Mili's Lifestyle

Mili's Lifestyle Assalamuhalikum Everyone ❤️

12/06/2024

11/15/2024
পাওয়া গেলো লাশ😌😌 মুনতাহার প্রতিবেশি মার্জিয়া তার  গৃহশিক্ষিকা ছিলো। মার্জিয়ার মা ভিক্ষা করত। মুনতাহাদের প্রতিবেশি হওয়ায় ...
11/10/2024

পাওয়া গেলো লাশ😌😌
মুনতাহার প্রতিবেশি মার্জিয়া তার গৃহশিক্ষিকা ছিলো। মার্জিয়ার মা ভিক্ষা করত। মুনতাহাদের প্রতিবেশি হওয়ায় মুনতাহার পরিবার মার্জিয়ার পরিবারকে অনেক ক্ষেত্রেই দেখাশোনা করত। কিছু দিন আগে মার্জিয়াকে চুরির অপবাদ দিয়ে টিউশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এতে মার্জিয়া মুনতাহার পরিবারের উপর ক্ষুব্ধ হয়ে ৩ নভেম্বর মুনতাহাকে অপহরণ করে শ্বাসরুদ্ধ করে হত্যা করে😭😭😭😭
উল্লেখ্য মুনতাহা যেদিন নিখোঁজ হয় সেদিনই মুনতাহাকে হত্যা করা হয়। অর্থাৎ প্রায় ৬ দিনের মতো মুনতাহাকে মাঠিচাপা দিয়ে রাখা হয়েছে। মার্জিয়ার পরিবার মুনতাহার পরিবারের প্রতিবেশী হওয়ায় তাদেরকে তারা সন্দেহও পর্যন্ত করে নি। কিন্তু কালকে মার্জিয়াকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর থানায় নিয়ে গেলে আজকে ভোর রাত তিনটায় মার্জিয়ার মা লাশ তুলে নিয়ে পুকুরে ফেলে দেয়ার সময় স্থানীয় একজন দেখে তাকে আটক করে এবং সাথে সাথে স্থানীয় লোকজন জড়ো হতে থাকে। মুনতাহা হত্যাকাণ্ডের সাথে জড়িত মার্জিয়া সহ তার মা এবং নানীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। এই ঘটনার সাথে আরো দুইজন জড়িত ছিলো। তাদেরকে পুলিশ খুজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে মার্জিয়া খুনের কথা শিকার করেছে। তবে এখন পর্যন্ত হত্যার বর্ণনা দেয়া হয় নি😭😭😭 দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছুই করার নেই। এমন একটা সময় এসেছে যে খুন করছে সে নিজেও জানেনা কেন করছে আর যাকে খুন করা হচ্ছে সে নিজেও জানেনা তার কি অপরাধ তাকে কেন খুন করা হচ্ছে। ইয়া আল্লাহ আপনি সকল সন্তানকে হেফাজত করুন। মুনতাহা র পরিবার কে ধৈর্য্য দান করুন।

#মুনতাহা #মুনতাহাহত্যাকান্ড

মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে...
11/09/2024

মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে ফিরে না পেয়ে, সে কোথায় আছে কেমন আছে জানতে না পেরে তার পরিবার পাগলের মত কান্না করে দিকবিদিগ ছুটে বেড়াচ্ছে। উল্লেখ্য আজ প্রায় ৭ দিনের অধিক সময় সিলেটের কানাইঘাট থেকে মুনতাহা নিখোঁজ 😭। ধারণা করা হচ্ছে মুনতাহাকে বাড়ির পাশ থেকে কেউ নিয়ে গিয়েছে।
#মুনতাহাকে ফিরে পেতে তার পরিবার সকল ফেসবুক ব্যবহারকারী ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন। আপনারা মুনতাহাকে আদরের ছোট্ট মেয়ে, ছোট বোন মনে করে পোস্টটি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। আপনাদের একটা শেয়ার ই পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে।

যোগাযোগ নাম্বার-
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮

11/06/2024

Assalamuhalikum

ভালোবাসার লাল গোলাপ
11/03/2024

ভালোবাসার লাল গোলাপ

10/30/2024

জীবনে এমন কেউ আসবে যে জীবনকে উজ্জ্বল করে দিবে ॥ আবার এমন ও কেউ আসতে পারে যে কিনা জীবনকে ধ্বংস করে দিবে ॥ তাই জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হাজার বার ভাবুন 🙂

Address

New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mili's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share