ButterflY LanD

ButterflY LanD On a Journey Called Life. Born to express, not to impress. Capturing life’s pixels & moments �

09/07/2025

তুলুম থেকে চলে আসার দিনের সকালটা কাটালাম পুলের জলে ডুবে। চারপাশের নীল আকাশ আর দোল খাওয়া নারকেল গাছের ভিউটা এত ভালো লাগছিলো যে, ফোন বের করে ক্যামেরায় বেঁধে ফেললাম সেই মুহূর্তটা।

আর অনেকদিন ধরে মাথায় গানটা ঘুরঘুর করছিলো!! ঘুরতে থাকা গানটাও দিলাম চিপকে ভিডিওর সাথে........

শুভ সকাল........

#বাংলাগান #হারানোদিনেরগান

আজকে মেক্সিকো ট্রিপের লাস্ট নাইট.... পুলের পাশে বসে আছি, সামনে ঝলমলে চাঁদ, হাতে ফ্রোজেন কফি…...মনে হচ্ছে সময়টা থেমে যাক,...
09/04/2025

আজকে মেক্সিকো ট্রিপের লাস্ট নাইট....
পুলের পাশে বসে আছি, সামনে ঝলমলে চাঁদ, হাতে ফ্রোজেন কফি…...
মনে হচ্ছে সময়টা থেমে যাক, কিন্তু কালই ফিরতে হবে বাড়ি।
ভ্রমণ শেষ হয়ে গেলেও মনে রয়ে যাবে এই মুহূর্তগুলো....

কদিন ধরে ভ্যাকেশনে ফুল অন খাওয়া-দাওয়া করার পর আজকে মনে হলো.....“পেট ভাই, তোমারও তো একটু বিশ্রাম দরকার!” তাই আজকের প্লে...
09/03/2025

কদিন ধরে ভ্যাকেশনে ফুল অন খাওয়া-দাওয়া করার পর আজকে মনে হলো.....
“পেট ভাই, তোমারও তো একটু বিশ্রাম দরকার!”

তাই আজকের প্লেটটা একেবারেই মাঝারি মেজাজের......
একটা লম্বায়ায়ায়ায়ায়া অমলেট, একটু টোস্ট-চকলেট, কিছু হেলদি ফল আর ইয়োগার্ট।

শরীর বলছে ডিটক্স, মন বলছে ডাবল চিজ দিয়া পিজ্জা দে😆😆😆

শেষে ঠিক হলো এইবেলা কম খেয়ে কাল আবার ফাইট শুরু!😬😬

সবুজের মাঝখানে শান্তির এক টুকরো স্বর্গ…....ঢেউয়ের শব্দ, নারকেল গাছের দোল আর খোলা আকাশ!! এই জায়গায় এসে মনে হয় সময় একটু ধ...
09/02/2025

সবুজের মাঝখানে শান্তির এক টুকরো স্বর্গ…....
ঢেউয়ের শব্দ, নারকেল গাছের দোল আর খোলা আকাশ!! এই জায়গায় এসে মনে হয় সময় একটু ধীরে চলে......
মনের ভেতর যেন নতুন করে শ্বাস নিতে শেখায় এই প্রকৃতি......

চাঁদের আলোয় ঝলমল করছে তুলুমের রাত… সমুদ্রের গন্ধ, হাওয়ার ছোঁয়া আর নীল জলে মিশে যাচ্ছে সব ক্লান্তি।কখনো কখনো নিজের জন্য এ...
08/31/2025

চাঁদের আলোয় ঝলমল করছে তুলুমের রাত… সমুদ্রের গন্ধ, হাওয়ার ছোঁয়া আর নীল জলে মিশে যাচ্ছে সব ক্লান্তি।
কখনো কখনো নিজের জন্য একটু থেমে যাওয়া দরকার, ঠিক এমন মুহূর্তগুলোকে বাঁচার জন্য.....

ফেসবুক রিয়েক্ট আসলে একেকটা টাইম বোমা।আপনি শুধু একটা "😆" দিলেন, ওদিকে লোকজন ভেবেছে তাকে পাগল বানাইছো। 😡 দিলেন, সাথে সাথেই...
08/26/2025

ফেসবুক রিয়েক্ট আসলে একেকটা টাইম বোমা।
আপনি শুধু একটা "😆" দিলেন, ওদিকে লোকজন ভেবেছে তাকে পাগল বানাইছো। 😡 দিলেন, সাথে সাথেই “ওরে বাপরে, এইটা আমারে খারাপ ভাবছে” মিনিং চলে আসবে!!!
আবার "❤️" দিলে তো কথাই নাই!! ফ্যামিলি মিটিং পর্যন্ত চলে আসতে পারে! আপনার নিজের জমিন তাক লইড়া যাইতে পারে!!!

সোজা কথা, আজকাল রিয়েক্ট দিয়া মানুষ বুঝেনেয়...
"কেউ প্রেমে পড়ছে"
"কেউ শত্রু বানাচ্ছে"
আবার কেউ উত্তরাধিকার বণ্টন পর্যন্ত টানছে!!

মানে, শুধু আঙুল চালাইয়া… কিন্তু রিয়েক্টের আগুন পুরো মহল্লায় লাগানি যায় 😅

রাত বিরাতে হুটহাট দই-ফুচকা খাওয়ার মজাটাই আলাদা! 😋দিনে যতই প্ল্যান করি, রাতে এসে সব ডায়েট - ফায়েট রুলস ফ্লপ হয়ে যায়।বন্ধু...
08/25/2025

রাত বিরাতে হুটহাট দই-ফুচকা খাওয়ার মজাটাই আলাদা! 😋

দিনে যতই প্ল্যান করি, রাতে এসে সব ডায়েট - ফায়েট রুলস ফ্লপ হয়ে যায়।
বন্ধু ডাকে, রাস্তায় দেখি স্টল, করছে জ্বলজ্বল!!
আর কি লাগে, মনে হয় "চলো, এক প্লেট দিয়া শুরু করি, তারপর যা হবে দেখা যায়েগা!"

ফুচকার খোলার ক্রাঞ্চ, টক-ঝাল-মিষ্টির মিশ্রণ, তার সাথে ক্রিমি ক্রিমি দই, এই কম্বিনেশনটাই হলো গোপন প্রেমের মতো গোপন সুখ!!!🤭🤭

#দইফুচকা

Address

New York, USA �
New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when ButterflY LanD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share