ফ্যাসিনীর ডায়েরী

ফ্যাসিনীর ডায়েরী Our blog raises awareness on social issues and fosters political discussions. Join us for meaningful dialogue, driving change in an engaged society.

We cover human rights, environmental concerns, and social justice, aiming to inform and inspire. Our blog is a dedicated space for raising awareness about important social issues and engaging in political discussions. We aim to inform, inspire, and encourage critical thinking among our readers by covering topics like human rights, environmental concerns, and social justice.

ছাগুরা হলো শাক দিয়ে মাছ ডেকে খাওয়া এক প্রকার প্রাণি। এরা মানুষ নয় ভিন্ন এক জীব।
10/05/2024

ছাগুরা হলো শাক দিয়ে মাছ ডেকে খাওয়া এক প্রকার প্রাণি। এরা মানুষ নয় ভিন্ন এক জীব।

তোমরা দ্রব্যমূল্য নিয়ে অনলাইনে সোচ্চার। কিন্তু তোদের মাথায় অপপ্রচার আর অন্যের মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়ার স্বভাব পুরনো। দে...
10/05/2024

তোমরা দ্রব্যমূল্য নিয়ে অনলাইনে সোচ্চার। কিন্তু তোদের মাথায় অপপ্রচার আর অন্যের মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়ার স্বভাব পুরনো। দেশের ব্যাংকিং খ্যাত পঙ্গু করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে পালিয়ে গিয়ে দেশে এত বড় বন্যা উপহার দিয়ে তোরা এই পরিস্থিতি নিয়ে এসেছ। শাক দিয়ে মাছ ডেকে খাওয়া তোমাদের বাবার ও স্বভাব ছিল।

10/05/2024

উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে যারা এসেছিলেন আমরা তাঁদেরকে শ্রদ্ধা করি। তাঁদের মতের মূল্যায়ন করি এবং তাদের প্রচেস্টার ফলে আমরা ইসলামের আরো বেশি চর্চা করতে পারতেছি। তাদের সকল মত যে মানতেই হবে এমনটা কোন ভাবেই আবশ্যক নয়। আবশ্যকতা হচ্ছে কোরআন ও হাদিসের উপর অটল থাকা। ব্যাক্তি মতবাদ যদি আবশ্যকতা হতো বিদায় হজ্জের ভাষণ মহানবী ﷺ দুটি বস্থুর কথা আলাদা না করে বলতেন তাদের কথাও যারা আজীবন দ্বীনের তাক্বলিদ করে গেছেন। দ্বীনের ব্যাপারে কারো তাক্বলিদ কখনোই গ্রহনযোগ্য নয়। ইত্তেবা করতে পারেন। তবে ইত্তেবায়ে নবী আলাইহিসসালাম ও আসহাবে রাসুল আলাইহিসসালাম অবশ্যই হতে হবে। একটি কথা মনে রাখতে হবে, উপমহাদেশের ভৌগলিক কারনে দ্বীনের অনেক বিষয় আসহাবে রাসুল থেকে ভিন্ন যদিও আমরা এটিই বেশী মেনে থাকি। বুজুর্গ যদি একটি বিষয নিয়ে তার মত পেশ করেন সেটি তার মত। এবং তা যদি কোরআন ও হাদীস সাংঘর্ষিক না হয় সেটিও ব্যাক্তির নিজস্ব ব্যাপার সে মানবে কি মানবে না। কিন্তু কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হলে তা প্রতিহত করবে, প্রয়োজনে যোদ্ধ ও করতে হবে। নয়তো দ্বীনের মধ্যে বিদআত এসে ঈমানকেও ক্ষতিগ্রস্থ করে ফেলবে।
আমাদের উপমহাদেশের আলেমগনের একটা বড় ধরনের একগোয়েমী হচ্ছে উনারা মনে করেন উনাদের মত দ্বীনকে মেনে চলাই একমাত্র ইসলামী। অর্থাৎ উপমহাদেশেই শুধু সঠিক ইসলাম। পৃথিবীর আর যেখানেই যত ধরনের মতানৈক্যতা রয়েছে দ্বীনের ব্যাপারে তারা সবাই ভ্রান্ত। কেউ কোন নত প্রকাশ করলেই একটা ট্যাগ লাগিয়ে দেয়া হবে আহলে হাদিস!
আহলে হাদীস, ওহাবী, মাজারী, বেদআতি, সুন্নি, হানাফি, শাফেয়ী এরকম ট্যাগের অভাব নেই। এগুলো প্রকৃতপক্ষে ইসলামের কোন উপকারের নয় বরং এগুলোর কারনে দ্বীনের মধ্যে পৃথক পৃথক ফিরক্বা ছাড়া আর কিছুই নয়। প্রকৃত ইসলাম কোরআন ও হাদীসের সমন্যয়েই রয়েছে। এ দুয়ের বাইরে যত কিছুই আছে সব মিথ্যা ও ভ্রান্ত কোন সন্দেহ নেই।

10/04/2024
09/30/2024

শিবিরের ছদ্ধবেশে তাদের কস্ট হবার কথা যারা দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা বরং আনন্দিত হবার কথা। কারন আপনারা তো সুযোগ পেলেন। নইলে তাদের যায়গায় আজও আপনারা পালিয়ে বাড়াতেন। ভুলে যাবেন না, আপনারা নিজ বাসায় শান্তিতে ঘুমাতেও পারতেন না কখন ডিবি পরিচয়ের লোকেরা এসে ধরে নিয়ে যায় সেই ভয়ে।

09/26/2024

তোমরা রিয়েলিটি মাইনে নাও
আ🦵 আর ফিরবে না।
কারণ, বারোটা তার বাইজে গেছে।

09/25/2024

এ যাবৎকাল পর্যন্ত জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ থেকে বোঝাই করে নিউ ইওর্কে আসতো গর্ধবরা। দেশের কোটি কোটি টাকা তারা ব্যায় করে যেত দামি দামি ব্র্যান্ডের স্টোরগুলোতে। আর এই বার এসেছে দেশের তরুন মেধাবীরা। পরিবর্তন হচ্ছে অবশ্যই। হ্যা ছাগুরা তা দেখবে না।

09/20/2024

মোবাইল চুরের শাস্তি মৃত্যুদন্ড, হাজার হাজার কোটি টাকা চুরের পুরস্কার ইউরোপ-আমেরিকারর নাগরিকত্ব!

Address

New York, NY

Telephone

(929) 278-6040

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফ্যাসিনীর ডায়েরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share