Dinajpur 360

Dinajpur 360 দিনাজপুরের সুন্দর সুন্দর ছবি, ভিডিও এবং নিউজ দেখতে আমাদের সাথে থাকুন ।
(350)

অনেকেই আমাদেরকে ইনবক্স করে জানতে চান কে এই পেজটি চালায় বা কিভাবে পরিচালিত হয়?তো চলুন পরিচিত হই পরিচালনা টিমের সাথে:এই পেজটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক আমাদের দিনাজপুরের খানসামা উপজেলার শাহাদাত হোসেন বাবলু চেয়ারম্যানের (প্রাক্তন) ছেলে আমেরিকা প্রবাসী ফাহিম ফিরোজ (সোহাগ)। উনি সুদুর নিউইয়র্ক থেকে শত ব্যস্ততার মাঝেও নিয়মিতভাবে সময় ও অর্থ দিয়ে পেজটি তদারকি করেন।বাংলাদেশে আপাতত ছোট একটি টিম দি

য়ে পেজটি পরিচালিত হয়। বাংলাদেশ টিমের হেড ও পরিচালক শাহাদাত হোসেন বাবলু চেয়ারম্যানের (প্রাক্তন) বড় ছেলে ও ৬ নং গোয়ালডিহি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফরহাদ হোসেন। যেকোনো দরকারে আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন।আর যিনি আপনাদের জন্য সারা এলাকা ঘুরে সুন্দর সুন্দর ছবি তুলেন, ভিডিও করেন আর মজার মজার স্ট্যাটাস দেন তিনিও দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের ছেলে এম.এ. মোমেন খান। নতুন এডিটরবৃন্দ সেতাবগঞ্জের "তারেক হাসান" দিনাজপুর সদরের "" Ujjal chandra roy "' খানসামার "তাইফ খান", কাহারোলের "মোঃ মেহেরুল ইসলাম,বীরগঞ্জের “ তন্ময় রায় রিপন” বিভিন্ন জায়গা ঘুরে সুন্দর সুন্দর ছবি তুলেন ও পেজে পোস্ট করেন।এছাড়া গ্রাফিক্স ও ভিডিও আমাদের ঢাকা অফিস (নিউইয়র্ক ড্রিমস প্রোডাক্টশন) থেকে শামস সোহাগ (চীফ ভিডিও এডিটর) ও হারুন হায়দার( ভিডিও এডিটর) তদারকি করেন।বর্তমানে আমাদের তিনটি অফিস। দিনাজপুর অফিস খানসামা উপজেলার ৬নং ইউনিয়নের ভুল্লার হাটে; ঢাকা অফিস মিরপুর ১ নম্বরে এবং হেড অফিস আমেরিকার নিউইয়র্কে অবস্থিত।খুব তাড়াতাড়ি আমরা প্রতি উপজেলায় এডমিন নিয়োগ দিয়ে দিনাজপুরের প্রতি প্রান্তের খবর আপনাদের সকলের মাঝে পৌছিয়ে দিব।

কিছুক্ষন আগে অল্পের জন্য বেঁচে গেল ৩/৪ হাজার মানুষের প্রান।বরেন্দ্র এক্সপ্রেস ৭৩২ ট্রেন চিলাহাটি থেকে ছেরে আসা রাজশাহী গ...
02/14/2025

কিছুক্ষন আগে অল্পের জন্য বেঁচে গেল ৩/৪ হাজার মানুষের প্রান।বরেন্দ্র এক্সপ্রেস ৭৩২ ট্রেন চিলাহাটি থেকে ছেরে আসা রাজশাহী গামি ট্রেনটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল এক সাহসী যুবকের পদক্ষেপে। বীরামপুর স্টেশন অতিক্রম করার পর এক যুবক দেখতে পান রেল লাইনের প্রায় এক ফিট অংশ ভেঙে পড়ে আছে। এরপর দ্রুত রেল লাইনের উপর দাঁড়িয়ে লাল কাপড় নাড়িয়ে সতর্ক করে দেন। এতেই রক্ষা পেল ২/৩ হাজার যাত্রী।

কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামে বিটুমিন পাথর মিকচার মেশিন এর কালো ধোয়ার কারনে আপনার  যে আলুর গাছের ছবি দেখতে পাচ্ছেন ...
12/31/2024

কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামে বিটুমিন পাথর মিকচার মেশিন এর কালো ধোয়ার কারনে আপনার যে আলুর গাছের ছবি দেখতে পাচ্ছেন এভাবেই ২ একর আলু নষ্ট হয়ে গেছে । কতৃপক্ষ কে বিষয় টি যানানোর পরেও কোন পদক্ষেপ নেননি।

কৃষক বাচলে বাসবে দেশ

12/25/2024

নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর -৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠান।
মিডিয়া পার্টনার দিনাজপুর ৩৬০

আজ থেকে শুরু হতে যাচ্ছে এক মাস ব্যাপী  ঐতিহ্যবাহী কান্তজি রাস মেলা।
11/15/2024

আজ থেকে শুরু হতে যাচ্ছে এক মাস ব্যাপী ঐতিহ্যবাহী কান্তজি রাস মেলা।

জরুরি ঘোষণা পঞ্চগড় -ঠাকুরগাঁও রোড দিনাজপুর হাইওয়ে রাস্তা। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেপা নদীর উপর বর্তমান ভাতগাঁও ব...
10/24/2024

জরুরি ঘোষণা
পঞ্চগড় -ঠাকুরগাঁও রোড দিনাজপুর হাইওয়ে রাস্তা।
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেপা নদীর উপর বর্তমান ভাতগাঁও ব্রীজ মেরামতের কাজ চলার কারণে আগামী শুক্রবার শনিবার রবিবার এই রাস্তা বন্ধ থাকবে। বিকল্প রাস্তা ব্যবহার করুন

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান ফিজার গত রাত ৮ ঘটিকায় ক্যা...
09/30/2024

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান ফিজার গত রাত ৮ ঘটিকায় ক্যান্সারে আ*ক্রা*ন্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে ই*ন্তে*কা*ল করেছেন।

ঢাকায় প্রথম নামাজে জানাজা গতকাল রাত ১০ টায় ঢাকাস্থ শ্যামলী শিশু মেলার বিপরীতে বাবর রোডে আল মার্কাজুলে অনুষ্ঠিত হয়েছে।

আজ ত৩০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ সোমবার পার্বতীপুর আদর্শ কলেজ মাঠে সকাল ১০:৩০ মিনিটে।

২য় জানাজা, ফুলবাড়ি সরকারী কলেজ মাঠে ১১:৩০ মিনিটে।

৩য় জানাজা, রুদ্রানি ঈদগাঁ ময়দানে ১২:৩০ মিনিটে।

৪র্থ নামাজে জানাজা সম্পন্ন শেষ করে বাদ জোহর জামগ্রাম পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে ইনশাআল্লাহ্।

আলহামদুলিল্লাহ্‌ আলহামদুলিল্লাহ্ #বিজয়২৪মুকুন্দপুর,কাহারোল, দিনাজপুর  আমরা বন্যাদুর্গতদের জন্য আজ মোট ১৫৫০০ টাকা আস-সুন্...
08/24/2024

আলহামদুলিল্লাহ্‌ আলহামদুলিল্লাহ্

#বিজয়২৪মুকুন্দপুর,কাহারোল, দিনাজপুর আমরা বন্যাদুর্গতদের জন্য আজ মোট ১৫৫০০ টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনে ডোনেট করলাম।

আপনারা সকলেই এগিয়ে আসুন। আল্লাহ পাক এই অবস্থা হতে অতি দ্রুত সকলকে হেফাজত করুক। আমিন।🤲

🇧🇩বিজয় ২৪ (মুকুন্দপুর) 🇧🇩
আসুন আমরা সবাই এভাবে প্রতিটি গ্রাম পাড়া মহল্লা থেকে বন্যা দুর্গতদের জন্য সাহায্য পাঠায়।

দিনাজপুরের দেওয়ালে অসাধারণ চিত্রকর্ম!! ধন্যবাদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগ...
08/14/2024

দিনাজপুরের দেওয়ালে অসাধারণ চিত্রকর্ম!!
ধন্যবাদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের সকলকে।
ছবিঃ সংগৃহীত।

08/08/2024

দেশ স্বাধীন না হলে এতোক্ষণে নিউজ হতো! রাস্তাঘাট পরিষ্কারে ব্যয় হয়েছে ১০০ কোটি।

অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান সরাসরি
08/08/2024

অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান সরাসরি

🔴LIVE: অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান সরাসরি | Dr. Muhammad Yunus | Probash Time"Probash Time" is the Most Reliable News Source and Popular Online News Po...

08/07/2024

দিনাজপুরে গণপরিবহন দোকানপাট স্কুল কলেজ স্বাভাবিক চলাচল শুরু করায় মানুষের মনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে Depto TV এর রিপোর্ট

স্বনামে ফিরলো দিনাজপুর মেডিকেল কলেজ
08/06/2024

স্বনামে ফিরলো দিনাজপুর মেডিকেল কলেজ

Address

5019 46 Street
New York, NY
11377

Alerts

Be the first to know and let us send you an email when Dinajpur 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dinajpur 360:

Share