America Bangla Channel

America Bangla Channel This TV Channel is based in North America

11/13/2025
অস্ত্রধারী সন্ত্রাসীকে দেখামাত্র গুলি করে (ব্রাশফায়ার) হত্যার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ক...
11/11/2025

অস্ত্রধারী সন্ত্রাসীকে দেখামাত্র গুলি করে (ব্রাশফায়ার) হত্যার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি বলেছেন, আমার এ নির্দেশনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

আজ দুপুরে সিএমপির সব থানা-ফাঁড়িতে দায়িত্বরতসহ সকল পুলিশ সদস্যদের বেতার (অয়্যারলেস) বার্তায় কমিশনার মৌখিকভাবে এ নির্দেশনা দেন।

নির্দেশনার কথা স্বীকার করে কমিশনার বলেন, হ্যাঁ, আমি আমার সদস্যদের এ ধরনের একটা নির্দেশনা দিয়েছি। আপনারা জানেন, ২০২৪ সালের ৬, ৭ ও ৮ আগস্ট চট্টগ্রাম শহরে বিভিন্ন থানা থেকে পুলিশের অস্ত্র লুট হয়েছে। ফলে অনেক অস্ত্র বাইরে চলে গেছে। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে যায়নি কিংবা অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে না, সেটা আমরা নিশ্চিত নই।

Source:
Jamuna TV

11/11/2025

আজকের কিছু বিশেষ সংবাদ নিচে দেওয়া হলো:
​হজ চুক্তি: ২০২৬ সালে হজ করার সুযোগ পাবেন প্রায় সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি—এই মর্মে চুক্তি সই হয়েছে।
​আইন-শৃঙ্খলা:
​চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার অস্ত্রধারী সন্ত্রাসী দেখামাত্র ব্রাশফায়ারের নির্দেশ দিয়েছেন।
​শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলায় 'দুই শুটার'সহ ৫ জনকে আটক করা হয়েছে।
​অপহরণকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
​নির্বাচন ও রাজনীতি:
​নির্বাচনের জোয়ার বইছে, ফেব্রুয়ারিতেই ভোট হবে বলে প্রেস সচিব জানিয়েছেন।
​সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন পে-স্কেল নিয়ে অসন্তোষ চলছে, যা ঝুলে আছে এবং তারা আন্দোলনে যেতে পারেন।
​অন্যান্য:
​প্রিমিয়ার ব্যাংক ও ব্যাংকটির কর্মকর্তাদের ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
​রাজবাড়ীতে পাটকলের দুই গুদামে আগুন লাগায় ব্যাপক ক্ষতির শঙ্কা করা হচ্ছে।
​ABC Reports

11/11/2025

এনসিপি কার্যালয় সামনে থেকে পাঁচজন আওয়ামী সন্ত্রাসীকে ককটেলসহ হাতেনাতে ধরে ফেলে জনগণ এবং মুহূর্তেই গণপিটুনি সহ পুলিশের হাতে তুলে দেয়া হয়

11/11/2025

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ–এর উদ্যোগে গত ৯ নভেম্বর রোববার সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজার্সি বিএনপির প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ জুবায়ের আলী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান প্রধান উপদেষ্টা আলাউর রহমান খন্দকার। এছাড়া বক্তব্য দেন— সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, উপদেষ্টা সদস্য মাস্টার ছমির উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ খলিল, সৈয়দ খালিদ আলী, এবাদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসিন সেলিম, যুগ্ম সম্পাদক মুজিবুল ইসলাম রাহাত ও আবুল কালাম আজাদ খান, প্যাটারসন সিটি বিএনপির সভাপতি মাছুম চৌধুরী, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক রিহাদুল হাসান রাহুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য তারেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক খসরু পারভেজ, প্যাটারসন সিটির সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খান, স্টেট বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, রবিন হালিম, শামিম ভুইয়্যান, হুমায়ুন আহমেদ, হাসান আহমেদ, সাহেদ আহমেদসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সৈয়দ খুবায়েব আলী। আলোচনা ও দোয়া শেষে নৈশভোজ পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

11/09/2025

অনিশ্চয়তায় জাতীয় নির্বাচন। জরুরি অবস্থা কি আসছে? এবিসি ফোরাম পর্ব ৩৪৪ অতিথি কর্নেল(অব)হাসিনুর রহমান বীর প্রতীক, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক , রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সিনিয়র সাংবাদিক। প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন! ধন্যবাদ

আমার অভিমতের  বিশ্লেষণে আমেরিকার নিউ জার্সির বাংলা সাংবাদিকতার গৌরব উজ্জ্বল রাজনৈতিক বিশ্লেষক এবং সিলেটের গোলাপগঞ্জের কৃ...
11/05/2025

আমার অভিমতের বিশ্লেষণে আমেরিকার নিউ জার্সির বাংলা সাংবাদিকতার গৌরব উজ্জ্বল রাজনৈতিক বিশ্লেষক এবং সিলেটের গোলাপগঞ্জের কৃতি সন্তান , নব্বই দশকের বিশ্ব বেহায়া খ্যাত এরশাদ বিরোধী গনতান্ত্রিক আন্দোলনের পুরু ভাগের সৈনিক বিশিষ্ট অন লাইন যোদ্ধা জনাব আলাউর খন্দকার সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরার প্রয়াসে আমার ক্ষুদ্র একটি চেষ্টা ! এছাড়াও সদ‍্য বিগত শতাব্দীর শ্রেষ্ঠ লেডি কিলার স্বৈরাচার এবং আওয়ামী দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতিকে মুক্তির আস্বাদের ক্ষেত্র প্রস্তুতের নির্ভিক যোদ্ধার গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণীয় ও অতুলনীয়! সেই সুবাদে শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরাচারী অপশাসনে বিদগ্ধ সাংবাদিক
আলাউর খন্দকার সম্পর্কে আমার অভিমতের একটি অবতারণা ।

অতীতের সেই ৮০ দশকের সাংবাদিকতার সুবাদে সিলেটের বহুল প্রচারিত পত্রিকা সিলেটের ডাক ও ঢাকার থেকে প্রকাশিত সাপ্তাহিক সচিত্র দেশকাল এবং আজকের সুর্যোদয়ের সিলেটের প্রতিনিধি হিসেবে তৎকালীন সময়ে যথেষ্ট খ্যাতি অর্জন করেন। এছাড়াও ছাত্র জীবন থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির প্রতি আগ্রহের পরিপ্রেক্ষিতে তিনি মনের অজান্তেই জাতীয়তাবাদী রাজনীতির প্রতি অনুরক্ত হয়ে পড়েন । ভারত কর্তৃক একতরফাভাবে ফারাক্কা বাঁধের মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বানানোর অভিপ্রায়ে যখন পানি বন্ধ করে দেয়, সেই সময়ে অতি অল্প বয়সে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কর্তৃক আয়োজিত ১৯৭৬ সালে রাজশাহীতে অনুষ্ঠিত ফারাক্কা লং মার্চে অংশগ্রহণ করছিলেন! বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ এবং ১৯ দফা কর্মসূচির আকর্ষণে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে দেশ বিদেশে দল কর্তৃক অর্পিত বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন । তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ষ্টেট বি এন পির অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য , সাধারণ সম্পাদক এবং উপদেষ্টার দায়িত্ব পালন করছেন! সদ্য বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ওয়াশিংটন, নিউইয়র্ক, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে অবৈধ স্বৈরশাসক হাসিনা সরকার কর্তৃক অব‍্যাহত খুন গুম , ক্রসফায়ার, মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ।
এছাড়াও নিউ জার্সির বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং মানবাধিকার ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন ! ১৯৯১ সালের নিউ জার্সি ইয়ুথ ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ! বাংলাদেশ সোসাইটি নিউ জার্সি এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ও আমেরিকার মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ঐক্যবদ্ধ কমিউনিটির উন্নয়নে ভূমিকা পালন করছেন । ২০১২ সালে নিউ জার্সির প্রথম বাংলাদেশি পেটারসন সিটির কমিশনার হিসেবে নির্বাচিত হন! বাংলাদেশে আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি বিভিন্ন রাজনৈতিক প্লাটফর্মে দেশ বিদেশের বিশিষ্ট গবেষক , লেখক সাংবাদিক এবং রাজনীতিক বিশ্লেষক, অনেক পেশাজীবী মানুষের সমন্বয়ে তার প্রতিষ্ঠিত আমেরিকা বাংলা চেনেলের ভূমিকা অন‍্যান‍্য এবং গৌরবোজ্জ্বল তা অনস্বীকার্য । তার প্রতিষ্ঠিত এ বি সি চেনেলের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা গ্রহণের কারণে বিগত আওয়ামী সরকারের রুদ্ররোষের শিকারে পরিণত হয়ে বাংলাদেশের নাগরিক হয়ে ও সুদীর্ঘ কাল বিদেশে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়েছেন ! তার প্রতিষ্ঠিত এ বি সি চেনেলের প্রতি রুষ্ট হয়ে স্বৈরাচারী সরকার বাংলাদেশে তার আত্নীয় স্বজনদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে কুণ্ঠাবোধ করেনি! অনেক নিকট আত্মীয় স্বজনের মৃত্যুতে তার পক্ষে দেশে যাওয়া ও সম্ভব হয়নি! তার কর্ম স্পৃহা যোগ্যতা ও রাজনৈতিক অভিজ্ঞতার ফলশ্রুতিতে দেশে স্বৈরশাসনের অবসানে অনেক দেশ বিদেশের অনেক রাজনৈতিক গবেষক ও বিশ্লেষক তাকে তার নিজ এলাকায় দলীয় মনোনয়ন নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছিলেন! কিন্তু তিনি দেশ ও জাতীয় পরিস্থিতি দেশী বিদেশী যড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের অস্তিত্ব নিরাপদ না হওয়া পর্যন্ত কলম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দল ও জাতির স্বার্থে কাজ চালিয়ে যেতে চান!

পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি নিবেদন, দলের ভাবমূর্তি উজ্জ্বল করা , তৎসংগে দলের আদর্শকতার বিরোধী অপশক্তির বিরুদ্ধে সোস্যাল মিডিয়ার মাধ্যমে জনমত সৃষ্টি করার লক্ষ্যে, আলাউর খন্দকারের মতো নির্বিক যোদ্ধাদের মুল‍্যাযন করা উচিত! সর্বপরি স্বাধীনতা অর্জন ও রক্ষার প্রাণ পুরুষ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পরিক্ষিত দেশ প্রেমিক সাংবাদিক ও জাতীয়তাবাদী দলের জনমত প্রতিষ্ঠার সমস্ত কুশলীবদের মুল্যায়ন করা সময়ের দাবী! বিগত দিনে স্বৈরাচার অপসারণের সংগ্রামে সোস্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের মধ্যে যে চেতনা , প্রেরণা ও ত্যাগের মনোবৃত্তি সৃষ্টি হয়েছিল, তার প্রেক্ষিতে বিগত সাড়ে যোল বৎসরের তিল তিল করে জমানো বারুদের বিস্ফোরণে ৩৬ জুলাইয়ের স্বৈরশাসকের পতনের ক্ষেত্র প্রস্তুতের সকল আহত নিহত , ও সংগ্রামীদের জন্য জাতি অনন্তকাল গর্বিত ও অনুপ্রাণিত হবে !

অনুসন্ধানী দৃষ্টিতে
রেজওয়ান আহমেদ

Address

Paterson, NJ
07502

Alerts

Be the first to know and let us send you an email when America Bangla Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category