Tanjina Tanji

Tanjina Tanji AssalamuAlaikum
This is Tanjina's page.Here you can findout who I am, and what is my occupation. stay here and welcome you..

জিলহজের প্রথম দশকে ইবাদাতের ফজিলত জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত বন্দেগী করা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। যার কারণে এ দি...
05/27/2025

জিলহজের প্রথম দশকে ইবাদাতের ফজিলত

জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত বন্দেগী করা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। যার কারণে এ দিনসমূহের ইবাদতের উপর অনেক বেশী সওয়াব দেওয়া হয়। যেমন হাদীস শরীফে বর্ণিত হয়েছে-

عن ابن عباس رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللهِ وَلَا أَحَبُّ إِلى اللهِ أَلْعَمَلُ فِيهِنَّ مِنْ أَيَّامِ الْعَشْرِ فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّسْبِيحِ وَالتَّحْمِيدِ وَالتَّكْبِيرِ وَالتَّهْلِيلِ অর্থ: রসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম দশকের নেক আমল যতটুকু প্রিয় এবং মর্যাদাপূর্ণ, অন্য কোনো দিনের আমল ততটুকু প্রিয় এবং মর্যাদাপূর্ণ নয়। সুতরাং তোমরা এ দিনগুলোতে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার পড়। (তারতিবুল আমালি: ১৭৪৫)

অপর এক হাদিসে এসেছে,

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "‏ مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ عَشْرِ ذِي الْحِجَّةِ يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ مِنْهَا بِصِيَامِ سَنَةٍ وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِنْهَا بِقِيَامِ لَيْلَةِ الْقَدْرِ ‏"‏ ‏‏ রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, জিলহজের প্রথম দশকে ইবাদত বন্দেগী করা আল্লাহর কাছে অধিক প্রিয়। এর প্রতিটি রোযা এক বৎসর রোযা রাখার সমান সওয়াব রাখে। আর প্রতি রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান সওয়াব রাখে। (তিরমিজি- ৭৫৮)


আরাফা তথা জিলহজের নয় তারিখের রোজা। এই দিনে রোজা রাখার সর্বাধিক ফজিলত বর্ণিত হয়েছে। যেমন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন- আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে, তিনি এর দ্বারা এক বছর আগের এবং এক বছর পরের অর্থাৎ দুই বৎসরের গুনাহ ক্ষমা করে দিবেন।(তিরমিজি: ৭৪৯)

রসুলুল্লাহ (সা.) বলতেন আরাফার দিনের রোজা একহাজার দিন রোজা রাখার সমান সওয়াব রাখে। (শুআবুল ঈমান - ৩৪৮৬)

ফজিলতপূর্ণ এই দশ দিনের আরো কিছু আমল

কোরবানি সবার উপর ওয়াজিব হয় না। যাদের উপর যাকাত ওয়াজিব হয়, তাদের উপর কোরবানিও ওয়াজিব হয়। সুতরাং যারা কোরবানি দেওয়ার উপযুক্ত নয়। সামর্থ্যবান না থাকার কারণে, তারা আল্লাহ তাআলার নৈকট্য কিংবা সওয়াব অর্জন থেকে বঞ্চিত হওয়া স্বাভাবিক। তাই সামর্থ্যহীন যেন এত বড় সওয়ার থেকে বঞ্চিত না হয়, এইজন্য জিলহজের প্রথম দশকে আল্লাহ তাআলা এমন কিছু আমল নির্ধারণ করে দিয়েছেন যা সঠিকভাবে আদায় করলে পূর্ণ কোরবানির সওয়াব পাওয়া যায়।

আমলগুলো হলো জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কোরবানির পশু জবেহ করা পর্যন্ত নিজের চুল, নখ, নাভির নিচের লোম কাটা এবং গোঁফ ছোট করা থেকে সম্পূর্ণ বিরত থাকা। এ আমল করলে আল্লাহ তাআলা বান্দাকে একটি পূর্ণ কোরবানির সওয়াব দান করবেন। সুতরাং সামর্থবানরা কোরবানি করার পাশাপাশি এই আমলটি করলে সে দুই কোরবানির সওয়াব পাবে। সুতরাং, সামর্থ্যহীনরাও এই আমলের মাধ্যমে কোরবানির সওয়াব অর্জন করতে পারবে, ইনশাআল্লাহ।

গাইষ ভাত কুতায়?দেখা যায়?এই হল মোডা মাইনষের যন্ত্রনা। বাই দা রাস্তা শুভ দুপুর
05/27/2025

গাইষ ভাত কুতায়?
দেখা যায়?
এই হল মোডা মাইনষের যন্ত্রনা।

বাই দা রাস্তা
শুভ দুপুর

অবাধ্য নফস বাধ্য হবে দাফনে। আঁধার ঘরে জড়াবে সাদা কাফনে!বয়ফ্রেন্ডের সাথে অ*শ্লীল প্রেম আলাপে মগ্ন তুলি।পাশের রুম থেকে তু...
05/25/2025

অবাধ্য নফস বাধ্য হবে দাফনে। আঁধার ঘরে জড়াবে সাদা কাফনে!
বয়ফ্রেন্ডের সাথে অ*শ্লীল প্রেম আলাপে মগ্ন তুলি।পাশের রুম থেকে তুলির মা তুলিকে ডেকে বলছে, 'কি রে,এশার নামায পড়ে নিয়েছিস তো?
প্রতুত্তরে তুলি কর্কশ গলায় বলে উঠলো ধুর ঘোড়ার ডিম সারাক্ষণ নামায গলায় ঝুলিয়ে বসে থাকবো নাকি তোমার জন্য? বিজি আছি সময় পেলে পড়ে নেব, আমাকে এখন একদম ডাকবে না বলে দিচ্ছি।

তুলির জবাবের উত্তর স্বরূপ পাশের রুম থেকে নিরবতা ভেসে আসলো।

আজ জিসানের (তুলির বয়ফ্রেন্ড) সাথে অনেকদিন পর এত কথা বলে প্রচুর হেসেছে তুলি। ফুরফুরে মন নিয়েই ঘুমের জগতে পাড়ি জমিয়ে বেঘোরে ঘুমাচ্ছে সে।

সকাল সাড়ে ছয়টায় নামায, কুরআন পড়া শেষে তুলিদের বাসার পাশে হাঁটতে যাওয়ার সময় হঠাৎ কান্নার আওয়াজ শুনে বুকের ভেতর ধক করে উঠলো আমার।বাসার ভেতর ঢুকে দেখি তুলিকে সাদা কাফনে মুড়িয়ে খাটিয়ার উপর সুইয়ে রাখা হয়েছে। আমি এই দৃশ্য সহ্য করতে পারলাম না, বুক চিড়ে কান্না বের হয়ে আসতে লাগলো কিন্তু আমি কান্না করতে পারছি না। নিজের চোখ কে বিশ্বাস করতে পারছিলাম না কিভাবে কি হয়ে গেলো।

হতভম্ব হয়ে দাড়িয়ে আছি আমি, পাশ থেকে সবাই বলা বলি করছে "ইস" মেয়েটা বড্ড ভালো ছিলো। কে জানতো ঘুমের মধ্যেই স্ট্রোক করে মারা যাবে !! কথাগুলো বলেই আঁচলে মুখ লুকিয়ে মহিলারা কান্না করতে লাগলো।

কিছুক্ষণ পর তুলির মৃ*ত্যু সংবাদ মাইকিং করে জানিয়ে দেওয়া হলো। বাদ যোহর পর তুলির জানাযা অনুষ্ঠিত হবে।

আমি তুলির পাশে গিয়ে ধপাস করে বসে ওর মুখের দিকে চেয়ে রইলাম। সেদিন কলেজ যাওয়ার সময় তুলি বলেছিলো "আমার সাদা রঙ একদম পছন্দ না"। অথচ তুলি সাদা কাফনে মোড়ানো!!

-[কথাগুলো সংগৃহীত]

05/22/2025
05/22/2025

পবিত্র কুরআন এর এই আয়াত টি আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় ।

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথেযখন আমি জানতে পারলাম আমি গর্ভবতী, তখন গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার...
05/21/2025

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে

যখন আমি জানতে পারলাম আমি গর্ভবতী, তখন গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি—তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম।

কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা। তিনি সব সময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন, কিন্তু কখনও তা পাননি।

তিনি হাসলেন এবং বললেন, “চলো, তাহাজ্জুদের প্রতিযোগিতা করি। তুমি একটি ছেলের জন্য দোয়া করো, আমি একটি মেয়ের জন্য দোয়া করবো। দেখি কে জেতে।”
আর সেই থেকেই আমরা দুজনেই রাতে শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম।

প্রথম আল্ট্রাসাউন্ড… যমজ!
আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম। যেন আল্লাহ মৃদুস্বরে বললেন: প্রতিযোগিতার দরকার নেই। তোমরা দুজনেই জিতেছো।

একটি কন্যা শিশু। একটি পুত্র সন্তান।
আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসিইউ-তে থাকতে হয়েছিল।
কিন্তু আলহামদুলিল্লাহ, আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে—আমাদের দ্বিগুণ আনন্দ, আমাদের দ্বিগুণ দোয়ার ফল।

তাহাজ্জুদ সত্যিই এক অসাধারণ কিছু।

~ ঘটনাটি সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে
নিতু_শিকদার_আয়াত

পিক ফর এটেনশন

05/21/2025

জিবনে অনেক সমস্যা আসবে
আপনি পাত্তা দিবেন্না
আপনি একমনে রিলস দেখে জান

05/21/2025


Address

New York, NY

Telephone

+17182222222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanjina Tanji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share