SAARC TV

SAARC TV SAARC TV, a 24/7 broadcast media, entertains, educates and engages the South Asian people through out the world through news, views, entertainment.

SAARC TV, is a concern of the ASIANS SOLUTIONS INC. SAARC TV is focused on delivering high quality local, regional and national content in the area of news and information, arts and culture, religion, legal advice and education through its broadcast and online outlets to its audiences. As s news broadcast media station, SAARC TV’s goal, through quality content, is to some as the catalyst that take

SAARC TV, is a concern of the ASIANS SOLUTIONS INC. SAARC TV is focused on delivering high quality local, regional and national content in the area of news and information, arts and culture, religion, legal advice and education through its broadcast and online outlets to its audiences. As s news broadcast media station, SAARC TV’s goal, through quality content, is to some as the catalyst that take

Operating as usual

09/05/2021

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী , বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সিলেট বিভাগের উন্নয়নের রুপকার ও দেশের অর্থনীতির প্রাণ পুরুষ মরহুম এম সাইফুর রহমানের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাননীয় মেয়র মহোদয়ের উদ্দোগে দোয়া ও মিলাদ মাহফিল

হাজী ফকর উদ্দিন আহমেদ সাহেবের দ্রুত আরোগ্য কামনা করছি।********************************ধর্মনগর পূর্ববটরসি গ্রামের শ্রদ্ধা...
09/04/2021

হাজী ফকর উদ্দিন আহমেদ সাহেবের দ্রুত আরোগ্য কামনা করছি।
********************************
ধর্মনগর পূর্ববটরসি গ্রামের শ্রদ্ধাভাজন প্রবীণ নাগরিক হাজী ফকর উদ্দিন আহমেদ ( ৯১ বছর বয়স) হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েন।
তিনি গত প্রায় দুই বছর আগে আমেরিকায় সস্ত্রীক জ্যেষ্ঠ পুত্র রুহুল আহমেদের কাছে গিয়েছিলেন। ফিরে আসেন
গত মার্চ মাসে। তারপর শরীর ভালোই যাচ্ছিল। এবং সেই অনুযায়ী আবার কিছুদিনের মধ্যেই আমেরিকা যাওয়ার প্রস্তুতি ও নিয়েছিলেন। কিন্তু গত কয়েকদিনের মধ্যে তিনি হঠাৎ ভীষণ ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থতার খবর পেয়ে আশপাশ এবং দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ দলমত নির্বিশেষে হাজী মহোদয়কে দেখার জন্য তাহার নিজ বাড়ী পূর্ববটরসিতে ছুটে আসেন এবং সকলেই উনার দ্রুত আরোগ্য কামনা করেন।

আজ বিকালে বিধায়িকা বিজিতা নাথ, শশাঙ্ক মজুমদার, নির্মল দেব, কাঞ্চন দেব, আলাউদ্দিন, জাকির হুসেন, হেলাল মিয়া, কামাখ্যা চক্রবর্তী সহ হাজী ফকর উদ্দিন আহমেদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য বাড়ী পৌঁছলে পরিবারের সকলে আমাদের আন্তরিক ভাবে আপ্যায়ন করেন। সাথে সাথে হাজী মহোদয়ের কাছে আমাদের নিয়ে যান।
দীর্ঘ সুঠামদেহী সুদর্শন হাজী মহোদয় আজ আর উঠতে পারছিলেন না।বিছানায় শয্যাশায়ী। অক্সিজেন সাপোর্ট নিতে হচ্ছে। নিজ সন্তান ও স্বজনেরা পাশে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অত্যন্ত আন্তরিকভাবে সেবা-শুশ্রুষা করে যাচ্ছেন।
আমাদেরকে দেখে তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন কিছু বলার জন্য। কিন্তু স্পষ্টভাবে কিছু বলতে পারছিলেননা। সন্তানদের কাছ থেকে শুনেছি, তিনি অবচেতন মনে উনার সমসাময়িক কালের রাজ্যের অনেক প্রবীণ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের নাম বারবার উল্লেখ করেছেন।

পরিবারের পক্ষ থেকে উনাকে সুস্থ করে তোলার জন্য সবধরণের প্রচেষ্টা নেওয়া হয়েছে।
আজ সূদুর আমেরিকা থেকে জ্যেষ্ঠ পুত্র রুহুল আহমেদ বাড়ি এসে পৌঁছেছেন। ইতিমধ্যে অনেক আত্মীয়-পরিজন ও বাড়ী চলে এসেছেন।
আমরা উপস্থিত সকলেই হাজী মহোদয়ের দ্রুত আরোগ্য কামনা করি।

সমগ্র উত্তর ত্রিপুরা জেলা জুড়ে অত্যন্ত সুপরিচিত নাম হাজী ফকর উদ্দিন আহমেদ। অত্যন্ত সজ্জন ব্যক্তি। এলাকার সার্বিক উন্নয়নে মাদ্রাসা শিক্ষা সম্প্রসারণে হাজী মহোদয়ের বিরাট অবদান রয়েছে। পরপোকারী। ধীরস্থিরস্বভাব প্রকৃতির। উদারদৃষ্টিভঙ্গী সম্পন্ন। সামাজিক গণভিত্তি অসম্ভব শক্তিশালী। উত্তর ত্রিপুরা জেলায় প্রবীণতম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তিনিই আমাদের মধ্যে বেঁচে আছেন। উনার দীর্ঘজীবন আমাদের সবার কাম্য।

তিনি ভারতের জাতীয় কংগ্রেস দলের হয়ে পঞ্চায়েত প্রধানের দায়িত্ব প্রতিপালন করেছিলেন। এছাড়া ভারতের জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে ত্রিপুরা বিধান সভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও করেছিলেন।

তবে, গত বছর পাঁচেক আগে তিনি নিজ বাসভবনে বিরাট জমায়েত সংগঠিত করে শতাধিক কর্মী-সমর্থক ও পরিবারের সকলকে সাথে নিয়ে লালঝাণ্ডা হাতে ধরে সিপিআই (এম)-এর কর্মসূচী গ্রহণ করেছিলেন।

আজ তিনি ভীষণ অসুস্থ। আমরা সবাই দুয়া প্রার্থনা করছি তিনি যেন অতি দ্রুত সুস্থ্য হয়ে উঠেন।

৩রা আগষ্ট ২০২১।

09/03/2021
জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে সিসিক ০১নং কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী'র শোক প্রকাশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ...
09/02/2021

জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে সিসিক ০১নং কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী'র শোক প্রকাশ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি । জেলা পরিষদের সিলেটের চেয়ারম্যান , গণ পরিষদ সদস্য , স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী বর্ষীয়ান জননেতা এডভোকেট লুৎফুর রহমান অদ্য বিকাল ৪ টায় ইন্তেকাল করিয়াছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন ।

#শুভ জন্মদিনএক কিংবদন্তির জন্মদিন আজ। মোহাম্মদ আতাউল গনী ওসমানী। ১৯১৮ সালের এই দিনে ১লা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মুক্তি...
09/01/2021

#শুভ জন্মদিন

এক কিংবদন্তির জন্মদিন আজ। মোহাম্মদ আতাউল গনী ওসমানী। ১৯১৮ সালের এই দিনে ১লা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, বাংলাদেশের সূর্যসন্তান, সিলেটের গৌরব জেনারেল এম.এ.জি ওসমানী।

জেনারেল ওসমানী ছিলেন চিরকুমার। পাকিস্তান মিলিটারী থেকে তিনি রিটায়ার করেছিলেন ১৯৬৭ সালে, কর্নেল হিসেবে।
কিন্তু দেশের স্বাধীনতার টানে অবসর ভেঙে জেনারেল হিসেবে আবার মুক্তিকামী এক বাহিনীর নেতৃত্ব দেন এই ক্ষণজন্মা মানুষ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারনের ক্ষেত্রে তৎকালীন ভারতীয় অনেক জেনারেল ছোটখাটো এই মানুষটির ব্যক্তিত্ব, রণকৌশল এবং দেশপ্রেমের তারিফ করেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি সংসদ সদস্য এবং কেবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সংবিধানের চতুর্থ সংশোধনীর ব্যাপারে দ্বিমত পোষণ করে এম.এ.জি ওসমানী ১৯৭৫ সালের মে মাসে মন্ত্রীসভা ও সংসদ থেকে পদত্যাগ করেন।

কষ্ট পাই যখন দেখি মুক্তিযুদ্ধকে অন্তরে লালন করা অনেকেই তার নামটা আজ ভুলে গেছে। আরও বেশী কষ্ট পাই যখন দেখি অনেকেই তার অবদানের কথা জেনেও না জানার ভান করছে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারে ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। ওসমানীর নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। রণনীতির কৌশল হিসেবে প্রথমেই তিনি সমগ্র বাংলাদেশকে ভৌগোলিক অবস্থা বিবেচনা করে ১১টি সেক্টরে ভাগ করে নেন এবং বিচক্ষণতার সঙ্গে সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে থাকেন। মুক্তিযুদ্ধে এই বীর সেনানীর অবদান চিরস্মরণীয়। আমার জানামতে উনি বি এন পির রাজনীতিতে জরিত থাকার কারনে আজ মূল্যহীন।

ইতিহাস আপনাকে স্মরণ রাখবেই জেনারেল। অন্তত সিলেটের মানুষ কখনোই ভুলবে না। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে কিংবা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আপনার নাম উজ্জ্বল হয়েই জ্বলবে। স্যালুট স্যার আপনাকে...।

.............

#শুভ জন্মদিন

এক কিংবদন্তির জন্মদিন আজ। মোহাম্মদ আতাউল গনী ওসমানী। ১৯১৮ সালের এই দিনে ১লা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, বাংলাদেশের সূর্যসন্তান, সিলেটের গৌরব জেনারেল এম.এ.জি ওসমানী।

জেনারেল ওসমানী ছিলেন চিরকুমার। পাকিস্তান মিলিটারী থেকে তিনি রিটায়ার করেছিলেন ১৯৬৭ সালে, কর্নেল হিসেবে।
কিন্তু দেশের স্বাধীনতার টানে অবসর ভেঙে জেনারেল হিসেবে আবার মুক্তিকামী এক বাহিনীর নেতৃত্ব দেন এই ক্ষণজন্মা মানুষ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারনের ক্ষেত্রে তৎকালীন ভারতীয় অনেক জেনারেল ছোটখাটো এই মানুষটির ব্যক্তিত্ব, রণকৌশল এবং দেশপ্রেমের তারিফ করেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি সংসদ সদস্য এবং কেবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সংবিধানের চতুর্থ সংশোধনীর ব্যাপারে দ্বিমত পোষণ করে এম.এ.জি ওসমানী ১৯৭৫ সালের মে মাসে মন্ত্রীসভা ও সংসদ থেকে পদত্যাগ করেন।

কষ্ট পাই যখন দেখি মুক্তিযুদ্ধকে অন্তরে লালন করা অনেকেই তার নামটা আজ ভুলে গেছে। আরও বেশী কষ্ট পাই যখন দেখি অনেকেই তার অবদানের কথা জেনেও না জানার ভান করছে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারে ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। ওসমানীর নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। রণনীতির কৌশল হিসেবে প্রথমেই তিনি সমগ্র বাংলাদেশকে ভৌগোলিক অবস্থা বিবেচনা করে ১১টি সেক্টরে ভাগ করে নেন এবং বিচক্ষণতার সঙ্গে সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে থাকেন। মুক্তিযুদ্ধে এই বীর সেনানীর অবদান চিরস্মরণীয়। আমার জানামতে উনি বি এন পির রাজনীতিতে জরিত থাকার কারনে আজ মূল্যহীন।

ইতিহাস আপনাকে স্মরণ রাখবেই জেনারেল। অন্তত সিলেটের মানুষ কখনোই ভুলবে না। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে কিংবা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আপনার নাম উজ্জ্বল হয়েই জ্বলবে। স্যালুট স্যার আপনাকে...।

.............

কারোর কোন অভিযোগ থাকলে সরকারি প্রকল্প সম্পর্কে অবিলম্বে সরকারি হেল্পলাইন নাম্বারে ফোন করে অভিযোগ জানান - @MamataOfficial...
08/12/2021

কারোর কোন অভিযোগ থাকলে সরকারি প্রকল্প সম্পর্কে অবিলম্বে সরকারি হেল্পলাইন নাম্বারে ফোন করে অভিযোগ জানান - @MamataOfficial

নাম্বারটি হলো - 1070 / 2214-3536

#AITCSSMC
#AbkiBaarDidiSarkar

কারোর কোন অভিযোগ থাকলে সরকারি প্রকল্প সম্পর্কে অবিলম্বে সরকারি হেল্পলাইন নাম্বারে ফোন করে অভিযোগ জানান - @MamataOfficial

নাম্বারটি হলো - 1070 / 2214-3536

#AITCSSMC
#AbkiBaarDidiSarkar

07/28/2021

বাংলাদেশ কমিউনিটির ইতালির মনফালকনে আগমনের দুইযুগ পূর্তি উপলক্ষ্যে গুনিজন সংবর্ধনা,বাংলা স্কুল মনফালকনে'র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও নতুন সেশনের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

07/20/2021

ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে ইউরোপ সহ ইতালিতে পবিত্র ঈদুল আয্হা পালিত হয়েছে। ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশীদের ধারা পরিচালিত ছয়টি স্থানে পাঁচটি করে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত............

07/19/2021
ইতালির পাদোভায় অনুষ্ঠিত কন্সিলিউরে দি কমুনে নির্বাচনে জয়লাভ করেছেন নাহিদ রিবিন

ইতালির পাদোভায় অনুষ্ঠিত কন্সিলিউরে দি কমুনে নির্বাচনে প্রথম স্থান অধিকার করে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছেন মোহাম্মদ হোসাইন নাহিদ রিবিন

ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলাসদর  কৈলাসহরের সংখ্যালগু অংশের এক মেয়ে, Delhi AIIMS থেকে DM(doctorate of Medicine) (প্রচলিত...
07/17/2021

ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলাসদর কৈলাসহরের সংখ্যালগু অংশের এক মেয়ে, Delhi AIIMS থেকে DM(doctorate of Medicine) (প্রচলিত MD) ডিগ্রী লাভ করে, কৈলাশহর তথা ত্রিপুরা রাজ্যের সুনাম বৃদ্ধি করেছেন। উনার নাম ডক্টর নাজনীন নাহার বেগম। তিনি 2013 সালে এজি এম সি থেকে স্বর্ণপদক সহ এম বি বি এস ডিগ্রী লাভ করেন। যখন ২০১৩ সালে নাজনীন নাহার বেগম স্বর্ণপদক লাভ করেছিলেন সেই সময় ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই প্রদকটি তার হাতে তুলে দেন।তারপর তিনি এমডি ডিগ্রী লাভ করেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা মেডিকেল কলেজ থেকে। সম্প্রতি তিনি এইমস নিউ দেল্লী থেকে ডি এম ডিগ্রি লাভ করেছেন এবং সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। উনার পিতার নাম আব্দুল কুদ্দুস RD এর অবসর প্রাপ্ত কর্মচারী। ডক্টর নাজনীন নাহার বেগমের মা বর্তমানে PWD তে কর্মরত। আগরতলা কুঞ্জবন এলাকায় থাকেন। ডক্টর নাজনীন নাহার বেগম এর এই সফলতার জন্য মা বাবা বোন আত্মীয় স্বজন সহ কৈলাসহর টিলা বাজার নানুর বাড়ীর আত্মীয় পরিজন আনন্দ উল্লাস করছেন।ডক্টর নাজনীন নাহার বেগমের এই সফলতার জন্য রাজ্যের সাথে কৈলাশহর মহকুমায় খুশির জোয়ার বইছে।ডক্টর নাজনীন নাহার বেগমের এই সফলতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন, কৈলাসহরের বিধায়ক মবসর আলী। শুভেচ্ছা জানিয়েছেন উনকোটি জেলার জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান।তিনি বলেন সম্প্রতি ডি এম ডিগ্রী অর্জনে গুটা রাজ্য তথা কৈলাশহর এর সুনাম বৃদ্ধি হয়েছে। ডক্টর নাজনীন নাহার বেগমের এই সফলতার জন্য উনার মাতা পিতা বোন সহ আত্মীয় স্বজন সবাই খুব আনন্দিত। আমরা সার্ক টিভি এর পক্ষ থেকে শুভেচ্ছা শুভ কামনা অভিনন্দন জানাচ্ছি।

ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলাসদর কৈলাসহরের সংখ্যালগু অংশের এক মেয়ে, Delhi AIIMS থেকে DM(doctorate of Medicine) (প্রচলিত MD) ডিগ্রী লাভ করে, কৈলাশহর তথা ত্রিপুরা রাজ্যের সুনাম বৃদ্ধি করেছেন। উনার নাম ডক্টর নাজনীন নাহার বেগম। তিনি 2013 সালে এজি এম সি থেকে স্বর্ণপদক সহ এম বি বি এস ডিগ্রী লাভ করেন। যখন ২০১৩ সালে নাজনীন নাহার বেগম স্বর্ণপদক লাভ করেছিলেন সেই সময় ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই প্রদকটি তার হাতে তুলে দেন।তারপর তিনি এমডি ডিগ্রী লাভ করেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা মেডিকেল কলেজ থেকে। সম্প্রতি তিনি এইমস নিউ দেল্লী থেকে ডি এম ডিগ্রি লাভ করেছেন এবং সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। উনার পিতার নাম আব্দুল কুদ্দুস RD এর অবসর প্রাপ্ত কর্মচারী। ডক্টর নাজনীন নাহার বেগমের মা বর্তমানে PWD তে কর্মরত। আগরতলা কুঞ্জবন এলাকায় থাকেন। ডক্টর নাজনীন নাহার বেগম এর এই সফলতার জন্য মা বাবা বোন আত্মীয় স্বজন সহ কৈলাসহর টিলা বাজার নানুর বাড়ীর আত্মীয় পরিজন আনন্দ উল্লাস করছেন।ডক্টর নাজনীন নাহার বেগমের এই সফলতার জন্য রাজ্যের সাথে কৈলাশহর মহকুমায় খুশির জোয়ার বইছে।ডক্টর নাজনীন নাহার বেগমের এই সফলতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন, কৈলাসহরের বিধায়ক মবসর আলী। শুভেচ্ছা জানিয়েছেন উনকোটি জেলার জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান।তিনি বলেন সম্প্রতি ডি এম ডিগ্রী অর্জনে গুটা রাজ্য তথা কৈলাশহর এর সুনাম বৃদ্ধি হয়েছে। ডক্টর নাজনীন নাহার বেগমের এই সফলতার জন্য উনার মাতা পিতা বোন সহ আত্মীয় স্বজন সবাই খুব আনন্দিত। আমরা সার্ক টিভি এর পক্ষ থেকে শুভেচ্ছা শুভ কামনা অভিনন্দন জানাচ্ছি।

07/15/2021

ইতালির পরদেননে শহরে মিলান কনস্যুলেট অফিসের তত্ত্বাবধানে রয়েল বেঙ্গল কালচারাল এসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে দুইদিন ব্যাপী কনসুলার সেবা

07/15/2021
07/11/2021

করোনা ভাইরাস থেকে আপনাকে এবং আপনার পরিবারকে নিরাপদ রাখার জন্য নিচের এই সহজ পদক্ষেপগুলি গ্রহণ করুন এবং করোনা ভাইরাস এর বিস্তার থামাতে সহায়তা করুন।

⭕️ জরুরি কাজে ঘরের বাইরে গেলে অবশ্যই সঠিক ভাবে মাস্ক ব্যবহার করুন।
⭕️ ভিড় এড়িয়ে চলুন এবং একে অপর হতে কমপক্ষে ৩ ফুট দুরত্ব বজায় রাখুন।
⭕️ কাশি শিষ্টাচার মেনে চলুন। সাবান ও পানি দিয়ে ঘন ঘন ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন।
⭕️ করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে জরুরী প্রয়োজন ছাড়া, যথাসম্ভব ঘরে থাকুন।
⭕️ জ্বর, কাশি হলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র বা নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিন।
⭕️ অপরিষ্কার হাত দিয়ে কখনো নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না।
⭕️ কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য www.surokkha.gov.bd ওয়েবসাইটে অথবা ডিজিটাল সেন্টারে বিনামূল্যে নিবন্ধন করুন ও নির্ধারিত কেন্দ্রে নির্দিষ্ট দিনে গিয়ে ভ্যাকসিন নিন।
⭕️ ভ্যাকসিন নেবার পরেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন।

সৈয়দ তৌফিকুল হাদী
কাউন্সিলর ০১নং ওয়ার্ড
সিলেট সিটি কর্পোরেশন।

07/09/2021
জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর গল্প

জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর গল্প

07/05/2021

গোটা ইতালিতে পয়েলা জুলাই থেকে মাস্ক ছাড়া চলতে পারছেন নাগরিকরা। পুরো ইতালি এখন সাদা জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে যেকোনো লোক সমাগম এরিয়া যেমন শপিংমল বার রেস্টুরেন্ট সুপারমার্কেট কেনাকাটা করতে প্রবেশ করলে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে বলে জানিয়ে দিয়েছে ইতালি সরকার
নাজমুল হোসেন ভেনিস ইতালি

07/03/2021

করোনার হানা, আইসিইউ তে জায়গা নেই.....সিলেটে মৃত্যুর মিছিল।

আইসিইউতে জায়গা নেই সিলেটে। একটি আইসিইউ বেডের জন্য চলছে তীব্র লড়াই। রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন স্বজনরা। নানা তদবির, টাকা খরচ করেও পাচ্ছেন না আইসিইউ বেড। সরকারি, বেসরকারি সব হাসপাতালের আইসিইউ রোগীতে ভর্তি। আইসিইউ সংকটের কারণে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। গতকাল একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের।

এর বাইরে উপসর্গ নিয়ে কয়েকজন মারা গেছেন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে ১৫ দিন আগেও সিলেটে দুশ্চিন্তা ছিল না। কারণ সিলেটের সীমান্তবর্তী গ্রামগুলো দিয়ে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ঢোকার কোনো খবর মেলেনি। স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি আরোপ করার কারণে ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে ছিল স্বস্তি। কিন্তু এবার গোটা দেশই গ্রাস করেছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। সিলেটও এর বাইরে নয়। ধীরে ধীরে সিলেটকেও আক্রান্ত করেছে নতুন ধরনের ওই করোনাভাইরাস। ফলে প্রতিদিনই আক্রান্ত শনাক্তের রেকর্ড হচ্ছে। সিলেটের চারটি ল্যাবে প্রতিদিন ৬ থেকে ৭শ’ নমুনা পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষায়ই শনাক্ত মিলছে দুই থেকে আড়াইশ’ জনে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সিলেটে এখন করোনা শনাক্তের হার ৩০ ভাগের কাছাকাছি। ফলে করোনার অন্যতম ঝুঁকিপূর্ণ হটস্পটে পরিণত হয়েছে সিলেট জেলা।

তারা জানান, সিলেটে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। আইসিইউ সংকটের কারণে রোগী মৃত্যুর হার বেড়েছে। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন ১৯৯ জন। ফলে সিলেটে করোনার ভয়াবহ সংক্রমণ ঘটে গেছে। সংক্রমণ বাড়ার কারণে আইসিইউতে ঠাঁই হচ্ছে না। সিলেটের সরকারি বেসরকারি মিলে করোনা রোগীদের জন্য ৬৭টি আইসিইউ রয়েছে। এর মধ্যে বেসরকারি পর্যায়ে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে প্রায় ৪৫টি বেড। এর বাইরে করোনা ডেডিকেটেড হাসপাতাল সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রয়েছে ১৬টি বেড ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ৬টি বেড। দু’দিন ধরে সরকারি, বেসরকারি কোনো হাসপাতালের আইসিইউতে বেড খালি মিলছে না। আইসিইউ বেড না পেয়ে কিংবা দেরিতে পেয়ে মারা যাওয়া কয়েকজন স্বজন জানিয়েছেন, সিলেটের আইসিইউ বেডের জন্য তারা রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন। কিন্তু আইসিইউ বেড মিলছে না। একটি আইসিইউ বেডের জন্য তাদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। বিশেষ করে বুধবার রাতে ও বৃহস্পতিবার বিকাল পর্যন্ত আইসিইউ বেডের জন্য ছিল তীব্র লড়াই।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান- সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আর জায়গা খালি নেই। ১০০ শয্যার এই হাসপাতালে তারা নির্ধারিত সংখ্যার অধিক রোগীকে চিকিৎসা দিচ্ছেন। আর রোগী ভর্তির জায়গা নেই। এ কারণে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিধি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ওসমানী হাসপাতালে ভর্তি থাকা যেসব রোগীর করোনা শনাক্ত হচ্ছে তাদেরকে ওসমানীতে রেখেই চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে আরও ২০০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হচ্ছে।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মোজয় দত্ত গতকাল বিকালে জানিয়েছেন, আইসিইউ সংকট চলছে। সরকারি ও বেসরকারি হাসপাতালের সব আইসিইউ রোগীতে ভর্তি। চিকিৎসা পরিধি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে শাহপরাণ গেটের খাদিমনগর স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু রোগী ভর্তি শুরু হয়েছে। কিন্তু খাদিমনগর কিংবা দক্ষিণ সুরমা হাসপাতালে আইসিইউ সাপোর্ট নেই। এ কারণে তীব্র শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের সেখানে নেয়া সম্ভব হচ্ছে না। তাদেরকে শামসুদ্দিনে কিংবা ওসমানীতে রাখতে হচ্ছে।

সূত্র: মানবজমিন

Timeline Photos
06/28/2021

Timeline Photos

মেথির যত জাদুকরি গুন

সচেতনতার জন্য শেয়ার করুন।

#ডক্টরসএনমেডিসিন #doctorsnmedicine

Address

New York, NY
10462

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 10am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

+17188237535

Alerts

Be the first to know and let us send you an email when SAARC TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAARC TV:

Videos

Our Story

SAARC TV, is a concern of the POSITIVE INTERNATIONAL INC. (COMMUNITY WORK, FELLOWSHIP, MEDIA, IT AND TOURISM BASED ORG.) SAARC TV is focused on delivering high quality local, regional and national content in the area of news and information, arts and culture, religion, legal advice and education through its broadcast and online outlets to its audiences. As s news broadcast media station, SAARC TV’s goal, through quality content, is to some as the catalyst that takes audiences beyond the ordinary. Based on United Staes Of America, Canada, United Kingdom, Europe, India, Pakistan, Nepal, Bhutan, Afghanistan, Srilanka, Mayanmar And Bangladesh, SAARC TV, a 24/7 broadcast media, entertains, educates and engages the South Asian people through out the world through daily News, Views, Entertainment programs (Disney show, Movies, Cartoons), Religious programs and programs for all ages. SAARC TV Channel is also available on www.saarctv.net, Mobile Apps, YouTube and we will expand. SAARC TV add here to highest ethical standards and values of society and cast news with objectivity, integrity and absolute professionalism. Although we started out brand new, we’re winning lien viewers all the time. ‘Reflection Of South Asia” with this board mission. We can achieve more for our communities and represent the beautiful South Asian culture to the younger generation, encouraging them to contribute to the well being of their own people !

Nearby media companies


Other Broadcasting & media production in New York

Show All

Comments

The Hospital is Exclusively for Children, The Enter Treatment is Free of Cost, #SRI_SATHYA_SAI_HOSPITAL, NAVI MUMBAI INDIA.