Positive TV Media

Positive TV Media If you Positive, next generation will be Positive. so be Positive. stay with me and support me for

পজিটিভ টিভি ডেস্ক: সন্দ্বীপের দু:খী মানুষের আপনজন হিসেবে পরিচিত কাতার প্রবাসী জনাব নুরুল মোস্তফা খোকন লক্ষ কোটি টাকার দা...
10/10/2025

পজিটিভ টিভি ডেস্ক: সন্দ্বীপের দু:খী মানুষের আপনজন হিসেবে পরিচিত কাতার প্রবাসী জনাব নুরুল মোস্তফা খোকন লক্ষ কোটি টাকার দান অনুদান দিয়ে যে সুনাম অর্জন করতে পারেননি অথচ বিনামূল্যে অসহায় মানুষের লাশ ও রোগী পরিবহনের জন্য একটি আধুনিক সি অ্যাম্বুলেন্স(স্পীড বোট) দিয়ে তারচেয়ে বেশি সুনাম এই মুহূর্তে অর্জন করতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। এটা অত্যন্ত ভাল উদ্যোগ সন্দ্বীপের অসহায় মানুষদের জন্য যদি প্রকৃত পক্ষে এটা সুবিধা দিতে সক্ষম হয়। ইতিহাস কিন্তু অন‍্য কথা বলে! ইতিপূর্বে সময়ের ব‍্যবধানে স্বাস্থ‍্য বিভাগের দুইটি সি এ‍্যাম্বুলেন্স এর একটি থেকেও বছরের পর বছর সন্দ্বীপের মানুষ কোন উপকার পায়নি অথচ দৃশ্যমান ছিল । মোস্তফা সাহেব কে বুঝ হবার পর থেকে জানি, অতি আবেগী একজন মানুষ । উনি যে বৈঠকে স্পীড বোট দেওয়ার কথা বলেছিলেন আমি শুনেছি আর তার নাম যে খোকন এবং ছোট্ট খোকা বাবুর মত কথা গুলো বলছেন তখন থেকে অপেক্ষা করছি কখন দৃশ্যমান হবে তখন কয়েকটি কথা বলব। সন্দ্বীপে কোন মহামারী লাগে নাই বা কারো সাথে যুদ্ধ লাগেনি যে প্রতিদিন শত শত অসুস্থ মানুষ পাড় করতে হবে বা লাশ পাড়াপাড় করতে হবে । এই কাজে কেন দুইটা এবং চারটা স্পীড বোট বা সি এ‍্যাম্বুলেন্স লাগবে? একটা যথেষ্ট এবং এটা একজন মহিলা কিভাবে পরিচালনা করবে তার সাথে শক্ত লোক ব‍্যবস্থাপনায় নিয়োগ করা উচিত। কেউ যাতে কোন রকম মিস ইউজ না করতে পারে বিশেষ করে কোন ভিআইপি,রাজনৈতিক নেতা বা বন্ধু পরিচয় দিয়ে কেউ এই অসহায়দের জন‍্য দেয়া উপহার ব‍্যব্যবহার না করতে পারে সে ব‍্যাপারে কড়া নির্দেশনা যেন থাকে সেটা নিশ্চিত করতে পারলে এর সুফল পাওয়া যাবে।ধন্যবাদ আপনাকে এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ।

09/18/2025

Address

New York, NY
11219

Alerts

Be the first to know and let us send you an email when Positive TV Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category