বাংলাদেশী -Bd Politics

  • Home
  • বাংলাদেশী -Bd Politics

বাংলাদেশী -Bd Politics https://sonarbangla24.net/. All Rights Reserved.

23/07/2025

আমরা বাঙালি—তিলকে তাল বানানো আমাদের সহজাত স্বভাব!২১শে জুলাই, মাইলস্টোন কলেজের পাশে যে বিমান বিধ্বস্ত হলো, সেই ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত ছিলাম। অনেক কিছু আমার নিজের চোখে দেখা।বিশ্বাস করুন, সেখানে দায়িত্বপ্রাপ্ত আর্মি, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, স্বেচ্ছাসেবক দল—সবাই তাদের সর্বোচ্চটা দিয়ে উদ্ধারকাজে নিয়োজিত ছিল। কারও চোখে অবহেলা ছিল না। কেউ বসে ছিল না।

এই ছবিতে যে আর্মি ভাইটিকে আপনারা দেখছেন, তাকে আমি বারবার ছোটাছুটি করতে দেখেছি—কারো জীবন বাঁচাতে, কারো সহায়তায়, কারো কান্না থামাতে। সেই নিষ্ঠা, সেই মানবতা দেখে আমার মনে হলো—এই ছবিটা তোলা উচিত, ইতিহাসের সাক্ষী রাখতে।

একটা দুর্ঘটনা মানেই নাটক নয়!

আমরা জাতি হিসেবে ঘটনার সত্যতা জানার আগেই সিদ্ধান্তে পৌঁছে যাই। কেউ বললো, বিমান স্কুলে ফেলে দিয়েছে ইচ্ছা করে! কেউ বললো, এটা বিএনপি-আওয়ামী লীগের ষড়যন্ত্র! কেউ বললো, ভবিষ্যদ্বাণী করা হয়েছিল তাই এই দুর্ঘটনা।
আর কেউ কেউ তো বলে ফেলল, পাইলট প্যারাশুট নিয়ে আগেই ঝাঁপিয়ে বাঁচে গেছে!

ভাই, আসল কথা হলো—আমরা এখন আর সত্য জানার আগ্রহী না, আমরা শুধু তথ্যবিহীন গুজব ছড়াতে ভালোবাসি।

উদ্ধার কাজের বাস্তব চিত্র ছিল ভিন্ন

অনেকেই বলছে, পানি পাওয়া যায়নি, অথচ আমি নিজ চোখে দেখেছি পিকআপ ভর্তি পানি, ভ্যান ভর্তি পানি নিয়ে স্বেচ্ছাসেবকরা ছোটাছুটি করছে।
পানির অভাব ছিল না, বরং যারা সেগুলো নিতে পারবে—তাদেরই সংকট ছিল।

তবুও সোশ্যাল মিডিয়ায় আমরা চালিয়ে দিলাম: "২ লিটার পানি ৬০০ টাকা"!
একটুও যাচাই না করে। না দেখে, না শুনে, না জেনে।

উদ্ধার কাজে বাধা, আর তার পেছনের বাস্তবতা

হাজার হাজার মানুষ একসাথে ভিড় জমায়। কেউ যায় ভিডিও করতে, কেউ লাইভ দিতে, কেউ কৌতূহল নিয়ে, কেউ আবার সুযোগ নিতে।
এই ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হয়—তখন আমরা বলি: "আর্মি মানুষ মারতেছে!"

কিন্তু ভাই, আপনার বাসার সামনে যদি ৫০০০ মানুষ একসাথে দৌড়াদৌড়ি করে, আপনি তখন কী করতেন?

স্কুল কেন থাকবে? বিমান কেন ওখানে উড়বে?

এই প্রশ্নগুলো করার আগে আমাদের জানা দরকার, মাইলস্টোন কলেজ সেখানে আজ হঠাৎ গড়ে ওঠেনি। বিমানবাহিনীর ট্রেনিং এরিয়ার পাশেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ছিল, আছে।
তাহলে এখন হঠাৎ করে এসব প্রশ্ন আসে কেন?

কারণ, আমরা ইতিহাস জানি না, জানতে চাই না, শুধু মতামত দিতে চাই।

---

আমরা আসলে কোন জাতি?

আমরা এমন একটা জাতি, যারা অসত্যের ওপর ভিত্তি করে চিৎকার করি,
যেখানে সত্যিকারের যোদ্ধারা চুপচাপ কাজ করে যায়।
আসল মানুষগুলো খবর হয় না,
গুজব ছড়ানো লোকগুলোই ভাইরাল হয়!

আমরা যে নির্লজ্জভাবে সত্যকে আড়াল করে, গুজবকে লালন করি—তা আজ প্রমাণিত।

শেষ কথা:
একটু থামুন।
একটু ভাবুন।
ঘটনার সত্যতা জানুন।
তারপর বলুন, লিখুন, বা শেয়ার করুন।

দায়িত্বশীল জাতি হয়ে উঠা আমাদের জন্য সময়ের দাবি।
একটা দুর্ঘটনা যেন আরেকটা গুজবদুর্ঘটনায় পরিণত না হয়—এটা আমাদেরই নিশ্চিত করতে হবে।

© Fahim's story

17/07/2025

অনলাইনে ভাসছে তারেক রহমানের পুরনো ভিডিও

শুনেছিলাম কাকা নাকি কাকের মাংস খায় না কিন্তু এরা এদের ভাইদের মাংস ছিরে খায়।
29/06/2025

শুনেছিলাম কাকা নাকি কাকের মাংস খায় না কিন্তু এরা এদের ভাইদের মাংস ছিরে খায়।

29/06/2025

আপডেটঃ ‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব

নি'খোঁজ বি'জ্ঞপ্তি

নাম: মাহিরা বিনতে মারুফ (পিউলি) আজ ২৯ জুন সকাল ৮টায়, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে একাই বাসা থেকে বের হয়। তার কলেজ ছিলো গভ: বাংলা কলেজ এবং পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর কলেজ।

কিন্তু বাসা থেকে বের হওয়ার পর থেকেই সে নি'খোঁজ। পরীক্ষার কেন্দ্রে সে পৌঁছায়নি। বিষয়টি নিয়ে জিডি করা হয়েছে (জিডির কপি কমেন্টে সংযুক্ত)।

অনুরোধ: আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, দয়া করে দ্রুত সিসিটিভি ফুটেজ বা অন্যান্য উপায়ে সহযোগিতা করুন। সামাজিক মাধ্যমে সক্রিয় সবাইকে অনুরোধ, দয়া করে পোস্টটি দ্রুত ছড়িয়ে দিন এবং আশেপাশে চোখ-কান খোলা রাখুন।

29/06/2025
29/06/2025

পা'কিস্তানের ICBM এবং সম্ভাব্য ষ'ড়য'ন্ত্র: সত্য না কি আগ্রা'সনের অজুহাত?

মার্কিন গো'য়েন্দা সং'স্থাগুলোর দাবি, পা'কিস্তান এমন একটি আ'ন্তঃমহাদেশীয় ব্যা'লি'স্টিক ক্ষে'পণা'স্ত্র (ICBM) তৈরি করছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আ'ঘাত হানতে স'ক্ষম। তাদের ধারণা, ভবিষ্যতে ভারতের পক্ষে যুক্তরাষ্ট্র যদি কোনো আগাম হা'মলা বা হস্তক্ষেপের চেষ্টা করে, সেটি প্রতিহত করতেই পাকিস্তান এই উচ্চক্ষমতাসম্পন্ন অ'স্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে।

তবে উদ্দেশ্য যা-ই হোক না কেন, মার্কিন কর্মকর্তারা এরইমধ্যে হুঁ'শিয়ারি উচ্চারণ করেছেন। তারা বলছেন, যদি পাকিস্তান এ ধরনের অ'স্ত্র মোতায়েন করে, তবে যুক্তরাষ্ট্র তাকে পা'রমা'ণবিক প্র'তিদ্ব'ন্দ্বী হিসেবেই বিবেচনা করবে। কারণ, এমন কোনো রাষ্ট্রকে 'বন্ধু' হিসেবে দেখা যায় না, যার ক্ষে'পণা'স্ত্রের নি'শানা থাকে আমেরিকার দিকে।

তবে বাস্তবতা হলো, এসব তথ্য কতটুকু সত্য, তা একমাত্র আ'ল্লাহই ভালো জানেন। ইতিহাস বলছে, মার্কিন প্রশাসন অতীতেও ‘গো'য়েন্দা তথ্য’ ও ‘ভু'য়া হু'মকির’ অজুহাতে মুসলিম দেশগুলোর ওপর বারবার আ'গ্রাসন চালিয়েছে। ই'রাক, আ'ফগা'নিস্তান, সিরিয়া তার জ্ব'লন্ত উদাহরণ। তাই প্রশ্ন জাগে—এই তথাকথিত “ICBM উ'দ্বেগ” কি আসলে আরেকটি আ'গ্রাসনের প্র'স্তুতিপর্ব?

আমার কাছে এসব খবর একরকম পূর্বপ'রিক'ল্পিত প্রো'পাগান্ডা বলেই মনে হয়, যার মাধ্যমে আবারও একটি স্বাধীন মু'সলিম রা'ষ্ট্রকে টা'র্গেট করা হচ্ছে।

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর কবজি কেটে দিলেন বিএনপির কর্মী
29/05/2025

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর কবজি কেটে দিলেন বিএনপির কর্মী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে মো. নবীর উদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ীর হাতের কবজি কেটে দেওয়ার...

চার গ্রুপে ভাগ হয়ে গেছে বিএনপি, মাঠে জামায়াতের একক প্রার্থী!
25/05/2025

চার গ্রুপে ভাগ হয়ে গেছে বিএনপি, মাঠে জামায়াতের একক প্রার্থী!

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন একাধিক নেতা। তার.....

গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর
23/05/2025

গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর

গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর !একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে ভুয়.....

Address


Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশী -Bd Politics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশী -Bd Politics:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share