Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে

Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে প্রত্যেক মানুষের একটা গল্প থাকে। সে গল্প শুনি। শোনাই।
(2)

12/01/2025
মালিক বাংলাদেশি মূলের। অভিযোগকারীরা কর্মীরাও। রেস্টুরেন্টের নাম 'ইন্ডিয়ান স্পাইস'। অবস্থান নিউ ইয়র্ক সিটির বনেদিপাড়া পার...
12/01/2025

মালিক বাংলাদেশি মূলের। অভিযোগকারীরা কর্মীরাও।
রেস্টুরেন্টের নাম 'ইন্ডিয়ান স্পাইস'। অবস্থান নিউ ইয়র্ক সিটির বনেদিপাড়া পার্ক স্লপে। বেশ জনপ্রিয় এই রেস্টুরেন্টের খাবার।

ইন্ডিয়ান স্পাইস হঠাৎ করে আলোচনায় আসে শ্রম শোষণের অভিযোগে শাস্তি পাবার পর। এ প্রতিষ্ঠানের ৫ সাবেক কর্মী এর মালিক মরিয়ম খন্দকারের বিরুদ্ধে তাদের পাওনা পরিশোধ না করার অভিযোগ দায়ের করে। ডিপার্টমেন্ট অব লেইবর গত সেপ্টেম্বরে এই প্রতিষ্ঠানকে জরিমানা করে ৩ মিলিয়ন ডলার।

কাউন্সিল মেম্বার শাহানা হানিফের অফিস এ মামলা সমন্বয় করছে। তাদের সবশেষ তথ্য, এ পাওনা আদায়ে মঙ্গলবার শাহানা হানিফ, সিটি কম্পট্রোলার ব্র‍্যাড লেন্ডারসহ বিভিন্ন সংগঠন আগামীকাল সকালে জমায়েত করবে রেস্টুরেন্টের সামনে।

12/01/2025

সোমবার সন্ধ্যায় এক্স (টুইটার) অ্যাকাউন্টে এক বার্তায় মোদী লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন, বহু বছর ধরে তিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। তার দ্রুত সুস্থতার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইলো। ভারত সবরকম সম্ভাব্য সহযোগিতা দিতে প্রস্তুত।

12/01/2025

‘বেগম খালেদা জিয়ার জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার রেকর্ড ছাপিয়ে যাবে। রোববার বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী এ বক্তব্য রাখেন।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোঅম রোববার দাবি করেন, যুক্তরাষ্ট্রে আসার পর থেকে রাহমানুল্লাহ লাকানোয়াল উগ্রপন...
12/01/2025

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোঅম রোববার দাবি করেন, যুক্তরাষ্ট্রে আসার পর থেকে রাহমানুল্লাহ লাকানোয়াল উগ্রপন্থায় দীক্ষা পান। নিজ জনগোষ্ঠী ও দেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এটি করেছেন তিনি। এনবিসি টেলিভিশনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে নোঅমের এ বক্তব্যের পাশাপাশি রাহমানুল্লাহকে নিয়ে আরেকটি খবরে গুরুত্ব দিয়ে মার্কিন মিডিয়া।

ওয়াশিংটন ডিসিতে দুইজন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক আফগান নাগরিক রাহমানুল্লাহ শুধু আলোচিত ব্যক্তি নন। তিনি ইতিহাসের অংশও বটে। একজন ন্যাশনাল গার্ড সদস্য ইতিমধ্যে মারা গেছেন। সংকাপন্ন আরেকজন। এখন আলোচনা রাহমানুল্লাহর মানসিক স্বাস্থ্য নিয়ে। কী কারণে তিনি ন্যাশনাল গার্ড সদস্যের গুলি করতে পারেন, এ নিয়ে কিছুই পরিষ্কার নয়। তবে, এ ঘটনাকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগ্রাসী অভিবাসন নীতিকে আরো কঠোরতায় নিয়ে গেছেন। ইতিমধ্যে একের পর এক সিদ্ধান্ত নিয়ে মার্কিন অভিবাসন প্রক্রিয়ায় সবচেয়ে কঠিন সময়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বন্ধ করে দিয়েছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা।

রাহমানুল্লাহর মানসিক সমস্যা খুব ভয়াবহ হয় আমেরিকার পা ফেলার কয়েক মাসের মধ্যে। তার কেস ওয়ার্কারের কয়েকটি ইমেইল থেকে মিলেছে এ তথ্য। সিবিএস টেলিভিশন তাদের প্রতিবেদনে কেস ওয়ার্কারের ইমেইলের উদ্ধৃতি দিয়ে জানায়, দীর্ঘ এক বছরেরও বেশি সময় বেকার থাকার কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েন রাহমানুল্লাহ। এ সময় বাসা ভাড়া দিতে না পারায় উচ্ছেদ আতঙ্কে থাকতে হয়েছে তাকে। সেই পরিস্থিতিতে তিনি দিনের পর দিন নিজের কক্ষে অন্ধকারে বসবাস করতে থাকেন। নিজের স্ত্রী, সন্তানের সঙ্গেও কথা বলতেন না।

অলাভজনক প্রতিষ্ঠান ইউএস কমিটি ফর রিজিউজিস এন্ড ইমিগ্রেশনের কাছে পাঠানো হয় আলোচিত প্রথম ইমেইলটি। ২০২৪ খৃস্টাব্দের ১১ জানুয়ারি।

রাহমানুল্লাহ ২০২১ খৃস্টাব্দে আমেরিকায় আসেন। আফগানিস্তানে তিনি সরকারি একটি গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। সেই সংস্থা আবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র মদদপুষ্ট ছিলো। আফগান যুদ্ধে তিনি তার দলের সদস্য, ঘনিষ্ট এক বন্ধুকে হারান। সেই শোকেও বেশ কাবু হয়েছিলেন এই আফগান গোয়েন্দা। মার্কিন বাহিনী পিছু হটে আফগানিস্তান ছেড়ে আসার সময় আরো অনেক শরণার্থীর সঙ্গে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় রাহমানুল্লাহকেও। বিশেষ ভিসায় (SIV).

যুক্তরাষ্ট্রে এ বছরের এপ্রিলে তার আশ্রয় প্রার্থনা আবেদন অনুমোদিত হয়। তিনি থাকছিলেন ওয়াশিংটন স্টেটের বেলিংহ্যামে। স্ত্রী আর সন্তানকে নিয়ে। পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে এসে এ হামলা চালানোর ঘটনায় এখন গোটা মার্কিন মুল্লুকে আলোচনার বিষয় বস্তু।

রাহমানুল্লাহকে নিয়ে লেখা অন্য আরেকটি ইমেইলে তার মানসিক স্বাস্থ্য বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়। এতে বলা হয়, আফগানিস্তানে মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করে রাহমানুল্লাহ Post Traumatic Stress Disorder -PTSD আক্রান্ত হয়েছেন।

রাহমানুল্লাহ সঙ্গে আদর্শিক কোনও সংশ্লেষ আন্তর্জাতিক কোনও সংগঠনের রয়েছে কিনা, সেটি অনলাইনে হোক আর অন্য কোনও মাধ্যমে, মার্কিন গোয়েন্দারা অনুসন্ধান চালিয়ে এখনো এ বিষয়ে কোনও তথ্য পায়নি।

রাজসিক।
12/01/2025

রাজসিক।

12/01/2025

আড্ডা। ভার্জিনিয়ায়।
ম্যানাসাস সিটিতে আছি।

11/30/2025

চা খেতে মন চাইছে। যেতে হবে ৪৫ মিনিট।

ভার্জিনিয়ার স্প্রিংফিল্ড সিটিতে যে হোটেলে আছি, দুপুরে সেখানে দেখি শ' শ' মানুষ। শুরুতে ভড়কে গিয়েছিলাম। পরে খোঁজ নিয়ে জানল...
11/30/2025

ভার্জিনিয়ার স্প্রিংফিল্ড সিটিতে যে হোটেলে আছি, দুপুরে সেখানে দেখি শ' শ' মানুষ। শুরুতে ভড়কে গিয়েছিলাম। পরে খোঁজ নিয়ে জানলাম, হোটেলে ভোটকেন্দ্র বসানো হয়েছে। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে নির্বাচন আজ। পছন্দের প্রেসিডেন্ট, কংগ্রেস সদস্য (আইনপ্রণেতা), মেয়র ও স্থানীয় প্রতিনিধি নির্বাচিত করছেন হন্ডুরানরা।

প্রবাসী হন্ডুরানদের ভোটগ্রহণের জন্য কেন্দ্র বসানো হয়েছে আমেরিকার বিভিন্ন শহরে। স্প্রিংফিল্ডে তেমন একটা কেন্দ্র পড়েছে এই হোটেলে।

এবারের নির্বাচনটা খুব আলোচিত। বিশেষ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান অরলান্ডো হারনান্দেজকে ক্ষমা করার ঘোষণা দিয়ে আগুনে ঘি ঢেলেছেন। হারনান্দেজ মার্কিন যুক্তরাষ্ট্রে কারাগারে। মাদক চোরাকারবারে সহায়তার দায়ে ৪৫ বছরের কারাদণ্ড হয়েছে তার। ২০২২ খৃস্টাব্দে ক্ষমতাচ্যুত হবার পর গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হয় তাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে তার ঘনিষ্ট মিত্র ছিলেন হারনান্দেজ। জো বাইডেন ক্ষমতায় এলে দৃশ্যপট পাল্টে যায়।

৫ জন প্রেসিডেন্ট পদে প্রার্থী। তিনজন আলোচনায়। মূলত বামপন্থী এলআইবিআরই LIBRE পার্টির, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী রিক্সি মনকাদা, মধ্যপন্থী লিব্রা (Libre) পার্টির, টিভি উপস্থাপক সালভাদোর নাসরাল্লা এবং ডানপন্থী ন্যাশনাল পার্টির ব্যবসায়ী নাসরি টিটো আসফুরার মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল নাসরি টিটো আসফুরার প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। বলেছেন, যদি আসফুরা না জেতেন তবে মধ্য আমেরিকান দেশটির আর্থিক সহায়তা বন্ধ করে দেবেন তিনি।

সাম্প্রতিক জনমত জরিপে নাসরাল্লাকে এগিয়ে রাখা হয়েছে, তবে ৩৪% ভোটার বলেছেন যে তারা এখনও সিদ্ধান্তহীন।

হন্ডুরাসে প্রেসিডেন্ট পদে একজন কেবল চার বছরের জন্য একবারই দায়িত্ব পালন করতে পারেন। সে কারণ, বর্তমান প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো, যিনি ২০২১ খৃস্টাব্দে দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান, লিব্রা পার্টির মনোনয়নে, এবার নির্বাচন করতে পারছেন না।

ডোনাল্ড ট্রাম্পের অনুকম্পা পাওয়া হারনান্দেজ একজন রক্ষণশীল, তিনি ন্যাশনাল পার্টির নেতা। এই দলের আসফুরাকে নির্বাচনে বিজয়ী করতে তার আহবানে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়বে, রাজনীতি বিশ্লেষকদের ধারণা।

11/30/2025

ভার্জিনিয়ার পথে পথে।
স্প্রিংফিল্ড সিটি থেকে ম্যানাসাস সিটি।
নাইম ভাইয়ের সঙ্গে।

শনিবার সন্ধ্যায় গিয়েছিলাম ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ায়, একটা গানের অনুষ্ঠানে। প্রচুর বাংলাদেশির উপস্থিতি দেখে বিস্মিত। দ...
11/30/2025

শনিবার সন্ধ্যায় গিয়েছিলাম ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ায়, একটা গানের অনুষ্ঠানে। প্রচুর বাংলাদেশির উপস্থিতি দেখে বিস্মিত। দূরদূরান্ত থেকে এসেছেন তারা। সবার মাঝে উচ্ছ্বাস। নির্ভার। প্রাণবন্ত।

অনুষ্ঠান শেষে আপনালয়ে ফিরছিলেন সবাই। এদের মধ্য থেকে কেউ কেউ আমার কাছাকাছি এসে বলছিলেন, 'আপনার ভিডিও দেখি। ভালো লাগে।' অনেকজনের মুখে এমনটা শুনে বেশ আপ্লুত। ধন্যবাদ জানিয়ে কারো কারোর সঙ্গে কুশল বিনিময় করেছিও।

হুমায়ুন কবির এবং আসিফ হোসেনের সঙ্গে আলাপটা খানিক লম্বা হলো। অতপর চিত্রগ্রহণ।

অন্তত দুই দিন থাকার পরিকল্পনা DMV (ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড) অঞ্চলে। কয়েকটা গল্প সংগ্রহের ইচ্ছে আছে, যদি আগ্রহী কাউকে পাই।

নাঈম ভাইয়ের আমন্ত্রণে এসেছি DMVতে। নিউ ইয়র্কের বাসিন্দারা DMV হিসেবে চেনেন Department of Motor Vehicleকে। আলোচ্য DMV হচ্...
11/30/2025

নাঈম ভাইয়ের আমন্ত্রণে এসেছি DMVতে। নিউ ইয়র্কের বাসিন্দারা DMV হিসেবে চেনেন Department of Motor Vehicleকে। আলোচ্য DMV হচ্ছে DC (মানে ওয়াশিংটন ডিসির সংক্ষেপিত রূপ), Maryland এবং Vriginia.

নাঈম ভাই দেশিস্বাদ নামে একটা প্রতিষ্ঠানের সিইও। ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ায় বাংলাদেশিদের একটা জমায়েতে দেখলাম দেশিস্বাদের পণ্যের প্রতি মানুষের আগ্রহ প্রচুর।

আগামীকাল দেশিস্বাদের নতুন গ্রোসারিতে যাবো।

Address

New York, NY
11218

Telephone

+16319335155

Alerts

Be the first to know and let us send you an email when Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে:

Share

Category