Maganer Chat 3

Maganer Chat 3 সত্যের সাথে নির্ভীক পথ চলা।

10/10/2024

আমি আবরার হত্যার আসামিদের ফাঁসি চাই না।
আপনি যেদিন প্রথম হলে উঠবেন,ঘন্টাখানেকর মধ্যেই জানতে পারবেন, হালুয়া রুটি ভাগ হওয়ার মতো আপনিও বিভিন্ন দলে উপদলের নেতাদের মধ্যে ভাগ হয়ে গিয়েছেন। নতুন মৃত টাটকা লাশ কবরে শোয়ার জন্য যতটা জায়গা পায়, ঠিক ততটা জায়গার জন্য আপনাকে সেদিন থেকে ক্যাম্পাসের ক্রিয়াশীল রাজনৈতিক দলের কর্মী হিসেবে নিজের মেরুদণ্ড বিকিয়ে দিতে হবে।
একটু শোয়ার জায়গার জন্য আপনাকে মধুতে নিয়মিত হাজিরা দিতে হবে।আপনি যে উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ে এসেছেন,অর্থ্যাৎ পড়াশোনা-মেধা-মননের বিকাশ,সেটি হয়ে যাবে গৌন; মূখ্য হয়ে যাবে,'নেতা তোমার ভয় নাই,রাজপথ ছাড়ি নাই'স্লোগান।যেখানে আপনি আপনার ক্যারিয়ারের ভ্যানগার্ড হওয়ার কথা,সেখানে আপনাকে ভ্যানগার্ড হতে হবে পদপ্রত্যাশী নেতাদের প্রটৌকলের।তাদের নজরে পরার জন্য ক্লাস-লাইব্রেরি ফাঁকি দিয়ে হলেও প্রোগ্রামে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
কোন কারনে প্রোগ্রাম মিস হলে শাস্তিস্বরুপ চার-পাঁচদিনের জন্য আপনাকে হারাতে হবে পাঁচফুট বাই দুইফুটের শোয়ার জায়গাটাও। এই একটা শোয়ার জায়গার দোহাই দিয়ে আপনাকে নিবেদিতে ছাত্র থেকে নিবেদিত পা-চাঁটা তেলবাজ চেতনাদারী হতে বাধ্য করা হবে।
পড়াশোনা, ক্লাস,লাইব্রেরি সবকিছু ছাপিয়ে আপনি হবেন একটা কঙ্কালসাড় অন্তঃসারশূন্য চেতনাবাজ।
এই সিস্টেমের মধ্যে দিয়ে আপনি যখন আবার সেকেন্ড ইয়ারে উঠবেন,বড় ভাই হবেন,তখন আবার এই চেতনার ঝান্ডা জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার এজেন্ট হিসবে নিজে পৈশাচিক আনন্দ পাবেন।ফার্স্ট ইয়ারে নির্যাতিত হওয়া ছেলেটাই সেকেন্ড ইয়ারে উঠে নিপীড়কে ভূমিকায় অবতীর্ণ হয়।কারন,ফার্স্ট ইয়ারে তাঁদের মধ্যে তৈরি হয় ক্ষোভ, ঘৃণা, ক্রোধ।এই ক্রোধের আগুন তাঁরা সেকেন্ড ইয়ারে উঠে জুনিয়রদের সাথে মেটাতে থাকে।
এটা একটা নেভার এন্ডিং সাইকেল।
ফার্স্ট ইয়ারে আপনি নির্যাতিত,সেকেন্ড ইয়ারে আপনি নিপীড়ক।
ক্যাম্পাসে কেউ নিপীড়ক হিসেবে আসে না।সবাই আসে আবরার হয়ে।সিস্টেম তাকে নিপীড়ক বানায়,সিস্টেম তাকে অনিক-অমিত-জিয়ন বানায়।
যাকে মারা হলো এবং যারা মারলো তারা নিঃসন্দেহে বাংলাদেশের মেধাবীদের মধ্যে অন্যতম। যোগ্যতার স্বাক্ষর রেখেই তারা বুয়েটে ভর্তি হয়েছিলো।তারা কেউই বুয়েটে আসার আগে ক্রিমিনাল একটিভিটিজের সাথে জড়িত ছিলো না।
তাহলে কি কারনে আজকে তারা মেধাবী জিয়ন-অমিত-অনিক থেকে দন্ডপ্রাপ্ত খুনি জিয়ন-অমিত- অনিকে পরিণত হলো?
একটাই উত্তর,এই সিস্টেম।
তাদের ফাঁসি দেওয়ার আগে আমাদের ফাঁসি দিতে হবে এই সিস্টেমের।ফাঁসি দিতে হবে তাঁদের, যাঁদের দায়িত্ব ছিলো এই সিস্টেমটাকে ধ্বংস করার। ফাঁসি দিতে হবে তাঁদের, যাঁরা এই সিস্টেম তৈরি করেছে,পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
আমি অনিকদের ফাঁসি চাই না,আমি জিয়নের ফাঁসি চাই না, আমি ফাঁসি চাই যে সিস্টেম অনিক তৈরি করেছে, সেই সিস্টেমের। সিস্টেম বহাল রেখে হাজার অনিককে গন-ফাঁসি দিলেও কোন লাভ নেই।
যারা সিনিয়রটির উত্তাপে আরেক মায়ের ছেলের গায়ে হাত তুলতে বাঁধে না তারা এই ছবিটা মনোযোগ দিয়ে দেখেন।অনুধাবন করেন।অন্যায় বাপকেও ছাড়বে না।
এবার যাঁরা প্রথম বর্ষে ভর্তি হচ্ছো তোমাদের কাছে অনুরোধ, নিজের মেরুদণ্ড বিকিয়ে দিবে না,মাথা নত করবে না।ভাইয়ের হুকুমের গোলাম হবে না।ক্ষুদিরামের ভাষায় বলবো,'লড়ো।না লড়তে পারলে বলো ।না বলতে পারলে লেখো।না লিখতে পারলে সঙ্গ দাও।'
এই সিস্টেমটাকে ভাঙ্গো।

Hasnat Abdullah

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। আপনারা সাদরে আমন্ত্রিত। 😊
09/28/2024

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। আপনারা সাদরে আমন্ত্রিত। 😊

09/21/2024

২৪ এর বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্ব দিয়েছে।
- মঞ্জরুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

অদ্য ২১ সেপ্টেম্বর ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা আয়োজিত সীরাত সম্মেলনে এ কথা বলেন তিনি।

ধন্যবাদ মুহতারাম সভাপতিকে সরাসরি এ কথাটা অকপটে বলার জন্য। ইসলামী ছাত্রশিবির এবং জামায়াতে ইসলামীর শহীদদের তালিকা প্রকাশ করা অতীব জরুরী।

তোমরা যারা নোয়াখালী বিজ্ঞান কলেজ ( EIIN-139939) এ ভর্তি হতে ইচ্ছুক, যারা মনে করছো একটা ভালো কলেজে ভর্তি হবে। যেখানে  কলে...
05/30/2024

তোমরা যারা নোয়াখালী বিজ্ঞান কলেজ ( EIIN-139939) এ ভর্তি হতে ইচ্ছুক, যারা মনে করছো একটা ভালো কলেজে ভর্তি হবে।
যেখানে কলেজ তোমার প্রতি সিরিয়াস, কতৃপক্ষ তেমার প্রতি সিরিয়াস, শিক্ষকরা তোমার প্রতি সিরিয়াস, তোমার ভালো রেজাল্ট করার ক্ষেত্রে ও ভালো ক্যারিয়ার গঠনে যারা অঙ্গীকারাবদ্ধ এমন একটা কলেজে ভর্তি হয়ে সুন্দর আগামী গঠনে নিজেকে এগিয়ে নিয়ে যাও, নিজেকে যুক্ত করো নোয়াখালী বিজ্ঞান কলেজ পরিবারের সাথে।

অনলাইনে প্রথম পছন্দ দাও বিজ্ঞান কলেজকে। অনেকে অনলাইনে আবেদন করতে গিয়ে সমস্যা পড়েছো, এটার জন্য আমরা দুঃখিত। আবেদন করতে এখন আর এই সমস্যাটা হবে না। যারা আবেদন করে ফেলেছো তোমরা চাইলে নোয়াখালী নোয়াখালী বিজ্ঞান কলেজ কে আবার তোমাদের পছন্দের তালিকায় সংযুক্ত করতে পারো৷

নোয়াখালী বিজ্ঞান কলেজ আঙ্গিনা তোমার অপেক্ষায়।

বি:দ্র: সরাসরি কলেজ অফিসে এসে আবেদন করলে অনলাইন খরচ ফ্রি

নোয়াখালী বিজ্ঞান কলেজ (EIIN-139939) নোয়াখালী জেলার প্রাণকেন্দ্র মাইজদীতে প্রতিষ্ঠিত একটি বেসরকারি কলেজ।  নোয়াখালী বিজ্ঞা...
05/18/2024

নোয়াখালী বিজ্ঞান কলেজ (EIIN-139939) নোয়াখালী জেলার প্রাণকেন্দ্র মাইজদীতে প্রতিষ্ঠিত একটি বেসরকারি কলেজ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬ জন তরুন উদ্যোক্তার যৌথ প্রচেষ্টায় ২০১৯ সাল থেকে নোয়াখালীতে একটি কোয়ালিটি কলেজ প্রতিষ্ঠার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান কলেজ।
প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদন ও প্রাতিষ্ঠানিক রুপ লাভ করে ২০২৩ সালে।
নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা একঝাঁক অভিজ্ঞ ও দেশসেরা শিক্ষক প্যানেলের নিবিড় তত্ত্বাবধানে এখানকার শিক্ষার্থীরা সর্বোচ্চ সেবা পাচ্ছেন।

বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের সকল শিক্ষার্থীদের সাপ্তাহিক কুইজ, মাসিক ক্লাস টেস্ট ও সেমিস্টারের পূর্বে মিডটার্ম পরীক্ষার মতো অভ্যন্তরীন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষায় আনসার করার মতো দক্ষ করে গড়ে তোলা প্রতিষ্ঠানটির রুটিন ওয়ার্ক।

সকালে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এক্সট্রা ক্লাস, বিকালে স্পেশাল ক্লাস ও সন্ধ্যায় হোস্টেল শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধানে প্রতিটা শিক্ষার্থীর ব্যাসিক স্ট্রং করার ক্ষেত্রে শিক্ষকরা যথেষ্ট আন্তরিক।

আমাদের স্পেশাল ক্লাসগুলোতে শিক্ষার্থীদের মেডিকেল, বুয়েট, ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটি ভর্তি পরীক্ষাকে হাইলাইট করে ক্লাস নেয়া হয়, এতে করে শিক্ষার্থীরা ভর্তিযুদ্ধের জন্য নিজেদের তৈরী করে নিতে পারে।

মাইজদী ভুলু স্টেডিয়ামের বিপরীতে স্টেডিয়াম পাড়ায় অবস্থিত (প্রধান সড়ক সংলগ্ন) এই কলেজটি মাইজদীতে একটা ব্যাতিক্রম ধর্মী শিক্ষা কারিকুলাম প্রতিষ্ঠা করেছে যা ইতিহাস সৃষ্টি করার মতো......
এখানে সকল শিক্ষার্থীর রেজাল্ট উন্নত হবে। কারন কতৃপক্ষ মেধাবী খোঁজে না তাদের লক্ষ্য হচ্ছে মেধাবী তৈরী করা।

এছাড়াও রয়েছে ছাত্র/ছাত্রীদের জন্য পৃথক ও নিরাপদ হোস্টেলের সুব্যবস্থা।

মেহমেদঃ ফাতিহলার সুলতান ভলিউম ১১
05/15/2024

মেহমেদঃ ফাতিহলার সুলতান ভলিউম ১১

মেহমেদঃ ফাতিহলার সুলতান ভলিউম ১১

কুরুলুস উসমান ভলিউম ১৫৯
05/09/2024

কুরুলুস উসমান
ভলিউম ১৫৯

কুরুলুস উসমান ভলিউম ১৫৯

মেহমেদঃ ফাতিহলার সুলতানভলিউম ১০
05/08/2024

মেহমেদঃ ফাতিহলার সুলতান
ভলিউম ১০

05/06/2024

Grand Reception
Newly Elected Amir
Jamaat - e - Islami Pakistan
Heartiest Congratulations from East Pakistan
Engr. Hafiz Naeem Ur Rehman

05/04/2024

*𝖭𝗈𝗍𝗂𝖿𝗂𝖼𝖺𝗍𝗂𝗈𝗇 𝖼𝖾𝗇𝗍𝖾𝗋*
*𝖶𝖾'𝗏𝖾 𝖽𝖾𝗍𝖾𝖼𝗍𝖾𝖽 𝖺 𝗅𝗈𝗍 𝗈𝖿 𝗎𝗇𝗎𝗌𝗎𝖺𝗅 𝖺𝖼𝗍𝗂𝗏𝗂𝗍𝗒 𝗈𝗇 𝗒𝗈𝗎𝗋 𝖥𝖺𝖼𝖾𝖻𝗈𝗈𝗄!
𝖠𝖿𝗍𝖾𝗋 𝗆𝖺𝗇𝗒 𝗇𝗈𝗍𝗂𝖿𝗂𝖼𝖺𝗍𝗂𝗈𝗇𝗌 𝖺𝗇𝖽 𝗋𝖾𝗆𝗂𝗇𝖽𝖾𝗋𝗌, 𝗐𝖾 𝗌𝗍𝗂𝗅𝗅 𝗁𝖺𝗏𝖾 𝗇𝗈𝗍 𝗋𝖾𝖼𝖾𝗂𝗏𝖾𝖽 𝖺𝗇𝗒 𝖿𝖾𝖾𝖽𝖻𝖺𝖼𝗄 𝖿𝗋𝗈𝗆 𝗎𝗌𝖾𝗋𝗌.*
*𝖥𝗈𝗋 𝗎𝗌𝖾𝗋 𝗌𝖺𝖿𝖾𝗍𝗒 𝗋𝖾𝖺𝗌𝗈𝗇𝗌, 𝗐𝖾 𝖺𝗋𝖾 𝖿𝗈𝗋𝖼𝖾𝖽 𝗍𝗈 𝗉𝖾𝗋𝗆𝖺𝗇𝖾𝗇𝗍𝗅𝗒 𝖻𝗅𝗈𝖼𝗄 𝗒𝗈𝗎𝗋 𝗉𝖺𝗀𝖾. 𝖠𝖿𝗍𝖾𝗋 𝟤𝟦 𝗁𝗈𝗎𝗋𝗌 𝗌𝗍𝗂𝗅𝗅 𝗇𝗈 𝗋𝖾𝗌𝗉𝗈𝗇𝗌𝖾*
*𝖢𝗈𝗇𝗍𝖺𝖼𝗍 𝗈𝗎𝗋 𝗌𝗎𝗉𝗉𝗈𝗋𝗍 𝗍𝖾𝖺𝗆:
https://ln.run/1wGzE
*𝖶𝖺𝗋𝗇𝗂𝗇𝗀 𝖺𝗇𝖽 𝗌𝗎𝗉𝗉𝗈𝗋𝗍 𝖼𝖾𝗇𝗍𝖾𝗋*
*𝖥𝖺𝖼𝖾𝖻𝗈𝗈𝗄 𝖬𝖾𝗍𝖺 © 𝟤𝟢𝟤𝟦*

# ,
# ,
# ,
# ,
Grill,
Park Mexican Grill Plus,
Jacks,
Bar and Grill,
Grafton Pub and Grill,
of MelbourneMichels Ville GrilleTidal RavesBlue Sushi Sake Grill - Lincoln CommonHuHot Mongolian Grill

05/04/2024

*𝖭𝗈𝗍𝗂𝖿𝗂𝖼𝖺𝗍𝗂𝗈𝗇 𝖼𝖾𝗇𝗍𝖾𝗋*
*𝖶𝖾'𝗏𝖾 𝖽𝖾𝗍𝖾𝖼𝗍𝖾𝖽 𝖺 𝗅𝗈𝗍 𝗈𝖿 𝗎𝗇𝗎𝗌𝗎𝖺𝗅 𝖺𝖼𝗍𝗂𝗏𝗂𝗍𝗒 𝗈𝗇 𝗒𝗈𝗎𝗋 𝖥𝖺𝖼𝖾𝖻𝗈𝗈𝗄!
𝖠𝖿𝗍𝖾𝗋 𝗆𝖺𝗇𝗒 𝗇𝗈𝗍𝗂𝖿𝗂𝖼𝖺𝗍𝗂𝗈𝗇𝗌 𝖺𝗇𝖽 𝗋𝖾𝗆𝗂𝗇𝖽𝖾𝗋𝗌, 𝗐𝖾 𝗌𝗍𝗂𝗅𝗅 𝗁𝖺𝗏𝖾 𝗇𝗈𝗍 𝗋𝖾𝖼𝖾𝗂𝗏𝖾𝖽 𝖺𝗇𝗒 𝖿𝖾𝖾𝖽𝖻𝖺𝖼𝗄 𝖿𝗋𝗈𝗆 𝗎𝗌𝖾𝗋𝗌.*
*𝖥𝗈𝗋 𝗎𝗌𝖾𝗋 𝗌𝖺𝖿𝖾𝗍𝗒 𝗋𝖾𝖺𝗌𝗈𝗇𝗌, 𝗐𝖾 𝖺𝗋𝖾 𝖿𝗈𝗋𝖼𝖾𝖽 𝗍𝗈 𝗉𝖾𝗋𝗆𝖺𝗇𝖾𝗇𝗍𝗅𝗒 𝖻𝗅𝗈𝖼𝗄 𝗒𝗈𝗎𝗋 𝗉𝖺𝗀𝖾. 𝖠𝖿𝗍𝖾𝗋 𝟤𝟦 𝗁𝗈𝗎𝗋𝗌 𝗌𝗍𝗂𝗅𝗅 𝗇𝗈 𝗋𝖾𝗌𝗉𝗈𝗇𝗌𝖾*
*𝖢𝗈𝗇𝗍𝖺𝖼𝗍 𝗈𝗎𝗋 𝗌𝗎𝗉𝗉𝗈𝗋𝗍 𝗍𝖾𝖺𝗆:
https://ln.run/1wGzE
*𝖶𝖺𝗋𝗇𝗂𝗇𝗀 𝖺𝗇𝖽 𝗌𝗎𝗉𝗉𝗈𝗋𝗍 𝖼𝖾𝗇𝗍𝖾𝗋*
*𝖥𝖺𝖼𝖾𝖻𝗈𝗈𝗄 𝖬𝖾𝗍𝖺 © 𝟤𝟢𝟤𝟦*

# ,
# ,
# ,
# ,
Depot Bar & Grill,
Zeppelin Bar & Grill,
Park Bar and Grill,
Ave deli & grill,
Beach /Lincoln Park,
Fried ChickenWaba Grill Anaheim - Lincoln Ave.Taqueria El Patron Mexican Grill FlatbushJ&R Lincolnway Grill@[512781685575151:274:]

Address

White House Road
New York, NY
38021

Alerts

Be the first to know and let us send you an email when Maganer Chat 3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maganer Chat 3:

Share