Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে

Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে প্রত্যেক মানুষের একটা গল্প থাকে। সে গল্প শুনি। শোনাই।
(2)

12/22/2025

একটা বার্তা দেয়া দরকার আছে বলে মনে করি।

দুইদিন পর পর 'প্রবাসী টিভি' বয়কট করুন জিকিরকারীদের সঙ্গে সত্যি সত্যি কোনও সংযোগ রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

আমি বাক স্বাধীনতায় নয়, বিশ্বাস করি বাক শালীনতায়। আগে সেটার চর্চা বাড়ুক। স্বাধীনতা আপনাআপনি অর্জিত হয়ে যাবে।

এই পেজে ভিউ ব্যবসা হয় না।
কেউ যদি ভেবে থাকেন ভিউর লোভে পেজে কারো উগ্র আচরণ বরদাশত করবো আমরা, তাহলে আপনি ভুল করছেন। সোজা থাকুন। সহজ থাকুন। আমাদের পোস্টের প্রতি। পোস্টে কমেন্টকারীর প্রতি।

নিজের খারাপজাতটা চেনালে কট হয়ে যাবেন। প্রতি সপ্তাহে কেউ না কেউ এটা হন। আক্রমণ, নেতিবাচকতা মোটেও কাম্য নয়। মোটেও না।

সতর্ক থাকুন। উপভোগ করুন। নলেজ লম্বা করুন।
প্রবাসী টিভির ভিডিও আপনাকে তথ্য দেয়। বিনোদন নয়। কেউ তথ্যকে বো/মা ভাবলে সেটা তার সীমাবদ্ধতা।

এই পেজ অনুসরণ করতে চাইলে চরম সহিষ্ণু হতে হবে। পরমতের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। পিউর শ্রদ্ধা।

এখন থেকে পেজের কমেন্ট অপশন সাধারণত বন্ধ থাকবে। কমেন্ট খুলে রেখে ভালো কিছু হচ্ছে বলে দেখছি না। তিন লাখের মতো ফলোয়ার, পোস্টে কমেন্টের যে হার তাতে কমেন্ট অপশন বন্ধ থাকলে জাতির নুনের ছালা পানিতে পড়বে না। কমেন্টের সুযোগ দিয়ে বরং বর্বরদের জংলিপণা প্রদর্শনের সুযোগ বাড়িয়ে দিচ্ছি।

অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আর বয়কটের ডাক দিয়েন না। চরম বিরক্ত হই। ব্যক্তিবিশেষের এই বয়কটের ডাকে আমার চুলের আকার এবং রঙে কোনও পরিবর্তন হয় না। কারণ, আমি বয়কট-ঝাণ্ডাধারীদের কোনওদিন পুছি নাই। এখনো না। বেশি তাল বেতাল হইলে সোজা আলগাঘরে পাঠাইয়া দেই। এই পাঠাইতে যে সময় ব্যয় করতে হয়, এইটা আমার কাছে বিরক্তিকর।

আমি ভিডিও বানাই শখে। লোভে। লোভটা হইলো মানুষ বলবে যে, 'এইটা সোহেল মাহমুদই করছে'। এর মানে বোঝেন? মানে হচ্ছে, একমাত্র সোহেল মাহমুদ এই স্টোরি করছে। এই তথ্য জানাইছে। এই গল্প বানাইছে।

বুঝছেন কিছু? যারা এটা বোঝেন, সঙ্গে আছি। সঙ্গে রাখেন। যারা এটা বুঝবেন না, তাদের আসলে কাউকে বোঝার পড়ালেখা নাই। জ্ঞান নাই। ধৈর্য্য নাই। বোধ নাই। অনুভূতিও না।

এরাই সোশাল মিডিয়ায় আইসা হুদাই আলগা জোসে ঝাঁপাইয়া পড়ে। এরা পিউর মাদারফ্লাওয়ার।

মাদারফ্লাওয়ার।

কোরান ছুঁয়ে শপথ নিলেন সোমা | যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বিচারপতি
12/21/2025

কোরান ছুঁয়ে শপথ নিলেন সোমা | যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বিচারপতি

শপথ গ্রহণের মধ্য দিয়ে বিচারপতি হিসেবে দায়িত্ব পেলেন সোমা সাঈদ। নিউ ইয়র্ক সিটিতে কুইন্স সিভিল কোর্টহাউসে ১৮ ড....

12/20/2025

সোমা সাঈদ বিচারপতি হলেন নিউ ইয়র্ক স্টেটের আদালতে। তিনি চারবছর ধরে নিউ ইয়র্কে কুইন্স ডিস্ট্রিক্ট বিচারক হিসেবে কাজ করছিলেন। যুক্তরাষ্ট্রে স্টেট ও স্থানীয় পর্যায়ে বিচারক ও বিচারপতি নির্বাচিত হয় সরাসরি জনগণের ভোটে।

সোমা সাঈদের শপথ।
12/20/2025

সোমা সাঈদের শপথ।

শপথ গ্রহণের মধ্য দিয়ে বিচারপতি হিসেবে দায়িত্ব পেলেন সোমা সাঈদ। নিউ ইয়র্ক সিটিতে কুইন্স সিভিল কোর্টহাউসে ১৮ ড....

12/20/2025

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে পড়তে যাওয়া বাংলাদেশিদের জন্য নানান ধরনের সহযোগিতা দেয় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। সংক্ষেপে BISAC. নভেম্বরের শেষ সপ্তাহে ভার্জিনিয়ায় গিয়ে দেখা এ সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের জুয়েলের সঙ্গে।

প্রথমবারের মতো বাড়ি কিনছেন? ফাহিম জানের পরামর্শ
12/19/2025

প্রথমবারের মতো বাড়ি কিনছেন? ফাহিম জানের পরামর্শ

নিউ ইয়র্ক সিটিতে মরগেজ ব্যাংকার হিসেবে বাংলাদেশি কমিউনিটির কাছে সুপরিচিত মোহাম্মদ জান ফাহিম। বৃহস্পতিবার (১৮ .....

12/19/2025
বাংলাদেশি হিসেবে গর্ব হয়।
12/19/2025

বাংলাদেশি হিসেবে গর্ব হয়।

নিউ ইয়র্ক সিটিতে কুইন্স সিভিল কোর্ট হাউসে ১৮ ডিসেম্বর সন্ধ্যায় সোমা সাঈদের শপথ গ্রহণ উপলক্ষে আয়োজন করা হয় জম...

প্রথম বাংলাদেশি বিচারপতি হিসেবে সোমা সাঈদের শপথ। কুইন্স, নিউ ইয়র্ক।
12/19/2025

প্রথম বাংলাদেশি বিচারপতি হিসেবে সোমা সাঈদের শপথ।
কুইন্স, নিউ ইয়র্ক।

12/18/2025

বিচারপতি হিসেবে সোমা সাঈদের শপথ।

12/18/2025

প্রথম বাংলাদেশি বিচারপতি সোমা সাঈদের শপথ।

বাফলোতে বাংলাদেশি সুপারশপ যুবাইদাতে নিয়োগ। কল করুন ৭১৬-৪০০-৬৮২৫।
12/17/2025

বাফলোতে বাংলাদেশি সুপারশপ যুবাইদাতে নিয়োগ।
কল করুন ৭১৬-৪০০-৬৮২৫।

Address

Btooklyn
New York, NY
11218

Telephone

+16319335155

Alerts

Be the first to know and let us send you an email when Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে:

Share

Category