10/09/2025
লেখার নাম- লতা
আমি তরু—
আর সে, দূরের কোনো শহরে আছে বেঁচে লতা হয়ে ।
একই আকাশের নিচে, অথচ ভিন্ন আলোর ছাচে,
আমাদের দেখা হয় না— হয় না কথা, শুধু হয় অনুভব।
ফুলের মতো নরম,
গন্ধমাখা পাপড়ির মতো তার হাসি,
ফোকলা দন্তে ঝিলমিল আলো,
সময়ও মুছতে পারেনি সে হাসি,
আজো তাকেই ভীষণ ভালোবাসি।
কত বছর কেটে গেছে—
তবু মুখখানি মেঘের ফাঁক দিয়ে
ঠিকই ভেসে আসে— নীরব, কোমল।
তার নামের পাশে
যত্নে দিলাম জুড়ে এক বিশেষণ— "ফুল"।
আমি আজো দাঁড়িয়ে আছি নীরব তরুর মতো,
মাটিতে শিকড় গেড়ে —
স্মৃতির গভীরে লুকিয়ে
আর লতা? সে আজো এলোনা ফিরে।।