
06/29/2025
এই প্রশ্নটা আমার, আপনার, সকলের।
গতকাল চরমোনাই পীর সাহেবের দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএনপি ছাড়া বেশিরভাগ দলের অংশগ্রহণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
তবে আমার প্রশ্নটা অন্য জায়গায়—বাংলাদেশের মূলধারার গণমাধ্যম তথা বাঙ্গু মিড়িয়া এত বড় আয়োজনটিকে কীভাবে কাভার করল? তাদের কাভারেজ কি আদৌ পর্যাপ্ত ছিল? ভাবছি, যদি বামপন্থী বা কোনও সুশীল মহল অন্তত ৫-১০ হাজার লোক জড়ো করতে পারত, তাহলে তাদের নিয়ে গণমাধ্যমের আচরণ কেমন হতো?