Moner Kotha

Moner Kotha ভাইরাল ঘটনা, গল্প, ফান, ট্রেন্ডিং সব আপডেট পেতে " Moner Kotha" পেজের সাথে থাকুন।

মেয়ে ইরা খানের জন্মদিনে বলিউড এর জনপ্রিয় নায়ক আমির খান।
11/08/2025

মেয়ে ইরা খানের জন্মদিনে বলিউড এর জনপ্রিয় নায়ক আমির খান।

তারকার চেয়ে কোনো অংশেই কম জনপ্রিয় নন তিনি!Shehreen Amin Monami মোনামি ম্যামডাকসু    #ডাকসু
11/06/2025

তারকার চেয়ে কোনো অংশেই কম জনপ্রিয় নন তিনি!
Shehreen Amin Monami
মোনামি ম্যাম
ডাকসু
#ডাকসু

5 লাখ টাকার মতো দিতে পারবো, কেউ কি আছো আমাকে বাচ্চা সহ আমার দায়িত্ব নিতে, নাটোরে  থাকি, যে কোন জেলার ছেলে হলে চলবে, তিন...
10/27/2025

5 লাখ টাকার মতো দিতে পারবো, কেউ কি আছো আমাকে বাচ্চা সহ আমার দায়িত্ব নিতে, নাটোরে থাকি, যে কোন জেলার ছেলে হলে চলবে, তিন বিঘা জমি আছে, একটা পুকুর আছে, এগুলো নিয়ে দেব
🤙বিস্তারিত কমেন্টে লিংকে যোগাযোগ নম্বর এবং সকল তথ্য দেওয়া আছে।
,
,
,
,
,Ten unknown Facts About .
1. The first film ever made was "Roundhay Garden Scene" in 1888, directed by French inventor Louis Le Prince.
2. The first Hollywood film was "The Squaw Man" in 1911, directed by Oscar Apfel and Cecil B. DeMille.
3. The first 3D film was "The Power of Love" in 1922, directed by Nat G. Deverich and Harry K. Fairall.
4. The first film with sound was "The Jazz Singer" in 1927, directed by Alan Crosland.
5. The longest film ever made was "Ambian" in 2016, directed by Anders Weberg, with a runtime of 720 hours.
6. The highest-grossing film of all time is "Avengers: Endgame" in 2019, directed by Anthony and Joe Russo.
7. The most Academy Awards won by a single film is 11, achieved by "Ben-Hur" in 1959, "Titanic" in 1997, and "The Lord of th

ত্রিপুরাবাসীর জন্য ছিলো এ এক গর্বের দিন।ত্রিপুরার অধিবাসী জয়িতা শীল,আন্তর্জাতিক (ন্যাচারাল) বডিবিল্ডিং প্রতিযোগিতায় ৪র্থ...
10/22/2025

ত্রিপুরাবাসীর জন্য ছিলো এ এক গর্বের দিন।
ত্রিপুরার অধিবাসী জয়িতা শীল,আন্তর্জাতিক (ন্যাচারাল) বডিবিল্ডিং প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করলেন।
অভিনন্দন জয়িতাকে বাংলার মুখ উজ্জ্বল করার জন্য।
- বিজয় বিশ্বকর্মা

দুদক টিম গিয়েছিল মাওলানা লুৎফর রহমানের বাড়িতে, বাড়িতে গিয়ে দেখে মাঝারি সাইজের একটা টিনের ঘর। দুদক ভাবল হয়তো তাদেরকে ভুল ...
09/07/2025

দুদক টিম গিয়েছিল মাওলানা লুৎফর রহমানের বাড়িতে,
বাড়িতে গিয়ে দেখে মাঝারি সাইজের একটা টিনের ঘর। দুদক ভাবল হয়তো তাদেরকে ভুল ঠিকানা দিয়েছে এলাকার মানুষ, তাই তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তখন লুৎফর রহমান সাহেব সেই টিনের ঘর থেকে বেরিয়ে বল্লেন, আপনার কার কাছে এসেছেন? দুদক সদস্যরা অবাক হয়ে বল্লেন, আপনার কাছেই এসেছি হুজুর। কিন্তু...
আপনি এত মাহফিল করেন, এত টাকা পান, আপনার বাড়ি ঘরের এই অবস্থা কেন?
-কারণ, এটাতো আমার স্থায়ী নিবাস না।
দুদুক টিম, ভাবল অন্য কোথাও হয়তো তার রাজপ্রাসাদের মত বাড়ি গাড়ি আছে।
তারা জিজ্ঞেস করল, স্থায়ী ঠিকানা কোথায়?
আবারও হুজুর তাদের অবাক করে উত্তর দিলেন, জান্নাতে আমার স্থায়ী নিবাস।
দুদুক টিম জিজ্ঞেস করলেন, আপনার উপার্জিত এত লক্ষ লক্ষ টাকা কী করেন?
হুজুর বল্লেন, জনগণের টাকা জনগনের কল্যাণে ব্যয় করি।
এমন একজন মানুষ যদি আমাদের জনপ্রতিনিধি হয়, তাহলে দুর্নীতি মুক্ত দেশ গড়া সময়ের ব্যাপার মাত্র।
আল্লাহ হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। (আমিন)

এই শিশুটি মা বাবা এ'ক্সি'ডে'ন্ট করে মা'রা গেছে চট্টগ্রামে । এখন শিশুটির দেখার মতো কেউ নাই 😭😭সবাই জলদি একটু শেয়ার করেন যা...
09/04/2025

এই শিশুটি মা বাবা এ'ক্সি'ডে'ন্ট করে মা'রা গেছে চট্টগ্রামে । এখন শিশুটির দেখার মতো কেউ নাই 😭😭

সবাই জলদি একটু শেয়ার করেন যাতে তার পরিচিত কারো নজরে আসে।

এরকম জায়গায় এমন একটা বাড়ি থাকলে, শান্তির জন্য জীবনে আর কি লাগে?
09/03/2025

এরকম জায়গায় এমন একটা বাড়ি থাকলে,
শান্তির জন্য জীবনে আর কি লাগে?

দেব শুভশ্রীর মধ্যে মিউচুয়াল ব্রেকআপ হয়েছিলো। শুভশ্রী বিয়ে করতে চেয়েছিলো কিন্তু দেব তখন ক্যারিয়ার নিয়ে খুব ফোকাসড তাই...
08/07/2025

দেব শুভশ্রীর মধ্যে মিউচুয়াল ব্রেকআপ হয়েছিলো। শুভশ্রী বিয়ে করতে চেয়েছিলো কিন্তু দেব তখন ক্যারিয়ার নিয়ে খুব ফোকাসড তাই তখন বিয়ে করতে চায়নি।
তখন শুভশ্রী মুভি করা বন্ধ করে দেয়। ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। দেব যদিও বিষয়টাতে ভেঙ্গে পরেছিলো কিন্তু সেই সময়টায় রুক্মিণী দেবের সঙ্গে ক্লোজ হয়। আর শুভশ্রী অপেক্ষায় থাকে ভাবে যে দেবের শূন্যতা দেব নিজের জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও উপলব্ধি করতে পারবে।
এরমধ্যে ধূমকেতু ছবির চুক্তি হয় ২০১৫ তে। তখন মুভি করতে এসে শুভশ্রী উপলব্ধি করে দেবের জীবনে তার শূন্যতা পুষিয়ে দিতে রুক্মিণী এসে গিয়েছে। ধুমকেতু মুভিতে একটা বিয়ের দৃশ্যর শ্যুট ছিলো, সেই শ্যুট টা শেষ করে মেকআপ রুমে ফেরার পথে ৫০মিনিটের দুরত্বের রাস্তা ছিলো, পুরোটা পথ শুভশ্রী সেদিন গাড়িতে কান্না করেছিলো। পরিচালক নিজেও শুভস্রীরর কান্না থামাতে অনেক চেষ্টা করেছিলো। কিন্তু শুভস্রী শুধু কেঁদেই চলেছিলো কারণ তার প্রিয় মানুষটার বউ হওয়ার স্বপ্ন সিনেমাতে হলেও সেটা বাস্তবে আর কখনো হবে না।
তবে দেবও প্রথম খুব কষ্ট পেয়েছিল কিন্তু দেবকে মেন্টালি সাপোের্ট দেওয়ার জন্য সাথে সাথে রুক্মিণীকে পেয়েছে তাই দেবের লাইফে এসবের তেমন কোনো প্রভাব পরেনি। কিন্তু শুভস্রী ৪বছর আর কোনো মুভি করেনি।

Address

410 W 23rd Street
New York, NY
US10011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moner Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share