09/26/2025
অদম্য সাহস এবং এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন । জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশনে অংশ নিতে ডঃ মুহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে এখন আমেরিকার ম্যানহাটেন হায়াত গ্রান্ড হোটেলে অবস্থান করছেন আখতার ।
প্রথমেই প্রশ্ন করেছিলাম জুলাই আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল? উত্তরে বললেন আমি ফ্যাসিবাদি সরকারের একজন টার্গেট ছিলাম তাই আমাকে জেলে বন্দি করে রাখে যদি বিজয় না আসতো তাহলে তারা আমাকে মেরে ফেলত।
সবাইকে ছাড়লেও আখতার কে সরকার ছাড়িনি কারণ তারা জানে প্রচণ্ড ভারত বিদ্বেষী আখতার আবু সাঈদের মতই একটি বারুদ ।
২০১৯ সালে বাংলাদেশের বুয়েট বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া আবরার ফাহাদ এর মর্মান্তিক হত্যাকান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একমাত্র আখতারের সমন্বয়ে বিক্ষোভ করা হয় । আওয়ামী স্বৈরাচারী সরকারের রক্ত চক্ষু অপেক্ষা করে আখতার প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে । তখন থেকেই ভারতপ্রেমী হাসিনা সরকার তার উপর করা দৃষ্টি রাখে । ২০১৮ সালের ৬ই অক্টোবর ঢাকা ভার্সিটি খ ইউনিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় একা একা করেন প্রতিবাদ টানা তিন দিন অনশন ধর্মঘট । তার প্রতিবাদ শেষ পর্যন্ত আমলে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন । তিনি ডাকসুতে সমাজসেবক সম্পাদক হিসেবে নির্বাচিত হন ২০১৯ সালে । ২০২০ সালের ৭ই অক্টোবর আবরার ফাহাদের স্মরণে সে তৈরি করে একটি প্রতীকি আর্ট স্তম্ভ যা হাসিনা তার পালিত ছাত্রলীগ ক্যাডার দিয়ে ভেঙে ফেলে । ২০২১ সালের এপ্রিল মাসে বাংলাদেশে সফর করে নরেন্দ্র মোদি এ সময আখতার থেমে থাকেনি, করে প্রতিবাদ । ফারাক্কা তিস্তা সহ বাংলাদেশে ন্যায্য পানির দাবিতে আন্দোলন করে । তখনই টানা ৭৮ দিন হাজতে থাকতে হয় আখতার কে । জুলাই আন্দোলনের তার ছিল বারুদ এর মত প্রতিবাদ ১৭ ই জুলাই তাকে পুলিশ আটক করে এবং নির্মম অত্যাচার চালায় এবং ৭ আগস্ট সে মুক্তি পায় । হাসিনার অত্যাচারে মৃত্যুবরণকারী এবং পঙ্গু হয়ে যাওয়া মানুষদের জন্য সে প্রতিনিয়ত দোয়া করে এবং সে বিশ্বাস করে এ বিজয় সমস্ত বাংলাদেশের মানুষের কোন একটি ব্যক্তি বা রাজনীতির দলের নয়।
প্রশ্ন করেছিলাম এয়ারপোর্টে লাঞ্ছিত হওয়ার ঘটনা,
হাসতে হাসতে উত্তর দিলেন আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন হয়তোবা এই কারণেই আমেরিকাতে যে কয়েকটি ফ্যাসিস্ট আছে তারা অচিরেই নিঃশেষ হয়ে যাবে ।
সবশেষে জিজ্ঞেস করেছিলাম আপনি বাংলাদেশকে কেমন বাংলাদেশ দেখতে চান?
উত্তরে বললেন আমি বাংলাদেশকে ভারতে আগ্রাসন হতে মুক্ত , সব ধর্মের লোকদের সম অধিকার এবং স্বাধীনতা এবং দুর্নীতিমুক্ত একটি সুখী দেশ হিসেবে দেখতে চাই।
মাহবুবুর রহমান
সিইও
আমেরিকা বাংলা চ্যানেল