বাংলা চ্যানেল ১৯

বাংলা চ্যানেল ১৯ channel 19
সব সময় সবার সাথে

07/11/2025

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্হাপনের সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার জুমার নামাজের পরে বায়তুল মোকারম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কড়া হুশিয়ারী উচ্চারণ করে বক্তব্য দেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মওলানা মনজুরুল ইসলাম আফেন্দি। রিপোর্ট মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ

07/11/2025

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিজিবি”র অভিযানে একটি কাভার্ডভ্যানসহ এককোটি ৬২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী জব্দসুনামগঞ্জ প্রতিনিধি২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যদের অভিযানে ভারত বাংলদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে সুনামগঞ্জে নিয়ে আসা ভারতীয় বিপুল পরিমান কসমেটিক্রস ও পশু চিকিৎসার ঔষধ এবং একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় এককোটি ৬২ লাখ টাকার উপরে হবে। আজ শুক্রবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজারের পাকারাস্তার উপর মালিক বিহীন অবস্থায় কাভার্ডভ্যানে পরে থাকতে দেখে অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানসহ এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে জেলা শহরের মল্লিখপুরস্থ বিজিবি”র হেড-কোয়াটারে নিয়ে আসা হয়। অভিযানকালে ১৮ হাজার ৯৭৭ পিস কসমেটিক্রস এবং ১৪ হাজার ৮৭২ পিস পশুর চিকিৎসার ঔষধ রয়েছে। যার বর্তমান বাজার মূল্যে এককোটি ৬২ লাখ টাকার উপরে। ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা বিজিবি”র হেডকোয়াটারের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার এলাকায় ১৯টি বিওপির সদস্যদের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় কাজ করা হচ্ছে। বিজিবির জোয়ানরা সক্রিয় বলেই প্রায় সময়ই চোরাকারবারীদের ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা সব ধরনের চোরাই গরু মহিষসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর বড় বড় চালান আটক করতে সক্ষম হয়েছি। এদিকে জব্দকৃত এসব পন্য জেলা শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। # #কুলেন্দু শেখর দাসসুনামগঞ্জ প্রতিনিধি ১১.০৭.২০২৫

পটিয়ার সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল এর জন্মদিন আজ ---------------------------------------------মোঃ হাসানুর জ...
07/11/2025

পটিয়ার সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল এর জন্মদিন আজ
---------------------------------------------
মোঃ হাসানুর জামান বাবু

গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল,পিতা মরহুম আহমদ নবী,মাতা মরহুম আমেনা বেগম এর ঘরে চট্টগ্রাম পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৬১সালের ১১ জুলাই জন্ম গ্রহণ করেন পটিয়ার সাবেক এমপি গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল। তিনি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে, হাবিলাসদ্বীপ ইউনিয়নের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে দীর্ঘ পাঁচ বছর হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করে খুবই মেধাবী চৌকস দেশপ্রেমিক রাজনৈতিক সচেতন একজন ছাত্র হিসেবে পরিচয় লাভ করেন।
এবং হাবিলাসদ্বীপ ইউনিয়ন হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় থেকেই তিনি কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন।এরপর তিনি উচ্চ শিক্ষার মানসে চলে আসেন চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে।এসেই তিনি ভর্তির সুযোগ
পান চট্টগ্রামের স্বনামধন্য মহাবিদ্যালয় চট্টগ্রাম সরকারী কমার্স কলেজে।সেখানেই তিনি এইচএসসি ও বি-কম ডিগ্রী শেষ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম.কম (ম্যানেজমেন্ট) ডিগ্রি অর্জন করেন তিনি এম-কম প্রিলিমিনারী ডিগ্রি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার এয়াকুবদন্ডী গ্রামে ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন, পিতা আলহাজ্ব আহমদ নবী ও মাতা আমেনা বেগম। তার স্ত্রী শামীম আক্তার গাজী ।

তিনি এক পুত্র ও দুই মেয়ের জনক।তার পুত্র গাজী সাদমান সিজান কানাডার ইউনিভারসিটি অব টরেন্টো থেকে হিউম্যান রিসোর্স এন্ড ইনটারন্যাশনাল রিলেশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার বড় মেয়ে গাজী সাদমান জেবিন ইংল্যন্ডের লাংকেস্টার ইউনিভারসিটি থেকে এল-এল-বি ডিগ্রি অর্জন করেন। এখন বার-এট-ল ডিগ্রি অর্জনে অধ্যায়ন রত । তার ছোট মেয়ে গাজী সাদমান জেরিন কানাডার ইউনিভারসিটি অব টরেন্টো এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন রত ।

গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সংসদীয় আসন [ তৎকালীন চট্টগ্রাম-১১ ] বর্তমান চট্টগ্রাম-১২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনয়ন নিয়ে। ১৯৯৬ সালে ১ম ও ২০০১ সালে ২য় বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ।দুই মেয়াদে চট্টগ্রাম পটিয়ার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি পটিয়া উপজেলা পৌরসভা ইউনিয়ন সহ নির্বাচনী এলাকায় যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন ইতিহাসের পাতায় পাতায় লিখা থাকবে উনার উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র। তাছাড়া পটিয়া রাজনৈতিক ইতিহাসের একমাত্র গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েলই একমাত্র সাবেক এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যার কোন দুর্নীতি স্বজনপ্রীতি সন্ত্রাস চাঁদাবাজি সহ কোন প্রকার অবৈধ কাজের সাথে সংশ্লিষ্টতা ছিলেন না।ওয়াইন ইলেভেন সরকার এর পর সতেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে হন্নে হয়ে খুঁজেও জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল এর একটাকার দুর্নীতি স্বজনপ্রীতি বের করতে পারেননি।
এইজন্যই এখনো চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের নেতাকর্মী সমর্থন সাধারণ জনগণ আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল এর কথা আসলেই চোখবুঁজে বলেন- আলহামদুলিল্লাহ! গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল এর মতো নেতা যদি আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনয়ন দেন তাহলে তো আর কোন প্রশ্নই আসে না।

গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল জাতীয়তাবাদী ছাত্রদল এর প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলকে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে সংগঠিত করার জন্য ছুটে যেতেন চট্টগ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ।

তিনি ১৯৭৯ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার প্রতিষ্টাতা যুগ্ন-আহবায়ক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। সে থেকে একের পর একচট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে মিছিল থেকে গ্রেফতার হয়েছিলেন তিনি তৃণমূল পর্যায় থেকে উঠে এসে জাতীয় সংসদ সদস্য হয়েছেন ।

রাজনৈতিক সভা, সংসদে এবং টকশো তে ভালো বক্তা হিসেবে তার অনেক সুনাম রয়েছে।

তিনি ছাত্রজীবন থেকে সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত ছিলেন, ঢাকা থিয়েটার আর্ট এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন,

তিনি টিভি নাটকে ও অভিনয় করেন, সুখেরঠিকানা & নিখোঁজ সংবাদ এর মধ্যে অন্যতম।
আজকে ১১জুলাই এই মহান মেধাবী চৌকস দেশপ্রেমিক বিচক্ষণ দূরদর্শী পরিচ্ছন্ন সৎ ভদ্র নম্র মার্জিন এই রাজনৈতিক নেতার জন্মদিন।
আজকের এই দিনে মহান আল্লাহ দরকারে আমরা জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল এর সুস্থ শরীর দীর্ঘায়ু কামনা করছি।

ডুমুরিয়ার খর্ণিয়ায় খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলি আসগার লবিপলিভরাট স্লূইচ গে...
07/11/2025

ডুমুরিয়ার খর্ণিয়ায় খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলি আসগার লবি
পলিভরাট স্লূইচ গেট পরিদর্শন।
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সাবেক সংসদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড'র সভাপতি, খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলি আসগার লবি গতকাল শুক্রবার দুপুরে বৃষ্টিস্নাত দিনে সিঙ্গাবিলের জলাবদ্ধ এলাকা ও পলি ভরাট স্লূইচ গেট পরিদর্শন করেছেন।এ সময় উপস্থিত শত শত কৃষকের সাথে মতবিনিময় কালে তিনি বলেন,খর্ণিয়া ও রুদাঘরা দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হয়ে মাছ ও সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। এ অঞ্চলের মানুষের দুঃখ দূর্দশা উপলব্ধি করে তিনি নিজ অর্থায়নে গেটের পলি অপসারণ করে পানি নিষ্কাশনের সকল সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন শুধু সরকারি বরাদ্দের জন্য বসে থাকলে চলবে না আপনাদের সাথে নিয়ে কৃষক বাঁচাতে যা যা প্রয়োজন সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ।
এ সময় সাথে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা মাহাবুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক মোল্লা কবির হোসেন,গাজী আব্দুল হালিম, শেখ শাহিনুর রহমান,আলমগীর হোসেন, আঃ রব আকুঞ্জি,জিএম সাইকুল ইসলাম, মিন্টু খান,বিএম গোলাম সরোয়ার, মোল্লা আবুল কাশেম, চেয়ারম্যান বিএম জহুরুল হক,নুর ইসলাম মেম্বার,শিক্ষক বায়েজিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগ, মেহেদী হাসান তুহিন, সাকিব হাসান সহ সর্ব স্তরের জনগণ। এর আগে জুম্মা নামাজ বাদ খর্ণিয়া ইউনিয়নের প্রয়াত জনপ্রিয় চেয়ারম্যান বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন দিদারের কবর জিয়ারত করেন পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অসুস্থ মোল্যা আবুল কাশেমের বাড়িতে যান এবং তার খোঁজ খবর নেন।।
এর আগে তিনি ডুমুরিয়া পুরাতন‌ সাব- রেজিস্ট্রি অফিসে জামে মসজিদের জুম্মার নামাজ আদায় করেন।।

নলছিটির ৪টি বিদ্যালয়ে শতভাগ ফেলনলছিটি প্রতিনিধি অরবিন্দ পোদ্দার২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার চ...
07/11/2025

নলছিটির ৪টি বিদ্যালয়ে শতভাগ ফেল

নলছিটি প্রতিনিধি
অরবিন্দ পোদ্দার

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে পারেনি। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া চারটি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে, ফলে এসব প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যতে।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত বরিশাল বোর্ডের এসএসসি ফলাফলে উঠে এসেছে এই হতাশাজনক চিত্র।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ জন, রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ জন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ জন এবং দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে চার বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে না পারায় জেলার শিক্ষা মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “নলছিটিতে চারটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। কেন তাদের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেই বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে এবং ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

একজন দেশ প্রেমিক আপোষহীন সিনিয়র সাংবাদিক নেতা, বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা, জনগণকে ঐক্য বদ্ধ করে এগিয়ে নিতে,যিনি দীর্ঘ ...
07/10/2025

একজন দেশ প্রেমিক আপোষহীন সিনিয়র সাংবাদিক নেতা, বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা, জনগণকে ঐক্য বদ্ধ করে এগিয়ে নিতে,
যিনি দীর্ঘ জীবন কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে আসলেন। উদার গনতন্ত্র পন্থী রাজনৈতিক নেতা, যার যোগ্য নেতৃত্বের কারণে দলটি গড়ে উঠে, গ্লোবাল নিউজ এর সম্পাদক ও
বাংলাদেশ সর্বজনীন দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা, ড, মোঃ রাসেল কবির ভাই হৃদরোগ ইন্সটিটিউট এ ভর্তি সকলে দোয়া করবেন।
মোঃ আবুল হাসেম সভাপতি বাংলাদেশ সর্বজনীন দল কেন্দ্রীয় কমিটি।

07/10/2025

আজ থেকে এক বছর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শাহবাগের অবস্থা কেমন ছিলো। রিপোর্ট মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ

*খুলনায় ৩ মামলায় ৮ বছর সাজাসহ মোট ৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬*কাজী আতিক র‌্যাব ফোর্সেস ...
07/10/2025

*খুলনায় ৩ মামলায় ৮ বছর সাজাসহ মোট ৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬*
কাজী আতিক
র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সদর কোম্পানি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুলাই ২০২৫ তারিখ ০৮৪৫ ঘটিকায় খুলনা মহানগরী সোনাডাঙ্গা থানাধীন পূজা খোলা, ছোট বয়রা, কালীবাড়ি সার্বজনিন পূজা মন্দিরের সামনে হতে অভিযান পরিচালনা করে ০৩ (তিন)টি মামলায় ০৮ বছর সাজাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১। লাবু মোল্লা (৩৫), পিতা- আবু বক্কর মোল্লা, সাং- পারচন্দ্রদীঘলিয়া, থানা-গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জকে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু।এস.এম.শামীম,দিঘলিয়া।দিঘলিয়া উপ...
07/10/2025

দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু।

এস.এম.শামীম,দিঘলিয়া।
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১০ জুলাই ) সেনহাটি ইউনিয়নের সভাপতি শেখ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এবং খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

পথের বাজার এস এম মোস্তফা রশিদী সুজা কলেজ কক্ষে বিকাল ৫ টায় সেনহাটি ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু,

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ রকিব মল্লিক , মাষ্টার আবুল কালাম আজাদ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী মিন্টু, এস এম শামীম , আবদার হোসেন, শেখ মোহাম্মদ জনি, মোল্লা বেলায়েত হোসেন,
জাসেদ কবির জুয়েল, শাফিউদ্দিন, ফারুক হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আলী, আব্দুল কাদের জনি, নজরুল মল্লিক ,ইকরামুল গাজী প্রমূখ।

শারদীয়া সংবাদ দর্পণ ২০২৫ এর প্রচ্ছদের আত্মপ্রকাশ নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে সংবাদ দর্পণ ফেসবুক চ্যানেল হিসেবে পথচলা শু...
07/10/2025

শারদীয়া সংবাদ দর্পণ ২০২৫ এর প্রচ্ছদের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে সংবাদ দর্পণ ফেসবুক চ্যানেল হিসেবে পথচলা শুরু।" সঠিক খবর নিরপেক্ষ খবর পরিবেশন করে এ সংবাদ দর্পণ এগিয়ে চলেছে। ২০২৩ সালে শারদীয়া সংবাদ দর্পণ প্রকাশিত হয়। প্রচ্ছদের ছবিটি সম্পাদক সৌরভ দত্তের তোলা, ছবিটি ভারতের প্রথম সিলিকন দুর্গা। যা ২০২২ সালে ন'পাড়া দাদাভাই সংঘের দুর্গোৎসবে পূজিত হয়েছিল। এই মূর্তি এখন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে স্থায়ীভাবে রাখা আছে। বিশ্বে প্রথম বইয়ের প্রচ্ছদ নিয়ে ডাকটিকিট প্রকাশিত হয়।
এরপর ২০২৪ সালে শারদীয়া সংবাদ দর্পণে ন'পাড়া উদয়ন সংঘের প্রতিমার ছবিটি স্থান পায় প্রচ্ছদে। বিশিষ্ট ব্যক্তিদের লেখা এবং বিভিন্ন ধরনের লেখা স্থান পেয়েছিল গত দু'বছরের শারদীয়া সংবাদ দর্পণে।
২০২৫ সালের শারদীয়া সংবাদ দর্পণের প্রচ্ছদের আত্মপ্রকাশ হল ৯ জুলাই আইসিসিআর অডিটোরিয়ামে। সংবাদ দর্পণের এবারের প্রচ্ছদে একটি বিশেষ রূপ তুলে ধরা হয়েছে, অসুরদলনী দুর্গা এবং মাতৃ স্নেহময়ী দুর্গা একত্রে।
বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ধরনের লেখা সম্বলিত শারদীয়া সংবাদ দর্পণ ২০২৫ প্রকাশিত হবে আগামী সেপ্টেম্বর মাসে।
৯ জুলাই আইসিসি অডিটোরিয়ামে শারদীয়া সংবাদ দর্পণ ২০২৫ প্রচ্ছদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামন্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজী মহারাজ , মধু মহারাজ, গোপাল ক্ষেত্রী, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, পাপড়ি গাঙ্গুলী ,সংবাদ দর্পণের সম্পাদক সৌরভ দত্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ।

দিনাজপুরে ফুলবাড়ীতে আঞ্জুমানে ইত্তেহাদুল ওলামার নবনির্বাচিত কমিটি গঠন মোঃ আশরাফুল ইসলাম বিশেষ প্রতিনিধি দিনাজপুর দিনাজপ...
07/10/2025

দিনাজপুরে ফুলবাড়ীতে আঞ্জুমানে ইত্তেহাদুল ওলামার নবনির্বাচিত কমিটি গঠন

মোঃ আশরাফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
দিনাজপুর

দিনাজপুরে ফুলবাড়ীতে উপজেলার সকল ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধতায় আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা এর ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।
ফুলবাড়ী সহ আশেপাশের এলাকার আলেম ওলামাদের ঐক্যবদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির নবনির্বাচিত সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে সংগঠনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাওলানা আল আমিন বিন আমজাদ জানান এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহতালার সন্তুষ্টির জন্য দেশ জাতি ও সমাজের জন্য কিছু করা।
সমাজের অবহেলিত মানুষের জন্য সামাজিক কার্যক্রম পরিচালনা করবে এই সংগঠন।
সংগঠনে ৩ বছর মেয়াদী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতী নজিবুল্লাহ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা নুরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আল আমিন বিন আমজাদ।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাহবুবুর রহমান, মুফতী আল আমিন,মুফতী সিরাজুল ইসলাম কাসেমী।
সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা মুশফিকুর রহমান,
মাওলানা সাখাওয়াত হোসেন, মুফতী নুরুল্লাহ।
কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুল মুরসালিন, সহ-কোষাধক্ষ্য মাওলানা শামীম হোসাইন ও হাফেজ তাসলিমু হক, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা ইমরান হোসাইন সহ প্রচার সম্পাদক হাফেজ আকরাম হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা আবরারুল হক আল মাদানী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুফতী রাশেদ কাসেমী, দাওয়া ও ফেকহি পরিশোধে রয়েছেন মুফতী আতিকুল্লাহ, মুফতী নাসির উদ্দিন,মুফতী রাকিব হোসাইন।
নবনির্বাচিত কমিটি সমাজ ও জাতির কল্যাণে কাজ করবে এমনটাই প্রত্যাশা সকল সদস্যের।

উপকূলীয় জেলা সাতক্ষীরায় গত কয়েক দিনের ভারী বর্ষণে জলবদ্ধতায় ভুগছে হাজারো পরিবার ।সাব্বির হোসেন। উপকূলীয় জেলা সাতক্ষীরায়...
07/10/2025

উপকূলীয় জেলা সাতক্ষীরায় গত কয়েক দিনের ভারী বর্ষণে জলবদ্ধতায় ভুগছে হাজারো পরিবার ।

সাব্বির হোসেন।

উপকূলীয় জেলা সাতক্ষীরায় গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে পৌরসভার বিভিন্ন এলাকাসহ জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। বসতবাড়িতে পানি ঢুকে গেছে, ভেসে গেছে ফসলের ক্ষেত ও মৎস্য ঘের, ভেঙে পড়ছে স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভ্যান ও রিকশা চালকসহ দিনমজুর মানুষেরা।

সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার বাসিন্দা জানান, পানি নিষ্কাশনের যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকা, অপরিকল্পিতভাবে নদী-খাল খনন ও দখলের কারণে মানুষ বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় ভুগছেন।

ভারী বর্ষণে ইতোমধ্যে তলিয়ে গেছে পৌরসভার ইটাগাছা, কামালনগর, বারুইপাড়া, কুখরালী, রসুলপুর, মেহেদিবাগ, মধুমোল্লারডাঙ্গী, বকচরা, পলাশপোল, পুরাতন সাতক্ষীরা, বদ্দিপুর কলোনি, ঘুটিরডাঙি ও কাটিয়া মাঠপাড়াসহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে জেলার নিম্নাঞ্চলের হাজার হাজার পরিবার।

এলাকাবাসীরা আরও জানান, বছরের চার থেকে পাঁচ মাস এই এলাকা গুলো হাঁটু পানি জমে থাকে। দীর্ঘ দিন পানি আটকে থাকায় চলাচলের রাস্তাটি গেছে নষ্ট হয়ে যাচ্ছে। দূষিত পানির কারণে দেখা দিয়েছে পানিবাহিত চর্মরোগ স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে এলাকাটি। গোসল, পায়খানা ও খাবার পানি সংগ্রহে খুব কষ্ট হচ্ছে এলাকার মানুষের।

এ অবস্থায় শিশুরাও ঠিকমতো স্কুলে যেতে পারছে না দূষিত পানি ও সাপের ভয়ে। এ সময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ জানান, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে অবৈধ নেটপাটা ও বেড়িবাধ দিয়ে যারা মাছ চাষ করেছেন সেগুলো কেটে দিয়ে পানি অপসারণ করা হচ্ছে। গতকাল ভারী বর্ষণের মধ্যে ভোমরা স্থলবন্দর এলাকায় পানি অপসারণের জন্য কাজ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা চ্যানেল ১৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলা চ্যানেল ১৯:

Share

SAMTV

South Asian News

( প্রবাসে আমরা) is a Bengali language IP television community channel based in usa . It started operation in 2018. It is one of the most popular Bengali IP TV channels in the Europe and North America as well as globally. The channel broadcasts coverage of news, film, drama , music program ,educational, religious , politics and community related event .