Dr. Pinaki Bhattacharyaa

Dr. Pinaki Bhattacharyaa Exiled blogger, online activist and human rights defender from Bangladesh

07/17/2025

বিরিয়ানি আলম গুগল ড্রাইভে ফাইল আপ করতে গিয়া "জিয়াবাদ" ডাউনলোড করে ফেলিছে। কিয়েক্টা অবস্থা। ওরে কেউ বলেন "জিয়াবাদ" বলে কিছু নাই। মুজিববাদ মানে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদি রাজনীতি। এইটার ডেফিনেশন আছে। সোহরাওয়ার্দীর বডিগার্ডই এই ডেফিনেশন দিয়া গেছিলো। বিরিয়ানির গন্ধে খেয়াল ও করে নাই যে হাসনাত কী শ্লোগান দিছে। "মুজিব মুর্দাবাদ" শ্লোগান ওরা দেয় নাই রে বেকুবাচার্য। শ্লোগান দিছে "মুজিববাদ মুর্দাবাদ"।

বাঙালি জাতিয়তাবাদী রাজনীতিকে পরাজিত করেই হাসিনাকে উৎখাত করা হইছে। রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়া মুজিববাদকে উৎখাত করেই ছাত্র জনতারা বিজয় আনছে। মুজিববাদ মুর্দাবাদ শ্লোগানই তো তারা দিবে। সারা বাংলাদেশে দিবে। গোপালগঞ্জে আগে দিবে।

বর্ষা বিপ্লবের স্টালিনগ্রাদ খ্যাত যাত্রাবাড়ীতে আগামীকাল প্রতিরোধ দিবস। সকলের দাওয়াত।
07/17/2025

বর্ষা বিপ্লবের স্টালিনগ্রাদ খ্যাত যাত্রাবাড়ীতে আগামীকাল প্রতিরোধ দিবস। সকলের দাওয়াত।

07/16/2025

হা'মলা হইলো গোপালগঞ্জ আর পোলাপান ঢাকায় খুঁজতেছে মুজিবের ভা'ঙার মতো আর কিছু আছে কিনা । বুঝেন অবস্থা😂

গোপালগঞ্জে আমরা ঢুকতে পারবো না। ঢুকলেও বাইর হতে পারবো না। এই ছিলো মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে ...
07/16/2025

গোপালগঞ্জে আমরা ঢুকতে পারবো না। ঢুকলেও বাইর হতে পারবো না। এই ছিলো মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেয়া পুলিশের কর্তব্য। পুলিশ আর্মি সেই কাজ করেছে। কোন প্রাণ ঝড়ে নাই। এইটাই বিজয়। হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয়। এই বিজয়ও এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরেই। গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায়, কোন প্রাণঘাতী সংঘাত ছাড়াই। এই ঘটনার রাজনৈতিক মুল্য অনেক। এইগুলোই ছোট ছোট বিজয়।

গোপালগঞ্জের জনগন নামে নাই। নামছিলো বাকশালি গুন্ডারা। ওরা মরণপণ লড়াই করতে পারে না। সেটাও তো দেখলেন।

এইবার দেখেন কারা কারা ভয় দেখিয়েছিলো এই কর্মসূচী নিয়ে। তারা কি আসলেই রাজনীতি জানে ও বুঝে? তারা কি এই তারুণ্যের ক্ষমতা বুঝে? তারা কি এই তারুণ্যের হিম্মতকে সাপোর্ট দেয়ার মতো তালেবর?

আমরা শির নত না করে লড়ে যাওয়া তারুণ্যের পাশে থাকবো। ওরা হারুক বা জিতুক। আমরা বিজয়ের জন্য ওদের পাশে নেই, আমরা ওদের লড়াকু মনোভাবের জন্য ওদের পাশে ছিলাম, আছি৷ থাকবো।

"অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর"

ইনকিলাব জিন্দাবাদ
মুজিবিবাদ মুর্দাবাদ

এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালিরা টুঙ্গিপাড়া পাহারা দেয়। আরে বেকুব টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার। লোহা গরম হয়ে লা...
07/16/2025

এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালিরা টুঙ্গিপাড়া পাহারা দেয়। আরে বেকুব টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার। লোহা গরম হয়ে লাল না হলে হাতুড়ি দিয়া লোহায় বাড়ি দিয়া লাভ আছে কোন? বাকশালীদের ঔদ্ধত্য আর জনগনের ঘৃণা সেই পর্যায়ে পৌছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে। কেউ ঠেকাইতে পারবে না।

টুঙ্গিপাড়া বাচানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালিদের জাতির কাছে ক্ষমা চাওয়া। নয়তো অপেক্ষা করো লোহা গরম হওয়ার। পিনাকীর শপথ মিস হয় না। যা কইছি কইর‍্যা দেখাইবো। ইনশাআল্লাহ।

04/21/2025

চোরাবালিতে ডুবছে ইউনুস সরকার || Pinaki Bhattacharya

আওয়ামী লীগের ভারতপ্রীতির সেকাল একাল।ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং বন্ধু রাষ্ট্রের হাতকে শক্তিশালী করুন।
04/21/2025

আওয়ামী লীগের ভারতপ্রীতির সেকাল একাল।

ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং বন্ধু রাষ্ট্রের হাতকে শক্তিশালী করুন।

04/20/2025

ইউনুসের সরকারে ইন্ডিয়ান ল্যাস্পেন্সার || Pinaki Bhattacharya || The Untold

04/16/2025

বিএনপি কেন নির্বাচন চায়না ? Pinaki Bhattacharya || The Untold

04/15/2025

ছি: ছি: ছি: মিজানুর রহমান আজাহারী ছি: !!! Pinaki Bhattacharya

💖
04/14/2025

💖

04/12/2025

Address

Paris, AR

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Pinaki Bhattacharyaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Pinaki Bhattacharyaa:

Share