Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে

Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে প্রত্যেক মানুষের একটা গল্প থাকে। সে গল্প শুনি। শোনাই।
(14)

11/09/2023
11/09/2023

দ্য নিউ ইয়র্ক টাইমস ঘেরাও কর্মসূচি। স্কুল শিক্ষার্থীদের। দুপুরে স্কুলের ক্লাস বর্জন তারা যোগ দিয়েছে মিছিলে।

11/09/2023

নিউ ইয়র্ক সিটিতে স্কুল ওয়াক আউট কর্মসূচি। ফিলিস্তিনে যুদ্ধবিরতির দাবি। ব্রায়ান্ট পার্ক, ম্যানহাটনে আছি।

11/09/2023
11/09/2023

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে আছি।
স্কুল শিক্ষার্থীদের সংহতি | ফিলিস্তিনে ইসরায়েলের বর্ব*রতার প্রতিবাদ

11/09/2023

বিশ্বের বিভিন্ন দেশে উপহার ও ঋণে দেওয়া পান্ডা ফিরিয়ে নিচ্ছে চীন। এরই অংশ হিসেবে বুধবার যুক্তরাষ্টের ওয়াশিংটন জাতীয় চিড়িয়াখানায় থাকা তিনটি পান্ডা ফেরত পাঠানো হয়। এই তিনটি জায়ান্ট পান্ডা হলো, মেই জিয়াং, তিয়ান তিয়ান ও তাদের শাবক জিয়াও কিউ জি।

11/09/2023

মামুনের কথা মনে আছে? নিউ ইয়র্কে ফুটপাতে গাড়িচা*পায় তিনি দুই পা হা*রিয়েছিলেন ১০ মাস আগে। প্রবাসী টিভিতে মামুনের করুণ কাহিনী তুলে ধরার পর থেকে তাকে নিয়ে অনেকের আগ্রহ। সবশেষ জানিয়েছিলাম যায় , মামুনের শরীরে কৃত্রিম পা লাগছে।

কৃত্রিম পায়ে কেমন আছেন মামুন, আজ দেখতে এলাম।

11/08/2023

নিউইয়র্কের সারাটোগা কাউন্টি নির্বাচনে কাউন্সিল বোর্ড মেম্বার পদে ৩৪ বছর পর বিজয়ী হয়েছেন একজন ডেমোক্রেট। তিনি একজন বাংলাদেশী। নাম জাবেদ মনির। এবারই প্রথম নির্বাচন করেছেন। হারিয়েছেন একজন রিপাবালিকান প্রার্থীকে।

11/07/2023

এক মিছিলেই অকার্যকর ম্যানহাটন ব্রিজের ব্রুকলিনমুখী অংশ। ফিলিস্তিনে যুদ্ধবিরতির দাবিতে সমাবেশ।

11/07/2023

ম্যানহাটন ব্রিজে মিছিল।
ফিলিস্তিনে যুদ্ধবিরতির দাবিতে সমাবেশ।

11/07/2023

নিউ ইয়র্ক সিটি হলের সামনে।
ফিলিস্তিনে যুদ্ধবিরতির দাবিতে সমাবেশ।

"আমাদের ভোট মানুষের জন্য। আর, মানুষ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে।" সমাবেশ একটু পর। নিউ ইয়র্ক সিটি হলের সামনে। আমেরিকাজুড়ে...
11/07/2023

"আমাদের ভোট মানুষের জন্য। আর, মানুষ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে।" সমাবেশ একটু পর। নিউ ইয়র্ক সিটি হলের সামনে।

আমেরিকাজুড়ে এবার একটা জোয়ার। ফিলিস্তিনের পক্ষে আরো বহুবার সমাবেশ মিঁছিল হয়েছে। কিন্তু, এবার ধরনে, ব্যাপকতায় এবং আকারে বিশাল সব আয়োজন। প্রতিদিনই সমাবেশ হচ্ছে, সংহতি প্রকাশ চলছে। নানান জায়গায়। স্কুলের ভেতরে। প্রার্থনালয়ে। খোলা ময়দানে।

আজ যুক্তরাষ্ট্রজুড়ে নির্বাচন। সাধারণ নির্বাচন। সিটি কাউন্সিলে, বরোতে, কাউন্টিতে, স্টেটে - নানান স্তরে এই নির্বাচন হচ্ছে। ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের সাথে একাত্ম হয়ে আজ দাবি "যুদ্ধবিরতি নয়। তো, আজ কোন ভোট নয়"।

নিউ ইয়র্ক সিটি হলের সামনে একটু পর বড় জমায়েত। সন্ধ্যে ৬টায় আরেকটা। দু'টোতে অংশ নেবো, খোদা চাহে তো।

ইসলামী মরগেজ বিষয়ে বাফলো সিটিতে কর্মশালা১৫ নভেম্বর বাফলো ও এর আশাপাশের সিটিগুলোতে বিনা সুদে বাড়ি কিনতে চান? তাহলে আপনি য...
11/07/2023

ইসলামী মরগেজ বিষয়ে
বাফলো সিটিতে কর্মশালা
১৫ নভেম্বর

বাফলো ও এর আশাপাশের সিটিগুলোতে বিনা সুদে বাড়ি কিনতে চান? তাহলে আপনি যোগ দিতে পারেন ১৫ নভেম্বরের এই কর্মশালায়। সবার জন্য উন্মুক্ত।
অনুষ্ঠিত হবে ১৫১ গ্রাইডার স্ট্রিটে অবস্থিত লাভবার্ডস রেস্টুরেন্টে। সন্ধ্যে ৬টা থেকে দেড় ঘন্টার এ কর্মশালা।

Organized by: Red Door Real Estate.
Supposed by : Fortunes America Properties.

ফিলিস্তিনের প্রতি সংহতি। যুদ্ধবিরতির দাবিতে এবার স্টাচু অব লিবার্টি দখল করলো জুইশ ভয়েস ফর পিস। কিছুক্ষণ আগের খবর। যুক্তর...
11/06/2023

ফিলিস্তিনের প্রতি সংহতি।

যুদ্ধবিরতির দাবিতে এবার স্টাচু অব লিবার্টি দখল করলো জুইশ ভয়েস ফর পিস।

কিছুক্ষণ আগের খবর। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে এই গ্রুপকে নিয়ে বিস্মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাথে, ফিলিস্তিন নিয়ে আন্দোলনকারীরাও। কোন রকম জানান না দিয়ে, কোন প্রচারণা না করে হঠাৎ করে একটা আলোচিত জায়গা দখল করে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো এই সংগঠনের ইদানিংকালের তৎপরতা।

এর আগে, নিউ ইয়র্ক সিটিতে পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন গ্রান্ড সেন্ট্রাল দখল করে নিয়েছিলো তারা। সেবার ৬শ' জন প্রতিবাদকারীকে গ্রেফতার করা হয়।

আজ দুপুরে নিউ ইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ডে স্ট্যাচু লিবার্টিতে জড়ো হয় এই সংগঠন ও এর সহযোগী সংগঠনগুলো। মানবাধিকার ও ইহুদীদের অধিকার নিয়ে কাজ করে জুইশ ভয়েস ফর পিস।

ফিলিস্তিন ইস্যুতে আন্দোলনে এই সংগঠনের কর্মসূচি তারা আগেভাগে প্রচার করছে না।

ছবিগুলো এই সংগঠনের ইন্সটাগ্রাম থেকে নেয়া।

11/06/2023
11/06/2023

এরি কাউন্টিতে নির্বাচনে দুই বাংলাদেশী।

11/05/2023

বিশ্বকাপ ক্রিকেট।
বাংলাদেশের ম্যাচে আগ্রহ কম।

ফিলিস্তিনের জন্য সমাবেশ।ফ্রিডম প্লাজা। ওয়াশিংটন ডিসিতে।
11/05/2023

ফিলিস্তিনের জন্য সমাবেশ।
ফ্রিডম প্লাজা। ওয়াশিংটন ডিসিতে।

11/05/2023

চট্টগ্রামে অবরোধ এবং হরতাল পরিস্থিতি।

11/05/2023

ঢাকায় অবরোধের দ্বিতীয় দিন।

11/04/2023

ফিলিস্তিনীদের পক্ষে ন্যাশনাল মার্চ। ৪ নভেম্বর।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।

11/04/2023

ফিলিস্তিনীদের পক্ষে ন্যাশনাল মার্চ।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।

11/04/2023

ফিলিস্তিনীদের পক্ষে ন্যাশনাল মার্চ।
ফ্রিডম প্লাজায় জমায়েতI
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।

11/04/2023

জড়ো হচ্ছেন সবাই।
ফ্রিডম প্লাজায় জমায়েত একটু পর।
ফিলিস্তিনীদের পক্ষে ন্যাশনাল মার্চ।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।

ডিসির পথে গাড়ি আর গাড়ি।"ন্যাশনাল মার্চ" শেষে রাজধানীতে থাকতে পারি, যদি গল্প পাই। ইনবক্সে করতে পারেন।
11/04/2023

ডিসির পথে গাড়ি আর গাড়ি।
"ন্যাশনাল মার্চ" শেষে রাজধানীতে থাকতে পারি, যদি গল্প পাই। ইনবক্সে করতে পারেন।

11/04/2023

ওয়াশিংটনের পথে।
ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানাতে।

ওয়াশিংটন ডিসিতে যাচ্ছি। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধের দাবিতে "ন্যাশনাল মার্চ" এ যোগ দিতে। দুপুর দুইটায় আশা করি...
11/04/2023

ওয়াশিংটন ডিসিতে যাচ্ছি।
ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধের দাবিতে "ন্যাশনাল মার্চ" এ যোগ দিতে। দুপুর দুইটায় আশা করি ফ্রিডম প্লাজায় থাকবো।

11/04/2023

অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে ২৯ অক্টোবর নির্বাচন হয়েছে সন্দ্বীপ সোসাইটি ইউএসএ'র। ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে অনুষ্ঠিত এ নির্বাচন ইতোমধ্যে ব্যাপক আলোচিত হয়েছে। নির্বাচন কমিশনের সবশেষ বৈঠক (৩ নভেম্বর রাতে) শেষে সদস্যদের কাছে তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম।

আপনি ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন তো?আমি যাচ্ছি। ৪ নভেম্বর। ফিলিস্তিনের পক্ষে "ন্যাশনাল মার্চ অন ওয়াশিংটন" এ। ভোরে নিউ ইয়র্ক ...
10/31/2023

আপনি ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন তো?
আমি যাচ্ছি। ৪ নভেম্বর। ফিলিস্তিনের পক্ষে "ন্যাশনাল মার্চ অন ওয়াশিংটন" এ। ভোরে নিউ ইয়র্ক সিটি থেকে বাস ছেড়ে যাবে।

অন্তত ১০ লাখ মানুষের সমাবেশ হবে এই মার্চে, আশা করছে উদ্যোক্তা সংগঠনগুলো। যুক্তরাষ্ট্রের নানা অঞ্চল থেকে ওয়াশিংটন ডিসিতে যেতে আগ্রহী সদস্যদের পরিবহনে যানবাহনের ব্যবস্থা করেছে বিভিন্ন ননপ্রফিট সংগঠন।

জমায়েতের ছবিটা ঐতিহাসিক। যুক্তরাষ্ট্রের ইতিহাস পাল্টে দেয়া সমাবেশ। ১৯৬৩ খৃস্টাব্দের ছবি। নেয়া হয়েছে "ন্যাশনাল জিওগ্রাফিক" থেকে, তুলেছেন ROBERT W. KELLEY/THE LIFE PICTURE COLLECTION VIA GETTY IMAGES।

আপনি কি জানেন এই সমাবেশ কে, কারা কেনো ডেকেছিলেন? কেনো এই সমাবেশ ইতিহাসের অংশ হলো?

বৈরী আবহাওয়ার পরও ৬৬ শতাংশ ভোট পড়েছে সন্দ্বীপ সোসাইটি ইউএসএ'র নির্বাচনে। এ নির্বাচনে ফিরোজ-আলমগীর পরিষদ ১৯টি পদের সব ক'ট...
10/31/2023

বৈরী আবহাওয়ার পরও ৬৬ শতাংশ ভোট পড়েছে সন্দ্বীপ সোসাইটি ইউএসএ'র নির্বাচনে। এ নির্বাচনে ফিরোজ-আলমগীর পরিষদ ১৯টি পদের সব ক'টিতে বিজয়ী হয়েছে। ব্রুকলিনের ডিস্ট্রিক্ট থার্টি নাইন থেকে নির্বাচিত নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ দুপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ২৯ অক্টোবর সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ৮টা পর্যন্ত। ভোটার ৫,০২৪ জন।

ফিলাডেলফিয়ায় নিহত মাহবুবুর রহমানের জানাজা মঙ্গলবার ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া: আপার ডারবির আল মদিনা মসজিদের কার পার্কিং ল...
10/30/2023

ফিলাডেলফিয়ায় নিহত
মাহবুবুর রহমানের
জানাজা মঙ্গলবার

ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া: আপার ডারবির আল মদিনা মসজিদের কার পার্কিং লটে রোববার রাতে মিলেছিলো মোহাম্মদ মাহবুবুর রহমানের মৃতদেহ। আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার তার জানাজা হবে এই মসজিদেই (201 S 69th St, Upper Darby, PA 19082)।

স্থানীয় পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের সাথে ঘৃণাজনিত অপরাধের কোন সম্পর্ক তারা খুঁজে পাননি। তাদের ধারণা, নিজের গাড়ি চুরিতে বাধা দেয়ায় রাত পৌণে ৮টার দিকে খুনের শিকার হন মাহবুব। হত্যাকারীকে ধরতে পারেনি পুলিশ। একটা গাড়ি জব্দ করা হয়েছে ওয়েস্ট ফিলাডেলফিয়া থেকে, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত হয়েছে। একই জায়গা থেকে উদ্ধার করা হয় একটি মোবাইল সেটও।

মাহবুবুর বহমান (৬৫) ফিলাডেলফিয়ার বাসিন্দা। কাজ করেছেন কারেকশন অফিসার হিসেবে। ফিলাডেলফিয়ার মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার প্রাক্তন জোনাল সাধারণ সম্পাদক তিনি।

10/30/2023

সকাল ৯টা থেকে টানা ১১ ঘন্টা ভোটগ্রহণ চলেছে। ব্রুকলিনের কেনসিংটনে পিএস ওয়ান সেভেনটি নাইনে কেন্দ্র। সন্দ্বীপ সোসাইটি ইউএসএ'র এই নির্বাচন হচ্ছে ৪ বছর পর। এবার ভোটার ৫,০২৪ জন।

10/29/2023

শেষ মুহূর্তের ভোটাভুটি।
সন্দ্বীপ সোসাইটি নির্বাচন | নিউ ইয়র্ক

Address

New York, NY
11218

Telephone

+16319335155

Website

probasi.tv

Alerts

Be the first to know and let us send you an email when Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে:

Videos

Share


Comments

বিশ্বকলনি পাশে নন্দন আবাসিকে 2.63 কাঠা লেক সিটির পাসে 1.80 কাঠা দুইটায় প্লটে 6 তলা প্ল্যান করা দুইটায় দক্ষিন মুখি বিক্রি হবে যোগাযোগ করুন 01819229000
চট্রগ্রাম হালিশহর ঈদগাহ বরফকল 12 কাঠা জায়গাতে কিছু সেমি ঘর আর একটা 5 তলা বাড়ী বিক্রি হবে মাসিক ভাড়া এক লাখ 80 হাজার টাকা যোগাযোগ করুন 01819229000
Main Road 20 Feet
২০ ফুট রাস্তার সাথে, খলিফা পাড়া, সবুজবাগ. রংপুর -(১৭ নং ওয়ার্ড)এ ,জমি বিক্র‍য় হইবে ৪ - ৮শতক ..
যোগাযোগ inbox
আমেরিকায় এতো মসজিদ। দয়া করে মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো দেখান। মুসল্লি, ঈমাম এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সাক্ষাতকার দেখতে চাই।
অতি দুঃখ ও ভাৱ আক্রান্ত মন নিয়ে জানাতে হচ্ছে যে,আমার বড় বোনেৱ ছেলে নাম- মোঃ মিজানুর রহমান(পলাশ)৷সে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুরে BSC in Food & Process Engineering বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলো। গত ১৮.০৩.২০২২(শবেবরাত)এর রাতে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে ফ্যান এর সাথে ঝুলিয়ে রেখেছে। ময়নাতদন্তে মিথ্যা Su***de রিপোর্ট তৈরি করে বিষয়টিকে ধামচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে আপনারাই দেখুন এই ছবি গুলো কী Su***de প্রমান করে? আমি ঊধ্বর্তন বিচার বিভাগ ও আইন বিভাগ সবার প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এর সুষ্ঠ তদন্ত ও সঠিক বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম। শেয়ার করে চোর টাকে ধরিয়ে দিন। ০৪/০৪/২০২২, আজ দুপুর ১২.০০ দিকে। নরসিংদী, পলাশ থানা,পলাশ বাজারে। একজন প্রবাসি ভাইয়ের বাসা থেকে নিছের ছবি কিত চোর টা ( ৪ বোরি স্বর্ণ সাথে ৫ হাজার টাকা ) চুরি করে নিয়ে গেছে। কেউ এই চোর টার সন্ধান পেলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করবেন।তাকে পরিস্কার কারা হবে।01890135484
#}