মুখোশ উন্মোচন

মুখোশ উন্মোচন মিথ্যা অপবাদ ধারালো ছুরির চেয়েও ভয়ংকর কাউকে অপবাদ দেওয়ার আগে তার সত্যতা যাচাই করে নিন!

ভূতের মুখে রাম রাম রাম বাম!!এর জন্য দায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুষররা!দেশকে লোটে পুটে খেয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে!
10/20/2024

ভূতের মুখে রাম রাম রাম বাম!!

এর জন্য দায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুষররা!
দেশকে লোটে পুটে খেয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে!

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব
10/18/2024

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব

10/14/2024

ছোট শিশুদের কান্নার আওয়াজ গুলো কলিজায় লাগে ।

নজরুল ইসলাম কাসেমী

09/20/2024

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্বের ইমাম রুহুল আমীন এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে মসজিদে একটা হট্টগোল পরিস্থিতি তৈরির চেষ্টা করে। পরে উপস্থিত মুসুল্লি পরিস্থিত শান্ত করার চেষ্টা করলে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

09/19/2024

দরগাহে হযরত শাহজালাল রহঃ

09/16/2024

পবিত্র ঈদে মিলাদুন্নবী ছল্লল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উপলক্ষে সিলেটে বিশাল 'মুবারক র‍্যালী'।

সিলেট শহর ১৫ সেপ্টেম্বর ২০২৪

09/14/2024

মাওলানা ভাসানী বিজ্ঞান ও #প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের গণবিবাহের পাত্র রা😃😃
দেইখা লন, বাইছা লন,যেইটা খুশি ওইটা লন😶‍🌫

#মাভাবিপ্রবি

09/11/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে এতোদিন মাইক ছিলো না। ছাত্রলীগ নেতাদের ঘুমের ডিস্টার্ব হয়, তাই মাইক খুলে রেখেছিল ওরা। আজ বহুদিন পরে হল মসজিদে মাইক লাগানো হয়েছে। প্রকাশ্যে আজান দেয়া হচ্ছে, আল্লাহু আকবর!

ভাবা যায় এতোদিন দেশটা কাদের হাতে ছিলো? মুসলিম প্রধান দেশে প্রকাশ্যে আজান দেয়াটাও টাইপ অফ বন্ধ করে দিয়েছিল ওরা!

সর্বোচ্চ নেতৃত্ব স্থানে হক্কানী আলেমগণ থাকবেন। আগামীর বিজয় ইসলামী শক্তির বিজয় হোক তবেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।✅ইনশ...
08/31/2024

সর্বোচ্চ নেতৃত্ব স্থানে হক্কানী আলেমগণ থাকবেন। আগামীর বিজয় ইসলামী শক্তির বিজয় হোক তবেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।✅
ইনশাআল্লাহ🥀💚

08/28/2024

পল্লী বিদ্যুৎ নিয়ে আন্দোলনের সমন্বয়কারী রাজন কুমার দাসের আসল চেহারা !! গতকাল টকশোতে তার ব্যাপারে কিছু তথ্য দিয়েছিলাম।

08/23/2024

পাখির চোখে কুমিল্লা, নোয়াখালী, ফেনীর বন্যা পরিস্থিতি, হেলিকপ্টার থেকে ভিডিও করা হয় 🥹
Courtesy- Jamuna Tv

08/21/2024

হে আল্লাহ আপনি রহম করুন আমিন..

আখাউড়া স্থলবন্দর এলাকা, ব্রাহ্মণবাড়িয়া।

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় হিন্দুদের মন্দিরে নাশকতা করতে গিয়ে নেপাল চন্দ্র ঘোষ (৩২) নামে সনাতন ধর্মের এক যুবক স্থানীয় হ...
08/18/2024

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় হিন্দুদের মন্দিরে নাশকতা করতে গিয়ে নেপাল চন্দ্র ঘোষ (৩২) নামে সনাতন ধর্মের এক যুবক স্থানীয় হিন্দু-মুসলিম জনতার হাতে ধরা পড়েছেন।

উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা কালীবাড়ী রাধা গোবিন্দ মন্দিরে শনিবার রাতে নাশকতা করতে গেলে ধরা পড়েন তিনি।

08/17/2024

মেজর বজলুল হুদার লাশ। গলায় মোটা সুই দিয়ে শেলাই করা!

গতকাল তার ভাইয়ের অভিযোগ করেছিলেন খু*নি হাসিনা নিজ হাতে তার ভাইকে জবাই করেছিলেন।

08/17/2024

৫ মে শাপলা চত্বরের গণহ*ত্যার ভিডিও ফাঁস।

সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করবো স্বৈরাচার কর্তৃক দুঃশাসন ও হ*ত্যার সকল ভিডিও ফাঁস করার জন্য।

08/16/2024

বিপ্লবের কী অকালমৃত্যু হয়েছে ? ড. ইউনূস || Pinaki Bhattacharya || The Untold

আজকে যে লোকটাকে হাফপ্যান্ট পড়ে নাচানো হল তার পাপের ইতিহাস জানেন? তিনি মসজিদের এক ইমামকে এভাবে ন্যাং*টা করে কান ধরে উঠবস...
08/16/2024

আজকে যে লোকটাকে হাফপ্যান্ট পড়ে নাচানো হল তার পাপের ইতিহাস জানেন? তিনি মসজিদের এক ইমামকে এভাবে ন্যাং*টা করে কান ধরে উঠবস করিয়েছিল। কি অপরাধ ছিল ইমাম সাহেবের জানেন?

অপরাধ হল তিনি ইয়াবা ও মাদকের বিরুদ্ধে জুম্মার নামাজের সময়ে খুতবায় বক্তব্য দিয়েছিলেন। এই লোক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। (সোর্স :এলাকাবাসী-শোয়াইব আলম)

আজকে এক বিশেষ শ্রেণির লোকেরা কান্নাকাটি করছে। তখন এই বিশেষ শ্রেণির লোকেরা কোথায় ছিল? আমাদের সমস্যা হল, আমরা বিশেষ শ্রেণির লোকদের মত প্রচার করতে পারি না। যাই হোক, আজকে এলাকাবাসী পূর্বের ক্ষোভ থেকে ওই লোকের জামা খুলে নেয়। আই রিপিট এলাকাবাসী। ছাত্ররা না। কিছু মানুষকে তাদের কৃতকর্মের ফল আল্লাহ্ দুনিয়াতেই দিয়ে দেয়। এখানে এখন তার পূর্বের সকল পাপ মাফ করে তার এই কর্মফলকে ডিফেন্ড করবেন কিনা, এটা আপনার স্বাধীনতা।

Address

Bafolo
New York, NY
3130

Telephone

+18676700717

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুখোশ উন্মোচন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুখোশ উন্মোচন:

Share

Our Story

এসো ন্যায়ের পথে, সত্যের সংগ্রামী অভিযাত্রায়, সুন্নীয়তের মহা কাফেলায়।