
07/03/2025
একজন শিক্ষকের রাজকীয় বিদায়!
বীরগঞ্জে ফুলের মালা পরিয়ে ছাদখোলা গাড়ীতে করে বাদ্যযন্ত্র তালে তালে রাজকীয় ভাবে বিদায়ী প্রধান শিক্ষককে বাড়িতে পৌছে দিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনতা। বিদায় বেলায় শিক্ষার্থীরা দুই লাইনে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে এবং স্থানীয়দের উদ্যোগে শতাধিক মটর সাইকেল বহর নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক-কে বর্ণিল আয়োজনে বাড়ী পৌছে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছে এলাকার মানুষ। আর বিদায় বেলার এই সম্মানিত আয়োজন দেখে কান্নায় বুক ভাসালেন বিদায়ী প্রধান শিক্ষক।
গতকাল বুধবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৫৩ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আবু বক্কর সিদ্দিকের বিদায় অনুষ্ঠানে এমন দৃশ্য ভেসে উঠে।
তথ্যসূত্রঃ Abdur Razzak Bipul