
04/09/2020
এই পোস্ট আমার ফেইসবুক লিস্টের অনেকের গায়ে লাগবে তাও বলতেছি চোখ খুলে পড়েন এরপর আমাকে রিমুভ করে দিবেন কারন আমি অমানুষ এর ধার ধারি না!
গতকাল আমার এক বন্ধু আমাকে নক দেয় ! বলে -
“দোস্ত কিছু মনে করিস না জানস তো আব্বা চাকরি থেকে অবসর নিছে আমিও তেমন কিছু করতে পারছি না ! ঘরে দোস্ত তেল আর চাল প্রায় শেষের দিকে কিছু হেল্প করিস আমি অবস্থা ভালো হলে দিয়ে দিবো নে ! শালার জানস না পোলাপান আবার বাসায় পিজ্জা বানাইছে সেমাই রান্না করছে এগুলা পোস্ট দেয় ব্যাটা ভাত খাইতে পারতেছি না 😂 “
এটাই ছিল ওর মেসেজ ! আমি আল্লাহর কসম করে বলতেছি ওর এই হাসির ইমোর মধ্যে কত কষ্ট ছিল খালি আমি জানি নাহলে ও জীবনে এক কাপ চা ও আমার কাছ থেকে চায় নাই !
এখন আসি মেইন কথায় , তুমি তোমার বাসায় যেই বা*টা রান্না করে খাও তোমার ওইটা ফেইসবুকে মারানো লাগবে কেন? কোন মানুষ জন্ম দিছে তোমাদের ভাই যাদের মধ্যে এতটুক সেন্স নাই ! তুমি বাসায় 5 স্টার মারাও বড়লোকের ফকিন্নি তোমার সেটা ফেইসবুকে দেখানো লাগবে কেন? কিসের কার চুল ফালাইতে?? তুমি নরমাল সময়ে দাও মানলাম আমিও দেই সবাই দেয় কিন্তু এই সময়ে কেন? যেখানে মধ্যবিত্তের জন্য বাংলাদেশ সরকার হেল্পলাইন খুলেছে জানার পরো কেন? না মানে কেন এই ন্যাশনাল ফুড ক্রাইসিসে ???
অনেক মানুষ হয়তোবা ভাত খাইতে চাল পাইতেছে না এই পরিস্থিতিতে ফেইসবুকে ঢুকে এইটা দেখলে ওর চোখ থেকে পানি পড়া স্বাভাবিক ! মানুষ হ ভাই মানুষ হইতে পয়সা লাগে না শালা ফকিন্নি গুলা !
***Pic For Attention***
Credit : Soham Hashmi