07/07/2024
যাদের বোন আছে, বিয়ে হয়ে গেছে, বোনের খবর নিয়েন!
মনে রাখবেন বোন হচ্ছে আল্লাহর দেয়া অনেক বড়ো নেয়ামত।
আপনি যখন বেকার ছিলেন তখন আপনার বোন
অপেক্ষায় বসে থাকতো কবে যেন আমার ভাইটা
আমাকে দেখতে আসবে।
আপনি যখন বোনের বাড়িতে আসার কথা শুনাতেন
তখন বোন দুই/ এক দিন আগ থেকেই ব্যস্ত হয়ে পড়তো
কি দিয়ে ভাই কে খাওয়াবে, কি দেবে সাথে করে।
আপনি যখন বোনের বাড়িতে যেতেন তখন বোন টা
কি যে খুশি হতো তা ভাষার প্রকাশ করার মতো নয়।
আপনার দুলাভাই বাজার থেকে এসে অল্প অল্প টাকা
আপনার বোনের হাতে তুলে দিতেন,
অথবা বোন জামাই বিদেশ থেকে টাকা পাঠালে ঐ টাকা আপনার বোন খরচ না করে ধীরে ধীরে সঞ্চয় করতো
আর আপনি বোনের বাড়িতে যখন যেতেন তখন বোন
ঐ সঞ্চয় কৃত টাকা আপনার হাতে তুলে দিয়ে বলতো
তুই এই টাকা রাখ খরচ করিস
ভালো একটা প্যান্ট / শার্ট কিনিস!
আপনার দুলাভাই যখন টাকার হিসাব চেয়ে বসতো
তখন আপনার বোন বলতো-
সংসারের খুটিনাটি কাজে লাগিয়েছি,
মিথ্যার আশ্রয় নিতো,
মিথ্যার আশ্রয় কার জন্য নিতো?
এই আপনার জন্য-ই।
আজ যখন আপনার বেকারত্ব ঘোচাতে শুর করলো,
আপনি রুজি-রোজগার শুরু করলেন,
টাকা কামাচ্ছেন,
বিয়ে করেছেন?
ঠিক তখন-ই আপনি আপনার বোনের খবর নিতে ভুলে গেলেন।
একটাবারের মতো আপনার সময় হয়ে উঠছে না
আমার বোন কি ভাবে দিন কাটাচ্ছে,
ঘরে খাওয়ার মতো চাল-ডাল বাজার আছে কি না,
পড়ার মতো ভালো কাপড় আছে কি না,
বোনদের বাচ্চা-কাচ্ছারা কিভাবে আছে না আছে,
ওরা মামাদের কাছে কিছু আশা করে কি না,
সুস্থ আছে কি না,
কোন কিছু প্রয়োজন কি না
তা খোঁজ নেয়ার
আপনি কি মানুষ?
আপনার এই ব্যস্ততা আজ কাদের জন্য?
আপনার এই ব্যস্ততার পিছনে আপনার পরিবারের
কেউ না কেউ অবদান অবশ্যই রয়েছেন।
অতএব পরিবারের মানুষদের অবদানের কথা ভুলে গিয়ে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না।
যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন না কেন-
সবসময় পরিবারের খোঁজ নিয়েন,
বোনদের খেয়াল রাখবেন।
***মহান আল্লাহ যেন পৃথিবীর সমস্ত বোনদের সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন (আমিন)।