Moner Kotha

Moner Kotha ভাইরাল ঘটনা, গল্প, ফান, ট্রেন্ডিং সব আপডেট পেতে " Moner Kotha" পেজের সাথে থাকুন।

মা কে একবার জিজ্ঞেস করেছিলাম,আচ্ছা মা আমার স্বাধীনতা কোথায়?উত্তরে বললেন, এখন কিসের স্বাধীনতা। বিয়ের পর স্বামীকে নিয়ে যা ...
01/06/2026

মা কে একবার জিজ্ঞেস করেছিলাম,আচ্ছা মা আমার স্বাধীনতা কোথায়?
উত্তরে বললেন, এখন কিসের স্বাধীনতা। বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, স্বাধীনতা খুঁজে নেবে!

একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম- আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই? সখ আহ্লাদ নেই?

উত্তর একটাই বিয়ের আগে যা করেছো করেছো এখন করা যাবে না। লোকে কি বলবে? ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছে করতে পারবে!!

আমার ছেলের বয়স কুড়িতে পা দিলো। বললাম আচ্ছা বাছা মায়েদের স্বাধীনতা কোথায়? বলতে পারিস??
ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিলো হেসে-
বললো,
এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছে করবে?অনেক কিছুই করেছো জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো।

জানেন আপনি?
মেয়ে মানুষের স্বাধীনতা হয় না, ঘর হয় না, তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃ-ত্যু-ব-র-ণ করে!!!............একজন মায়ের মুখে শোনা গল্প.....

সত্যিই আমরা কেন এভাবে ভাবি না! আপনাদের কার কি মতামত, কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ ।

হাজবেন্ডের হঠাৎ বদলি হলো । বাসা থেকে অফিস অনেক দূরে হয়ে যাচ্ছে। যেহেতু বাসাটা গ্রামে। তাই বেশ চিন্তাভাবনা করে শহরে এসে ...
01/03/2026

হাজবেন্ডের হঠাৎ বদলি হলো । বাসা থেকে অফিস অনেক দূরে হয়ে যাচ্ছে। যেহেতু বাসাটা গ্রামে। তাই বেশ চিন্তাভাবনা করে শহরে এসে নতুন বাসায় উঠেছি ।

ওই বাসার তিন তলাতে এক ভাবি থাকেন। ভাবিদের আজ দ্বিতীয় বিবাহ বার্ষিকী। ভাবিদের বাসায় পৌঁছানোর পর আমি কৌতূহল বসত উনাদের বেডরুমে গেলাম। ভাবি রুমে ছিলেন।

কিন্তু আমি এই সোফাতে যখন বসতে গেলাম আমাকে নিষেধ করলেন। আমি বললাম কেন ভাবি এটাতে বসলে সমস্যা কি? উনি কিছু না বলে লজ্জা পেয়ে মনে মনে হাসলেন , আর কথাটা এড়িয়ে গেলেন ।

আমি বাসায় এসে হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম হাজবেন্ড বললো হয়তো বা সোফাটা ভাঙা থাকতে পারে। সে ও মনে মনে হাসলো। কিন্তু কারণটা কি? এটার রহস্য কি বুঝতে পারছি না ?আপনারা কিছু বলেন প্লিজ( ফার্নিচার group এ আপুর পোস্ট)

মধ্যবয়স্ক নারীর যৌনতা – এক নীরব নদীর মতো:মধ্যবয়সী নারীকে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারে না, তার ভেতর কতটা জীবন বয়ে চলে। ...
01/02/2026

মধ্যবয়স্ক নারীর যৌনতা – এক নীরব নদীর মতো:

মধ্যবয়সী নারীকে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারে না, তার ভেতর কতটা জীবন বয়ে চলে। তার মুখে হয়তো একরাশ শান্তি, চোখে একটুখানি ক্লান্তি—কিন্তু এই চেহারার ভেতরে আছে এক গভীর নদী, যেটা ধীরে ধীরে বয়ে যায়। এই নদী যেন নীরব, তবে থেমে নেই। প্রতিদিনের অভিজ্ঞতা, ভালোবাসা, হারানো-বিলুপ্ত কিছু স্মৃতি—সব মিলে তার কামনা তৈরি হয় এক নতুন রূপে, এক অনন্য ভাষায়।

এই বয়সে সে আর কারো মন জেতার জন্য হাসে না। সে নিজেকে লুকিয়ে রাখে না, সাজিয়ে তোলে না কেবল কারো নজর কাড়ার জন্য। বরং সে নিজেকে ভালোবাসে গভীরভাবে। জানে—তার শরীর ঠিক যেমন, তেমনটাই সুন্দর। তার যৌনতা এখন আর দেহের খেলায় সীমাবদ্ধ নয়, বরং তা হয়ে উঠেছে বোঝাপড়ার, সম্মান আর সংবেদনের জায়গা।

তরুণ বয়সের কামনা হঠাৎ জ্বলে ওঠে, হঠাৎ নিভেও যায়। সেখানে থাকে আবেগের ঝড়, না বুঝে ফেলার এক উন্মাদনা। কিন্তু মধ্যবয়সী নারীর কামনা অনেক বেশি ধৈর্যের, অনেক বেশি আত্মবিশ্বাসের। সে জানে, কীভাবে তার শরীরের প্রতিটি প্রতিক্রিয়া বোঝে নিতে হয়। সে জানে, কখন আগলে রাখতে হয় নিজেকে, আর কখন খুলে দিতে হয় সমস্ত দরজা।

এই নারী কাউকে ছুঁতে চায়—কিন্তু ছোঁয়াটার আগে সে বোঝে নেয় সেই মানুষটার ভেতরটা। সে শুধু শরীর খোঁজে না—সে এমন একজন সঙ্গী খোঁজে, যার স্পর্শে থাকে শ্রদ্ধা, যার চোখে থাকে নিরাপত্তা। সে জানে কার পাশে ঘুমালে শান্তি নামে, আর কার পাশে থাকলে ভালোবাসা শুকিয়ে যায়।

তার কামনা আর শিশুর মতো নিষ্পাপ নয়। বরং তাতে এক ধরনের প্রাপ্তবয়স্ক মমতা থাকে, থাকে বোঝাপড়া। সে জানে কখন চাওয়া, কখন না বলা। সে জানে, ‘না’ বলাটাও নিজের প্রতি এক রকম ভালোবাসা। তার ভালোবাসা এখন আর পাগলামি নয়—তা গভীর, সযত্নে বাছাই করা, বোধসম্পন্ন।

সমাজ হয়তো ভাবে এই বয়সের নারী নিঃসাড়, নিঃস্পৃহ। কিন্তু তারা জানে না, তার ভেতরটায় প্রতিদিন ঢেউ খেলে যায়। তার চোখে জমে থাকা পুরনো গল্পের আলো ঝিলমিল করে, তার হাসিতে মিশে থাকে না বলা ভালোবাসার রেশ। এই নারী চাইলেই কারো জীবনে নীরবে ঢুকে যেতে পারে, আবার কাউকে বিদায়ও জানাতে পারে নিঃশব্দে—এক বিন্দু তিক্ততা ছাড়াই।

তার যৌনতা আজ আর কারো কাছ থেকে অনুমতি চায় না। সে নিজের শরীর, নিজের কামনা, নিজের মনের দায়িত্ব নিজেই নেয়। সে জানে—কে তার জলের গভীরে স্নান করার যোগ্য, আর কে কেবল পাথর ছুড়ে জল ঘোলা করতে চায়।

মধ্যবয়স মানে ক্ষয় নয়, সেটি এক নবজন্ম। একজন নারী এই বয়সে এসে হয়তো সবচেয়ে বেশি উজ্জ্বল হয়—যেন সন্ধ্যার আলোয় জ্বলে ওঠা দীপ, যা সারা দিনের ক্লান্তিকে শান্ত করে। তার কামনা আগুন নয়—তা আলো। তা জ্বলিয়ে দেয় না, তা গায়ে মেখে থাকে।

এক নদী, যে জানে কখন কার দিকে পথ খুলে দিতে হয়, আর কখন নিজেকে আগলে রাখতে হয়।
যে জানে, ভালোবাসা মানে কারো হাত ধরা নয়—বরং কারো হাতে নিজের হাত রাখার মতো আত্মবিশ্বাস অর্জন করা।
আমার লেখাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ।

✍️ বীণা রাণী

হাজবেন্ড প্রায় তিন বছর পর প্রবাস থেকে দেশে ফিরছে। এরকম সোফা নাকি তার খুব পছন্দ।কিন্তু এত বড় একটা সোফা  আর মাঝে বসার জা...
12/30/2025

হাজবেন্ড প্রায় তিন বছর পর প্রবাস থেকে দেশে ফিরছে। এরকম সোফা নাকি তার খুব পছন্দ।

কিন্তু এত বড় একটা সোফা আর মাঝে বসার জায়গা মাত্র একজনের। এজন্য আমি কেনার ব্যাপারে একদমই আগ্রহী না।

আচ্ছা এই সোফাটা কেনা কি ঠিক হবে আর এটার সুবিধা কি কি?( এক আপুর buy sell group এর পোস্ট)

তিন তলার ভাবিকে আজ বাসায় নতুন এক অদ্ভুত সোফা আনতে দেখলাম। কিন্তু যতদূর জানি, উনার স্বামী তো প্রায় তিন বছর ধরে প্রবাসে আছ...
12/30/2025

তিন তলার ভাবিকে আজ বাসায় নতুন এক অদ্ভুত সোফা আনতে দেখলাম। কিন্তু যতদূর জানি, উনার স্বামী তো প্রায় তিন বছর ধরে প্রবাসে আছেন দুবাই তে। 🤔

এই সোফাটা আসলে উনার কি কাজে কোথায় লাগতে পারে? দেখতে গিয়ে আরও অবাক হলাম, এতে তো সর্বোচ্চ একজন বসতে পারবে, তাও ঠিক মতো বসার জায়গা নেই। বসার জন্য আনা নাকি অন্য কোনো রহস্য লুকানো আছে এর ভেতরে?

বিষয়টা এতটাই কৌতূহল জাগালো যে এক আপুর ইনবক্স থেকে শোনা গল্পের মতোই মনে হলো। কেউ বলছে এটা নাকি শুধু সাজানোর জন্য, আবার কেউ বলছে ভেতরে অন্য কাজে ব্যবহার করা যায়।
তাহলে আসলেই এই সোফার আসল কাজটা কি হতে পারে?

আমার বিয়ের বয়স আজ প্রায় ১৫ বছর হতে চললো! বাচ্চা হয়েছে মোট ৩ টা!তাই স্বাভাবিকভাবেই ১৫ বছর আগের রূপ যৌবন না থাকারই কথা!তার...
12/29/2025

আমার বিয়ের বয়স আজ প্রায় ১৫ বছর হতে চললো! বাচ্চা হয়েছে মোট ৩ টা!তাই স্বাভাবিকভাবেই ১৫ বছর আগের রূপ যৌবন না থাকারই কথা!
তার উপর বাচ্চাগুলো সিজারিয়ান! তাই এখন আর বউ এর প্রতি আকর্ষণ নাই বললেই চলে!
বউকে এখন বুয়ার মতই লাগে!

সকাল থেকে সবগুলো বাচ্চাকে নাস্তা করাও, স্কুলে পাঠাও, ঘরের বাকী সবার নাস্তা বানাও! এরমাঝে দুপুরে খাবারের মেন্যু ঠিক করো! তারপর দুপুরের রান্না শুরু! এর মাঝে বাচ্চারা স্কুল থেকে আসা শুরু করে! আবার কাউকে নিয়েও আসতে হয়!
দুপুরের খাবারের পর্ব শেষ হতে না হতে আবার বিকেলের নাস্তা!

বাচ্চাদের পড়া, রাতের খাবার, খুচরা বাজার, অসুস্থ সদস্যদের সেবা! এভাবে অনবরত দিনরাত্রি চলে!
আর মিঃ দেখেন যে সব ঠিকঠাকমতো চলছে!
নিজের খেদমত, বাচ্চাদের দেখাশোনা, বাবা মায়ের খেদমত সবই চলছে! শুধুমাত্র সামান্য ব্যত্যয় ঘটলেই সিংহ পুরুষের গর্জন শুরু হয়! একটা সময় মনেই হয়না এই মেয়েটিকে বিভিন্নভাবে পছন্দ করে ঘরে আনা হয়েছে! মনে হয়, ২/৩ টা কাজের মানুষ রাখলেই এই কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দেয়া যায়!

লাবণ্য হারিয়ে যাওয়া শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত মহিলাটিকে আর লাস্যময়ী লাগেনা! ঘরের চাইতে বাইরে সময় কাটানোই শ্রেয় মনে হয়! যারা ধর্ম চর্চা করেন, তারা খুঁজে খুঁজে স্বামীর অধিকারের আয়াত এবং হাদীস বের করেন!
কিন্তু স্ত্রী অধিকারের আয়াত ও হাদীস এড়িয়ে চলেন।
কখনো কখনো অসহ্য বেদনায় কষ্ট মুখ দিয়ে উদগীরণ হলে সিংহ পুরুষের হুংকার - বের হয়ে যাও ঘর থেকে,
দরজা খোলা আছে!
শুধু মেয়েটি বলতে পারেনা "আমার ১৫ বছর আগের আমাকে ফেরত দাও।"

নিদারুণ বাস্তবতা থেকে কথাগুলা লিখা।এজন্য চেহারা ঢেকে দিলাম। কেমন লাগলো, পড়ার পর প্লিজ কমেন্টে জানাবেন অবশ্যই।

আমাদের মেয়েদেরও ২ হাত, দুটো পা আছে। মাথায় আল্লাহ দেওয়া যথেষ্ট জ্ঞান বুদ্ধিও আছে। ইচ্ছে করলেই তারা নিজেরা আয়রোজগার করত...
12/28/2025

আমাদের মেয়েদেরও ২ হাত, দুটো পা আছে। মাথায় আল্লাহ দেওয়া যথেষ্ট জ্ঞান বুদ্ধিও আছে। ইচ্ছে করলেই তারা নিজেরা আয়রোজগার করতে পারে। তবুও সমাজ ও পরিবার তাদের বিয়ে দিতে বেশি ব‍্যস্ত থাকে। সমাজ শিখিয়েছে বিয়ের পর তাদের জীবন ধন‍্য হয়। সংসার না করলে জীবনে কোনো সুখ নাই। সন্তান না হলে নারীর জীবন পরিপূর্ণ হয় না। ব্লা ব্লা ব্লা…

এই সমাজের কাছে নারীর নিজের টাকা পয়সা থেকে বড় লোক স্বামী বেশি প্রশংসার যোগ্য! নারীর যোগ্যতা থেকে স্বামীর যোগ‍্যতা বেশি প্রশংসনীয়!
আর সমাজের বেঁধে দেওয়া সেই সুখ আর পরিপূর্ণতা পেতে নারী ভালো ঘর , ভালো বর দেখে বিয়ে করে। আর বিয়ে পর সে দেখে অন‍্য এক পৃথিবী। যে পৃথিবী সমাজ তাকে দেখায়নি। কখনো বলেও নাই।

প্রতিদিন সে নির্যাতনের শিকার হয়। বলতে গেলে সমাজ তাকেই দোষী বলে। সে তালাক দিতে চাইলেও দোষ তার। সমাজ ক্ষেপে যায় । যতক্ষণ না সে লাশ হয়ে বাড়ি ফিরে, ততক্ষণ তার পরীক্ষা চলতে থাকে। সমাজের কুটুকথা সাথে আছে পরিবারের হাজারো প্রশ্ন? এক সময় লাশ হয়ে সে বাড়ি ফিরে।

অথচ, যে জীবনে নিজের ইচ্ছায় বাঁচা যায় না, শ্বাস নেওয়া যায় না, জীবনকে ছুঁয়ে দেখা যায় না, সে জীবনে কিসের পরিপূর্ণতা?

এই যে আপনারা , যারা তালাকের সংখ‍্যা দেখে ক্ষেপে যান? একবার ভাবুন তো যদি তালাক না হত, তাহলে স্বামীর হাতে প্রাণ হারানো নারীদের সংখ‍্যা কত হত???
এত এত লাশ দেখার পরেও আপনারা বলবেন: বিয়ে না করলে জীবন ধন‍্য হয় না? স্বামী সংসার আর সন্তানই হলো নারীর জীবনের সবচেয়ে বড় সুখ? তো সেই সুখ পরিপূর্ণতা কোথায়? নিশ্চয়ই কবরে?
লেখাটা কেমন হয়েছে পড়ার পর অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ।

আমাদের মেয়েদেরও ২ হাত, দুটো পা আছে। মাথায় আল্লাহ দেওয়া যথেষ্ট জ্ঞান বুদ্ধিও আছে। ইচ্ছে করলেই তারা নিজেরা আয়রোজগার করত...
12/23/2025

আমাদের মেয়েদেরও ২ হাত, দুটো পা আছে। মাথায় আল্লাহ দেওয়া যথেষ্ট জ্ঞান বুদ্ধিও আছে। ইচ্ছে করলেই তারা নিজেরা আয়রোজগার করতে পারে। তবুও সমাজ ও পরিবার তাদের বিয়ে দিতে বেশি ব‍্যস্ত থাকে। সমাজ শিখিয়েছে বিয়ের পর তাদের জীবন ধন‍্য হয়। সংসার না করলে জীবনে কোনো সুখ নাই। সন্তান না হলে নারীর জীবন পরিপূর্ণ হয় না। ব্লা ব্লা ব্লা…

এই সমাজের কাছে নারীর নিজের টাকা পয়সা থেকে বড় লোক স্বামী বেশি প্রশংসার যোগ্য! নারীর যোগ্যতা থেকে স্বামীর যোগ‍্যতা বেশি প্রশংসনীয়!
আর সমাজের বেঁধে দেওয়া সেই সুখ আর পরিপূর্ণতা পেতে নারী ভালো ঘর , ভালো বর দেখে বিয়ে করে। আর বিয়ে পর সে দেখে অন‍্য এক পৃথিবী। যে পৃথিবী সমাজ তাকে দেখায়নি। কখনো বলেও নাই।

প্রতিদিন সে নির্যাতনের শিকার হয়। বলতে গেলে সমাজ তাকেই দোষী বলে। সে তালাক দিতে চাইলেও দোষ তার। সমাজ ক্ষেপে যায় । যতক্ষণ না সে লাশ হয়ে বাড়ি ফিরে, ততক্ষণ তার পরীক্ষা চলতে থাকে। সমাজের কুটুকথা সাথে আছে পরিবারের হাজারো প্রশ্ন? এক সময় লাশ হয়ে সে বাড়ি ফিরে।

অথচ, যে জীবনে নিজের ইচ্ছায় বাঁচা যায় না, শ্বাস নেওয়া যায় না, জীবনকে ছুঁয়ে দেখা যায় না, সে জীবনে কিসের পরিপূর্ণতা?

এই যে আপনারা , যারা তালাকের সংখ‍্যা দেখে ক্ষেপে যান? একবার ভাবুন তো যদি তালাক না হত, তাহলে স্বামীর হাতে প্রাণ হারানো নারীদের সংখ‍্যা কত হত???
এত এত লাশ দেখার পরেও আপনারা বলবেন: বিয়ে না করলে জীবন ধন‍্য হয় না? স্বামী সংসার আর সন্তানই হলো নারীর জীবনের সবচেয়ে বড় সুখ? তো সেই সুখ পরিপূর্ণতা কোথায়? নিশ্চয়ই কবরে?

আজ এক বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলাম।গল্পে গল্পে বসার ঘরে ঢুকতেই চোখ পড়লো—অবিশ্বাস্য! ঠিক আমার বাসার মতোই সেই একই স...
12/22/2025

আজ এক বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলাম।
গল্পে গল্পে বসার ঘরে ঢুকতেই চোখ পড়লো—অবিশ্বাস্য! ঠিক আমার বাসার মতোই সেই একই সোফা!

🛋️ এতদিন মনে করতাম এই ডিজাইনটা শুধু আমার বাসাতেই আছে।
কিন্তু আজ বুঝলাম, গোপনে গোপনে অনেকেই এই সোফার প্রেমে পড়েছে! 😄

✨ সত্যি বলতে, দেখতে যতটা সিম্পল, বসলে ততটাই আরামদায়ক—
হয়তো এই কারণেই সবাই চুপিচুপি বেছে নিচ্ছে এটাকে!

👇 এখন জানতে ইচ্ছে করছে—তোমাদের বাসায়ও কি এমন সোফা আছে? কত দাম পড়েছে?
থাকলে নিচে কমেন্ট করে জানাও!💬 আর তোমার কোনো বন্ধু বা বান্ধবীর বাসায় যদি এই সোফা থাকে, তাহলে তাকে মেনশন করে দাও কমেন্টে! 😍

Address

410 W 23rd Street
New York, NY
US10011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moner Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share