Zara’s world

Zara’s world Zara’s own world 🌎

07/17/2024

কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে আল্লাহর উপর ছেড়ে দেয়, তাহলে তার পরিনতি অনেক ভয়াবহ হবে!!! 🥹

07/14/2024

মারজুক রাসেলের একটা কথা আছে, "তুমি কারো কাছে ডাইল-ভাত, কারো কাছে কাচ্চি।"

**কথাডা ডাহা সত্য। আমরা কারো-কারো কাছে দু-পয়সারও দাম পাই না; আবার কারো-কারো কাছে বিশেষ প্রায়োরিটি পাই।

**সমস্যা হইলো, আমরা ঘুইরা-ফিরা তাদের কাছেই যাই, যাদের কাছে আমরা ভ্যালুলেস। আর যারা আমাদের প্রায়োরিটি লিস্টের উপরে রাখে, তাদের সঙ্গ আমাদের ভালো লাগে না।

**মানুষ হিসেবে আমরা যথেষ্টই বেকুব। ডাইল-ভাতের হোটেলে গিয়া কাচ্চির আশায় বইসা থাকি।

07/14/2024

পুরুষ আটকায় শেষ বয়সে। যখন তার আর গতি থাকে না। ছেলে মেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয়। পুরুষ শেষ বয়সে বউয়ের নামে তখন একটা বাড়ি করে, কিংবা একটা ফ্ল্যাট কিনে।

পোস্ট অফিসের লাখ পঞ্চাশ টাকা তখন বউয়ের নামেই থাকে। ব্যাংক ব্যালেন্স, পেনশনের টাকা তখন আর নমিনি নয়, একদম বউয়ের নামেই জমা রাখে।

অথচ যৌবনে এতে ছিলো বড্ড ভয়। বউ যদি তার টাকা নিয়ে অন্য কারো সঙ্গে চলে যায়! তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়ের আঁচলে। যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না।

বাবা মা জীবিত থাকলে কোন পুরুষই স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না। তখন তারা চিন্তা করে বৌ কে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দা করে।পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া তার আর কোন অপশন নেই।

যৌবন থাকতে বউকে বলে আমার কোন কিছুই তোমার নয়। আর বৃদ্ধ বয়সে বলে, আমার সব সম্পদ তোমার। বোকা পুরুষ এটা বুঝে না, যৌবনে যার সাথে গভীর প্রণয় হলো না, বৃদ্ধ বয়সে তাকে আটকিয়ে কি লাভ! বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও তখন এক পা কবরে।‌

এতো সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে, যার যৌবণে একটা শখ পূরণ করতে সারারাত কাঁ'দতে হয়েছে।

তাই সময় থাকতে নিজের বৌকে ভালোবাসুন।

07/13/2024

সমালোচনা করার জন্য জিহবাটাই যথেষ্ট ,
প্রশংসা করতে লাগে হৃদয় 💕

07/10/2024

জিহবার কোনো হাড় নেই এটা সত্য , কিন্তু এর আঘাত এতো কঠিন হতে পারে যে কারো হৃদয় ভেঙে দেওয়ার জন্য তা যথেষ্ট।
💔

07/09/2024

যত মানুষ চিনতে পারবেন , তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে, আর বুঝতে পারবেন একাকীত্ব কখনো বেইমানি করেনা.....

07/07/2024

যাদের বোন আছে, বিয়ে হয়ে গেছে, বোনের খবর নিয়েন!
মনে রাখবেন বোন হচ্ছে আল্লাহর দেয়া অনেক বড়ো নেয়ামত।

আপনি যখন বেকার ছিলেন তখন আপনার বোন
অপেক্ষায় বসে থাকতো কবে যেন আমার ভাইটা
আমাকে দেখতে আসবে।
আপনি যখন বোনের বাড়িতে আসার কথা শুনাতেন
তখন বোন দুই/ এক দিন আগ থেকেই ব্যস্ত হয়ে পড়তো
কি দিয়ে ভাই কে খাওয়াবে, কি দেবে সাথে করে।

আপনি যখন বোনের বাড়িতে যেতেন তখন বোন টা
কি যে খুশি হতো তা ভাষার প্রকাশ করার মতো নয়।

আপনার দুলাভাই বাজার থেকে এসে অল্প অল্প টাকা
আপনার বোনের হাতে তুলে দিতেন,
অথবা বোন জামাই বিদেশ থেকে টাকা পাঠালে ঐ টাকা আপনার বোন খরচ না করে ধীরে ধীরে সঞ্চয় করতো
আর আপনি বোনের বাড়িতে যখন যেতেন তখন বোন
ঐ সঞ্চয় কৃত টাকা আপনার হাতে তুলে দিয়ে বলতো
তুই এই টাকা রাখ খরচ করিস
ভালো একটা প্যান্ট / শার্ট কিনিস!

আপনার দুলাভাই যখন টাকার হিসাব চেয়ে বসতো
তখন আপনার বোন বলতো-
সংসারের খুটিনাটি কাজে লাগিয়েছি,
মিথ্যার আশ্রয় নিতো,
মিথ্যার আশ্রয় কার জন্য নিতো?
এই আপনার জন্য-ই।

আজ যখন আপনার বেকারত্ব ঘোচাতে শুর করলো,
আপনি রুজি-রোজগার শুরু করলেন,
টাকা কামাচ্ছেন,
বিয়ে করেছেন?
ঠিক তখন-ই আপনি আপনার বোনের খবর নিতে ভুলে গেলেন।
একটাবারের মতো আপনার সময় হয়ে উঠছে না
আমার বোন কি ভাবে দিন কাটাচ্ছে,
ঘরে খাওয়ার মতো চাল-ডাল বাজার আছে কি না,
পড়ার মতো ভালো কাপড় আছে কি না,
বোনদের বাচ্চা-কাচ্ছারা কিভাবে আছে না আছে,
ওরা মামাদের কাছে কিছু আশা করে কি না,
সুস্থ আছে কি না,
কোন কিছু প্রয়োজন কি না
তা খোঁজ নেয়ার

আপনি কি মানুষ?
আপনার এই ব্যস্ততা আজ কাদের জন্য?
আপনার এই ব্যস্ততার পিছনে আপনার পরিবারের
কেউ না কেউ অবদান অবশ্যই রয়েছেন।

অতএব পরিবারের মানুষদের অবদানের কথা ভুলে গিয়ে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না।
যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন না কেন-
সবসময় পরিবারের খোঁজ নিয়েন,
বোনদের খেয়াল রাখবেন।

***মহান আল্লাহ যেন পৃথিবীর সমস্ত বোনদের সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন (আমিন)।

07/06/2024

"পাপা কি পরি" বা “daddy's princess” কে বিয়ে করতে চাইলে একটু সতর্ক থাকবেন।

উনারা সবাই এক নয়, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে উনাদের বাবারা বেশি আদর করে আর প্রশ্রয় দিয়ে এই মেয়ে গুলো কে একটা দায়িত্বজ্ঞানহীন, অলস আর অথর্ব মানুষ পরিণত করে ফেলেন।

উনারা সংসার এ শুধু নিতে চায়, দিতে চায় না।

তাদের বাবা তাদের এটা শিখিয়ে বড় করে না যে, "পাপা এবং স্বামী" এক জিনিস না।

কখনোই স্বামীর মাঝে বাবার ছায়া দেখতে হয়না। তুলনা করতে হয় না।

একটা ভুল মেয়ে আপনার জীবন শেষ করে দেয়ার জন্য যথেষ্ট।

সংসার অনেক কঠিন জায়গা।

ফাইযলামি করে সংসার হয়না।🥸

07/04/2024

Someone: তুমি সুন্দর করে কথা বলতে পারো না?

Me: কি আর করব কথায় তো আর ফিল্টার লাগানো যায় না। 😂

07/04/2024

পৃথিবীতে আমার সুপারহিরো হলো আমার "বাবা"।

07/04/2024

আশা ছোট রাখো,
ভঙ্গ হলে কষ্ট কম পাবে।
🤔

07/04/2024

গণিতের প্রশ্ন হওয়া উচিত জীবনমুখী।

যেমন শাকিলের কাছে আছে ১৫০০ টাকা। টিনা তাকে দেখে একটা মুচকি হাসি দিলো।শাকিলের কাছে এখন কতো টাকা?

Address

New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zara’s world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share