Positive TV Media

Positive TV Media If you Positive, next generation will be Positive. so be Positive. stay with me and support me for

06/06/2025
আধুনিক সমৃদ্ধ সন্দ্বীপ বিনির্মাণে কেন আমি সন্দ্বীপের রাজনীতিতে আসতে চাই.....সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল বরাবর...
01/31/2025

আধুনিক সমৃদ্ধ সন্দ্বীপ বিনির্মাণে কেন আমি সন্দ্বীপের রাজনীতিতে আসতে চাই.....

সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল বরাবর অবস্থিত চট্টগ্রাম জেলার একটি দ্বীপ। প্রশাসনিকভাবে এটি সন্দ্বীপ উপজেলার অন্তর্গত। আমরা যখন এই আধুনিক যুগে বসবাস করছি তখন সন্দ্বীপে নেতা এবং নেতৃত্বের যে অবয়ব দেখতে পাচ্ছি তাতে করে এ বিষয়ে একটি সর্বজনগ্রাহ্য বা আদর্শস্থানীয় কোন কিছু খুঁজে পাওয়াই কঠিন!আমরা নেতৃত্ব বলতে যে কেবল রাজনৈতিক নেতৃত্বকেই বোঝায় তা কিন্তু নয়। সমাজ জীবনের প্রতিটি স্তরেই আসলে মানুষের নেতৃত্বের প্রয়োজন।

আধুনিক বিশ্বে গণতন্ত্র মানুষের সৃষ্ট রাষ্ট্র ব্যবস্থাসমূহের মধ্যে উৎকৃষ্টতর বলে বিবেচিত। কিন্তু সেই গণতন্ত্রও আজ নানান রং ধারণ করেছে। লোভী-লালসাগ্রস্ত ও জনবিরোধী নেতৃত্বের হাতে পড়ে সন্দ্বীপে উদারনৈতিক গণতন্ত্র আজ মুমূর্ষু রূপ লাভ করেছে। স্বাধীনতার পর থেকে সন্দ্বীপে গণতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র ইত্যাদি নানান গণবিরোধী ব্যবস্থার গোড়াপত্তন ঘটতে দেখা গেছে। এতোদিন সন্দ্বীপের কিছু নেতা সাময়িক সুবিধা কিংবা ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীগত স্বার্থোদ্ধারের জন্য নীতি, আদর্শ, জনকল্যাণ ইত্যাদি মৌলিক বিষয়গুলিকে জলাঞ্জলি দিয়ে ও ভয় দেখিয়ে শাসন করেছে।

আপনার জানেন আমি রাজনীতি নিয়ে পড়াশোনা করেছি, আমি জানি রাজনীতি সবসময় একটি জটিল জিনিস। কূট-কৌশল ও রাজ-কৌশল দুটিই আয়ত্ত্ব করা এত সহজ কাজ নয়। তবুও আমার রাজনীতি যদি সন্দ্বীপের জনগনের জীবন মান পরিবর্তনে ভূমিকা রাখে,তাহলে রাজনীতিকে দূরে সরিয়ে থাকা আমার ঠিক হবে না!!। আমি প্রতিশ্রুতি দিচ্ছি জনগণ যদি আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখে আমি অবশ্যই সন্দ্বীপের উন্নয়নে এসব বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে নিরোলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ......

(১) সরকারী বরাদ্দকৃত অর্থের শতভাগ সুসম বন্টন করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

(২) সন্দ্বীপের প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ প্রকল্পা হাতে নেওয়া হবে।

(৩) তারুণ্যের শক্তি-সন্দ্বীপের সমৃদ্ধি তরুণ-যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে।

(৪) কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি,খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন,ক্ষুধা-দারিদ্র্য নিরসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিবো ইনশাআল্লাহ।

(৫) চট্টগ্রাম থেকে সন্দ্বীপ এবং নোয়াখালী থেকে সন্দ্বীপ যাতায়াতের জন্য স্পীড বোটের পাশাপাশি বিআইডব্লিউটিএর জাহাজ ব্যবস্থা করা হবে।

(৬) নদীর ঘাটে কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।

(৭) বর্ষাকালে জরুরি রুগী আনা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় হ্যালিপ্যাড তৈরি করা হবে।

(৮) ভূমি অফিস, রেজিস্ট্রি অফিসসহ সরকারী সব অফিসে ঘুষ বানিজ্য চিরতরে বন্ধ করা হবে।

(৯) আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সব ধরনের প্রদক্ষেপ নেওয়া হবে।

(১০) সন্দ্বীপে কয়েকটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করা হবে।

(১১) সন্দ্বীপের ঐতিহ্যবাহী মিষ্টি কে Generalized System of Preferences (GSP) সুবিধার জন্য কাজ করা হবে।

(১২) সন্দ্বীপের প্রকৃতির অপরুপ সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

(১৩) কৃষি এবং অন্য মালামাল সংরক্ষণ করে রাখার জন্য কোল্ড স্টোর স্থাপন করা হবে।

(১৪) সাধারণ মানুষের চিকিৎসার জন্য প্রর্যাপ্ত ডাক্তার সন্দ্বীপে রাখা হবে।

(১৫) সন্দ্বীপের উন্নয়ন, কর্মসংস্থান এবং বেকারত্ব রোধের জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরী করা হবে। এজন্য কর্মমুখী,কারিগরি ও ভকেশনাল ট্রেনিং এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ, মূলধন যোগান ও সাহস দিয়ে সহায়তা করা হবে।

(১৬) সন্দ্বীপের উন্নয়নকে তরান্বিত করতে বৈদেশিক মূদ্রার সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য দক্ষ ও পেশাদার নাগরিকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন দেশে ভাল চাকরি কিংবা ব্যবসার জন্য পাঠাতে সহায়তা করবো ইনশাআল্লাহ। ধীরে ধীরে অদক্ষ শ্রমিকদের বিদেশগামীতা কমিয়ে আনা হবে এরা যাতে সম্মানের সাথে নিজ দেশে পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারে সে ব্যবস্থা করা হবে।

(১৭) মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হবে।

(১৮) নদী ভাঙ্গা রোধে বৈজ্ঞানিকভাবে নদী শাসন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

(১৯) জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করার জন জনতার সাথে প্রতিনিধিদের মেলবন্ধন করার জন্য উঠান বৈঠকের আয়োজন করা হবে।

(২০) সব জাতি ধর্মের লোকের সমঅধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

সন্দ্বীপের মানুষ এটা খুব ভালো করেই জানেন তৃণমূল থেকে আমি উঠে এসেছি।আমার প্রাণের স্পন্দন সন্দ্বীপের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ! কাজেই সন্দ্বীপের জনগণ আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।

মোহাম্মদ আমজাদ হোসেন
যুক্তরাষ্ট্র প্রবাসী
প্রাক্তন প্রভাষক (রাষ্ট্র বিজ্ঞান বিভাগ)
ডাঃ ফজলুল হাজোরা ডিগ্রী কলেজ

নিশ্চই দেখেছেন ট্যাঙ্কের উপর থেকে ফেলা মানুষটিকে যে হয়তো তখনও বেঁচে ছিলো! মানুষটির নাম "শেখ আসহাবুল ইয়ামিন" ছাত্র ভাইটা...
08/02/2024

নিশ্চই দেখেছেন ট্যাঙ্কের উপর থেকে ফেলা মানুষটিকে যে হয়তো তখনও বেঁচে ছিলো! মানুষটির নাম "শেখ আসহাবুল ইয়ামিন" ছাত্র ভাইটার লা*শ*টা বারবার চোখের সামনে ভাসছে!

ভাইটা রোজা অবস্থায় ছিল, আপন সাথীরা তাঁর ব্যাপারে কল্যাণের সাক্ষ্য দিচ্ছে।আল্লাহ তাকে মাফ করুন, জান্নাতবাসী করুন। আমিন।

"আমার বন্ধু ইয়ামিন আর নাই। আমার রুমমেট আর নাই। ওসমানী হল রুম নং ৬১৯ আর নাই। আমার রাত ৩.০০ টায় আড্ডা মারার সাথী আর নাই আমার সাথে কাচ্চি শেয়ার করার সাথী আর নাই আমার হিউমারলেস জোকে হাসার সাথি আর নাই! আমাকে গেমের কাহিনি বলার সাথে আর নাই। আমাকে বাসা থেকে আনা খাবার দেওয়ার সাথি আর নাই! আমার ভুল গুলা ধরায় দেওয়ার সাথি আর নাই! আমি ইয়ামিনের আম্মুকে কি বলবো ইয়ামিনের সাথে আমার সকালেই কথা হইছে পরে ওর বোন আমাকে বলে ও বাসায় নাই।

ইয়ামিনের আম্মুকে কি বলবো আমি? ওর আব্বু ওকে বাইরে পরতে পাঠাইতে চাইছিলো। ওর আব্বুর ব্যাবসা ওর দেখার কথা ছিলো।

তোমরা ইয়ামিনের কি জানো? ওর সব কথা ও আমাকে বলতো। আমি আমার পুরা ২২ বছরের জীবনে ওর সাথে সবচেয়ে বেশি কথা শেয়ার করছি। আমার সব সমস্যার প্র্যাক্টিকাল সমাধান ছিলো ওর কাছে।

ইয়ামিন বুয়েটে চান্স পাইছিলো, মেডিকেলেও পাইছিলো, ও ৫ ওয়াক্ত নামাজ পড়তো, আমি না পড়লে টেনে নিয়ে যাইতো।ও সুন্নাত পালনের জন্য রোজাও রাখতো ছাত্র অবস্থাতেই। ইয়ামিন সেদিন বৃহস্পতিবার রোজা ছিলো। রোজা অবস্থাতেই সে জোহরের নামায মসজিদে পড়ে ছাত্রদের বাঁচাতে যেয়ে নিজে গু**লি খেয়ে শহীদ হয়।

ওর আব্বুর পুরা ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে শিফট করার কথা ছিল কিন্তু তারা যায় নি, ইয়ামিনের দেশপ্রেমের জন্য।ওকে ফিউচারের কথা জিজ্ঞেস করলে ও বলতো, ও খুব সিম্পল লাইফ চায় আজীবন।শুনে অনেক রাগ উঠতো আমার। অনেক পটেনশিয়াল ছিলো ওর মধ্যে। আমাকে সবসময় বলতো মানুষকে আমার ক্রিয়েটিভিটি দেখানো উচিত।

আমি ওকে শেখ ইয়ামিন বলতাম কারণ আমার জীবনের সব সমস্যার উত্তর ওর কাছে ছিল। আর দেখবোনা ইয়ামিনকে মৃদু নিষ্পাপ মিষ্টি হাসি মুখটা নিয়ে সবার শেষে হলের ডায়নিং এর খাবার খেতে বসতে।আর দেখবোনা হাস্যজ্জোল মায়াবী মুখটা সবার সব সমস্যার সহজ বুদ্ধিদীপ্ত সমাধান করে দিচ্ছে নিঃস্বার্থভাবে।তার কাছে গেলে কেমন শান্তি শান্তি লাগতো। নিজে সবচেয়ে বিনয়ী হয়ে যেমন সবার সমস্যার সমাধান দিতো, তেমনভাবেই ছাত্রদেরও!

- এক ঘনিষ্ঠ বন্ধুর টাইমলাইন থেকে নেওয়া।

HC - Halal Canvas

পজিটিভ টিভি ডেস্ক: আজ ১৩ই জুলাই প্রবাসে সন্দ্বীপবাসীদের সবচেয়ে বড় মিলন মেলা সন্দ্বীপ সোসাইটির ইউএসএ’র বার্ষিক বনভোজন অন...
07/14/2024

পজিটিভ টিভি ডেস্ক: আজ ১৩ই জুলাই প্রবাসে সন্দ্বীপবাসীদের সবচেয়ে বড় মিলন মেলা সন্দ্বীপ সোসাইটির ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়ে গেল অত্যন্ত অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে। কথিত আছে প্রবাসে শুধু সন্দ্বীপবাসী নয় পুরো বাংলাদেশী কমিউনিটির মধ্যে এই মিলন মেলা সবচেয়ে বড়। অন্যদিকে বলা যায় সামাজিক কাজ সুচারু ভাবে সম্পন্ন করার জন্য ইহা একটি ফান্ড রাইজিং প্রোগ্রাম যা অন্যান্য সামাজিক সংগঠণ গুলো একইভাবে আয়োজন করে।সকালের বৈরী আবহাওয়া উপেক্ষা করেও প্রায় চার হাজার সন্দ্বীপবাসী এই মিলন মেলায় অংশগ্রহণ করে। সকাল থেকে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা আকর্ষনীয় পুরষ্কার জিতে নেয়। পিকনিকে অংশগ্রহণকারীদের মধ্যে টোকেন লটারীর মাধ্যমে নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক টিকেট সহ অনেক গুলো আকর্ষণীয় পুরষ্কার প্রদান ককা হয়। আকর্ষণীয় ইভেন্টের মধ্যে ছিল উত্তর সন্দ্বীপ ও দক্ষিণ সন্দ্বীপের মধ্যে ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা। ফুটবলে ট্রাইব্রেকারে দক্ষিণ সন্দ্বীপ এবং ভলিবলে তুমুল প্রতিযোগিতায় ২৪/২৫ সেটে অত:পর দক্ষিণ সন্দ্বীপ পুরষ্কার জিতে নেয়। একবছর সন্দ্বীপবাসী অপেক্ষা করে এই দিনটির জন্য কারণ প্রবাসে সবাই এত ব্যস্ত থাকে যে এই দিনে তো দেখা হবে কথা হবে। এই মিলন মেলাকে আবার প্রচার প্রচারণার ক্ষেত্রও বলা যায় বিশেষ করে ব্যবসায়ী, কমিউনিটি লিডার, সামাজিক সংগঠনের নেতৃত্ব দিতে আগ্রহী এমন ব্যক্তিত্বদের জন্য।এত বিশাল আয়োজন সুচারুভাবে সম্পন্ন করার জন্য কমিউনিটির নেতৃবৃন্দ্ব সোসাইটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Positive TV Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category