেষ হয়ে আসে আশেপাশের বন্ধু বান্ধবী সবাই কোন না কোন কিছু করা শুরু করেছে কিন্তু আপনার কোন গতি হচ্ছে না।

এই পরিস্থিতিতে শুধু মাত্র হতাশ হয়ে পড়ে থাকলে চলবে না।

আপনি কি কখনো চিন্তা করেছেন আমাদেরকে কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ এবং আল্লাহ যখন একটা মানুষকে পৃথিবীতে পাঠায় সাথে তার রিজিক ও দিয়ে দেয়।

আবার যখন একটি মানুষ মারা যান তখন তার রিজিক ও ঠিক তার সাথে চলে যায়।

কয়েকজন আলেমের কথা মতে: "আল্লাহ রিজিক আপনার সাথে দিয়ে দিয়েছে তার জন্য কিন্তু আপনি বসে থাকবেন সব নিজে নিজে হয়ে যাবে এমন কিন্তু না বিষয়টি।

বিষয়টি হচ্ছে যে আল্লাহ রিজিক দিয়ে রেখেছেন এখন আপনাকে কঠোর পরিশ্রম করে সেটা খুঁজে নিতে হবে।"

হতাশায় পড়ে থাকলে সমাধান হয়ে যাবে না।

এই পিরিয়ডটা সবাই পার করতে হয় বিশেষ করে যখন Graduation শেষ এর দিকে থাকে কিংবা পড়াশোনার একটা লেভেল শেষ হওয়ার আগেই Responsibility এর চাপ আসে তখন বিষয় গুলো সবাই কমবেশি ফেস করে।

এই সময় থেকে নিরাপদ থাকতে এবং দ্রুত কাটিয়ে উঠতে নামাজ পড়তে হবে পাশাপাশি আল্লাহর নিকট বেশী বেশী সাহায্য চাইতে হবে যাতে দ্রুত এই পরিস্থিতি থেকে আল্লাহ উদ্ধার করে।

এই পরিস্থিতিতে যারা আছে তাদেরকে কখনো বাড়তি চাপ দিবেন না পারলে মানসিক ভাবে সহায়তা করবেন।

“Take time to smell the roses.” ❤️
©️

“সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।”-হযরত আবু বকর (রাঃ)
03/12/2024

“সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।”-হযরত আবু বকর (রাঃ)


“জ্ঞানের মত সম্পদ আর নেই, অজ্ঞতার মতন দারিদ্র আর নেই।”— হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু)
03/12/2024

“জ্ঞানের মত সম্পদ আর নেই, অজ্ঞতার মতন দারিদ্র আর নেই।”

— হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু)


11/11/2023

ইস-রা-য়েলকে সমর্থনকারী কোম্পানি কর্তৃক আয়োজিত কনসার্টে নেচে গেয়ে ফিলি-স্তিনের অনেক বড় উপকার করে আসলেন।

07/28/2023

Address

New York, NY

Telephone

+19295449593

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Islamic Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Islamic Knowledge:

Share

Category