Pipra Mamun

Pipra Mamun Fashion Designer || Fashion Photographer || Video Creator

10/31/2025

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ব্যক্তিগত মোবাইল সিমের ব্যবহার আরও সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন নাগরিক তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ৫টি সিম নিবন্ধন করতে পারবেন। আগামী ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
#বিটিআরসি #সিম #মোবাইল

10/30/2025

চট্টগ্রামের রাউজানের পাহাড়ি জনপদ নোয়াপাড়া। চারদিকে বেতগাছ, পাম, বাঁশঝাড় আর সরু কাঁচা রাস্তা। ভেতরে ঢুকলে চোখে পড়ে এক তিনতলা বাড়ি। বাইরে শান্ত, ভেতরে যেন যু*দ্ধের প্রস্তুতি।
এলাকা নোয়াপাড়ায় র‍্যাবের অভিযানে সেই বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অ*স্ত্র ও অ*স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। গ্রে*প্তার হয়েছেন দুইজন—স্থানীয় বিএনপি কর্মী মো. কামাল উদ্দিন ও মো. সোহেল আহম্মদ। র‍্যাব-৭ জানায়, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অ*স্ত্র তৈরি ও মজুতের কাজ চলছিল। পাহাড়ি ও দুর্গম এলাকায় গোপনে এই কার্যক্রম পরিচালনা করা হতো। অভিযানে একনলা ব*ন্দুক, ওয়ান শু*টার গান, কু*ড়াল, রা*মদা ও তলো*য়ারসহ বহু সরঞ্জাম জব্দ করা হয়।

#রাউজান #চট্টগ্রাম #নোয়াপাড়া #বিএনপি

10/30/2025

পাটওয়ারী বলেন, "বিএনপির জন্ম হয়েছিল 'হ্যাঁ' ভোটের মধ্য দিয়ে; বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির মৃ/ত্যু হবে 'না' ভোটের মধ্য দিয়ে। বিএনপি এই কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পাঁয়তারা চালাচ্ছিল, বাংলাদেশের জনগণ সেই জায়গাটা ঠেকিয়ে দিয়েছে।"

তিনি বলেন, "তাদের (বিএনপি) উপর নতুন করে আরেকটা বর আবির্ভূত হয়েছে, সেটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি এবং আওয়ামীলীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। কারণ তারা আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল। ওবায়দুল কাদের বলেছিল ৫ লাখ লোক মারা যাবে, আমরা একটা লোকের গায়েও হাত দেই নাই। আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি। কিন্তু যদি বাধা দিতে আসেন, সেখানে কিন্তু চরম বাধা আমরা গড়ে তুলব।"

তিনি আরও বলেন, "এবং আপনারা যারা রাজনীতি করছেন, রাজনৈতিক মহলে আছেন, যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে, পড়া টেবিলে চলে গিয়েছে, আমরা পড়তেও জানি, ঘুমাইতেও জানি, রাজপথে বাঁশ নিয়ে নামতেও জানি। সেজন্য বিএনপিকে আহ্বান জানাব, আওয়ামীলীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না।"

10/30/2025

গণভোট হইলো; বাসর রাইতে বিলাই মা*রার মতো — না হইলে পরে পস্তাইতে হইবো।

বোঝো নাই ব্যাপারটা?
10/30/2025

বোঝো নাই ব্যাপারটা?

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, গণভোট আপনার অধিকারের সুস্পষ্ট নিদর্শন।আমি এখন আর কিছু বলবো না। এখন আমার ঘুমের স...
10/30/2025

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, গণভোট আপনার অধিকারের সুস্পষ্ট নিদর্শন।

আমি এখন আর কিছু বলবো না। এখন আমার ঘুমের সময় আগামীকাল সকালে আবার কথা হবে। ইন শা আল্লাহ।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ

10/30/2025

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বান*চালের জন্য দেশের ভিতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বান*চালের চেষ্টা করা হবে। হঠাৎ আ*ক্রমণ চলে আসতে পারে, এ নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে যত ঝড়ঝাপটা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।

আমার জীবনের প্রথম ভোটটাই ছিল “দুই নাম্বার ভোট” — ১৯৭৭ সালে মেজর জেনারেল জিয়াউর রহমানের হা-না ভোটে।তখন আমি ক্লাস টু’তে প...
10/30/2025

আমার জীবনের প্রথম ভোটটাই ছিল “দুই নাম্বার ভোট” — ১৯৭৭ সালে মেজর জেনারেল জিয়াউর রহমানের হা-না ভোটে।
তখন আমি ক্লাস টু’তে পড়ি। থাকতাম পুরাতন এয়ারপোর্টের বিপরীতে সিভিল এভিয়েশন কোয়ার্টারে।
বাসার সামনেই ছিল সিভিল এভিয়েশন হাই স্কুল — সেখানেই হচ্ছিল ভোট।

আমরা তখন মাঠে খেলছিলাম। হঠাৎ এলাকার কয়েকজন নেতা-গোছের বড় ভাই আর আমার শাহিন কাকা এসে আমাদের চ্যাংদোলা করে ভোট দিতে নিয়ে গেলেন! 😄
কতগুলো ভোট দিয়েছিলাম মনে নেই, তবে “অনেকগুলো” দিয়েছিলাম, সেটা ঠিকই মনে আছে! তারা যেভাবে দেখিয়ে দিয়েছিল তাই করেছিলাম। পরে বড় হয়ে জানতে পারলাম, সেই গণভোটে
৯৮.৯% ভোট পড়েছিল ‘হা’-তে,
ভোটার উপস্থিতি ছিল ৮৮.১%।

ভাবতে অবাক লাগে—শৈশবের খেলাধুলার ফাঁকে দেওয়া আমার সেই “প্রথম ভোট”টাই আসলে বাংলাদেশের ইতিহাসের এক আলোচিত অধ্যায়ের অংশ ছিল।

আজ যখন দেশে আবার গণভোটের কথা শোনা যাচ্ছে,
তখনই মনে পড়ে যায় সেই দিনগুলো—
ভোটের কৌতূহল, মজার অভিজ্ঞতা আর শিশুমনের অজান্তে ইতিহাসে ছাপ ফেলার গল্প।

10/30/2025
10/29/2025

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের নজিপুর–মেছেরবাজার সড়কের পাশে দাঁড়িয়ে আছে এক রহস্যময় গাছ। স্থানীয়ভাবে বটগাছটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ গাছজুড়ে ঝুলছে শত শত নতুন ও পুরনো কাপড়।

স্থানীয়দের দাবি, এই গাছে কাপড় ঝুলিয়ে দিলে বিছানায় প্রসাব করা শিশুদের সমস্যা নাকি বন্ধ হয়ে যায়, এমনকি অনেকের অন্যান্য শারীরিক বা পারিবারিক সমস্যাও নাকি সমাধান হয়।

তবে গাছটি নিয়ে রয়েছে ভয়ও—
অনেকে বিশ্বাস করেন, কেউ যদি গাছের প্রতি অসম্মান দেখায় বা বাড়াবাড়ি করে, তবে সে নাকি বিপদে পড়ে যায়। কারও নাক–মুখ দিয়ে রক্ত পড়ে, কেউ অসুস্থ হয়ে পড়ে—এমন কথাও প্রচলিত রয়েছে এলাকায়।

স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান, তাদের পূর্বপুরুষেরাও এই গাছের বয়স জানতেন না। বহু প্রজন্ম ধরে গাছটি এমনভাবেই লোকবিশ্বাস ও কৌতূহলের অংশ হয়ে আছে।

রাস্তা দিয়ে যাত্রীরা এই গাছের পাশে এসে থেমে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে শত শত কাপড়ে ভরা গাছটির দিকে।

আপনি কি কখনও এমন গাছ দেখেছেন বা শুনেছেন? গাছটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। 🌳


#নওগাঁ #অলৌকিকগাছ #লোকবিশ্বাস #পত্নীতলা #বাংলার_অদ্ভুত_ঘটনা #গ্রামীণ_কাহিনি

10/29/2025

ঢাকা মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালামের মৃ*ত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আইনজীবী এনামুল নবীন এই নোটিশ পাঠান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও মেট্রো রেল কর্তৃপক্ষের এমডির কাছে।

নোটিশে বলা হয়, মেট্রো রেল কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই এ দুর্ঘটনা ঘটে।
৫ লাখ টাকার ক্ষতিপূরণকে “অবমাননাকর ও অযৌক্তিক” বলে উল্লেখ করা হয় এবং তা প্রত্যাখ্যান করা হয়।

ছবি ©

#মেট্রোরেলদুর্ঘটনা #ক্ষতিপূরণ #আইনি_নোটিশ #আবুল_কালাম

10/29/2025

চাঁদপুরের ফরিদগঞ্জে জুলাই মঞ্চের এক নেত্রীর ধ/র্ষ/ণ মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে এনসিপির ফরিদগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সৈকত হোসেন আমিনকে গ্রেফতার করা হয়।

ওসি মোহাম্মদ শাহ আলম জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, সৈকত ও ওই নেত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরে শারীরিক সম্পর্কে রূপ নেয়। বিয়েতে অস্বীকৃতি জানালে নেত্রী বিয়ের দাবিতে অনশন করেন এবং সমাধান না হওয়ায় ২৬ অক্টোবর আদালতে নারী ও শি*শু নি/র্যা/তন দমন আইনে মামলা করেন।

এনসিপির চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহবুব আলম বলেন, বিষয়টি প্রেমঘটিত, ধ/র্ষ/ণের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

ছবি©

Address

Astoria, Queens
New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Pipra Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pipra Mamun:

Share