Moner Kotha

Moner Kotha ভাইরাল ঘটনা, গল্প, ফান, ট্রেন্ডিং সব আপডেট পেতে " Moner Kotha" পেজের সাথে থাকুন।

তারকার চেয়ে কোনো অংশেই কম জনপ্রিয় নন তিনি!Shehreen Amin Monami মোনামি ম্যামডাকসু    #ডাকসু
09/24/2025

তারকার চেয়ে কোনো অংশেই কম জনপ্রিয় নন তিনি!
Shehreen Amin Monami
মোনামি ম্যাম
ডাকসু
#ডাকসু

দুদক টিম গিয়েছিল মাওলানা লুৎফর রহমানের বাড়িতে, বাড়িতে গিয়ে দেখে মাঝারি সাইজের একটা টিনের ঘর। দুদক ভাবল হয়তো তাদেরকে ভুল ...
09/07/2025

দুদক টিম গিয়েছিল মাওলানা লুৎফর রহমানের বাড়িতে,
বাড়িতে গিয়ে দেখে মাঝারি সাইজের একটা টিনের ঘর। দুদক ভাবল হয়তো তাদেরকে ভুল ঠিকানা দিয়েছে এলাকার মানুষ, তাই তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তখন লুৎফর রহমান সাহেব সেই টিনের ঘর থেকে বেরিয়ে বল্লেন, আপনার কার কাছে এসেছেন? দুদক সদস্যরা অবাক হয়ে বল্লেন, আপনার কাছেই এসেছি হুজুর। কিন্তু...
আপনি এত মাহফিল করেন, এত টাকা পান, আপনার বাড়ি ঘরের এই অবস্থা কেন?
-কারণ, এটাতো আমার স্থায়ী নিবাস না।
দুদুক টিম, ভাবল অন্য কোথাও হয়তো তার রাজপ্রাসাদের মত বাড়ি গাড়ি আছে।
তারা জিজ্ঞেস করল, স্থায়ী ঠিকানা কোথায়?
আবারও হুজুর তাদের অবাক করে উত্তর দিলেন, জান্নাতে আমার স্থায়ী নিবাস।
দুদুক টিম জিজ্ঞেস করলেন, আপনার উপার্জিত এত লক্ষ লক্ষ টাকা কী করেন?
হুজুর বল্লেন, জনগণের টাকা জনগনের কল্যাণে ব্যয় করি।
এমন একজন মানুষ যদি আমাদের জনপ্রতিনিধি হয়, তাহলে দুর্নীতি মুক্ত দেশ গড়া সময়ের ব্যাপার মাত্র।
আল্লাহ হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। (আমিন)

এই শিশুটি মা বাবা এ'ক্সি'ডে'ন্ট করে মা'রা গেছে চট্টগ্রামে । এখন শিশুটির দেখার মতো কেউ নাই 😭😭সবাই জলদি একটু শেয়ার করেন যা...
09/04/2025

এই শিশুটি মা বাবা এ'ক্সি'ডে'ন্ট করে মা'রা গেছে চট্টগ্রামে । এখন শিশুটির দেখার মতো কেউ নাই 😭😭

সবাই জলদি একটু শেয়ার করেন যাতে তার পরিচিত কারো নজরে আসে।

এরকম জায়গায় এমন একটা বাড়ি থাকলে, শান্তির জন্য জীবনে আর কি লাগে?
09/03/2025

এরকম জায়গায় এমন একটা বাড়ি থাকলে,
শান্তির জন্য জীবনে আর কি লাগে?

দেব শুভশ্রীর মধ্যে মিউচুয়াল ব্রেকআপ হয়েছিলো। শুভশ্রী বিয়ে করতে চেয়েছিলো কিন্তু দেব তখন ক্যারিয়ার নিয়ে খুব ফোকাসড তাই...
08/07/2025

দেব শুভশ্রীর মধ্যে মিউচুয়াল ব্রেকআপ হয়েছিলো। শুভশ্রী বিয়ে করতে চেয়েছিলো কিন্তু দেব তখন ক্যারিয়ার নিয়ে খুব ফোকাসড তাই তখন বিয়ে করতে চায়নি।
তখন শুভশ্রী মুভি করা বন্ধ করে দেয়। ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। দেব যদিও বিষয়টাতে ভেঙ্গে পরেছিলো কিন্তু সেই সময়টায় রুক্মিণী দেবের সঙ্গে ক্লোজ হয়। আর শুভশ্রী অপেক্ষায় থাকে ভাবে যে দেবের শূন্যতা দেব নিজের জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও উপলব্ধি করতে পারবে।
এরমধ্যে ধূমকেতু ছবির চুক্তি হয় ২০১৫ তে। তখন মুভি করতে এসে শুভশ্রী উপলব্ধি করে দেবের জীবনে তার শূন্যতা পুষিয়ে দিতে রুক্মিণী এসে গিয়েছে। ধুমকেতু মুভিতে একটা বিয়ের দৃশ্যর শ্যুট ছিলো, সেই শ্যুট টা শেষ করে মেকআপ রুমে ফেরার পথে ৫০মিনিটের দুরত্বের রাস্তা ছিলো, পুরোটা পথ শুভশ্রী সেদিন গাড়িতে কান্না করেছিলো। পরিচালক নিজেও শুভস্রীরর কান্না থামাতে অনেক চেষ্টা করেছিলো। কিন্তু শুভস্রী শুধু কেঁদেই চলেছিলো কারণ তার প্রিয় মানুষটার বউ হওয়ার স্বপ্ন সিনেমাতে হলেও সেটা বাস্তবে আর কখনো হবে না।
তবে দেবও প্রথম খুব কষ্ট পেয়েছিল কিন্তু দেবকে মেন্টালি সাপোের্ট দেওয়ার জন্য সাথে সাথে রুক্মিণীকে পেয়েছে তাই দেবের লাইফে এসবের তেমন কোনো প্রভাব পরেনি। কিন্তু শুভস্রী ৪বছর আর কোনো মুভি করেনি।

“স্বপ্ন যাবে বাড়ি আমার…” 😭— ওমান এয়ারপোর্টে দাঁড়িয়ে এই ক্যাপশন দিয়ে পোস্ট দিয়েছিলেন প্রবাসী ভাই বাহার উদ্দিন।দেশে ফে...
08/06/2025

“স্বপ্ন যাবে বাড়ি আমার…” 😭— ওমান এয়ারপোর্টে দাঁড়িয়ে এই ক্যাপশন দিয়ে পোস্ট দিয়েছিলেন প্রবাসী ভাই বাহার উদ্দিন।

দেশে ফেরার আনন্দ, প্রিয়জনদের বুকে জড়িয়ে ধরার স্বপ্ন—সব কিছু ছিলো চোখে ভেসে ওঠা এক স্বপ্নের মতো। বাবা-মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে কিছুটা শান্তিময় সময় কাটিয়ে আবার ফিরে যাওয়ার ইচ্ছা ছিল তাঁর।

কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে রূপ নিলো…🥹

দেশে ফেরার পর, বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে তার চোখের সামনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা—মাইক্রোবাস খালে পড়ে তার পরিবারের ৭ জন সদস্য জীবন হারালেন।

এই বেদনা ভাষায় প্রকাশ করা যায় না।

হে আল্লাহ, তুমি এমন মৃত্যু কাউকে দিও না।
তুমি প্রবাসী এই ভাইকে অশেষ ধৈর্য ও শক্তি দান করো।
আর তাঁর পরিবারের নিহত সকল সদস্যকে জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন। 🤲

আজকের এই দিন শুধু বাহার উদ্দিন ভাইয়ের জন্য নয়,
সমস্ত প্রবাসীর জন্যই এক শোকাবহ দিন। 🥹

আজকে টঙ্গীতে অফিস থেকে ফেরার সময় একজন মহিলা ম্যানহোলের ড্রেনে পড়ে গিয়েছে। অনেকদিন যাবতই ম্যানহোলের ওই ঢাকনাটা খোলা ছিল, ...
07/29/2025

আজকে টঙ্গীতে অফিস থেকে ফেরার সময় একজন মহিলা ম্যানহোলের ড্রেনে পড়ে গিয়েছে। অনেকদিন যাবতই ম্যানহোলের ওই ঢাকনাটা খোলা ছিল, সিটি কর্পোরেশনের লোকেরা গাফিলতি করে ঠিক করেনি।

আজকে হাঁটু সমান বৃষ্টির পানিতে ঢাকনা আছে কি নাই সেটা দেখার কোন উপায় ছিল না। মহিলাটাও প্রতিদিনকার মতই অফিস থেকে বাসায় ফিরছিল,

কিন্তু ঢাকনা না থাকায় মুহুর্তেই যেন নিচে তলিয়ে গেল ম্যানহোলে। একজন লোক দৌড়ে এসে উনাকে ধরতে চেয়েছিল কিন্তু বাঁচাতে পারেনি।

এরপর ফায়ার সার্ভিস এসেছে, সিটি কর্পোরেশনের লোকজন এসেছে কিন্তু মহিলার লাশটা পর্যন্ত খুঁজে পায়নি।

স্থানীয় লোকজন বলছে- ফায়ার সার্ভিসের লোকেরা একটু খোঁজাখুজির পর না পেয়ে বসে বসে তামাশা দেখছিল।

ফায়ার সার্ভিস দোষারোপ করছিল সিটি কর্পোরেশনকে আর সিটি কর্পোরেশন দোষারোপ করছিল ফায়ার সার্ভিসকে। কাজের কাজ কিছুই হচ্ছিল না।

এরপর ফায়ার সার্ভিসের লোকেরা বসে বসে অপেক্ষা করছিল কখন ৫ টা বাজে। কারণ ৫ টায় ওদের ডিউটি শেষ হয়, সেই অযুহাত দিয়ে পরে তারা চলে গিয়েছে।

কিন্তু মহিলার লাশটা আর উদ্ধার হলো না। অলরেডি ২৪ ঘন্টা হয়ে গিয়েছে। মহিলাটার ২ টা জমজ বাচ্চা আছে। ওদের নানা নানুও কেউ নেই, একদম একা।

বাচ্চাগুলো বিকেলের দিকে মায়ের জন্যে অপেক্ষা করছিল, কিন্তু যখন পাড়াপ্রতিবেশীরা জানিয়েছে তাদের মা ড্রেনে পড়ে মারা গিয়েছে তখন থেকে তারা মায়ের লাশের জন্যে অপেক্ষা করছে।

কিন্তু সেই লাশও এখনো বাড়িতে এলো না।

এদেশের বিমানে সমস্যা, রাস্তায় সমস্যা, আরও কতকিছুতে সমস্যা।

একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। সেই পানিতে কারেন্টের ক্যাবল পড়ে শক খেয়ে মানুষ মরে, ড্রেনে পড়ে মানুষ মরে কিন্তু ঠিকঠাক আর হয়না।

ফায়রা সার্ভিসের লোকেরা যাওয়ার সময় গড়িমসি করে বলে গিয়েছে - আজকে তো লাশ পাইনি, কাল দেখি সময় হলে একবার আসব।

এমন একটা ভাব যেন বাচ্চাদের সাধারণ কোন খেলনা হারিয়ে গেছে, মন চাইলে খুঁজে দিবে, নয়তো না।

অথচ আজকে উপদেষ্টাদের কোন আত্মীয় ড্রেনে পড়ে গেলে এর পরদিনই রাস্তা সংস্কার করা হতো, ফায়ার সার্ভিসের পুরো টিম দিয়ে সারারাত লাশ খোঁজা হতো।

কিন্তু এই মহিলার বেলায় হচ্ছে না, কারণ তিনি তো আর উপদেষ্টা নন, নিতান্তই সাধারণ একজন।

একটু আগে এই মহিলার বোনের মেয়ে আমাকে নক করে করুণভাবে বলছিল- একটু দেখেন না ভাইয়া কিছু করা যায় কি-না, আমরা শুধু লাশটা চাই আর কিচ্ছু না।

বেশি দেরি হলে পানির স্রোতে লাশটা দূরে কোথাও চলে যাবে, আর হয়তো পাওয়া যাবে না।

মহিলার মাত্র ৮ বছরের দুইটা জমজ বাচ্চা এত রাতেও জেগে আছে। মা মা বলে বারবার হাউমাউ করে কাঁদতেছে । অথচ আজকে মা বাসায় ফিরলে এতক্ষণে খেয়ে ঘুমানোর কথা ছিল ওদের।

কিন্তু দু চোখে ঘুম নেই বাচ্চাগুলোর। জীবিত মা'য়ের আশা করছে না, ওরা কেঁদে কেঁদে মায়ের লাশটা চাচ্ছে শুধু।

বৃষ্টির দিনে আমরা হয়তো আরাম করে ঘুমোচ্ছি কিংবা মুভি দেখছি কিন্তু এই বাচ্চা দুটো অপেক্ষা করছে মায়ের লাশের জন্যে!

তাই একটু আওয়াজ তুলুন, শেয়ার করে ছড়িয়ে দিন। মাসুম বাচ্চাগুলোকে তার মায়ের লাশটা পেতে অন্তত সাহায্য করুন।

সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস আর দায়িত্বরত উপদেষ্টারা আপনারা এবার একটু ঘুম থেকে উঠুন, চোখটা খুলে একটাবার দেখুন ছবির এই জমজ বাচ্চা দুটো মায়ের লাশের জন্যে কতটা হাউমাউ করে কাঁদছে

@ ibrahim khalil shawon

লা'শ বাহী ফ্রিজিং গাড়ি ধরে এক মামার আর্ত'নাদ -" ও পাখি তুমি জবাব দাও না কেন? তুমি কি আমার ডাক শোন না?  একবার ডাক শোনো......
07/24/2025

লা'শ বাহী ফ্রিজিং গাড়ি ধরে এক মামার আর্ত'নাদ -

" ও পাখি তুমি জবাব দাও না কেন? তুমি কি আমার ডাক শোন না? একবার ডাক শোনো....

তুমি কি ক'ষ্ট পাইছিলা? তুমি কি আম্মুরে ডাকছিলা?

ও পাখি... আনজুম ও আনজুম........ "

-ভিডিও গুলো দেখে আমাদের ই সহ্য হচ্ছে না , এই বাচ্চাদের বাবা/মা এবং স্বজনেরা কিভাবে সহ্য করবেন?

আল্লাহ তাদের শোক সইবার শক্তি দিক , ফুলের মতো বাচ্চা গুলোর কে জান্নাতের পাখি করে দিক , আমিন

#মাইলস্টোন #বিমান #উত্তরা

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধুকে ...
07/22/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝ বন্ধু, আমি জানতাম তুমি আসবেই ❞।

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফির ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%।  ঘন্টা খা...
07/22/2025

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফির ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%। ঘন্টা খানেক আগে নাজিয়া বেহেশতে চলে গেছে।

নাফি এখনো তার বাবা মার সাথেই আছে ৯৫% পো*ড়া নিয়ে। জানি না আল্লাহ তায়ালা ওকে ওর বোনের কাছে পাঠাবে না বাবা মা র কাছে রাখবে।

আর নাফি নাজিয়ার বাবা মা! তারা কোথায় যাবে! নিজের সন্তানদের কথা ভেবে নাফি নাজিয়ার বাবা মার অবস্থা ভাবুন! আমার ভাবতে ইচ্ছা হচ্ছে না জীবন যে কোথায় কখন মোড় নিবে কেউ বলতে পারে না....😭😭

সংগৃহীত

07/22/2025

Address

410 W 23rd Street
New York, NY
US10011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moner Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share