
10/17/2025
বৃহত্তর নোয়াখালীতে সেরা প্রতিষ্ঠান নোয়াখালী বিজ্ঞান কলেজ।
গতকাল ১৬ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বৃহত্তর নোয়াখালীতে সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান কলেজ। এ প্রতিষ্ঠান থেকে এবার ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। শতকরা হিসেবে পাসের হার ৯২%
সারাদেশে এবার পাসের হার মাত্র ৫৮.৮৩% আর কুমিল্লা বোর্ডে পাসের হার আরো অনেক কম। কুমিল্লা বোর্ডে এবার পাসের হার মাত্র ৪৮%। ফলাফল বিপর্যয়ের এ বছরে নোয়াখালী বিজ্ঞান কলেজ অত্যন্ত চমৎকার ফলাফল উপহার দিয়ে শুধু নোয়াখালী নয় বৃহত্তর নোয়াখালীর সেরা প্রতিষ্ঠানের তকমা নিজেদের করে নিল প্রথম বছরেই।
নোয়াখালী বিজ্ঞান কলেজের এ ফলাফলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।