01/02/2026
রূপসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ.
খুলনার রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের ৯নং ওয়ার্ড (সামন্তসেনা) বিএনপি ও এর অঙ্গ- সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি শুক্রবার বাদ আসর নৈহাটী ইউনিয়নের সামন্তসেনা নতুন মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সামন্তসেনা মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, খুলনা জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু,
নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক বনি আমিন সোহাগ, বিএনপি নেতা কামরুজ্জামান তপন, কামরুল ইসলাম কচি, সাজ্জাত হোসেন, যুবদল নেতা মুন্না সরদার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান,
জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মাসুদ খান, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, এফ.এম মনিরুল ইসলাম, কবির শেখ, বাবু মোল্লা , মহিউদ্দীন লিটু, ইসরাইল বাবু, মাঈনুল হাসান, নাঈম আহম্মেদ, খান ওলিয়ার রহমান, জাহিদ হাসান, বাবুল শেখ, আসাদ পাইক, বেল্লাল হোসেন,
মিজানুর রহমান মিজান, খান আলমগীর, মুরাদ হোসেন বাবু, আবু দাউদ দানিশ, জিএম হিরোক, আরমান শেখ, আজাদ শেখ, শাহিনুর রহমান, শাহরুখ হাসান ও রবিউল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা।
দিনের শুরুতে সকাল বেলায় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দিনব্যাপী কোরআন খতম করা হয়।