বাংলা চ্যানেল ১৯

বাংলা চ্যানেল ১৯ channel 19
সব সময় সবার সাথে

10/08/2025

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে নানা আয়োজনে ২দিনব্যাপী প্রবারণা পূণিমা সম্পন্ন
চাইথোয়াইমং মারমা বিশেষ প্রতিবেদক: রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ঐতিহ্য হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নানা আয়োজনের ২দিনব্যাপী প্রবারণা পূর্ণিমা সম্পন্ন হয়। ৭ অক্টোবর সকাল ৮ টায় নর নারী দায়ক দায়িকাসহ শিশুরা বিহারে এসে সমাবেত উপস্থিত দেখা গেছে। এসময় উপস্থিত বিহার পরিচালনা কমিটি উপদেষ্টা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিন পরিষদ চেয়ারম্যান আদুমং মারমা সহধর্মিণী ক্রানুবাই চৌধুরী বিহার পরিচালনা সাধারণ সম্পাদক মংসাথোয়াই মারমা সাবেক বিহার সভাপতি ঞোমং মারমা সাংবাদিক ও মানবাধিকার কর্মী চাইথোয়াইমং মারমা ইউনিসেফ উপজেলা ম্যানাজার থুইসাচিং মারমা প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী সাবেক বিহার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক উচিংমং চৌধুরী, কমিটি সদস্য সুইথুইমং মারমা উবা মারমা ইঞ্জিনিয়ার মংওয়াসিং মারমা মংঞো মারমা মংচিং চৌধুরী সাবেক প্রধান শিক্ষক মংহলাঅং মাষ্টার দায়ক পুলক বড়ুয়া বিহার পরিচালনায় কমিটি অন্যান্য সদস্য এবং দায়ক দায়িকাবৃন্দ। ধর্মের সঞ্চলনায় ছিলেন, মংকই মারমা। এর পর ছোট বড় দায়ক দায়িকারা বিভিন্ন ধরনের ফুল ফল মিষ্টি জাতীয় টিফিন ভাতের প্ল্যাটে সাজিয়ে একে একে সারিবদ্ধ ভাবে নর নারী যুবক যুবতী শিশুসহ দায়ক দায়িকা গৌতম বুদ্ধের কাছে এসব জিনিস দান করছে। এবং গৌতম বুদ্ধের কাছে মৌমবাতি আগরবাতি প্রজ্জলনের প্রার্থণা করা হয়েছে। দুপুরে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রমণ সহ নর নারী দায়ক ও দায়িকাদের ফল মূল সহ আহার ছোওয়াইং পরিবেশন করেন। বিকাল ৪টায় হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার অধ্যক্ষ ঞানাওয়াইনসা থেরো গৌতম বুদ্ধের কাছে প্রথমে প্রার্থণা মধ্যে দিয়ে নর নারী সহ দায়ক দায়িকা উদেশ্য ধর্মের জাতক ও দেশনায় প্রদান করা হয়েছে। বিহারধ্যক্ষ আরো বলেন,গৌতম বুদ্ধের বাণী অনুসারী হিসাবে ধর্মের রীতিনীতি ৩মাস বর্ষবাস বা মারমাদের ওয়া ধরে ঐ ৩মাস বর্ষবাসে বিহারে স্থায়ীভাবে বড় ভান্তে শ্রমণ সহ সন্ন্যাসী দায়ক দায়িকা রা মাছ মাংস খাবার বিরত রাখে, এবং অন্য বিহারে গিয়ে ভিক্ষু শ্রমণ রাত্রি যাপন হতে বিরত থাকা এটা গৌতম বুদ্ধের ধর্মের রীতিনীতি রয়েছে। ৩মাস বর্ষবাসকালীন শুধু মাছ মাংস ছাড়া নিরামিষ খাবার খেতে পারে বলে জানা যায়। গত ৬ তারিখে হেডম্যান কেন্দ্রীয় পাড়া বৌদ্ধ বিহারে যুবক ও যুবতীরা পূর্ণিমা চন্দ্রিমা রাতে আনন্দ মূখরিত পরিবেশের মারমাদের ঐতিহ্যগত নানা পিঠা তৈরি সারারাত কাকন বিনি চালের গুড়িকে পায়েস বানিয়ে ভোর বেলায় দল ভাগ করে যুবক যুবতীরা পাড়া পাড়া বাড়ি গিয়ে এসব জিনিস বিতরণ করতে দেখা গেছে। যুবক যুবতীরা উদ্যােগের ফানুস তৈরি করতে দেখা যায়। উল্লেখ্য, উপজেলা সহ ইউনিয়নের বিভিন্ন মারমা অধ্যুষিত এলাকায়জুড়ে সারাদেশের বুদ্ধ ধর্মেরলম্বীরা এক মাথে প্রবারণা পূর্ণিমা সুন্দর পরিবেশের শৃঙ্খলা ভাবে এ উৎসব পালিত হয়। অত:পর ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহার কাকড়াছড়ি পাড়া বৌদ্ধ বিহার,নাইক্যছড়া বৌদ্ধ বিহার, যৌথখামার বৌদ্ধ বিহার,ধলিয়া নিচে বৌদ্ধ বিহার, ধলিয়া নতুন বৌদ্ধ বিহার, রাজস্থলী মৈত্রী বৌদ্ধ বিহার তাইতং পাড়া বৌদ্ধ বিহার, মবইং বৌদ্ধ বিহার উগাড়ী বৌদ্ধ বিহার, লংগদু বৌদ্ধ বিহার, পূর্ণবাসন বৌদ্ধ বিহার ছাইংখ্যাই বৌদ্ধ বিহার, ম্রওয়া বৌদ্ধ বিহার চুসওয়া বৌদ্ধ বিহার, বালুমোরা বৌদ্ধ বিহার ম্রওয়া পাড়া বৌদ্ধ বিহারসহ অন্য বিহারে এক সাথে বুদ্ধধর্মের লম্বীরা এক সাথে নিযমনীতি অনুযায়ী প্রবারণা পূর্ণিমা পালন করেছে বলে জানা যায়। গৌতম বুদ্ধের বাণী অনুসারী বুদ্ধ মূর্তিকে স্নান করা হযেছে। বুদ্ধ ধর্মের একটি শান্তি ধর্মের বিশ্বের সুপরিচিত।। ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম যার যার উৎসব সবার। কযেকজন বুদ্ধের ধর্মের অনুসারী দায়ক দায়িকা নাম প্রকাশ অনিচ্ছুক জানান,আমরা এবারে শান্তি শৃঙ্খলা পরিবেশের প্রতিটি পাড়াতে বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত । সন্দ্যায় বেলা ফুল পূজা পানি পূজা চীবর দান মোমবাতি আগর বাতি প্রজ্জালন সহ পঞ্চশীল প্রার্থণা অস্টশীল প্রার্থণা গৌতম বুদ্ধের কাছে প্রার্থণা করেন। শেষান্তের বিহারধ্যক্ষ ঞানাওয়াইনসা থেরো বলেন, বিশ্বের সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিময় বসবাস করুক এটা গৌতম বুদ্ধের কাছে প্রার্থণা করছি। বিহার প্রাঙ্গণের ফানুস উড়ানো হয়েছে। সকল প্রাণী সুখী হউক সব্বে সত্তা সুখীতা হোন্ত।

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা--------------------------------------মোঃ হাসানুর জামান বাব...
10/07/2025

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা
--------------------------------------
মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

অদ্য ০৭/১০/২০২৫ খ্রি. তারিখে বিকাল ৩:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এই দীর্ঘ সময়ে বেশ কয়েকজন সেবা প্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির। সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সেবা প্রার্থীর মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার কে ধন্যবাদ জ্ঞাপন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

এই ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো. আসফিকুজ্জামান আক্তার বিপিএম; উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সেবাপ্রত্যাশী সম্মানিত নগরবাসী।

10/07/2025

নিহতের নাম ইমরান মুন্সি। তিনি খুলনা সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার মৃত বাবুল সরকারের ছেলে। খুলনা মহানগরীর সদর থানাধীন ১নং কাস্টমস ঘাট এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার আনুমানিক রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

বটিয়াঘাটা প্রেসক্লাবের  যুগ্ন আহবয়ক তরিকুল কে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ   বিবৃতি। বটিয়াঘাটা প্...
10/07/2025

বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ন আহবয়ক তরিকুল কে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ বিবৃতি।

বটিয়াঘাটা প্রতিনিধ,
দৈনিক জন্মভূমি ও দৈনিক সংগ্রামের বটিয়াঘাটা প্রতিনিধ ও বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক,বাংলাদেশ জামায়ােত ইসলামী ২ নং ইউনিয়নের সভাপতি তরিকুল কে নিয়ে গত ০৭-১০-২৫ তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নিরপেক্ষ পত্রিকায় ৭এর কলামে আমাকে নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তাহা মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য মূলক প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এখানে লেখা হয়েছে আমি নাকি অর্থ আত্মসাৎ করেছি। বিষয়টি হলো সরকারিভাবে বরাদ্দকৃত দুই ভান টিন যা যুগ্ন আহবায়ক তরিকুল ও সোহরাব হোসেন মুন্সীর প্রচেষ্টার মাধ্যমে বরাদ্দ হয়। এই টিনের সঙ্গে ৬০০০ টাকার একটি চেক বরাদ্দ ছিল। নিয়ম অনুযায়ী সরকারী চেক ছয় মাস মেয়াদ থাকে সেই হিসাবে জুন মাসের ২৯ /০৬/ ২৫ তারিখের ডেট দেওয়া কিন্তু আমাদেরকে চেক টি হস্তান্তর করেন ১৮/০৯/ ২৫ তারিখে এবং অফিস চেক টি আমার নামেই ইস্যু করেন।পরবর্তীতে উক্ত চেক টি প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক সোহরাব হোসেন মুন্সী চেক টি নিয়ে আহবায়কের ম্যাসেন্জারে ১৭/০৯/২৫ তারিখ বিকল ৪:২৪ মিঃ ছবি তুলে পাঠান এবং তার নির্দেশ অনুযায়ী টাকাটি উত্তোলন করে তার একাউন্টেই রাখেন। কেন তরিকুলের নামে চেক টি ইস্যু হলো এটা নিয়েই মূলত বটিয়াঘাটা প্রেসক্লাবের আহবায়ক সাধারণ সম্পাদকের মনে খোব সৃষ্টি হয়। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর সোহেল রানা স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেন, যেটা সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যমূলক।এছাড়া আর একটি বিষয় আছে বটিয়াঘাটা প্রেস ক্লাবের পিকনিকের হিসাব কে কেন্দ্র করে জে এম আই গ্যাস কোঃ থেকে আহবায়ক নিজেই ২০০০০ বিশ হাজার টাকা গ্রহন করে অস্বীকার করন। তখন প্রেসক্লাবের সাধারণ সভায় সকলের উপস্থিতিতে গ্যাস কোম্পানির এডমিন মোস্তফা কে ফোন করে লাউড দিয়ে সকলকে শুনানো হয়। উনি বলেন আমি পিক নিক বাবদ ২০,০০০ বিশ হাজর টাকা দিয়েছি সোহেল সাহেবের কাছে। যখন আহবায়ক সোহেল রানার কাছে হিসাব শেষে ৪৩ হাজর টাকা পেতে যায় যে টাকাটা গঠনতন্ত্র অনুযায়ী সম্পাদক অথবা কোষাধাক্ষের যৌথ একাউন্টে রাখার কথা। ও আওয়ামী লীগের ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমনকে বহিষ্কারের বিষয় কে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি করে। তখন থেকেই আমার উপর রাগান্বিত হয়ে আমাকে হয়রানি করার জন্য নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে উক্ত চেকের বিষয়টি ইস্যু করে আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে।

10/07/2025

সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদ্বোধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

”শিশুর কথা শুনব আজ,শিশুর জন্য করব কাজ”এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহব্যাপী -২০২৫ উদ্বোধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে শহরের জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সপ্তাহব্যাপী প্রধান অতিথি হিসেবে এই বিশ্ব শিশুদিবসের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীলের সভাপতিত্বে ও ইসলামি রিলিফ বাংলাদেশের শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ,সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন,সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,অনুষ্ঠানে ওয়াল্ড ভিশনের ম্যানেজার আপস চিমিম,আদিবাসি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন,আজ বিশ্ব শিশু দিবস হলেও আমাদের শিশুদের প্রতিদিন এই দিবসটি পালন করা প্রয়োজন। কেননা প্রতিটি শিশুর অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য এই দিবসটি প্রতিদিন মনে করে তাদের আর্দশ শিশু সন্তান হিসেবে গড়ে তোলা না হয় তাহলে শিশুদের মনন ও মেধা বিকাশে বিরুপ প্রভাব পড়বে। তিনি আরো বলেন আজকাল অনেক পরিবারের অভিভাবকরা তাদের অবুঝ সন্তানদের সাথে এন্ডোজ মোবাইল ফোনে আসক্ত করে টিকটকে মনোনিবেশের পাশাপাশি ফেইসবুকে আইডি খুলে দেয়ার ও সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন, যা আগামী প্রজন্মের আজকের শিশুরা লেখাপড়া ও খেলাধূলার পরিবর্তে মোবাইল ফোনে আসক্ত হচ্ছেন। এসব কালচার থেকে সচেতন অভিভাবকদের বেরিয়ে এসে সার্বক্ষনিক তাদের সন্তানদের জন্য আগামীর নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে মেধা ও মননে লেখাপাড়ার মাধ্যমে মেধার বিকাশ ঘটানো গেলেই লেখাপড়ার জীবন শেষ করে একটি সন্তান যেমন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আর্দশ মানুষ হিসেবে তাদের সুন্দর একটি পরিবার গড়ে তোলার পাশাপাশি দেশ গঠনেও তারা নেতৃত্ব দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা গান পরিবেশন করে অতিথিদের আনন্দ প্রদান করেন। # #

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৬.১০.২০২৫

কন্যা সন্তানদের প্রতি  ভ্রান্ত ধারণা ও অসামাজিক মনোভাবকে মুছে দিতেই নিজের কন্যাসন্তানকে মাতৃরূপে আরাধনাসৌরভ দত্ত, নদীয়া...
10/06/2025

কন্যা সন্তানদের প্রতি ভ্রান্ত ধারণা ও অসামাজিক মনোভাবকে মুছে দিতেই নিজের কন্যাসন্তানকে মাতৃরূপে আরাধনা

সৌরভ দত্ত, নদীয়া:লক্ষ্মীপুজোর আরাধনায় মেতেছে বঙ্গ। বাড়িতে বাড়িতে আয়োজন করা হয়েছে পুজোর। নদীয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটার বাগচী পরিবারেও ধুমধাম করে আয়োজন করা হয়েছে পুজোর। তবে এবারের এই পুজো অন্য রকমের। পরিবারের একরত্তি কন্যা সন্তানকে লক্ষ্মীরূপে পুজো করা হল ওই বাড়িতে। কিন্তু কী কারণে এমন ব্যতিক্রমী পুজোর আয়োজন? শিশু নির্যাতন ও ‘ধর্ষণ’ রুখতে সমাজকে বার্তা দিতে ওই পদক্ষেপ বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। সেসব দেখে আতঙ্কিত পরিবার। শিশু নির্যাতন ও ‘ধর্ষণ’ রুখতে এবার এই পদক্ষেপ করল নদীয়ার ওই পরিবার। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ার নাঘাটায় ভাজনঘাট হাই স্কুলের শিক্ষক অর্জুন বাগচী। তাঁর ছয়বছরের শিশুকন্যা গোটা বাড়ি মাথায় তুলে রাখে। তবে বর্তমান পরিস্থিতিতে অর্জুনবাবু মাঝেমধ্যেই উদ্বিগ্ন। শিশু নির্যাতন ও নারী ধর্ষণের মতো অসামাজিক ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানালেন শিক্ষক দম্পতি।
এদিন একরত্তিকে লক্ষ্মীরূপে সাজানো হয়। এরপর ছয় বছরের কন্যাকে চেয়ারে বসানো হয়। নির্দিষ্ট সময় পুরোহিত ওই বাড়িতে উপস্থিত হন। ছোট্ট অরিত্রিকাকে পুজো করা হয়। শিশুর মা ঝুমা বাগচী বলেন, কন্যাসন্তানকে প্রতিটি পরিবারেই লক্ষ্মী হিসাবে গণ্য করা হয়। এছাড়াও নারীকে মাতৃশক্তির আধার রূপে মানা হয়। মূলত সেই কারণেই মা লক্ষ্মীর মৃন্ময়ী মূর্তির বদলে ঘরের মেয়েকেই লক্ষ্মীরূপে আরাধনা করার সিদ্ধান্ত। শিক্ষক অরুণ বাগচী বলেন, নিজেদের মেয়েকে ভগবানরূপে আরাধনা করার মধ্যে দিয়ে সমাজ থেকে শিশু নির্যাতন ও নারী নির্যাতনের মতো অমানবিক ঘটনা চিরতরের জন্য বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে। মেয়ের জন্মের পর থেকে পরিবারের অনেক উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, এখনও গ্রাম-বাংলার বহু জায়গায় বাস্তব জীবনে মেয়েদের পিছন সারিতে ফেলে রাখার প্রবণতা লক্ষ্য করা যায় কিছু সংখ্যক মানুষজনদের মধ্যে। কন্যা সন্তানদের প্রতি এই ভ্রান্ত ধারণা ও অসামাজিক মনোভাবকে মুছে দিতেই নিজের একরত্তি কন্যাসন্তানকে মাতৃরূপে আরাধনা করার সিদ্ধান্ত। নারীদের প্রতি সামাজিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। শিক্ষক দম্পতির বাড়িতে একরত্তি লক্ষ্মীর পুজো স্বচক্ষে দেখতে ভিড় জমান প্রতিবেশীরা। সকলেই এমন কাজকে কুর্নিশ জানিয়েছেন।

10/06/2025

পঞ্চগড়ে ইসলামী ব্যাংকের গ্রাহক ও চাকুরী প্রত্যাশীদের মানববন্ধন

পঞ্চগড় : ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও পঞ্চগড় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় ইসলামী ব্যাংকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে তারা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক ও চাকুরী প্রত্যাশীরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় ইসলামী ব্যাংকের গ্রাহক মো: লিটন, আতিকুর রহমান, মাওলানা ইদ্রীস আলী,চাকুরী প্রত্যাশী সোহেল রানা, সমন্বয়ক ফজলে রাব্বীসহ চাকুরী প্রত্যাশী ও গ্রাহকরা।

বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে। এস আলম কর্তৃক পাচার কৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ সম্পদ দ্বারা এস আলমের দায়-দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকেন সুনাম সুখ্যাতি নস্ট করছে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।

আসাদুজ্জামান আপেল
পঞ্চগড়।

10/06/2025

পঞ্চগড় সিতোরিউ কারাতে ও কিক বক্সিং এসোসিয়েশনের উদ্যোগে ব্লাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা, বেল্ট পরীক্ষা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

10/05/2025

দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে বাগেরহাটের সকল উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাগেরহাট জেলার চিতলমারি,ফকিরহাট, কচুয়া, মোড়েলগঞ্জ, রামপাল, মংলা সহ সকল উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

10/05/2025
10/05/2025

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা চ্যানেল ১৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলা চ্যানেল ১৯:

Share

SAMTV

South Asian News

( প্রবাসে আমরা) is a Bengali language IP television community channel based in usa . It started operation in 2018. It is one of the most popular Bengali IP TV channels in the Europe and North America as well as globally. The channel broadcasts coverage of news, film, drama , music program ,educational, religious , politics and community related event .