Deshi American - দেশী আমেরিকান

Deshi American - দেশী আমেরিকান Deshi-American Lifestyle Vlog

আজকে অনেক বছর পর একটা ভারতীয় বাংলা সিনেমা দেখলাম — “প্রধান” (দেব অভিনীত)।একটা সময় ছিল, বাংলা ছবি নিয়মিত দেখতাম। তারপর ব্...
07/19/2025

আজকে অনেক বছর পর একটা ভারতীয় বাংলা সিনেমা দেখলাম — “প্রধান” (দেব অভিনীত)।
একটা সময় ছিল, বাংলা ছবি নিয়মিত দেখতাম। তারপর ব্যস্ততা, জীবন, আগ্রহ হারানো… কিন্তু আজকের এই ছবিটা দেখে আবার সেই পুরনো টানটা ফিরে এলো।

সিনেমাটা শুধু গল্প নয়, সময়ের একটা আয়না। সমাজ, রাজনীতি, সাধারণ মানুষের লড়াই — সব মিলিয়ে খুব বাস্তব, খুব স্পর্শকাতর।
দেবের অভিনয় এবার সত্যিই আলাদা — সংযত, অথচ শক্তিশালী। একদম ভেতর থেকে উঠে আসা যেন।

সবচেয়ে ভালো লেগেছে, খোলামেলা সাজপোশাক বা অপ্রয়োজনীয় রোমান্স ছাড়াও যে কত চমৎকারভাবে একটা সিনেমা বানানো যায় — “প্রধান” তার প্রমাণ।
আধুনিক গল্প বলার মধ্যেও শালীনতা, গভীরতা, আর মানবিক আবেদন সম্ভব — এটা নাড়া দিয়েছে মনকে।

হ্যাঁ, কেউ কেউ ভাবতে পারেন — “আধ্যাত্মিকতা নিয়ে থাকেন, আবার সিনেমা?”
আমার কাছে স্পষ্ট — সত্য, ন্যায়ের পক্ষে দাঁড়ানো, মানুষের পাশে থাকা — এসব যদি কোনো শিল্পে উঠে আসে, তবে তা আমার বিশ্বাসের সঙ্গেই যায়।

“প্রধান” শুধু একটা সিনেমা নয়, একটা উপলব্ধি।
ভালো বাংলা সিনেমা এখনো হয় — সেটা “প্রধান” আবার মনে করিয়ে দিল।
আশা করি এমন ছবি আরও আসবে, আর আমরা আবার বাংলা সিনেমার সঙ্গে নতুন করে, অর্থপূর্ণভাবে জুড়ে যাবো।

Dev is a real talent!

07/06/2025

আমার ফেসবুকের টাইমলাইনে বিয়ে লাগছে 🥴

06/18/2025

Address

New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deshi American - দেশী আমেরিকান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share