11/30/2025
ভার্জিনিয়ার স্প্রিংফিল্ড সিটিতে যে হোটেলে আছি, দুপুরে সেখানে দেখি শ' শ' মানুষ। শুরুতে ভড়কে গিয়েছিলাম। পরে খোঁজ নিয়ে জানলাম, হোটেলে ভোটকেন্দ্র বসানো হয়েছে। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে নির্বাচন আজ। পছন্দের প্রেসিডেন্ট, কংগ্রেস সদস্য (আইনপ্রণেতা), মেয়র ও স্থানীয় প্রতিনিধি নির্বাচিত করছেন হন্ডুরানরা।
প্রবাসী হন্ডুরানদের ভোটগ্রহণের জন্য কেন্দ্র বসানো হয়েছে আমেরিকার বিভিন্ন শহরে। স্প্রিংফিল্ডে তেমন একটা কেন্দ্র পড়েছে এই হোটেলে।
এবারের নির্বাচনটা খুব আলোচিত। বিশেষ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান অরলান্ডো হারনান্দেজকে ক্ষমা করার ঘোষণা দিয়ে আগুনে ঘি ঢেলেছেন। হারনান্দেজ মার্কিন যুক্তরাষ্ট্রে কারাগারে। মাদক চোরাকারবারে সহায়তার দায়ে ৪৫ বছরের কারাদণ্ড হয়েছে তার। ২০২২ খৃস্টাব্দে ক্ষমতাচ্যুত হবার পর গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হয় তাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে তার ঘনিষ্ট মিত্র ছিলেন হারনান্দেজ। জো বাইডেন ক্ষমতায় এলে দৃশ্যপট পাল্টে যায়।
৫ জন প্রেসিডেন্ট পদে প্রার্থী। তিনজন আলোচনায়। মূলত বামপন্থী এলআইবিআরই LIBRE পার্টির, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী রিক্সি মনকাদা, মধ্যপন্থী লিব্রা (Libre) পার্টির, টিভি উপস্থাপক সালভাদোর নাসরাল্লা এবং ডানপন্থী ন্যাশনাল পার্টির ব্যবসায়ী নাসরি টিটো আসফুরার মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল নাসরি টিটো আসফুরার প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। বলেছেন, যদি আসফুরা না জেতেন তবে মধ্য আমেরিকান দেশটির আর্থিক সহায়তা বন্ধ করে দেবেন তিনি।
সাম্প্রতিক জনমত জরিপে নাসরাল্লাকে এগিয়ে রাখা হয়েছে, তবে ৩৪% ভোটার বলেছেন যে তারা এখনও সিদ্ধান্তহীন।
হন্ডুরাসে প্রেসিডেন্ট পদে একজন কেবল চার বছরের জন্য একবারই দায়িত্ব পালন করতে পারেন। সে কারণ, বর্তমান প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো, যিনি ২০২১ খৃস্টাব্দে দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান, লিব্রা পার্টির মনোনয়নে, এবার নির্বাচন করতে পারছেন না।
ডোনাল্ড ট্রাম্পের অনুকম্পা পাওয়া হারনান্দেজ একজন রক্ষণশীল, তিনি ন্যাশনাল পার্টির নেতা। এই দলের আসফুরাকে নির্বাচনে বিজয়ী করতে তার আহবানে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়বে, রাজনীতি বিশ্লেষকদের ধারণা।