07/17/2025
বিরিয়ানি আলম গুগল ড্রাইভে ফাইল আপ করতে গিয়া "জিয়াবাদ" ডাউনলোড করে ফেলিছে। কিয়েক্টা অবস্থা। ওরে কেউ বলেন "জিয়াবাদ" বলে কিছু নাই। মুজিববাদ মানে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদি রাজনীতি। এইটার ডেফিনেশন আছে। সোহরাওয়ার্দীর বডিগার্ডই এই ডেফিনেশন দিয়া গেছিলো। বিরিয়ানির গন্ধে খেয়াল ও করে নাই যে হাসনাত কী শ্লোগান দিছে। "মুজিব মুর্দাবাদ" শ্লোগান ওরা দেয় নাই রে বেকুবাচার্য। শ্লোগান দিছে "মুজিববাদ মুর্দাবাদ"।
বাঙালি জাতিয়তাবাদী রাজনীতিকে পরাজিত করেই হাসিনাকে উৎখাত করা হইছে। রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়া মুজিববাদকে উৎখাত করেই ছাত্র জনতারা বিজয় আনছে। মুজিববাদ মুর্দাবাদ শ্লোগানই তো তারা দিবে। সারা বাংলাদেশে দিবে। গোপালগঞ্জে আগে দিবে।