07/21/2025
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে,আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুরু করছি। আজকের আলোচনার: রোববার বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ির যে ফ্ল্যাটটিতে ডাকাতি হয়েছে, সেটার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটক চারজনের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার ও করপোরাল মুকুল। অভিযোগে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে পাঁচ ব্যক্তি বোরহান নামের একজনকে খুঁজতে ওই বাসায় প্রবেশ করেন। এরপর বাসার মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যান তাঁরা।ওই সময় স্থানীয় বাসিন্দা হারুনুর রশীদ বিষয়টি সন্দেহজনক মনে করে ডাকাত দলকে মোটরসাইকেলে ধাওয়া করেন এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। পরে মিরপুর ১২ নম্বরের এনডিসি চেকপোস্টে গিয়ে গাড়িটি আটক করা হয়।পুলিশ সূত্র জানায়, করপোরাল মুকুল শনিবার মিরপুর ১০ নম্বরে একটি চায়ের দোকানে হারুনুর রশীদের সঙ্গে পরিচিত হন। হারুনুর রশীদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্যদাতা হিসেবে কাজ করেন। পরিচিত হওয়ার পর একটি অস্ত্র থাকার তথ্য দিয়ে হারুনুর রশীদকে ওই বাসায় নিয়ে যান করপোরাল মুকুল।
আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী ও কয়েকটি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
সন্মানিত অতিথি:
*ব্রিঃ জেঃ মুহাম্মদ হাসান নাসির (অবঃ)
PRESIDENT, NEXUS DEFENCE AND JUSTICE,
*সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী,
*লে. কর্ণেল মোঃ হাসিনুর রহমান,বীর প্রতীক
(সাবেক সেনা কর্মকর্তা),
#আন্দোলন #বিএনপি #আওয়ামীলীগ #ভারত #মোদি #জুলাইবিপ্লব #তাজহাশমীশো #তাজ_হাশমী #তাজ_হাশমীর_বিশ্লেষণ
Subscribe on YouTube:
https://youtube.com/
https://youtube.com/
https://tajhashmi.blogspot.com/