
04/15/2025
অস্থির জেনারেশন
----সোহরাব উদ্দিন।
বতর্মান প্রযুক্তির যুগ তৈরি করছে অস্থির জেনারেশন,
ওদের নাই আদর্শিক এমবিশান,নাই পবিত্র কোন মিশন।
ওরা পড়ে না কোনো নিউজপেপার পড়ে না কোনো বই,
ওরা স্মার্ট মোঠোফোন দিয়ে দিন-রাত করে শুধু হৈ-চৈ।
ওরা করে না কভু আউটডোরের পরিশ্রমী কোনো খেলা,
বাড়ি-ঘর অলিগলিতে সদা কাটায় অলস কালবেলা।
তথ্য-প্রযুক্তিতে মজে থেকে সময় কাটায় অবহেলায়,
রোদ বৃষ্টি খোলা মাঠে ভাসায় না তাদের জীবন ভেলা।
বতর্মান জেনারেশন গ্রামেগঞ্জে আর করে না হাটাঁহাঁটি,
ওরা রৌদ্রে খেলে না বৃষ্টিতে ভীজে না নরম-কাদামাটি।
এরা অস্থির এক জেনারেশন, প্রচণ্ড রকম অস্থির,
অন্তরে তাদের বেঁধেছে ফেসবুক ইউটিউব নীড়।
অপরিচিত,সিনিয়র জুনিয়র সম্মানের নেই বালাই,
যে যাকে মনে চায় ইচ্ছে মতো করে গণ ধুলাই।
গায়ের সাথে গা ঘেষে পায়ে পা,সরি টেন্ডেন্সি নাই,
উদ্ধত আচরণ,সদম্ভ চলাফেলা নাজেহাল উপায়।
সারারাত অনলাইনে থাকে সারাদিন দুপুর ঘুমায়,
আত্মীয়-স্বজন মাতা-পিতা শুধুই করে হায় হায়।
অস্থির প্রজন্ম দেখে না সূর্যোদয়,দেখে না সূর্যাস্ত,
সারা-দিন সারা-রাত শুধুই অনলাইনে থাকে ব্যস্ত।
ইতিহাস পড়ে না,সাহিত্য পড়ে না,বুঝে না সাহিত্য,
ফেসবুকে স্ট্যাটাস দেয় জ্ঞান দেয় কত নিত্য নিত্য।
রবীন্দ্র চিনে না,ফখরুল চিনে না, চিনে না নজরুল,
জালাল রুমি,ইকবাল,হাফিজ,সাদী বহু দূর ইমরুল।
হাঁটতে পারে না,দৌড়াতেও না,চড়তে পারে না গাছে,
সব কিছুই জিম্মি এখন অস্থির জেনারেশনের কাছে।
সাঁতার কাটতে পারে না মহাসাগর দিতে চায় পাড়ি,
হাঁটতে পারে না,দৌড়াতে পারে না,চড়ে শুধুই গাড়ি।
সারা-দিন সারা-রাত খায় আড্ডা জলসায় তাড়ি,
স্টার্টফোন আর অনলাইনই যেন বাপ-দাদার বাড়ি।
ওরা অস্থির এক জেনারেশন, প্রচন্ড রকমের অস্থির,
স্মার্টফোন আর অনলাইনই যেন তাদের স্বপ্নের নীড়।
-------------- #------------
১৫|৪|২৫