VOICE of USA 24

VOICE of USA 24 I would like to sharing realistic & authentic news for everyone.

11/28/2024

ফেসবুক সরকারি কলেজ
বাংলাদেশ
প্রেমের পরীক্ষা - ২০২৪ইং
বিষয় : gf/bf ২য় পত্র (আবশ্যক)
বিষয় কোড : ৪২০

সময় : ১৮o মিনিট পূর্ণমান : ১oo
--------------------------------------------------------
(১) শব্দার্থ লিখন : (৫) টি ৫×৩=১৫
জান, ডার্লিং, বাবু, সোনা, শয়তান

(২) নিচের প্রশ্ন গুলোর উত্তর দাও:- ১০×২=২০
(ক) বয়ফ্রেন্ড/গ্রাল্ফ্রেন্ড এবং জামাই/বউ এর মধ্যে পার্থক্য কি?
(খ) চিত্র সহ লুকিয়ে লুকিয়ে ঝোপের আড়ালে
ডেটিং মারার পদ্ধতি আলোচনা কর।

(৩) ব্যাখ্যা লিখ :- ৷ ৷ ২০×১=২০
মেয়েদের মন এবং মুস্তাফিজের বল দুটোই
বোঝা অসম্ভব।
অথবা
বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়াছে
আসি আসি বলে জোসনা ফাকি দিয়াছে।

(৪) ভাব সম্প্রসারণ লিখ:- ১৫×১=১৫
অন্যের বয়ফ্রেন্ড হলেও পরিত্যক্ত
অথবা
গার্লফ্রেন্ড ভালোবাসার মেরুদন্ড

(৫) সারাংশ/সারমর্ম লিখ:- ১০×১=১০
কোথায় গার্লফ্রেন্ড, কোথায় বয়ফ্রেন্ড কেবল
তা বহুদূর? ঝোপের আড়ালেই গার্লফ্রেন্ড
বয়ফ্রেন্ড পার্কের মধ্যেই সুরাসুর
অথবা
কাটা হেরী ক্ষান্ত কেন কেবল তুলিতে?
ডেটিং বিনা সুখ লাভ হয় কী মহীতে?

(৬) পএ/ দরখাস্ত লিখ:-৷ ১৫×১=১৫
গার্লফ্রেন্ড এর সাথে ফুচকা খাওয়ানোর জন্য টাকা
চেয়ে বাবার নিকট দরখাস্ত লিখ?
অথবা
প্রেমে ছেঁকা খাওয়ার ফলে পড়াশোনা না
হওয়ার কারণে বার্ষিক পরীক্ষা পিছানোর
জন্য প্রিন্সিপালের নিকট আবেদন লিখ?
;প্রিন্সিপাল `◕‿◕´ স্বপ্নবিলাসী শেহজাদী😇

(৭) রচনা লিখ:- যেকোনো একটি ১৫×১=১৫
(ক) দেবদাস
(খ) প্রেম কুমার
(গ)সিঙ্গেল থাকার মজা
ভালবাসার পরীক্ষার প্রশ্ন পত্রে 🤣🤣
সবাই মনোযোগ দিয়া পরীক্ষা দিবেন😁😁😁

11/24/2024

ভেঙ্কটেশ আইয়ের - কলকাতা নাইট রাইডার্স -২৩.৭৫ কোটি - #আইপিএল

10/01/2024

নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব।

*আসাদুজ্জামান নূর গ্রেফতার*সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূরকে আজ রবিবার রাত ২৩.০০ ঘটিকা...
09/15/2024

*আসাদুজ্জামান নূর গ্রেফতার*

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূরকে আজ রবিবার রাত ২৩.০০ ঘটিকায় বেইলী রোডের নওরতন কলোনী হতে গ্ৰেফতার করেছে‌ মহানগর গোয়েন্দা পুলিশ।
তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।

জুলাই হত্যাকাণ্ডের ব্যাপ্তি অনেক বড়ঃ আসিফ নজরুল
09/11/2024

জুলাই হত্যাকাণ্ডের ব্যাপ্তি অনেক বড়ঃ আসিফ নজরুল

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার।ঢাকা মহানগর পুলিশের (ডিমএপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্ত...
09/11/2024

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার।

ঢাকা মহানগর পুলিশের (ডিমএপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

তিনি বলেন, রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এর আগে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন।

হাসিনা পালিয়ে যাওয়ার পর গত ১৩ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।

এরপর একে একে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্‌মেদ পলক, সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক এমপি সাদেক খান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য টিপু মুনশি, হাজী সেলিমসহ আরও অনেককেই গ্রেপ্তার করা হয়।

09/11/2024

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।

  ভোলা লালমোহনের সন্ত্রাসের গডফাদার।ঢাকা সদরঘাটের চাঁদাবাজ বিমানবন্দর এলাকায় গ্রেফতার। ********************************...
09/04/2024


ভোলা লালমোহনের সন্ত্রাসের গডফাদার।
ঢাকা সদরঘাটের চাঁদাবাজ বিমানবন্দর এলাকায় গ্রেফতার।
******************************************

পুলিশের সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার।  #গ্রেফতার      #
09/03/2024

পুলিশের সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার। #গ্রেফতার #

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু ও ভাইস চেয়ারম্যান হিসেবে উদ্যোক্তা পরিচালক মোয়া...
08/23/2024

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু ও ভাইস চেয়ারম্যান হিসেবে উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ব্যাংকের ৫০৫তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা

এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কর্তৃক 'ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)' এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করা হয়।

আবদুল আউয়াল মিন্টু দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি। এছাড়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লাল তীর সিড লিমিটেড, নর্থ সাউথ সিড লিমিটেড, প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।

এছাড়া উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ পেট্রো কেমিক্যাল কোম্পানি লিমিটেড, মাল্টিমোড টেক্সটাইল মিলস লিমিটেড, মাল্টিসোর্সিং লিমিটেডসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে।

১৯৬৮ সালে তিনি চট্টগ্রামের মার্কেন্টাইল মেরিন একাডেমি থেকে নটিক্যাল সায়েন্সে ডিপ্লোমা অর্জন করেন। তিনি ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক মেরিটাইম কলেজ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে কৃষি অর্থনীতিতে এমএসসি এবং লন্ডন ইউনিভার্সিটির অধীনে কুইন মেরি কলেজ থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ল-এ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শিক্ষাক্ষেত্রের বিস্তারেও আবদুল আউয়াল মিন্টুর রয়েছে অনবদ্য ভূমিকা। তার পৈতৃক গ্রামে ইকবাল মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এবং অসংখ্য সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। লন্ডনের অ্যাথেনা প্রেস দ্বারা প্রকাশিত "বাংলাদেশ অ্যানাটমি অফ চেঞ্জ" সহ বেশ কয়েকটি খণ্ডের লেখক হিসেবেও তিনি পরিচিত।

অপরদিকে, মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের একজন নেতৃস্থানীয় এবং সফল উদ্যোক্তা। তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক এবং সাবেক চেয়ারম্যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করার পর, তিনি ১৯৬৮ সালে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য চলে যান। নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১৯৭৪ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। জাপানে থাকার সময়, তিনি ১৯৭১ সালে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। মাত্র ২৪ বছর বয়সে তিনি সফলভাবে নিজেকে সর্বকনিষ্ঠ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার হাত ধরেই জাপান থেকে দেশে রিকন্ডিশন্ড গাড়ি আসা শুরু হয়। হোসাফ গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের সেই উদ্যোক্তাদের মধ্যে একজন যিনি দেশে ও বিদেশে তার ব্যবসা সম্প্রসারণ করেছেন। তিনি গভীর সমুদ্রে মাছ ধরার জন্য প্রথম জয়েন্ট ভেঞ্চার কোম্পানি প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। বর্তমানে হোসাফ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও মোয়াজ্জেম হোসেন প্রগতি ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি, বিজিএমইএর সহ-সভাপতি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিলেন।

অবশেষে দুবাই পালিয়ে যাওয়ার সময়, বাঞ্ছারামপুর উপজেলা উজানচর ইউনিয়নের চেয়ারম্যান জনি'কে আটক করা হয়েছে, এয়ারপোর্ট থেকে...
08/22/2024

অবশেষে দুবাই পালিয়ে যাওয়ার সময়, বাঞ্ছারামপুর উপজেলা উজানচর ইউনিয়নের চেয়ারম্যান জনি'কে আটক করা হয়েছে, এয়ারপোর্ট থেকে।

বি-বাড়িয়া জেলা বাঞ্ছারামপুর ৬ আসেন এমপি ক্যাপ্টেন তাজের ভাগিনা, তার নামে একাধিক মামলা রয়েছে। ভোট চোর জনি চেয়ারমেন এই...
08/22/2024

বি-বাড়িয়া জেলা বাঞ্ছারামপুর ৬ আসেন এমপি ক্যাপ্টেন তাজের ভাগিনা, তার নামে একাধিক মামলা রয়েছে।

ভোট চোর জনি চেয়ারমেন এই মুহূর্তে এয়ারপোর্ট আছে।
প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এই মাফিয়াকে এখনই আটকান সে দুবাই চলে যাচ্ছে। এখনো সেই এয়ারপোর্টে আছে তার ফ্লাইট যায়নি।

08/18/2024

সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এবার সিভিল ক্যুয়ের চেষ্টা চলছে -প্রধানমন্ত্রীর মূখ্য সচিব-১ সালাউদ্দিন এবং ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুলের ডাকে গোপন সচ...
08/15/2024

এবার সিভিল ক্যুয়ের চেষ্টা চলছে -

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব-১ সালাউদ্দিন এবং ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুলের ডাকে গোপন সচিব বৈঠক!

বুধবার রাত ৮টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার স্পট কমপ্লেক্সের হলরুমে সরকারের ৩০ জন সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, ডিসি ও এডিসিরা, এবং ২ জন সেনাবাহিনীর অফিসার এক গোপন মিটিংয়ে বসেন। তারা বর্তমান অন্তর্বতী সরকারকে উৎখাত করে তাদের পছন্দের শেখ হাসিনার সরকার ফেরত আনার জন্য নানা বুদ্ধি পরামর্শ করেন। এতে বিকল্পসহ কয়েকটি পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সহসাই একের পর এক প্রচেষ্টা চালানো হবে। এতে ৯ম ও ৫৫ ডিভিশন থেকে সাপোর্ট আসার বিষয়ে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

পালিয়ে যাওয়া পদত্যাগী প্রধানমন্ত্রীর মূখ্য সচিব-১ সালাউদ্দিনের ডাকে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুলের আয়োজনে অন্যান্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর,, ওয়াহিদা, খাইরুল, লোকমান , আলী হোসেন, মুনিম, আমিনউদ্দিন,সালাম, সত্যজিৎ, মোকাম্মেল, হুমায়ুন প্রমুখ সচিবগন।


ারুয়ার

08/15/2024

Live from Dhanmondi.
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী যেভাবে উদযাপন করলো পোলাপাইন 😅😅😅
ভিডিও লিংক চেক কমেন্ট বক্স 🗿

 # # #ষড়যন্ত্র ফাঁস।প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। শেখ হাসিনাকে এক্স প্র...
08/11/2024

# # #
ষড়যন্ত্র ফাঁস।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে।

শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন।

যে রিপোর্ট এখনো মিডিয়া প্রকাশ করেনি তা নিম্নরূপ:

সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সাথে 'আমি নাই, মা নাই' বলে বলে হটাৎ গতকাল রয়টার্সকে বলেছে তার মা পদত্যাগ করেননি। এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ।

সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো, তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত। আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে।

আজকে একটা ক্যু এর প্ল্যান করেছিল জয় এবং আরাফাত। কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পরে জুডিশিয়াল ক্যু রুখে দেয় ছাত্ররা।

জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এইরকম। ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাঈদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপরে উনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময়ে হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে।

সাথে সাথে এই ক্যু এর সাথে জড়িত সেনাবাহিনীর ২৫ কর্মকর্তা, চাকুরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবে।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করে হটাৎ ৫৭ বিচারপতিকে জরুরী মিটিংয়ে ডাকেন। স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন।

কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল ৯ টা বাজার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন। মিটিং স্থগিত হয়। ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে। সেনাবাহিনী শৃংখলা রক্ষার আবরণে সেখানে ছিলো। পদত্যাগ পত্র সরকারকে দেয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে।

এই ঘটনার সাথে জড়িত আপিল বিভাগের আরো পাঁচজন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে।

Musaddiq Ali Ibne Mohammad
সহ-সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বুঝেন
08/09/2024

বুঝেন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস।🇧🇩বাংলাদেশের দায়িত্ব নিলেন তিনি, বঙ্গভবনে শ...
08/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস।
🇧🇩বাংলাদেশের দায়িত্ব নিলেন তিনি, বঙ্গভবনে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি।

Address

920 Summer Place
Norcross, GA
30071,GEORGIA,UNITEDSTATEOFAMERICA

Alerts

Be the first to know and let us send you an email when VOICE of USA 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VOICE of USA 24:

Share