10/31/2022
আলহামদুলিল্লাহ 'কাজী আব্দুস শাকুর মেধা বৃত্তি পরীক্ষা ২০২২ ইং' সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
২৮-১০-২২রোজ শুক্রবার সকাল ১০:০০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত বৃত্তি পরীক্ষায় নিজ বাহাদুরপুর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের অষ্টম শ্রেণীর মাদ্রাসা ও স্কুল পড়ুয়া শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
এ সময় হল পরিদর্শন করেন আলহাজ্ব ময়নুল হক-চেয়ারম্যান ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন,জনাব দেলওয়ার হোসাইন-চেয়ারম্যান ১১নং লাউতা ইউনিয়ন,জনাব আব্দুল আহাদ খাঁন-প্রিন্সিপাল ইটাউরি মহিলা মাদ্রাসা,জনাব এনাম উদ্দিন-প্রধান শিক্ষক ইটাউরি হাজী ইউনুর মিয়া মেমোঃ উচ্চ বিদ্যালয়,পরীক্ষা নিয়ন্ত্রক জনাব হেলাল উদ্দিন-প্রধান শিক্ষক ইটাউরি সরকারী প্রাথমিক বিদ্যালয়,জনাব রুহেল হোসাইন-প্রধান শিক্ষক শাহবাজপুর মডেল কিন্ডার স্কুল,জনাব আব্দুস সামাদ-ভাইস চেয়ারম্যান কিশোর কন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা প্রমুখ।
আমি অতন্ত্য আনন্দিত হয়েছি এটা দেখে যে বৃত্তি পরিক্ষা বাস্তবায়নে নিয়োজিত সকল দায়িত্বশীলের তৎপরতা এবং কম সময়ের ভিতরে পরিক্ষা সম্পন্ন করতে আপানদের যে পরিশ্রম তা অবশ্য প্রশংসার দাবিদার।
আমাদের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ভাইকে জানাই ভালোবাসা ও মোবারকবাদ।
আল্লাহ আপনাদের কবুল করুন।
আগত সম্মানিত সকল অতিথি গণ কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও বৃত্তিতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও আগামীর জন্য শুভকামনা।
যাজাকল্লাহু খাইরান
কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্ট