বাংলা চ্যানেল ১৯

বাংলা চ্যানেল ১৯ channel 19
সব সময় সবার সাথে

11/27/2025

মানবিক পরিষেবার রূপায়ণ ও ভবিষ্যৎ পরিকল্পনা ‌ অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- ৭২ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ কে সামনে রেখে মুমুর্ষু মানুষদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে আমতা ২ নং ব্লক সমবায় কৃষি উন্নয়ন সমিতি সমূহের উদ্যোগে আমতা ২ নং ব্লক সমবায় কর্মচারী কল্যাণ সমিতি - র সহযোগিতায় ভাতেঘরী (ওরফে ভাটটিকরী ) সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর অডিটোরিয়ামে মানবিক পরিষেবা রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এই রক্তদান শিবিরে আমতা ২ নং ব্লকের অন্তর্গত সমবায় সমিতির অধীন প্রত্যন্ত গ্ৰামগুলি থেকে পুরুষদের পাশাপাশি মহিলার রক্তদান করার জন্য উপস্থিত হয়েছিলেন। মহিলা রক্তদাতাদের সংখ্যা ছিল প্রশংসনীয়।১০০ জন রক্তদান আন্দোলনের সৈনিক রক্তদান করে পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনের শরিক হয়ে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক এ রক্তের অভাবে রক্তের যোগান দিলেন।কোঠারি ব্লাড ব্যাঙ্কের চিকিৎসকদের সহযোগিতায় রক্তদান শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন হল। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে রক্তদাতা সৈনিকদের অভিনন্দন জানিয়ে আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল বলেন, ‌' আমতা ২ নং ব্লকের অন্তর্গত কৃষি উন্নয়ন সমবায় সমিতি গুলি শুধুমাত্র কৃষকদের সার্বিক উন্নয়ন,গ্ৰামীণ আর্থ সামাজিক পরিকাঠামোর উন্নয়নে কাজ করছে না।এই ব্লকের কৃষি সমবায় সমিতি গুলি মুমুর্ষু মানুষদের জীবন দান করার জন্য রক্তদান শিবিরের ও আয়োজন করেছে ' । তিনি সমবায় আন্দোলনের গুরুত্ব,সমবায়ে সদস্য - সদস্যার সংখ্যা বৃদ্ধি, মহিলাদের বেশি বেশি করে সমবায়ের সদস্যা করার জন্য উদ্যোগ গ্ৰহণ করতে বলেন। তিনি রক্তদান করার উপকারিতা এবং রক্তদানের সামাজিক দায়বদ্ধতা নিয়ে বক্তব্য রাখেন। পশ্চিমবঙ্গ প্রাইমারী এগ্ৰিকালচারাল ক্রেডিট সোসাইটি পার্মানেন্ট এমপ্লয়িজ সংগঠন এর হাওড়া জেলা সম্পাদক দেবব্রত কর্মকার বলেন, ' আমরা কৃষকদের সার্বিক উন্নয়নের পাশাপাশি তাদের পরিবারের সদস্য - সদস্যাদের উন্নয়ন,গ্ৰামীণ আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা - কর্মসূচি গ্রহণ করে নিয়ন্তর কাজ করে চলেছি। আমরা মুমুর্ষু মানুষদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমাদের লক্ষ্য আমাদের সমিতির এলাকাধীন গ্ৰাম গুলির মানুষদের জন্য নিয়মিত ফ্রি চিকিৎসা শিবির, বিনামূল্যে ঔষধ প্রদান, চক্ষু পরীক্ষা শিবির,বস্ত্র উপহার, শীতবস্ত্র উপহার,দুঃস্থ ছাত্র -ছাত্রীদের পড়াশোনার জন্য তাদের পাশে থেকে তাদের সবরকম সহযোগিতা করা,সুখ - দুঃখে মানুষের পাশে থেকে তাদের সুখ - দুঃখে সাথি হওয়া ' ‌। রক্ত সৈনিকদের অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন আমতা ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ মেহেবুব আলি, জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় পাল, আমতা ২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সেখ জাকির হোসেন, হাওড়া রেঞ্জ অডিটর ইন্দ্রনীল গাঙ্গুলি, হাওড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক - ঝিখিড়া শাখার ফিল্ড অফিসার কৃষ্ণেন্দু সাঁতরা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু আটকপঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান...
11/27/2025

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু আটক

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা মূল্যের চারটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন৷

এর আগে ভোরে জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লাহেরীপাড়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৭৭০/১ এস থেকে ১শ গজের মধ্যে ধামেরঘাট বিওপির টহল দল ওই চারটি গরু আটক করে৷

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে ধামেরঘাট বিওপির টহল দল অভিযান পরিচালনা করে ভারত থেকে বাংলাদেশে চোরাচালান করে আনা চারটি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটক গরুগুলোর মোট সিজার মূল্য ধরা হয়েছে ৪ লক্ষ টাকা টাকা।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেন৷

মোঃ রাহাত হোসেন রাফি
পঞ্চগড় প্রতিনিধি

খুলনার দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।এস.এম.শামীম, দিঘলিয়া। খুলনার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ...
11/27/2025

খুলনার দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

এস.এম.শামীম, দিঘলিয়া।
খুলনার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে ,
উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, বাল্যবিবাহ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং উপজেলার খেয়াঘাটে অতিরিক্ত টোল উত্তোলনের বিষয় নজর দারি বৃদ্ধির পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল উদ্ধার, বাজার তদারকির পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।দিঘলিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দেবাংশু বিশ্বাস , উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুবুল আলম , ওসি তদন্ত প্রবীর , উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল ,উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত,
উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক,উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত , জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান , আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার , যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি ইঞ্জিনিয়ার এস এমন ওয়াহিদ মুরাদ, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।মোঃ সাব্বির হোসেন #(নিউজ ডেস্ক)বাংলাদেশ জাতীয়তাবাদী যুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির,...
11/27/2025

আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মোঃ সাব্বির হোসেন #
(নিউজ ডেস্ক)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির, নতুন দায়িত্ব পেলেন,বিশিষ্ট রাজনৈতিক বিদ সাবেক ঢাকা দক্ষিণের সফল সিটি কর্পোরেশনের মেয়র মরহুম সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র।

তরুণদের আইকন
জনাব ইঞ্জি: ইশরাক হোসেনকে আহবায়ক।
ও অ্যাড: কে এম কামরুজ্জামান নান্নু কে (সদস্য সচিব ) এবং নবনির্বাচিত ১০১ বিশিষ্ট কমিটির সকল দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মী সহ।

জনাব তারেক রহমানকে
ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব কেন্দ্রীয় কমিটি ও জাতীয়তাবাদি মুক্তিযুদ্ধের প্রজন্ম খুলনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।

শুভেচ্ছান্তে
মোঃ সাব্বির হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব কেন্দ্রীয় কমিটি ,ও যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের প্রজন্ম খুলনা জেলা শাখা।

11/26/2025

চাকুরী নয় উদ্যোক্তা নির্ভরশীল হতে হবে-ইউএনও
দেশের শিক্ষার হার বিবেচনায় শিক্ষিত বেকার সংখ্যা অনেক বেশি। সর্বচ্চ শিক্ষা অর্জন করে শিক্ষিত যুবক ও যুবতিরা হতাশায় ভুগচ্ছে। প্রকৃত পক্ষে চাকুরী নির্ভর না হয়ে উদ্যোক্ত হতে হবে বলে পরামর্শ দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস।
বুধবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ এর আয়োজনে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করেন ইউএনও। দিনের শুরুতে “দেশিও জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে একটি র‌্যালি উপজেলা ক্যাম্পাসে প্রদক্ষিণ করে। পরে উদ্যোক্তাদের বিভিন্ন স্টোল পরিদর্শন করেন ইউএনও।
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির।....................
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক।বুধবার ২৬ নভেম্বর ২০২৫ তারি...
11/26/2025

মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক।

বুধবার ২৬ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন কানাইনগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও প্রায় ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খুলনা বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ইউএনও- মোস্তাফিজুর রহমানমহিদুল ইসলাম (শাহীন) খুলনা থে...
11/26/2025

খুলনা বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ইউএনও- মোস্তাফিজুর রহমান

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তরিকুল ইসলাম।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিক কৃষিখাতে প্রাণিসম্পদের ভূমিকা দিন দিন বাড়ছে। আধুনিক প্রযুক্তি,রোগ প্রতিরোধ,পশু পালন পদ্ধতি ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে সরকারের নানা উদ্যোগ জনগণের মাঝে ছড়িয়ে দিতে এ সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জানানো হয়, উপজেলা প্রশাসন

ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে কয়েক দিন ব্যাপী এই প্রদর্শনীতে স্থানীয় খামারিরা তাদের উৎপাদিত দুধ, ডিম, মাংস, পশু-পাখি ও আধুনিক খামার প্রযুক্তি প্রদর্শন করবেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান,

জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ কামরুল ইসলাম,এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ ওয়াহিদুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা জান্নাতুননেচ্ছা,পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সিনিয়র সহ সভাপতি পরিতোষ কুমার রায়,

সহ-সভাপতি এস এম এ ভূট্টো,সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি,খুলনা-১ আসনের গণঅধিকার পরিষদ'র প্রার্থী মোঃ জাহিদুর ( জাহিদ) সহ বিভিন্ন খামারীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । সভার পূর্বে এক বর্ণাঢ্য রেলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। সারা দেশের ন্যায় খুলনা জেলা ও বিভিন্ন উপজেলা এই দিবসটি পালিত হয়েছে।

ডুমুরিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।দেশীয় জাত, আধুনি...
11/26/2025

ডুমুরিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি"
এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদযাপন
উদ্বোধনী অনুষ্ঠান প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের‌ সহযোগীতায়‌
বুধবার ২৬ নভেম্বর সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ আশরাফুল কবির,
প্রধান অতিথি ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার, মোঃ জহুরুল ইসলাম, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ভেটেরিনারি সার্জন ডাক্তার আবু সাঈদ সুমন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: পপি রানী রায়, মোঃ আনোয়ার হোসেন, শ্যামলী কবিরাজ, ম্যাগি মল্লিক, মফিজুল ইসলাম, শেখ কামরুল ইসলাম খামারি ‌হাসনা হেনা, শিবানী মন্ডল, মোনাজাত জোয়ারদার, শেখ নজরুল ইসলাম, আব্দুস সাত্তার প্রমুখ।।
প্রাণিসম্পদ খাতে অবদানের জন্য প্রথমবারের মতো পাঁচ ক্যাটাগরিতে ১২ জন পদক প্রদান করেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জেলা ও উপজেলা পর্যায়ে অর্থাৎ সমগ্র দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজনের মধ্যে রয়েছে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, বিভিন্ন দেশীয় জাতের প্রদর্শন, আধুনিক প্রযুক্তি ষ্টল, র‍্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা, প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।
মানুষ কখনো ‌ঘাস লাগবে চিন্তা করা যায়, এখন অল্প জমিতে বেশি গান লাগাতে হবে।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ সহকারী কর্মকর্তা চঞ্চল কুমার মন্ডল ।
আলোচনার‌ পূর্বে একটি বিশাল র‍্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ অধিদপ্তরের এসে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ৩০টি ষ্টল পরিদর্শন করেন।

প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র সৌরভ দত্ত, মুম্বাই,২৪নভেম্বর : প্রয়াত  বলিউড অভিনেতা ধর্মেন্দ্র দেওল। বয়স হয়েছিল ৮৯ বছর। স...
11/25/2025

প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র

সৌরভ দত্ত, মুম্বাই,২৪নভেম্বর : প্রয়াত বলিউড অভিনেতা ধর্মেন্দ্র দেওল। বয়স হয়েছিল ৮৯ বছর। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রেলের কেরানি থেকে বলিউডের ‘হি-ম্যান’! মাসে ১২৫ টাকা মাইনের চাকরি ছেড়ে তারকাখ্যাতি অর্জন করেছিলেন ধর্মেন্দ্র।
বলিউডের চিরসবুজ নায়ক ধর্মেন্দ্র — যাঁর পরিশ্রম, সংগ্রাম আর জীবনযুদ্ধ আজও লক্ষ তরুণকে অনুপ্রাণিত করে। ১৯৬০ সালে অভিনয়জীবন শুরু হলেও, তার আগে ধর্মেন্দ্রর পথ মোটেই সহজ ছিল না। এক সাধারণ গ্রামবাংলার ছেলেকে যে লড়াই করে তারকা হতে হয়েছিল, সেই কাহিনি আজও সিনেমার চেয়েও নাটকীয়।
ধর্মেন্দ্রর জন্ম ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর, পাঞ্জাবের নসরালি গ্রামে। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তাঁর গভীর আগ্রহ। এক রিপোর্ট অনুযায়ী, তিনি ১৯৪৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল্লাগি’ সিনেমাটি ৪০ বার দেখেছিলেন! এখান থেকেই বোঝা যায়, অভিনয়ের স্বপ্ন কত গভীরভাবে তাঁর মনে গেঁথে ছিল।
পরিবারের দায়িত্ব সামলাতে তরুণ বয়সেই ধর্মেন্দ্র চাকরি নেন ভারতীয় রেলে কেরানির পদে। তখন তাঁর বয়স মাত্র ১৯ বছর। এই সময়েই তাঁর প্রথম বিয়ে হয় প্রকাশ কউরের সঙ্গে। মাসিক বেতন ছিল মাত্র ১২৫ টাকা।
কিন্তু ধর্মেন্দ্র বুঝেছিলেন, রেলের চাকরিতে তাঁর মন বসছে না। তিনি জানতেন, জীবনের উদ্দেশ্য অন্য কোথাও— সিনেমায়, আলোয় আর ক্যামেরার সামনে।
স্বপ্ন পূরণের আশায় ধর্মেন্দ্র পাড়ি দেন মুম্বইয়ে। কিন্তু বাস্তব ছিল নির্মম। থাকার জায়গা নেই, খাবার নেই— অনেক রাত কেটেছে খালি পেটে। অডিশন দিতেন একের পর এক, কিন্তু সুযোগ মেলেনি সহজে।
অবশেষে পরিশ্রম সফলতা আনে। পরিচালক অর্জুন হিঙ্গোরানির ছবিতে ‘দিল ভূি তেরা, হম ভূি তেরে’ (১৯৬০)-তে প্রথম সুযোগ পান ধর্মেন্দ্র। পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৫১টাকা । সেখান থেকেই শুরু এক কিংবদন্তির যাত্রা।
পরবর্তী সময়ে একের পর এক সুপারহিট সিনেমা— ‘শোলে’, ‘ছুপকে ছুপকে’, ‘ধরমবীর’, ‘ফুল অউর পাথর’, ‘সত্যকাম’, ‘রাজা জানি’, ‘রাখওয়ালা’, ‘রাজপুত’— তাঁকে বলিউডের ইতিহাসে অমর করে দেয়। শক্তিশালী সংলাপ, অ্যাকশন আর রোমান্সে তিনি হয়ে ওঠেন “হি-ম্যান অফ বলিউড”।
১৯৮০ সালে ধর্মেন্দ্র দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেত্রী হেমা মালিনীকে। প্রথম স্ত্রী প্রকাশ কউরের সংসারে তাঁর দুই পুত্র— সানি দেওল ও ববি দেওল— দু’জনেই বলিউডের সফল অভিনেতা। হেমা মালিনীর সংসারে তাঁর দুই কন্যা— ঈশা দেওল ও অহনা দেওল।
বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডে অভিনেতা ধর্মেন্দ্র৷ ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেটর সাপোর্টে দেওয়া হয়। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ধর্মেন্দ্র।
অভিনেতা ধর্মেন্দ্রের কেরিয়ার যতটা সফল, রাজনীতিক হিসেবে ততটাই ব্যর্থ। ২০০৪ সালে ভারতীয় জনতা পার্টির হয়ে রাজস্থানের বিকানেরে ভোটে দাঁড়িয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন অভিনেতা। গরমের মধ্যে গোটা রাজস্থান ঘুরে প্রচার করেছিলেন অভিনেতা। জিতেওছিলেন। কিন্তু ওই প্রথম, ওই শেষ। তার পরে প্রতিজ্ঞা করেন, আর কখনও রাজনীতি করবেন না।
২০০৪ সালে সাংসদ হন ধর্মেন্দ্র। পাঁচ বছর সাংসদ থাকলেও প্রায়ই তাঁকে নানা সমালোচনার মুখে পড়তে হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, রাজস্থানে শুটিং করতে গেলেও তিনি লোকসভার অধিবেশনে যোগ দেন না। অভিনেতা পরে স্বীকার করে নেন, রাজনীতিতে তাঁর আসা ঠিক হয়নি। এই জায়গাটা তাঁর জন্য নয়। তিনি এও স্বীকার করেন, রাজনীতিতে যোগ দেওয়ার পরেই তাঁর দর্শকদের মধ্যে একটা বিভাজন দেখা দেয়। তাঁর জনপ্রিয়তায় একটা প্রভাবও পড়ে।
পরবর্তী কালে স্ত্রী হেমা মালিনীও রাজনীতিতে আসেন। এই মুহূর্তে মথুরার সাংসদ তিনি। তবে স্ত্রী রাজনীতির ময়দানে আসুন, তাতে নাকি মত ছিল না ধর্মেন্দ্রের।
সোমবার সকালে বাড়িতেই তাঁর মৃত্যু ঘটে। অনুরাগীরা ও সহ অভিনেতারা শ্মশানঘাটের উদ্দেশ্যে রওনা দেন। দ্রুত শেষকৃত্য সম্পন্ন হয়।

খুলনা ভদ্রা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৪ লাখ  টাকা জরিমান ও ১ বছর কারাদন্ড মহিদুল ইসলাম (শাহীন) খুলনা। খুলনার ...
11/25/2025

খুলনা ভদ্রা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৪ লাখ টাকা জরিমান ও ১ বছর কারাদন্ড

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা।

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বারেআড়িয়া ভদ্রা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে চার ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে চার লক্ষ টাকা জরিমানা ও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার এই আদেশ প্রদান করেন। বালু মহল ও মাটির ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ উপধারা অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলো মোংলা দিগরাজ এলাকার মোহাম্মদ আলী গাজীর পুত্র সোহরাব হোসেন, রুপসা সিংহের চর এলাকার চান মিয়ার পুত্র মোঃ শহিদ হোসেন,একই এলাকার শহিদ হোসেনের পুত্র শাহীন হোসেন এবং ফরিদপুর আলফাডাঙ্গা কুচিয়া এলাকার তোফাজ্জেল মোল্যার পুত্র আনোয়ার মোল্যা। দন্ডের পাশাপাশি এমবি বুশরা নামের একটি লোড ড্রেজার ও এমবি নাজমা নাসিমা নামে একটি বাল্কহেড সরকারি অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন,সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল-ইভান। এ সময় উপস্থিত ছিলেন, সুরখালী ভুমি অফিসের কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রহিম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল-ইভান বলেন, আগেও এ চক্রের বিরুদ্ধে একাধিকবার অভিযান চালানো হলেও তারা ধরা পড়েনি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পরিচালিত অভিযানে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে একটি আনলোড ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সার্বিক বিষয় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান বলেন,অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

কোনো কারনে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশ আবার ফ্যাসিস্ট মাফিয়া রাষ্ট্রে পরিণত হবে : আজিজুল বারি হেলালআবিদ আজাদ রিপোর্ট...
11/25/2025

কোনো কারনে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশ আবার ফ্যাসিস্ট মাফিয়া রাষ্ট্রে পরিণত হবে : আজিজুল বারি হেলাল

আবিদ আজাদ রিপোর্টার
একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগান কে সামনে রেখে ২ লক্ষ বৃক্ষ রোপণ কর্মসুচীর অংশ হিসেবে সোমবার(২৪ নভেম্বর) দুপুর ১২টায় তেরখাদা বাজারে গনসংযোগ করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, তিনি বাজারের ব্যাবসায়ীদের সাথে দেখা করেন বাজারের ক্রেতা সাধারণ মানুষের সাথে করমর্দন করে কাটেংগা তালতলা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন, বৃক্ষ রোপণ শেষে শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন, আজিজুল বারী হেলাল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমরা জাতির ভবিষ্যৎ তোমাদের শিক্ষকদের সন্মান করতে শিখতে হবে, পিতামাতার পর শিক্ষকের অবস্থান, তোমাদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা করা উচিৎ, দুপুর ১:৩০ মিনিটে বর্নমালা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন সভা শেষ বৃক্ষ রোপণ করেন,বারাসাত শামছুল আলম কওমি মাদ্রাসা ও এতিমখানা শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন, মতবিনিময় করে বৃক্ষ রোপণ করেন, বিকাল ৪:৩০ মিনিটে বারাসাত উত্তর খুলনা এস এম এ মজিদ স্বারক মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা, সভার প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বলেন প্রিয় বারাসাত বাসী আমাদের দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমার সালাম ও শুভেচ্ছা নিবেন, প্রিয় বারাসাতের মানুষ এই বারাসাতের সাথে বিল বাসুয়াখালীর সংযোগ আছে এই বাসুয়াখালি বিলে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করেন,তিনি এমন একজন রাষ্ট্রপতি ছিলেন যে নিজেই খাল খনন করতেন, আপনারা জানেন ৫ আগষ্ট ফ্যাসিস্ট মাফিয়া তার সন্ত্রাসী কর্মকান্ডের জন্য পলায়ন করেছে, আপনারা জানেন আওয়ামী লীগ না থাকার কারনে ২য় সারির একটি দল বিএনপির রাজনৈতিক ও ভোটের রাজনীতিতে পরাজয় বরণ করবেন ভেবে তারা বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে, বিএনপি জনগণের দল চারচারবার দেশ পরিচালনা করেছেন, ভবিষ্যতে বাংলাদেশ সঠিক ভাবে পরিচালনা করতে পারে এক মাত্র বিএনপি, বিএনপি পুরাতন জরাজীর্ণ ছুরে ফেলে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প বদ্ধ।
কোনো কারনে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশ আবার ফ্যাসিস্ট মাফিয়া রাষ্ট্রে পরিণত হবে।
আমরা বলেছি আপনারা যদি ভোটের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেন তবে ১ কোটি বেকার চাকরির ব্যাবস্থা করা হবে প্রথম বছরে, আজিজুল বারী হেলাল বলেন আপনারা যদি চান তাহলে তেরখাদায় একটি হিমাগার করা হবে, এখানে আধুনিক হাসপাতাল নির্মান করা হবে, বিএনপি বলছে সবার আগে বাংলাদেশ, আপনারা দেখেছেন বিএনপি সকল মতের পথের মানুষের কথা ভাবে সকলকে নিয়ে দেশ গড়বো ইনশাআল্লাহ, আপনারা আপনাদের উপজেলার জন্য ভাবেন আমিও ভাবি সবাই মিলে এ অঞ্চল আধুনিক উপজেলা গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সার্চ কমিটির আহবায়ক, সভার সভাপতি চৌধুরী কাওছার আলী,
উপস্থিত ছিলেন খান জুলফিকার আলি জুলু, এনামুল হক সজল, আরিফুজ্জামান আরিফ,
আতাউর রহমান রনু,আজগর আলী,আব্দুস সালাম মল্লিক,গোলাম মোস্তফা তুহিন,ফখরুল ইসলাম বুলু,মাহাবুর মোল্লা, ইকরাম হোসেন জোমাদ্দার, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক নাইম,হুমায়ুন মোল্লা, আলমগীর, পলাশ মেম্বার, সোহাগ মুন্সি,সাব্বির আহমেদ টগর, ইমামুল মোল্লা,শামিম আহমেদ রমিজ, সোহেল,লিমন, আসাদ, জাহিদ প্রমুখ।

৫৬ বিজিবির অভিযানে পঞ্চগড় সীমান্তে প্রায়  সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় গরু আটকপঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের সীমান্ত এলাকায় চোরাচা...
11/23/2025

৫৬ বিজিবির অভিযানে পঞ্চগড় সীমান্তে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় গরু আটক

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্য ৬টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি৷

আজ রোববার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)৷

এর আগে রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় ১শগজ বাংলাদেশ অভ্যন্তর এলাকায় ওই ৬ টি ভারতীয় গরু আটক করে বিজিবি সদস্যরা৷

বিজিবি সূত্রে জানা যায়,বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ,নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা'র পরিকল্পনা ও নির্দেশনায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদের নেতৃত্বে ব্যাটালিয়নের বড়শশী বিওপির একটি যৌথ বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা মোট ৬টি মালিক বিহীন গরু আটক করা হয়৷ আটককৃত গরুরগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।

৫৬ বিজিবি জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান দমনে বিজিবির জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও বজায় থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি।

এদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেন৷

মোঃ রাহাত হোসেন রাফি
পঞ্চগড় প্রতিনিধি

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা চ্যানেল ১৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলা চ্যানেল ১৯:

Share

SAMTV

South Asian News

( প্রবাসে আমরা) is a Bengali language IP television community channel based in usa . It started operation in 2018. It is one of the most popular Bengali IP TV channels in the Europe and North America as well as globally. The channel broadcasts coverage of news, film, drama , music program ,educational, religious , politics and community related event .