
09/26/2024
সরাসরিঃ কারা সমন্বয়ক? কারা মাস্টারমাইন্ড?
নতুন এক সময়ে এসে বাংলাদেশের ছাত্র রাজনীতির পক্ষে-বিপক্ষে কথা হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা অবারিত রাখা যাবে কি-না, তা নিয়ে চলছে আলোচনা। অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের সার্বিক সংস্কার হবে, নাকি শুধু নির্বাচনকেন্দ্রিক সংস্কার- এ বিষয়টিরও সুরাহা হয়নি।
বিষয়: সমন্বয়কের সঙ্গে রাজনীতি
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন- টকশোতে অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
দেখুন, সঙ্গে থাকুন, করুন মন্তব্য, লিঙ্ক কমেন্টেঃ
#শহীদউদ্দীনচৌধুরীএ্যানি #নাহিদইসলাম #খালেদমুহিউদ্দীন #ঠিকানা