Dwiper Probash Kotha

Dwiper Probash Kotha Lets explore the possibilities around the world

11/20/2025

সন্দ্বীপে স্পীড লিমিট সাইন নিয়ে সন্দ্বীপ ইউনাইটেড ইউ এস এর ভুমিকা নিয়ে কথা বলছিলেন এস এম ফেরদৌস।
সভাপতি

11/15/2025

ব্রুকলিনের ৫১৭ ম্যাকডোনাল্ড এভিনিউতে জমকালো আয়োজনে সন্দ্বীপ ইউনাইটেড ইউ এস এর অফিস উদ্ভোদন শেষে হাঁসের মাংস আর খিচুরি 😋

ব্রুকলিনের ৫১৭ ম্যাকডোনাল্ড এভিনিউতে জমকালো আয়োজনে সন্দ্বীপ ইউনাইটেড ইউ এস এর অফিস উদ্ভোদন।  নভেম্বর ১৩,২০২৫।
11/15/2025

ব্রুকলিনের ৫১৭ ম্যাকডোনাল্ড এভিনিউতে জমকালো আয়োজনে সন্দ্বীপ ইউনাইটেড ইউ এস এর অফিস উদ্ভোদন।

নভেম্বর ১৩,২০২৫।

11/14/2025

ব্রুকলিনের ৫১৭ ম্যাকডোনাল্ড এভিনিউতে জমকালো আয়োজনে সন্দ্বীপ ইউনাইটেড ইউ এস এর অফিস উদ্ভোদন।

ফিরোজ আহমেদ সভাপতি আলমগীর হোসাইন সাধারণ সম্পাদক সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর  ২০২৬-২৭ সালের নুতন কমিটি গঠিত। --------------...
11/01/2025

ফিরোজ আহমেদ সভাপতি
আলমগীর হোসাইন সাধারণ সম্পাদক
সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর ২০২৬-২৭ সালের নুতন কমিটি গঠিত।
------------------------------------
প্রবাসের অন্যতম বৃহৎ সংঘটন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর আগামী ২০২৬ -২৭ সালের নুতন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সন্দ্বীপ সোসাইটির নির্বাচন কমিশন।
এতে সভাপতি হিসেবে ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসাইন পুনরায় নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশন এর প্রধান ছিলেন আলহাজ গাজী মোদাচ্ছের মিয়া , অন্য কমিশনার হলেন : জনাব সানাউল্লাহ হাসান , জনাব মোঃ ফোরকান উদ্দিন , জনাব মোঃ মাকসুদুর রহমান ও আরিফ আর চৌধুরী ,
নুতন এই কমিটিতে আরো যারা আছেন তারা হলেন সিনিয়র সহ সভাপতি মঞ্জুর কাদের সোহাগ ,ভাইস প্রেসিডেন্ট : আব্দুস সালাম লাবু , ভাইস প্রেসিডেন্ট : আব্দুল মান্নান , ভাইস প্রেসিডেন্ট : মোঃ আলমগীর হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক : মনিরুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক : মোঃ জসিম উদ্দিন ,সহ -সাংগঠনিক সম্পাদক : মোঃ আলাউদ্দিন ফারুক ,কোষাধ্যক্ষ : মোঃ আনোয়ারুল ইসলাম ,সহ কোষাধ্যক্ষ : মোঃ সোহেল ,সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক : নাজিম উদ্দিন সুজন ,শিক্ষা ও সাহিত্য সম্পাদক : মাহমুদুল হাসান রাজীব ,ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক : জোবাইদুল ইসলাম ,প্রশিক্ষণ ও কর্ম সংস্থান সম্পাদক :মোহাম্মদ আরিফ , প্রচার সম্পাদক : ইমরুল হাসান আরফান , দপ্তর সম্পাদক :আজমীর হোসাইন , মেইনস্ট্রিম ও আইন বিষয়ক সম্পাদক : মুহাম্মদ আরিফুজ্জামান , তথ্য ও প্রযুক্তি সম্পাদক : রেহান উদ্দিন সোহেল। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

11/01/2025
11/01/2025

সন্দ্বীপ সোসাইটির আগামী সেশনের কার্যনির্বাহী পরিষদ ঘোষনা অনুষ্ঠান থেকে সরাসরি সম্প্রচার!

সন্দ্বীপ সোসাইটির সাবেক সভাপতি আব্দুল হান্নান পান্নার মায়ের মৃত্যুতে সন্দ্বীপ সোসাইটির সহমর্মিতা। ----------------------...
10/30/2025

সন্দ্বীপ সোসাইটির সাবেক সভাপতি আব্দুল হান্নান পান্নার মায়ের মৃত্যুতে সন্দ্বীপ সোসাইটির সহমর্মিতা।
------------------------------------
সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর সাবেক সভাপতি জনাব আব্দুল হান্নান পান্নার মায়ের মৃত্যুতে সহমর্মিতা প্রকাশ করেন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর বর্তমান কার্যকরী কমিটি।গত সন্ধ্যায় সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ , সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন সহ সকল কর্মকর্তা গণ জনাব পান্নার ব্রুকলিনের বাসায় গিয়ে তার মায়ের মৃত্যুতে সহমর্মিতা প্রকাশ করেন।জনাব পান্না তার মায়ের স্মৃতি রোমন্থন করেন এবং খানিকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন।ওনার মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়। পরে তিনি সোসাইটির কর্মকর্তাদের এই সময়ে তার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ প্রদান করেন।

10/29/2025

সন্দ্বীপের হরিশপুর নিবাসী মরহুমা শামসুন্নাহার এর জানাজা অনুষ্ঠিত হয় ব্রুকলিনের বায়াতুল জান্নাহ মসজিদে।

Address

New York, NY
11218

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dwiper Probash Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share