Biswas Agro -বিশ্বাস এগ্রো

Biswas Agro -বিশ্বাস এগ্রো রাজশাহীর সেরা জাতের আম আমরাই বিক্রয় ক?

The amount on line 6 will be used in Part V column (b), in subsequent years when calculating whether the foundation
qualifies for the section 4940(e) reduction of lax in those years

আমের রাজা হিমসাগর পাবেন মাত্র ৫৫ টাকা প্রতি কেজি। কম পক্ষে ১০ কেজি আম কিনতে হবেকুরিয়ার চার্জ + প্যাকিং চার্জ ক্রেতা বহন ...
06/05/2021

আমের রাজা হিমসাগর পাবেন মাত্র ৫৫ টাকা প্রতি কেজি। কম পক্ষে ১০ কেজি আম কিনতে হবে
কুরিয়ার চার্জ + প্যাকিং চার্জ ক্রেতা বহন করবে।
যোগাযোগঃ ০১৭১১-৫১৮০৯২

বর্তমানে ভালোমানের গোপালভোগ আম গাছ থেকে নামানো হয়েছে। ভালোমানের  হিমসাগর / খিরসাপাত পাবেন ১ জুন থেকে।প্রতিকেজি আমের দাম ...
05/24/2021

বর্তমানে ভালোমানের গোপালভোগ আম গাছ থেকে নামানো হয়েছে।
ভালোমানের হিমসাগর / খিরসাপাত পাবেন ১ জুন থেকে।
প্রতিকেজি আমের দাম পরবে ৭৫ টাকা সকল খরচ সহ। কমপক্ষে ১০ কেজি নিতে হবে।

১০০% ফরমালিন মুক্ত আম বাগান থেকে প্যাকেট করে পাঠানো হয়

Biswas Agro - Eat Fresh be Fresh

ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে নিরাপদ ও বালাইমুক্ত আম উৎপাদনে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক মেয়রপ্রেস বিজ্ঞপ্তি, ০২ মে ২০২১রাজ...
05/02/2021

ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে নিরাপদ ও বালাইমুক্ত আম
উৎপাদনে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক মেয়র

প্রেস বিজ্ঞপ্তি, ০২ মে ২০২১
রাজশাহীতে নিরাপদ ও বালাইমুক্ত আম উৎপাদনে ফ্রুট ব্যাগিং পদ্ধতি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সেনানিবাসের পাশে ৫ বিঘার একটি আমবাগনে ফ্রুট ব্যাগিং পদ্ধতির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোশেনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর আম ইউরোপ সহ বাইরে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, এটি আমাদের জন্য অত্যান্ত সুখবর। রাজশাহী কৃষি প্রধান অঞ্চল। এ অঞ্চলে কৃষি পণ্য ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা সম্ভব হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে ও অর্থনীতি শক্তিশালী হবে।

উদ্বোধনকালে রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাইটির সভাপতি মো. আনোয়ারুল হক, সহ-সভাপতি ডা. আব্দুল খালেক সহ সংগঠনটির সদস্য ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাইটির সভাপতি মো. আনোয়ারুল হক জানান, বিগত কয়েক বছর ধরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম বিদেশে রপ্তানি করা হচ্ছে। আম বিদেশে রপ্তানি করতে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন করতে হয়। ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানি করা হয়। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম নিরাপদ ও বালাইমুক্ত ও স্বাস্থ্যসম্মত। এই প্রদ্ধতিতে উৎপাদিত আমের চাহিদা দেশেও আছে। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চলতি বছর আমরা ৩০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা র্নিধারণ করেছি। এরমধ্যে অধিকাংশ আম বিদেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।

Address

7780 49th Street N Ex Ste 425
Pinellas Park, FL
33781

Alerts

Be the first to know and let us send you an email when Biswas Agro -বিশ্বাস এগ্রো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biswas Agro -বিশ্বাস এগ্রো:

Share