12/22/2025
একটা বার্তা দেয়া দরকার আছে বলে মনে করি।
দুইদিন পর পর 'প্রবাসী টিভি' বয়কট করুন জিকিরকারীদের সঙ্গে সত্যি সত্যি কোনও সংযোগ রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
আমি বাক স্বাধীনতায় নয়, বিশ্বাস করি বাক শালীনতায়। আগে সেটার চর্চা বাড়ুক। স্বাধীনতা আপনাআপনি অর্জিত হয়ে যাবে।
এই পেজে ভিউ ব্যবসা হয় না।
কেউ যদি ভেবে থাকেন ভিউর লোভে পেজে কারো উগ্র আচরণ বরদাশত করবো আমরা, তাহলে আপনি ভুল করছেন। সোজা থাকুন। সহজ থাকুন। আমাদের পোস্টের প্রতি। পোস্টে কমেন্টকারীর প্রতি।
নিজের খারাপজাতটা চেনালে কট হয়ে যাবেন। প্রতি সপ্তাহে কেউ না কেউ এটা হন। আক্রমণ, নেতিবাচকতা মোটেও কাম্য নয়। মোটেও না।
সতর্ক থাকুন। উপভোগ করুন। নলেজ লম্বা করুন।
প্রবাসী টিভির ভিডিও আপনাকে তথ্য দেয়। বিনোদন নয়। কেউ তথ্যকে বো/মা ভাবলে সেটা তার সীমাবদ্ধতা।
এই পেজ অনুসরণ করতে চাইলে চরম সহিষ্ণু হতে হবে। পরমতের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। পিউর শ্রদ্ধা।
এখন থেকে পেজের কমেন্ট অপশন সাধারণত বন্ধ থাকবে। কমেন্ট খুলে রেখে ভালো কিছু হচ্ছে বলে দেখছি না। তিন লাখের মতো ফলোয়ার, পোস্টে কমেন্টের যে হার তাতে কমেন্ট অপশন বন্ধ থাকলে জাতির নুনের ছালা পানিতে পড়বে না। কমেন্টের সুযোগ দিয়ে বরং বর্বরদের জংলিপণা প্রদর্শনের সুযোগ বাড়িয়ে দিচ্ছি।
অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আর বয়কটের ডাক দিয়েন না। চরম বিরক্ত হই। ব্যক্তিবিশেষের এই বয়কটের ডাকে আমার চুলের আকার এবং রঙে কোনও পরিবর্তন হয় না। কারণ, আমি বয়কট-ঝাণ্ডাধারীদের কোনওদিন পুছি নাই। এখনো না। বেশি তাল বেতাল হইলে সোজা আলগাঘরে পাঠাইয়া দেই। এই পাঠাইতে যে সময় ব্যয় করতে হয়, এইটা আমার কাছে বিরক্তিকর।
আমি ভিডিও বানাই শখে। লোভে। লোভটা হইলো মানুষ বলবে যে, 'এইটা সোহেল মাহমুদই করছে'। এর মানে বোঝেন? মানে হচ্ছে, একমাত্র সোহেল মাহমুদ এই স্টোরি করছে। এই তথ্য জানাইছে। এই গল্প বানাইছে।
বুঝছেন কিছু? যারা এটা বোঝেন, সঙ্গে আছি। সঙ্গে রাখেন। যারা এটা বুঝবেন না, তাদের আসলে কাউকে বোঝার পড়ালেখা নাই। জ্ঞান নাই। ধৈর্য্য নাই। বোধ নাই। অনুভূতিও না।
এরাই সোশাল মিডিয়ায় আইসা হুদাই আলগা জোসে ঝাঁপাইয়া পড়ে। এরা পিউর মাদারফ্লাওয়ার।
মাদারফ্লাওয়ার।