
10/13/2025
নিউ ইয়র্ক সিটিতে ইতালীয় জনগোষ্ঠীর সবচেয়ে জমকালো আয়োজন 'কলম্বাস ডে প্যারেড' বাতিল করা হয়েছে। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় সোমবার এই দিন পালিত হয় নানা আয়োজনের মধ্য দিয়ে।
১৪৯২ খৃস্টাব্দের ১২ অক্টোবর আমেরিকা অঞ্চলে জাহাজ ভিড়িয়েছিলেন ইতালীয় ক্রিস্টোফার কলম্বাস। সেই দিনকে স্মরণ করে আমেরিকায় অভিবাসী ইতালীয়রা নিউ ইয়র্কে ১৮৬৬ খৃস্টাব্দে ও সানফান্সিসকোতে ১৮৬৮ খৃস্টাব্দে কলম্বাস ডে উদযাপন শুরু করে। আমেরিকাজুড়ে ব্রিটিশ উপনিবেশের কারণে এ অঞ্চলের ইতিহাস প্রভাবিত হলেও উদযাপনের ধারাবাহিকতায় কলম্বাস ডে আমেরিকায় অনেক বড়ো একটা উৎসব বটে। এবং, জাতীয় ছুটির দিন।
১৮৯১ খৃস্টাব্দে নিউ ইয়র্ক সিটিতে ১১ ইতালীয় অভিবাসীকে কোনও কারণ ছাড়া বিনা বিচারে পিটিয়ে মারার ঘটনা বিক্ষুদ্ধ করে এই জনগোষ্ঠী। পরের বছর ১২ অক্টোবর প্রতিবাদী মানুষজনের উপস্থিতিতে কলম্বাস ডে হয়ে ওঠে জমকালো। এরপর থেকে এটি রূপ নেয় উৎসবে।
১৯৩৭ খৃস্টাব্দে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 'কলম্বাস ডে'কে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন। ১৯৭১ খৃস্টাব্দে এসে কংগ্রেস ১২ অক্টোবরের পরিবর্তে অক্টোবরের ২য় সোমবারকে কলম্বাস ডে হিসেবে নির্ধারণ করে, যাতে করে সাপ্তাহিক ছুটির সঙ্গে যোগ করে একটা টানা ছুটি পাওয়া যায়।
কলম্বাস ডে প্যারেড বাতিলের ঘোষণা এসেছে রোববার রাতে। অনুষ্ঠান শুরুর কয়েকঘন্টা আগে। ঝড়-বৃষ্টিজনিত খারাপ আবহাওয়ার কারণে রোববার স্টেটজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর ক্যাথি হোকুল। সোমবার রাত ৮টা পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে। বিভিন্ন এলাকা প্লাবিত হবে। নিউ জার্সিতেও জরুরি অবস্থা। নর্থওয়েস্টারের প্রভাবে শুক্রবার থেকে ম্যাসাচুসেটস থেকে সাউথ ক্যারোলাইনা পর্যন্ত এলাকায় বৃষ্টি, জলোচ্ছ্বাস।