09/22/2025
বলিউড মানে আমরা ভাবি শাহরুখের ডিম্পল, সালমানের শার্টলেস এন্ট্রি, ক্যাটরিনার আইটেম সং। কিন্তু এই সিরিজ “Bads of Bollywood” দেখে মনে হলো, আসল বলিউডটা আসলে মির্জাপুর আর গ্যাংস অফ ওয়াসেপুর-এর ককটেল।
প্রথমেই আসি হাইপের কথায়। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান যখন ডিরেক্টর হিসেবে ডেবু করছে, শুরু থেকেই হাইপ ছিলো বেশ... ধামাকা ট্রেলার রিলিজের পর তো হাইপ একদম চরমে উঠে যায়!!!
ভেবেছিলাম এটা হয়তো “ব্রেকিং ব্যাডস অফ বলিউড”! কিন্তু হায়রে, ডেলিভারিটা মাঝে মাঝে তেমন জমলো না। তবে হ্যাঁ , ডেবুটেন্ট ডিরেক্টর হিসেবে ভালো লাগবে, মজা আছে, কিন্তু সেই এক্সপেক্টেড "কিক" নেই।
তবুও মানতেই হবে, প্রায় অর্ধেক বলিউডের তারকাই এখানে হাজির। কেউ সরাসরি মুখ খুলেছে, কেউ আবার “অফ দ্য রেকর্ড” গল্প ফাঁস করেছে। হিরো, হিরোইন, সাইড হিরো, ভিলেন, আইটেম গার্ল এমনকি “তিন নাম্বার পার্টিরাও” আছে। সবাই এসে একে অপরের নামে কাদা ছুড়ছে। কেউ বলছে “ওরা সুযোগ দেয় না,” আবার কেউ বলছে “আমার ট্যালেন্ট নষ্ট করলো।” মোটকথা, সিরিজটা হলো “বড়লোকদের ঝগড়া, গরীব দর্শকের এন্টারটেইনমেন্ট।” প্রোডিউসার থেকে হিরোইন, সাইড কিক থেকে আইটেম গার্ল সবাই আছে। যেন বলিউডের একটা “সত্যিকারের বিগ বস হাউস,” যেখানে সবাই নিজের কাঁধ ঝেড়ে দোষ চাপাচ্ছে অন্যের ওপর। কমেডি আছে, ইমোশনাল কানেকশন আছে, রিমাইন্ডার টাইপ ব্যাপার & ডায়লগ আছে। মূলত ক্যামিও গুলো ভালো ছিলো, বেশ এন্টারটেইনিং ছিলো....
একদমই আনফিল্টার্ড শো। আরিয়ান খান ভিজ্যুয়ালি বেশ স্মার্ট কাজ করেছে। ছেলের হাতের কাজ দেখে বোঝা যায় শাহরুখের গ্ল্যামার-সেন্স ওর রক্তে আছে। এতো স্টার থাকা সত্যেও কন্ট্রোল ডিরেক্টরের হতে ছিলো সেটা বোঝা গেছে। শাহরুখের ছেলের টাচ সেটাও বোঝা যায়। আর তারকাদের আনাগোনা দেখে মনে হলো স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস লাইভ টেলিকাস্ট।
দেখতে খারাপ না। মজা আছে, কাঁচা গসিপ আছে, বলিউডের ভেতরের আঁতেল-ড্রামাবাজি আছে। কিন্তু সব মিলিয়ে এটা অনেকটা সেই টাইপ—“বড় ভাই-ভাবীর ঝগড়া দেখে পাড়ার সবাই গসিপ করছে।
Finally As u know যে বলিউড মুভি বা সিরিজ দেখা আসলে বেশ রিস্কি হয়ে গেছে, পরিবার নিয়ে দেখা বেশ বিপদজনক 🥴🥴 অতএব ফ্যামিলি নিয়ে না দেখাই ভালো!! এক জায়গায় তো আমার মনে হইছে যে এনিমেল মুভির ডিরেক্টর সান্দিপ রেড্ডি ভাঙ্গাও আমারে এমন শক দিতে পারে নাই, যা আরিয়ানা খান দিছে😵💫😵💫 পোলার আছে মাথায় বেশ মাল-মশলা🤭🤭
ব্যাক্তিগত রেটিং: ৭/১০