
04/05/2025
তারেক রহমানকে বিতর্কিত করা র'এজেন্টদের বহিস্কার চাই! -মতিউর রহমান লিটু
প্রবাসীবার্তা ডটকম পত্রিকার সম্পাদনার মাধ্যমে দলের প্রচারণা শুরু করি ২০০৩ সাল থেকে। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট্ সিনেট থেকে দেয়া বেগম খালেদা জিয়ার “মাদার অফ ডেমোক্রাসি" সংবর্ধনার অন্যতম উদ্যোক্তা ছিলাম।
জিয়া লাইব্রেরী ডটকম করে দলের প্রচারণা করেছি- যেটা বেগম জিয়া উদ্ভোধন করেছিলেন।
জিয়া, খালেদা জিয়া কিংবা বিএনপিকে নিয়ে ডজন ডজন ডকুমেন্টারি বানিয়েছি, পিবিসি টুয়েন্টিফোর টেলিভিশন করে দলের প্রচারণা চালিয়েছি, শতাধিক টকশো হোস্ট করে দলের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টা করেছি।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের প্রতিটা কার্যক্রমে সাধ্যমত প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছি।
হাসিনা বিরোধী আন্দোলনে প্রবাসীদের নিয়ে যা কিছু করা সম্ভব করেছি, বিক্ষোভে আয়োজন করেছি, শত শত মিটিং কিংবা সেমিনারে সক্রিয় অংশ নিয়েছি কিন্তু ভারতীয় র'এজেন্টদের বেষ্টনীতে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আওয়ামীলীগের সাংবাদিক রাজীব হাসান!
সহজ সরল নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে গুটি কয়েক ভারতীয় দালালরা মিস গাইড করেছে। এই সিন্ডিকেটের সদস্য খুব বেশি না হলেও কম নয়! এরাই আনোয়ার হোসেন খোকন ওরফে জুম খোকনকে দিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি নিষিদ্ধ করিয়ে দলের ভোকাল প্রবাসী নেতৃত্বকে থামিয়ে দিয়েছে। অন্যান্ন দেশেও নেতা নয় তাদের কর্মচারী খুঁজে খুঁজে দলটাকে পঙ্গু করে ফেলেছে!
যেহেতু আওয়ামীলীগ পুনর্বাসন না করার জন্য তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশ ছিল কিন্তু র'এর বেষ্টনীতে থাকা সালেহ শিবলী, আনোয়ার হোসেন খোকন, কয়ছর আহাম্মেদ ও সানির মতো চক্রান্তকারীরা নেতা তারেক রহমানকেই বিতর্কিত করে ফেলেছেন।
এতদিনে বুঝতে পারলাম সারা বাংলাদেশে বিএনপিতে লুকিয়ে থাকা র'এজেন্টদের মুখোশ উম্মোচিত হলেও লন্ডনের এই সিন্ডিকেটের কারণে কোথাও কোনো একশন নেয়া যায়না কেন? অনেক সময় হাতেনাতে প্রমান দিয়ে ধরিয়ে দিলেও এই সিন্ডিকেটের কারণে র'এজেন্টরা বহাল তবিয়তে দলকে দাপিয়ে বেড়ান!
আপনারা সকলেই জানেন বিএনপির একমাত্র আদর্শ জিয়া পরিবার, সেই জিয়া পরিবারকে বিতর্কিত করার নেপথ্য কুশিলবদের বহিস্কার চাওয়া কি আমাদের অন্যায় হবে?
যদি মনে করেন- দলের ভবিষ্যতের দিকে তাকিয়ে তারেক রহমানকে বিতর্কিত করার র'এজেন্টদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তাহলে একসাথে আওয়াজ তুলুন! এই ঘটনায় জড়িত সকলের বহিস্কার চাই।