05/01/2025
স্বামী স্ত্রীর প্রকৃত ভালোবাসা
খাবার টেবিলেঃ
শাশুড়ীঃকিহলো বউমা খাচ্ছো না কেনো ?
স্ত্রীঃ. আসলে মা , মাছ কাটার সময়ে হাত একটু কেটে গেছে খুব জালাপুরা করছে ।
শাশুড়ীঃ আচ্ছা আস্তে আস্তে খাও ।খাইয়া মলম লাগাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ।
স্বামীঃ আচ্ছা শোন একটা কাজ করোতো আমার জন্য খাবার টা রুমে নিয়া যাইয়োতো ।আমি এখন খাবোনা পড়ে খাবো কেমন ?
স্ত্রীঃ। কেন খুদা লাগে নাই তোমার ?
স্বামীঃ যা বলছি তাই করো এতো বেশি কথা বলো কেনো হ্যা ,, খুদা লাগলেতো খাইতাম নাকি ?
স্ত্রীঃ আচ্ছা নিচ্ছি ।
রুমে যাবার পরঃ
স্বামীঃ পাগলী এইদিকে আসোতো
স্ত্রীঃ। জ্বী বলো ?
স্বামীঃ আসো আমি তোমায় খাওয়াইয়া দিচ্ছি ।
স্ত্রীঃ একি আমিতো খাইলাম তুমি দেখনি ?
স্বামীঃ আমায় কি গাধা ভাবো আমি দেখলাম খাবার টেবিলে তুমি খাবার গুলা খেতে পারছিলেনা । হাত কাটার কারনে ,, তাইতো আমি রুমে নিয়ে এলাম খাবার টা । ওখানে তোমায় খাইয়ে দিলে কেমন দেখায় তাই বুদ্ধি করে রুমে নিয়ে আসলাম যাতে তোমায় খাইয়ে দিতে পারি,। এদিকে আসো খাইয়ে দিচ্ছি ।
স্ত্রীঃ। স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলে ,, তুমি কি ? হ্যা , এমন পাগলামি করো কেনো ?
স্বামীঃ আমি এমনি ,, আর অধিকাংশ স্বামীরা যদি এমনি হতো ।
স্বামী ঃ তুমি যখন বাড়িতে ছিলা,,, তোমার হাত কাটলে বা হাতে চোট লাগলে তোমার মা খাইয়ে দিতো এখানে তোমার আমি ছাড়া কে আছে শুনি ?
চুপ করো আমিও তো খাই নাই খুদা লেগেছে চুপ করে খাওতো ,, একসাথে খাই ,, আর হ্যা দেখে শুনে। কাম করতে পারোনা , হাত কাটে কেমনে ,,, বুঝোনা তুমার কিছু হলে আমার ও খুব কস্ট হয ।
স্ত্রীঃ তোমায় প্রতিটা স্টেপে নতুন করে চিনছি আল্লাহ আমার ভাগ্যটা অনেক ভালো দিছে । যে কারনে তোমার স্ত্রী হতে পেরেছি আলহামদুলিল্লাহ ।
স্বামীঃ আচ্ছা পাগলী খাওতো আগে আর সাবধান । কাটা জায়গায় আবার চোট জানি না লাগে । দেখে কাম করবে আস্তে আস্তে কেমন ?
হ্যা এটাই স্বামী যে কিনা স্ত্রীর সকল কষ্টে স্ত্রী না বলা সত্যেও বুঝে ফেলে ।
আল্লাহ সকল বন্ধুই যেন এমন কেয়ারিং হয় তাদের জীবন সাথির সংগে ।
Cp
কানিজ