Kazi abdus shakur education trust

Kazi abdus shakur education trust Help for education

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ আর নেই।বুকটা ফেটে যাচ্ছে...
08/14/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ আর নেই।
বুকটা ফেটে যাচ্ছে, সারাজীবন যার আলোচনা শুনেছি আজ তিনি আমাদেরকে ছেড়ে মহান রবের দরবারে চলেগেছেন।

ইয়া আল্লাহ তোমার কুরআনের পাখিকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। আমাদেরকে ধৈর্য্য ধরার তাওফিক দান করুন।

আলহামদুলিল্লাহ, কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে উত্তর পকুয়া(দৌলতপুরী) বায়তুস সালাম মসজিদের  ইমাম সাহেবকে চ...
05/04/2023

আলহামদুলিল্লাহ,
কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে উত্তর পকুয়া(দৌলতপুরী) বায়তুস সালাম মসজিদের ইমাম সাহেবকে চিকিৎসার জন্য (৳১০০০০) আর্থিক সহযোগিতা করা হয়।
উল্লেখ যে, জনাব মাওলানা ইসলাম উদ্দিন কয়েকদিন থেকে অসুস্থ হয়ে হাসপাতাল চিকিৎসারত আছেন।
আমরা আল্লাহর কাছে উনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

আমিন

আলহামদুলিল্লাহ আজ (৫রমযান) আমাদের নিজ বাড়িতে 'কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্টের' পক্ষ থেকে পবিত্র মাস রমযান উপলক্ষে ইফ...
03/28/2023

আলহামদুলিল্লাহ
আজ (৫রমযান) আমাদের নিজ বাড়িতে 'কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্টের' পক্ষ থেকে পবিত্র মাস রমযান উপলক্ষে ইফতার মাহফিল ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার সাবেক ভাই চেয়ারম্যান জনাব এমাদুল ইসলাম, উপস্থিত ছিলেন নিজবাহাদুরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য জনাব,এমরানুল হক বাবু,বিয়ানীবাজারে জননেতা জনাব মোস্তফা উদ্দিন, কমর উদ্দিন বাদশা সহ আরো এলাকার সম্মানিত ব্যাক্তিগন।
সবাইকে আমার ব্যাক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারক বাদ।
বিষেশ করে ধন্যবাদ সংগঠনের সম্মানিত দায়িত্বশীলদের যারা কষ্ট করে সুন্দর আয়োজন সফল করেছেন।

আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সম্পন্ন হলো একটি আনন্দময় দিনে  আনন্দ ভ্রমন "কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্ট" এর সৌজন্যে।...
03/23/2023

আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সম্পন্ন হলো একটি আনন্দময় দিনে আনন্দ ভ্রমন "কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্ট" এর সৌজন্যে।
দায়িত্বশীল সহ যারা অংশগ্রহণ করছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
সবার সুস্থ সুন্দর জীবন কামনা করি।

12/02/2022
11/27/2022
আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে সম্পন্ন হলো 'কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্টে'র উদ্যোগে আয়োজিত  কাজী আব্দুস শাকুর মেধা বৃত্...
11/25/2022

আলহামদুলিল্লাহ
সুন্দর ভাবে সম্পন্ন হলো 'কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্টে'র উদ্যোগে আয়োজিত কাজী আব্দুস শাকুর মেধা বৃত্তি পরীক্ষা ২২ ইং এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
২৪/১১/২২ ইং রোজ বৃহস্পতিবার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদ্রাসা হল রুমে ১২:৩০ থেকে শুরু অনুষ্ঠান।
অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ টাকা সহ পুরস্কার দেওয়া হয় এবং অংশগ্রহণকারী সকল পরিক্ষার্থীদেরকেও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকল অতিথিদের জানাই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছা যারা অত্যন্ত কষ্ট করে এসে আজকের অনুষ্টানে সময় দিয়েছেন।

সেই সাথে বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটি যারা সীমাহীন কষ্ট করে উদ্যোগকে বাস্তবায়নে রুপান্তরিত করেছেন তাদেরকে অন্তর ভালোবাসা।

আল্লাহ আপনাদের সাহায্য করুন, জ্ঞানী করুন, দেশ, জাতি ও সমাজের জন্য এককে জন শ্রেষ্ঠ দায়িত্বশীল হিসেবে গড়ে উঠার তাফফিক দিন।
আমিন

11/08/2022

এইচ.এস.সি ও আলিম সমমান পরিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইলো

Al hamdullilah so proud of this guys
11/03/2022

Al hamdullilah so proud of this guys

আলহামদুলিল্লাহকাজী আব্দুস শাকুর মেধা বৃত্তি পরীক্ষা-২২২৮/১০/২২রোজ শুক্রবার সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।পরীক্ষা কেন্দ্রে সম্...
10/31/2022

আলহামদুলিল্লাহ
কাজী আব্দুস শাকুর মেধা বৃত্তি পরীক্ষা-২২
২৮/১০/২২রোজ শুক্রবার সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে সম্মানিত অতিথিগণ এসেছিলেন এবং নিজেদের অভিমত ব্যক্ত করেছিলেন।
আমাদের পক্ষ থেকে সকল পরিদর্শক,অভিভাবক,পরিক্ষক ও পরীক্ষার্থীসহ আন্তরিকভাবে শ্রম দেয়া ভাইদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রইলো।

10/31/2022
আলহামদুলিল্লাহ 'কাজী আব্দুস শাকুর মেধা বৃত্তি পরীক্ষা ২০২২ ইং' সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ২৮-১০-২২রোজ শুক্রবার সকাল ১০:০০...
10/31/2022

আলহামদুলিল্লাহ 'কাজী আব্দুস শাকুর মেধা বৃত্তি পরীক্ষা ২০২২ ইং' সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

২৮-১০-২২রোজ শুক্রবার সকাল ১০:০০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত বৃত্তি পরীক্ষায় নিজ বাহাদুরপুর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের অষ্টম শ্রেণীর মাদ্রাসা ও স্কুল পড়ুয়া শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
এ সময় হল পরিদর্শন করেন আলহাজ্ব ময়নুল হক-চেয়ারম্যান ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন,জনাব দেলওয়ার হোসাইন-চেয়ারম্যান ১১নং লাউতা ইউনিয়ন,জনাব আব্দুল আহাদ খাঁন-প্রিন্সিপাল ইটাউরি মহিলা মাদ্রাসা,জনাব এনাম উদ্দিন-প্রধান শিক্ষক ইটাউরি হাজী ইউনুর মিয়া মেমোঃ উচ্চ বিদ্যালয়,পরীক্ষা নিয়ন্ত্রক জনাব হেলাল উদ্দিন-প্রধান শিক্ষক ইটাউরি সরকারী প্রাথমিক বিদ্যালয়,জনাব রুহেল হোসাইন-প্রধান শিক্ষক শাহবাজপুর মডেল কিন্ডার স্কুল,জনাব আব্দুস সামাদ-ভাইস চেয়ারম্যান কিশোর কন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা প্রমুখ।

আমি অতন্ত্য আনন্দিত হয়েছি এটা দেখে যে বৃত্তি পরিক্ষা বাস্তবায়নে নিয়োজিত সকল দায়িত্বশীলের তৎপরতা এবং কম সময়ের ভিতরে পরিক্ষা সম্পন্ন করতে আপানদের যে পরিশ্রম তা অবশ্য প্রশংসার দাবিদার।
আমাদের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ভাইকে জানাই ভালোবাসা ও মোবারকবাদ।
আল্লাহ আপনাদের কবুল করুন।

আগত সম্মানিত সকল অতিথি গণ কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও বৃত্তিতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও আগামীর জন্য শুভকামনা।

যাজাকল্লাহু খাইরান
কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্ট

Address

Ozone Park, NY

Alerts

Be the first to know and let us send you an email when Kazi abdus shakur education trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi abdus shakur education trust:

Share