Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে

Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে প্রত্যেক মানুষের একটা গল্প থাকে। সে গল্প শুনি। শোনাই।
(3)

নিউ ইয়র্ক সিটিতে ইতালীয় জনগোষ্ঠীর সবচেয়ে জমকালো আয়োজন 'কলম্বাস ডে প্যারেড' বাতিল করা হয়েছে। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিত...
10/13/2025

নিউ ইয়র্ক সিটিতে ইতালীয় জনগোষ্ঠীর সবচেয়ে জমকালো আয়োজন 'কলম্বাস ডে প্যারেড' বাতিল করা হয়েছে। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় সোমবার এই দিন পালিত হয় নানা আয়োজনের মধ্য দিয়ে।

১৪৯২ খৃস্টাব্দের ১২ অক্টোবর আমেরিকা অঞ্চলে জাহাজ ভিড়িয়েছিলেন ইতালীয় ক্রিস্টোফার কলম্বাস। সেই দিনকে স্মরণ করে আমেরিকায় অভিবাসী ইতালীয়রা নিউ ইয়র্কে ১৮৬৬ খৃস্টাব্দে ও সানফান্সিসকোতে ১৮৬৮ খৃস্টাব্দে কলম্বাস ডে উদযাপন শুরু করে। আমেরিকাজুড়ে ব্রিটিশ উপনিবেশের কারণে এ অঞ্চলের ইতিহাস প্রভাবিত হলেও উদযাপনের ধারাবাহিকতায় কলম্বাস ডে আমেরিকায় অনেক বড়ো একটা উৎসব বটে। এবং, জাতীয় ছুটির দিন।

১৮৯১ খৃস্টাব্দে নিউ ইয়র্ক সিটিতে ১১ ইতালীয় অভিবাসীকে কোনও কারণ ছাড়া বিনা বিচারে পিটিয়ে মারার ঘটনা বিক্ষুদ্ধ করে এই জনগোষ্ঠী। পরের বছর ১২ অক্টোবর প্রতিবাদী মানুষজনের উপস্থিতিতে কলম্বাস ডে হয়ে ওঠে জমকালো। এরপর থেকে এটি রূপ নেয় উৎসবে।

১৯৩৭ খৃস্টাব্দে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 'কলম্বাস ডে'কে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন। ১৯৭১ খৃস্টাব্দে এসে কংগ্রেস ১২ অক্টোবরের পরিবর্তে অক্টোবরের ২য় সোমবারকে কলম্বাস ডে হিসেবে নির্ধারণ করে, যাতে করে সাপ্তাহিক ছুটির সঙ্গে যোগ করে একটা টানা ছুটি পাওয়া যায়।

কলম্বাস ডে প্যারেড বাতিলের ঘোষণা এসেছে রোববার রাতে। অনুষ্ঠান শুরুর কয়েকঘন্টা আগে। ঝড়-বৃষ্টিজনিত খারাপ আবহাওয়ার কারণে রোববার স্টেটজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর ক্যাথি হোকুল। সোমবার রাত ৮টা পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে। বিভিন্ন এলাকা প্লাবিত হবে। নিউ জার্সিতেও জরুরি অবস্থা। নর্থওয়েস্টারের প্রভাবে শুক্রবার থেকে ম্যাসাচুসেটস থেকে সাউথ ক্যারোলাইনা পর্যন্ত এলাকায় বৃষ্টি, জলোচ্ছ্বাস।

10/13/2025
হামাস সাতজন জিম্মিকে মুক্তি দিয়েছে। বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছরের যুদ্ধবিরতির অংশ হিসেবে এ...
10/13/2025

হামাস সাতজন জিম্মিকে মুক্তি দিয়েছে।

বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছরের যুদ্ধবিরতির অংশ হিসেবে এ আয়োজন ।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, জিম্মিরা তাদের হেফাজতে রয়েছে। তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। হামাস জানিয়েছে, ইসরায়েলের হাতে বন্দী ১,৯০০ জনেরও বেশি ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেয়া হবে।

জিম্মি মুক্তির এ ঘটনায় ইসরায়েল জুড়ে উল্লাস চলছে। স্থানীয় টিভি চ্যানেলগুলোর এ খবর দেশটির নানা প্রান্তে উন্মুক্ত স্থানে বড়ো পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

10/13/2025
নিউ ইয়র্ক স্টেটজুড়ে জরুরি অবস্থা ঘোষণা। সোমবার ঘর থেকে বের হতে সতর্ক থাকতে বলা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে কোথাও কোথাও ঝ...
10/12/2025

নিউ ইয়র্ক স্টেটজুড়ে জরুরি অবস্থা ঘোষণা।

সোমবার ঘর থেকে বের হতে সতর্ক থাকতে বলা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে কোথাও কোথাও ঝড়ো হাওয়া, বৃষ্টি ও জলোচ্ছ্বাস হতে পারে। ম্যাসাচুসেটস থেকে সাউথ ক্যারোলাইনা পর্যন্ত উপকূলে মৌসুমী ঝড় ইতিমধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। নিউ ইয়র্কে দুইদিন ধরে বৃষ্টি।

10/12/2025

নিউ ইয়র্ক সিটি এজেন্সিগুলোতে চাকরি। কী করবেন, কীভাবে করবেন। কথা বলছি মাশফি মাহাদির সঙ্গে। তিনি সিটি স্যানিটেশনের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা। আছি লিটল বাংলাদেশ, ব্রুকলিনে।

নোবেল শান্তি পুরস্কার প্রদানেরাজনীতিকে বেছে নেয়া হয়েছেদাবি হোয়াইট হাউসেরনোবেল শান্তি পুরস্কার বিজয়ের পর ভেনেজুয়েলার বিরো...
10/12/2025

নোবেল শান্তি পুরস্কার প্রদানে
রাজনীতিকে বেছে নেয়া হয়েছে
দাবি হোয়াইট হাউসের

নোবেল শান্তি পুরস্কার বিজয়ের পর ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো তার এ অর্জন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন।

নোবেল কমিটি শুক্রবার ঘোষণা দেয় যে, ২০২৫ খৃস্টাব্দের শান্তি পুরস্কার পাচ্ছেন মাচাদো। "স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ে সাহসী কণ্ঠ" হিসেবে তার ভূমিকার স্বীকৃতি এ পুরস্কার, উল্লেখ করা হয় কমিটির বিবৃতিতে।

এ পুরস্কার ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, নোবেল কমিটি “শান্তির বদলে রাজনীতিকে বেছে নিয়েছে”। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মাচাদো তাকে ফোন করে জানিয়েছেন, পুরস্কারটি তিনি ট্রাম্পের প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রহণ করেছেন।

“যিনি আসলে নোবেল পেয়েছেন, তিনি আমাকে ফোন করে বলেছেন- ‘আমি এই পুরস্কার গ্রহণ করছি আপনার সম্মানে, কারণ প্রকৃতপক্ষে আপনি-ই এর যোগ্য,"- বলেন ট্রাম্প।

“তিনি খুবই ভদ্র ছিলেন। আমি চাইলে হয়তো তিনিই পুরস্কারটা আমাকে দিয়ে দিতেন,”- প্রেসিডেন্টের হাস্যরস মেশানো মন্তব্য।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম X-এ মাচাডো লিখেছেন
“আমি এই পুরস্কার উৎসর্গ করছি ভেনেজুয়েলার কষ্টভোগী জনগণকে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে আমাদের সংগ্রামে তার দৃঢ় সহায়তার জন্য।”

হোয়াইট হাউস মুখপাত্র স্টিভেন চিউং বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি স্থাপন, যুদ্ধের অবসান ও জীবন রক্ষায় কাজ চালিয়ে যাবেন। মানবতার প্রতি তার হৃদয় রয়েছে, এবং তার মতো মানুষ ইতিহাসে আর হবে না।”

“স্বৈরাচারী নেতৃত্বের বিরুদ্ধে নির্ভীক প্রতিরোধের” পাওয়া এ পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের মতো একজন রাষ্ট্রনায়ককে উৎসর্গের ঘোষণা এ পুরস্কার প্রদানের নীতি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।

যোহরানকে ভোট দিন: ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি প্রধান। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান কেন মার্টিন নিউইয়র্ক সিটির ম...
10/11/2025

যোহরানকে ভোট দিন: ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি প্রধান।

ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান কেন মার্টিন নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী যোহরান মামদানির পক্ষে নিউইয়র্কারদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে তিনি বলেন, যোহরান সবাইকে নিয়ে নিউ ইয়র্ককে সাশ্রয়ী একটা শহর বানাতে লড়ছে, আর তার প্রচারণা এখন সারা দেশের নজর কেড়েছে।

মার্টিন এর আগে যোহরান মামদানির প্রচারণাকে প্রশংসা করে বলেছিলেন, ডেমোক্রেটিক পার্টি “বিস্তৃত জোট” গড়ে তোলার মাধ্যমে শক্তিশালী হয়। যদিও তিনি যোহরানের কিছু বক্তব্যের সঙ্গে একমত নন, তবুও তিনি মনে করেন এই মুহূর্তে দলকে ঐক্যবদ্ধ রাখা জরুরি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোহরানকে “কমিউনিস্ট” আখ্যা দিয়ে হুমকি দিয়েছেন, এবং বলেছেন যে, তিনি মেয়র নির্বাচিত হলে ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন। যোহরান জবাবে বলেন, “আমি কমিউনিস্ট নই; আমি নিউইয়র্কের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার জন্য লড়ছি।”

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসও সম্প্রতি যোহরানের পক্ষে সমর্থন জানিয়েছেন, যদিও কিছুটা সংযতভাবে।

মমদানি নিজেকে “ডেমোক্রেটিক সোশ্যালিস্ট” হিসেবে পরিচয় দেন এবং বাস ভাড়া ফ্রি করা, ধনীদের ওপর কর বাড়ানো, বিনামূল্যে শিশু স্বাস্থ্য সেবা, সাশ্রয়ী দামে নিত্যপণ্য বিক্রির ব্যবস্থা করা ও রেন্ট ফ্রিজের মতো নীতির পক্ষে প্রচার চালাচ্ছেন।

তিনি গত জুন মাসে নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে দলীয় প্রাইমারি ভোটে পরাজিত করে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পান। কুওমো পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, তবে সাম্প্রতিক জরিপে যোহরান মামদানি তার চেয়ে ১৩ শতাংশ এগিয়ে আছেন।

ইলিনয়ে ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিতযুক্তরাষ্ট্রের সপ্তম সার্কিট কোর্ট অব আপিলস আজ এক রায়ে বলেছে, ইলিনয়ের ন্যাশনাল গা...
10/11/2025

ইলিনয়ে ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত

যুক্তরাষ্ট্রের সপ্তম সার্কিট কোর্ট অব আপিলস আজ এক রায়ে বলেছে, ইলিনয়ের ন্যাশনাল গার্ড সদস্যরা ফেডারেল নিয়ন্ত্রণে থাকতে পারবে, তবে আপিল প্রক্রিয়া চলাকালে তাদের মোতায়েন করা যাবে না।

আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন ও ইলিনয় স্টেটের মধ্যে চলমান বিরোধে নতুন মোড় এনেছে। জেলা আদালতের বিচারক এপ্রিল পেরি এর আগে ন্যাশনাল গার্ড মোতায়েন সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলেন, মন্তব্য করেছিলের- ইলিনয়ে “বিদ্রোহের কোনো প্রমাণ নেই” এবং হোমল্যান্ড সিকিউরিটির রিপোর্ট “অবিশ্বস্ত।”

বর্তমানে শিকাগো এলাকায় প্রায় ৫০০ সৈন্য পরিকল্পনা ও প্রশিক্ষণে যুক্ত। তবে, তারা কোনো অপারেশনে অংশ নিচ্ছেন না। ওরেগনে এ ধরনের এক মামলায় নবম সার্কিট কোর্ট এখনো রায় দেয়নি।

10/11/2025

আমেরিকায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ ৩ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু। এখন চলছে পুরোদমে। নতুন এ ব্যবস্থার সঙ্গে অনেকে অপরিচিত। অনলাইনে কীভাবে সাইন আপ করতে হয়? কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়? কী কী কাগজপত্র লাগে? এমন অনেক প্রশ্ন। উত্তর কোথায় পাওয়া যাবে? সে অভিজ্ঞতা জানাচ্ছি আমি সোহেল মাহমুদ।

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

জাতীয় পরিচয়পত্র এনরোলমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট চালু হতে না হতেই নিউ ইয়র্কে আগামী ২৩ অক্টোবরের আগে কোনো স্লট নেই। সাধা...
10/11/2025

জাতীয় পরিচয়পত্র এনরোলমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট চালু হতে না হতেই নিউ ইয়র্কে আগামী ২৩ অক্টোবরের আগে কোনো স্লট নেই। সাধারণ মানুষের আগ্রহ প্রচুর।

ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে ফরম পূরণ করা নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম। নিজেও কিছু কিছু তথ্য নিয়ে বিভ্রান্তিতে আছি। আলাপ সেগুলো নিয়ে হবে। মূলত অভিজ্ঞতা ভাগাভাগির আয়োজন।

বিকেল ৫টায়। আজ।

Address

New York, NY
11218

Telephone

+16319335155

Alerts

Be the first to know and let us send you an email when Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে:

Share

Category