হাওর কবি

হাওর কবি "ছাড়িতে পারিনা কভু গ্রামের মায়া,
সবুজে শ‍্যামলে ভরা গাছের ছায়া।"
----সোহরাব---

অস্থির জেনারেশন----সোহরাব উদ্দিন।বতর্মান প্রযুক্তির যুগ  তৈরি  করছে  অস্থির জেনারেশন,ওদের নাই আদর্শিক এমবিশান,নাই পবিত্র...
04/15/2025

অস্থির জেনারেশন
----সোহরাব উদ্দিন।

বতর্মান প্রযুক্তির যুগ তৈরি করছে অস্থির জেনারেশন,
ওদের নাই আদর্শিক এমবিশান,নাই পবিত্র কোন মিশন।

ওরা পড়ে না কোনো নিউজপেপার পড়ে না কোনো বই,
ওরা স্মার্ট মোঠোফোন দিয়ে দিন-রাত করে শুধু হৈ-চৈ।

ওরা করে না কভু আউটডোরের পরিশ্রমী কোনো খেলা,
বাড়ি-ঘর অলিগলিতে সদা কাটায় অলস কালবেলা।

তথ‍্য-প্রযুক্তিতে মজে থেকে সময় কাটায় অবহেলায়,
রোদ বৃষ্টি খোলা মাঠে ভাসায় না তাদের জীবন ভেলা।

বতর্মান জেনারেশন গ্রামেগঞ্জে আর করে না হাটাঁহাঁটি,
ওরা রৌদ্রে খেলে না বৃষ্টিতে ভীজে না নরম-কাদামাটি।

এরা অস্থির এক জেনারেশন, প্রচণ্ড রকম অস্থির,
অন্তরে তাদের বেঁধেছে ফেসবুক ইউটিউব নীড়।

অপরিচিত,সিনিয়র জুনিয়র সম্মানের নেই বালাই,
যে যাকে মনে চায় ইচ্ছে মতো করে গণ ধুলাই।

গায়ের সাথে গা ঘেষে পায়ে পা,সরি টেন্ডেন্সি নাই,
উদ্ধত আচরণ,সদম্ভ চলাফেলা নাজেহাল উপায়।

সারারাত অনলাইনে থাকে সারাদিন দুপুর ঘুমায়,
আত্মীয়-স্বজন মাতা-পিতা শুধুই করে হায় হায়।

অস্থির প্রজন্ম দেখে না সূর্যোদয়,দেখে না সূর্যাস্ত,
সারা-দিন সারা-রাত শুধুই অনলাইনে থাকে ব‍্যস্ত।

ইতিহাস পড়ে না,সাহিত‍্য পড়ে না,বুঝে না সাহিত্য,
ফেসবুকে স্ট‍্যাটাস দেয় জ্ঞান দেয় কত নিত‍্য নিত‍্য।

রবীন্দ্র চিনে না,ফখরুল চিনে না, চিনে না নজরুল,
জালাল রুমি,ইকবাল,হাফিজ,সাদী বহু দূর ইমরুল।

হাঁটতে পারে না,দৌড়াতেও না,চড়তে পারে না গাছে,
সব কিছুই জিম্মি এখন অস্থির জেনারেশনের কাছে।

সাঁতার কাটতে পারে না মহাসাগর দিতে চায় পাড়ি,
হাঁটতে পারে না,দৌড়াতে পারে না,চড়ে শুধুই গাড়ি।

সারা-দিন সারা-রাত খায় আড্ডা জলসায় তাড়ি,
স্টার্টফোন আর অনলাইনই যেন বাপ-দাদার বাড়ি।

ওরা অস্থির এক জেনারেশন, প্রচন্ড রকমের অস্থির,
স্মার্টফোন আর অনলাইনই যেন তাদের স্বপ্নের নীড়।
-------------- #------------
১৫|৪|২৫

হাওর কবি পেইজ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।১৪৩২ বঙ্গাব্দ
04/14/2025

হাওর কবি পেইজ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
১৪৩২ বঙ্গাব্দ

03/24/2025

# বিদায় অনুষ্ঠানে ছোঁয়া ছিদ্দিক

#বিদায়_২০২৫

যাক্কুম ফল---সোহরাব উদ্দিন।হে ব‍্যভিচারী নারী পুরুষ যতই কর মাক্কুম মাক্কুম,জাহান্নামে গিয়ে  ভক্ষণ করতে  হবে ফল যাক্কুম।ম...
10/26/2024

যাক্কুম ফল
---সোহরাব উদ্দিন।
হে ব‍্যভিচারী নারী পুরুষ যতই কর মাক্কুম মাক্কুম,
জাহান্নামে গিয়ে ভক্ষণ করতে হবে ফল যাক্কুম।

মক্কা হতে আশি কিলোমিটার দূরে তায়েফ শহর,
শহরটির শীতলপাহাড়ের চৌদিকে যাক্কুমবৃক্ষ বহর।

যাক্কুম বৃক্ষ হলো বড় বড় বিভৎস কাঁটাযুক্ত গাছ,
যাক্কুমবৃক্ষ ও ফলের সাথে জাহান্নামীদের বসবাস।

এই বৃক্ষ ও ফল দেখতে কাঁটাযুক্ত ভয়াবহ বীভৎস,
ব‍্যভিচারী নর-নারীদের জন‍্যই রয়েছে ভয়াবহ দৃশ‍্য।

কোরআনে আটবার বলা হয়েছে যাক্কুম ফলের কথা,
যিনাকারী ব‍্যভিচারীদের খাওয়ায়ে দেওয়া হবে ব‍্যথা।

জাহান্নামীদের খাবার হবে কাঁটাযুক্ত যাক্কুম ফল,
যতই কর অবৈধ বল হে ব‍্যভিচারী নারীপুরুষ দল।

যাক্কুম ফল জুড়ে থাকে শুধুই কাঁটা আর কাঁটা যুক্ত,
হে জগতবাসী নারী পুরুষ থাকো ব‍্যভিচার মুক্ত।

যাক্কুম বৃক্ষের ফল হবে ব‍্যভিচারী নর-নারীর খাবার,
ব‍্যভিচার হতে মুক্ত থাকতে হবে যত নর-নারী সবার।

ব‍্যভিচারী নরনারীদের নরকী খাদ‍্য হবে যাক্কুম ফল,
যতই কর অবৈধ বল হে ব‍্যভিচারী নর-নারীর দল।
-----------------!!!------------
fb কবিতা নং--৬৭৭

শব্দবোমা--সোহরাব উদ্দিন।যার  প্রতি আমি  ছুড়ি শব্দ বোমা,তার প্রতি আমার নাহি কভু ক্ষমা।প্রতিবাদের  শব্দ  বোমা  সব জমা,শব্দ...
10/10/2024

শব্দবোমা
--সোহরাব উদ্দিন।

যার প্রতি আমি ছুড়ি শব্দ বোমা,
তার প্রতি আমার নাহি কভু ক্ষমা।
প্রতিবাদের শব্দ বোমা সব জমা,
শব্দ বোমার লাগে না দাড়ি কমা।

যাদের প্রতি ছুড়ি শব্দ বোমা আমরা,
তাদের গায়ের পোশাক গন্ডা চামড়া।
শব্দবোমার পাগলা কুকুর যতই কাঁমড়া,
গায়ে তাদের লাগানো গন্ডার চামড়া।

শব্দবোমার আঘাতে গায়ে লাগেনা শরম,
শব্দ বোমার ভাষা যতই হউক না গরম।
শব্দ বোমার আঘাতে চামড়া হয়না নরম,
প্রতিবাদের শব্দ বোমা যতই হউক চরম।

শব্দ বোমা হজমকারীর নাই শরম লাজ,
কপালে পরে না তাদের লাজশরম ভাঁজ।
শব্দ বোমা হজমকারীর মাথায় শরমতাজ,
শব্দবোমা হজমকারী পা চাটুকার তেলবাজ।
------------------------
fb কবিতা নং--৬৭৬

09/26/2024

জি স‍্যার, জি স‍্যার
(পা চাটুকার)
---------সোহরাব উদ্দিন।

সুবিধাবাদী চাটুকার
জি স‍্যার,জি স‍্যার
ঠিক আছে স‍্যার
সবই হবে স‍্যার।।

মেরুদণ্ডহীন চাটুকার
জি স‍্যার--হ‍্যাঁ স‍্যার
সব ঠিক আছে স‍্যার
ইয়েস স‍্যার নমস্কার!!

তেলবাজ পা চাটুকার
জি স‍্যার নমস্কার
আচ্ছা স‍্যার,হবে স‍্যার
তেলবাজ চাটুকার!!

সুবিধাবাদী চামচা
খাই খাই করে কামচা
গলায় লাগিয়ে গামচা
পা চাটুকার চামচা!!

জি স‍্যার,জি স‍্যার
ঠিক আছে স‍্যার
হবে স‍্যার,হবে স‍্যার
হ‍্যাঁ স‍্যার হ‍্যাঁ স‍্যার
নমস্কার স‍্যার,নমস্কার???

fb কবিতা নং--৬৭৫

জীবন সংগ্রাম-----সোহরাব উদ্দিন।জীবন সংগ্রামে সত‍্য কভুকরে না মাথা নত।জগত জুড়ে সত‍্যের জয়ভুরি ভুরি শত শত।সত‍্য তো ন‍্যায় ...
09/25/2024

জীবন সংগ্রাম
-----সোহরাব উদ্দিন।

জীবন সংগ্রামে সত‍্য কভু
করে না মাথা নত।
জগত জুড়ে সত‍্যের জয়
ভুরি ভুরি শত শত।

সত‍্য তো ন‍্যায় বিচারক
ন‍্যায় দন্ড দাঁড়িপাল্লা।
দিনরাত থাকে সত‍্যের সাথে
স্বয়ং মহান আল্লা।

সত্য মিথ্যার মাপকাঠিতে
জগৎ এখন ক্লান্ত।
মিথ্যা দিয়েই জগৎ চলছে
সত্য এখন শান্ত।

মিথ্যা দিয়ে সত্যকে
মেরে ফেলতে চায় জ্যান্ত।
সত্য রাখে মিথ্যার তলে
পায় না আদি অন্ত।

তবুও সত্য জীবনে
কভুও হয় না বিভ্রান্ত।
সত্যের বিস্ফোরণে মিথ্যা
শেষে হয় যে দেশান্ত।

জীবন সংগ্রামে চলছে
শুধুই মিথ‍্যার চক্রান্ত।
ভয়ংকর মিথ‍্যার ভাইরাসে
সারা দেশ আক্রান্ত।

মিথ্যার ঝড়ো বাতাসের কাছে
সত‍্যের আলো নিবুনিবু।
সত‍্যের জয় জগতজুড়ে
পরাজয় তো হয় না কভু।
-----------------
fb কবিতা নং--৬৭৪

রাজার রাজা মহারাজা--------সোহরাব উদ্দিন।।জমি কিনে রাজা,বগল তলা বাজা,রাজার পুত্র রাজকুমার কষ্টে প্রজা।রাজপুত্র রাজকুমার ন...
09/25/2024

রাজার রাজা মহারাজা
--------সোহরাব উদ্দিন।।

জমি কিনে রাজা,বগল তলা বাজা,
রাজার পুত্র রাজকুমার কষ্টে প্রজা।

রাজপুত্র রাজকুমার নাম শাহজাদা,
দুঃখ কষ্টে প্রজারা সব হারামজাদা।

সোনা কিনলে আধা,কাপড় কিনে গাঁধা,
রাজার রাজা আদা,সকল রোগের দাদা।

রাঁধার পর খাওয়া, খাওয়া পর রাঁধা,
এরি মাঝে আমাদের জীবনটা বাঁধা।

কারো কারো জীবন দুধের মত সাদা,
কারো কারো জীবন ভরপুর কলঙ্ককাদা।

কালো টাকা সাদা করার চেষ্টা করে সদা,
কলঙ্কে ভরপুর জীবন গোরব ছেনা লেদা।
------------------------
কবিতা নং--৬৭৩

09/18/2024
ধর ধর ধর------সোহরাব উদ্দিন।ধর ধর ধর যত্ত  সব  অন‍্যায় জুলুমকারী দল ধর,যত জুলুমকারীর দল ধরে ধরে সব শায়েস্তা কর।সম্মুখ  য...
09/16/2024

ধর ধর ধর
------সোহরাব উদ্দিন।

ধর ধর ধর যত্ত সব অন‍্যায় জুলুমকারী দল ধর,
যত জুলুমকারীর দল ধরে ধরে সব শায়েস্তা কর।

সম্মুখ যুদ্ধে পাবো যত অন‍্যায় অত‍্যাচার জুলুম,
জুলুম অত‍্যাচারীর দলের হারাম করে দেবো ঘুম।

কবিতার মাধ‍্যমে আমি সৃজনশীল নবীন কারিগর,
কবিতার মাধ‍্যমে আমি প্রতিবাদী কারো আপন পর।

ধর ধর সুদ-ঘুষখোর অত‍্যাচারী জুলুমকারীদের ধর,
ধর ধর ধর যত্ত সুদঘুষ অন‍্যায় জুলুমকারীদের ধর।

আমি হকের পক্ষ সত‍্য ন‍্যায় হালাল পথের আদিল,
অত‍্যাচার জুলুম হারামখোরের সাথে হবো না মিল।

আমি হক পক্ষে বাতিলের বিরুদ্ধে বিদ্রোহী আতঙ্ক,
আমি বাতিলের বিরুদ্ধে মহাঢংকা মহাঢঙ্খ শঙ্খ।

আমি ধূমকেতু,আমি কালাপাহাড়,আমি উল্কাপিন্ড,
আমি করোনাকান্ডের মত সব করে দেব লন্ডভন্ড।

আমি জ্বলন্তঅগ্নিগিরির অগ্নিলাভা জ্বলন্তঅগ্নিপিন্ড,
আমি জুলুম অত‍্যাচারী ধরে করব কাগজের মুন্ড।

আমি সাগর মহাসাগরের গর্জন করা মহাকল্লোল,
আমি অত‍্যাচারী জুলুম ধ্বংস করে করব হিল্লোল।

আমি কালবৈশাখী তুফান টর্নেডো কুন্ডুলী ঘূর্ণিঝড়,
ধর ধর ধর আমার ভয়ে অত‍্যাচারী কাঁপবে তরতর।

আমি অগ্নি,আমি পানি, আমি মাটি এবং আমি বায়ু,
আমি সুদঘুষ অন‍্যায় অত‍্যাচারীর কমিয়ে দেব আয়ূ।

আমি চেঙ্গিস,আমি নেপুলিয়ান,আমি বীর হিটলার,
আমি আরতুগুল,আইয়ূবীর মত করব সব চুরমার।

আমি ওমর বিন আঃ আজিজ, আমি খলিফা ওমর,
যাদের জীবদ্দশায় বাঘসিংহ পশুকে দিত না কাঁমড়।

ধর ধর যত্ত পাপী-তাপী অত‍্যাচারী জুলুমকারী ধর,
ধর ধর সব সচিব আমলা মামলা হামলাকারী ধর।

দেশের টাকা লুটেপুটে বেগমপাড়ায় করছে বাড়িঘর,
আমি মাওসেতুং, আমি মহাত্মাগান্ধী, আমি বঙ্গবন্ধু।

অত‍্যাচার জুলুম নির্যাতন সহ‍্যকারীদের মায়ার সিন্ধু,
আমি জুলুম অত‍্যাচারীর বিরুদ্ধে বিদ্রোহী নজরুল।

আমি জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী ভীমরুল,
আমি আরব জাহেলি যুগের প্রতিবাদী কবি ইমরুল,
আমি অন‍্যায় অত‍্যাচার জুলুমের বিরুদ্ধে আমিরুল।

ধর ধর সচিব আমলা মামলা হামলাকারী সব ধর,
আমেরিকা কানাডার বেগমপাড়ায় যাদের বাড়িঘর,
আমি তাদের বিরুদ্ধে মহাত্রাস সাইক্লোন ঘূর্ণিঝড়।।
--------------------------
কবিতা নং---৬৭২

সুখ ও দুঃখ ---সোহরাব উদ্দিন!এক দিন  সুখের  সাথে  দুঃখের হলো দেখা,গল্পগুজব আড্ডায় দুইজন হয়ে গেল সখা।দুঃখ  বলে  সুখ কে  ...
09/15/2024

সুখ ও দুঃখ
---সোহরাব উদ্দিন!
এক দিন সুখের সাথে দুঃখের হলো দেখা,
গল্পগুজব আড্ডায় দুইজন হয়ে গেল সখা।

দুঃখ বলে সুখ কে ভাই তুমি যে বড়ই ভাগ্যবান,
তোমাকে পাওয়ার জন্য জগৎবাসী কত পেরেশান।

সকাল সন্ধ্যা রাতদিন শুধু গায় তোমার গান,
তোমায় পেলে জগৎবাসী সবে হবে মহীয়ান।

জগৎবাসী তোমার তরে হয় একে অন্যের পর,
তোমায় পেলে জগৎবাসী বাঁধবে সুখের ঘর।

জগৎবাসী তোমার তরে গড়ে তুলে সুখের স্বর্গ,
তোমায় পেলে জগৎবাসীর বাড়বে নাকি অর্ঘ্য।

সুখ বলে দুঃখকে ভাগ্যবান আমি না ভাই তুমি,
প্রভুর কাছে তুমি যে ভাই সবচেয়ে বেশি দামি।

দুঃখ সুখকে জিজ্ঞাসা করলো হয়ে যে অবাক!
তোমার কথা শুনে আমি হয়ে গেলাম নির্বাক!

সুখ ভারাক্রান্ত মনে বলে গভীর কাঁন্নার ছলে!!
আমায় পেলে জগৎবাসী প্রভুকেই যায় ভুলে,
তোমায় পেলে সকলে প্রভুকে তুলে হৃদয় কোলে।

সুখ ও দুঃখের গল্পের এখানেই হলো যে সমাপ্তি,
জগৎবাসী বলো এখন কোনটা তোমার প্রাপ্তি।

---------------------
কবিতা নং---৬৭১

জীবন তরী ---সোহরাব উদ্দিন!সত্যের প্রতি অবিচল বয়ে চলা সোনার জীবনতরী,কঠোর  সংগ্রাম সাধনায়  মম সোনার জীবন গড়ি।র্নিলোভী  ন...
09/12/2024

জীবন তরী
---সোহরাব উদ্দিন!
সত্যের প্রতি অবিচল বয়ে চলা সোনার জীবনতরী,
কঠোর সংগ্রাম সাধনায় মম সোনার জীবন গড়ি।

র্নিলোভী নির্ভীক দুর্বার দুর্জয় দুরন্ত জীবন তরী,
সংগ্রামী জীবন,সংগ্রামী জীবন পথ সদা দেই পাড়ি।

চলছে জীবন তরী দিতে হবে পাড়ি,জীবন পথ ভারী,
এ জীবনতরী ভুল পথে পাড়ি আঁকাবাঁকা রেলগাড়ি।

ধরতে হবে হাল,জীবনতরীর পাল,থাকবে লক্ষীনারী,
দ্বীল দরিয়ায় চলতেছে তরী,জীবন সংগ্রামে আড়ি।

কান্ডারী আমি জীবন তরীর গাই জীবনের জয়গান,
এ জীবন পথ দিতে হবে পাড়ি,হতে হবে যে মহীয়ান।

দিতে হবে পাড়ি এ জীবন তরী,যতই আসুক তুফান,
এ জীবন পথ দিতে হবে পাড়ি,হতে হবে যে মহীয়ান।

আশায় আশায় জীবন তরী আশাতেই সব রুহিতন,
ক্ষয়ে ক্ষয়ে জীবনতরী ধীরেধীরে সব হচ্ছে শুকিতন।

হাল পাল ছিঁড়ে ধীরে ধীরে সব বাতাসে উড়িতন,
ধীরে ধীরে ছিঁড়ে ছিঁড়ে ক্ষয়ে ক্ষয়ে জীবন মরিতন।

কঠোর সংগ্রাম জীবনযুদ্ধে দিতে হবে আত্মবলিদান
জীবন সংগ্রামে গেয়ে যেতে হবে জীবনের জয়গান।
--------------------
কবিতা নং---৬৭০

পানি লাগবে পানি ??---সোহরাব উদ্দিন।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হল মীর,নিঃস্বার্থে আত্ম-দানকারী চির উন্নত মীরের শির...
09/06/2024

পানি লাগবে পানি ??
---সোহরাব উদ্দিন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হল মীর,
নিঃস্বার্থে আত্ম-দানকারী চির উন্নত মীরের শির।

পানি লাগবে পানি বলতে বলতে মাথায় লাগে গুলি,
সর্বনাশা প্রাণঘাতী বুলেট গিয়ে ঢুকলো মাথার খুলি।

ছাত্র জনতাকে পানি দিতে এসে গেল তাঁর জীবন,
সারা বাংলাকে কাঁদিয়ে অবশেষে নিজেরই মরণ।

মীর মুগ্ধকে বাংলার মানুষ আজীবন রাখবে স্মরণ,
শহীদী মর্যাদায় ছাত্রজনতা করে নিলো তাকে বরণ।

ছাত্র-জনতার জীবন বাঁচাতে,পানি লাগবে ভাইপানি,
পানি পানি বলে মিছিল করে টানলো পানির ঘানি।

আজও কানে ভাসে পানি পানি সুর কত যে সুমধুর,
বুলেটের আঘাতে লুটিয়ে পরলো কত বেদনা বিধুর।

পানি পানি সুর কানে লেগে আজ করছে ফিসফিস,
মীর মুগ্ধের জন‍্য বাঙালি জাতি করছে যে ইস্ইস্।

স্নিগ্ধ মুগ্ধ একজোড়া কবুতর ছিল দুটি জমজ ভাই,
মুগ্ধকে হারিয়ে স্নিগ্ধর পরিবার কাঁদছে যে হায়হায়।

পানি পানি করে শহীদ হলো মুগ্ধ কাঁন্নার সীমা নাই,
স্নিগ্ধ মুগ্ধ একজোড়া কবুতর ছিল জমজ দুটি ভাই।

নির্বিচারে গুলিতে মারলো এতো এতো তাজা প্রাণ,
হাজার হাজার তাজা তাজা প্রাণের শহীদ হল জান।

সোনার বাংলা ছেড়ে তারা স্বেচ্ছায় গেছে পরীস্থান,
পালিয়েছে তারা দেশ ছেড়ে হারিয়েছে ইজ্জত মান।

চির উন্নত রেখে নিজ শির মীর ডাকলো নীর নীর,
জীবনদানকারী পানিযুদ্ধে পেল শহীদী পদবী নীড়।

পানি লাগবে ভাই পানি মীর মুগ্ধই হলো প্রকৃত বীর,
পানি পানি করে সবাইকে কাঁদিয়ে শহীদ হলো মীর।

মীর মুগ্ধ নিজেই বাংলাদেশ চির উন্নত তাঁহার শির,
চির উন্নত শিরে শহীদ মুগ্ধই বাংলার জাতীয় বীর।
------------------
fb কবিতা নং--৬৬৯

09/04/2024

বৈষম্য বিরোধী আন্দোলন
------------সোহরাব উদ্দিন।

আন্দোলন আন্দোলন কোটা বিরোধী আন্দোলন,
এক বুলিতেই ঘটে গেলো দেশে মহাবিস্ফোরন।

কথায় বলে বাঁশমরে ফুলে আর মানুষ মরে বোলে,
লাগামহীন বুলিতে শেষ পরণতি ধ্বংসের কোলে।

ছাত্র জনতা চায়নি কভু তোমার রাজত্বের ধ্বংস,
নিজের ভুলে নিজেই তুমি ধ্বংস করলে তব বংশ।

ছাত্র জনতা জাতির কারিগর জাতির সূর্যসন্তান,
দাবী মেনে নিলে জাতির কাছে হতে চিরঅম্লান।

তোমার হুকুমে পুলিশ কেন করলো গোলাগুলি,
পানি লাগবে পানি বলে মীর মুগ্ধের উড়ে গেলখুলি।

পানি লাগবে ভাই পানি মীর মুগ্ধই হলো প্রকৃত বীর,
পানি পানি করে সবাইকে কাঁদিয়ে শহীদ হল মীর।

আবু সাইদ নিজেই বাংলাদেশ চিরউন্নত তার শির,
বুক ফুলিয়ে শহীদ হলো তিনি বাংলা জাতীয় বীর।

আবু সাইদের পাষান বুকটাই বিশাল বাংলাদেশ,
বুক চেতিয়ে বুলেটে স্বৈরশাসন করে গেলো শেষ।

কোথায় গেলো বাহাদুরি আর কোথায় রাজত্ব?
রাজ‍্য ছেড়ে রাজত্ব ছেড়ে আজ ভিনদেশী দাসত্ব।

সকাল বেলা আমীর যে তুমি ফকির সন্ধ‍্যা বেলা,
ভাগ‍্যের লিখন যায় না খন্ডন মহান বিধির খেলা।

হাজার হাজার তাজা তাজা প্রাণের মহা অভিশাপ,
পাপ কভু ছাড়ে না বাপেরেও যত বড় হোক বাপ।

আজ হতে চির উন্নত হল দেশে ছাত্র জনতার শির,
সাহসী ছাত্র জনতাই বাংলাদেশের জাতীয় বীর।
----------------------
fbকবিতা নং--৬৬৮

হায়ের জীবন ---সোহরাব উদ্দিন।জীবনে আহার নিদ্রা আর ভ্রমণ,যতই বাড়াবে  ততই চাইবে মন।বেশি বেশি করতে নাই ভোজন,অল্প আহার ভোজন প...
08/21/2024

হায়ের জীবন
---সোহরাব উদ্দিন।

জীবনে আহার নিদ্রা আর ভ্রমণ,
যতই বাড়াবে ততই চাইবে মন।

বেশি বেশি করতে নাই ভোজন,
অল্প আহার ভোজন প্রয়োজন।

অল্প আহার নিদ্রায় হবে সুজন,
অল্পতেই সুখী হলে সুন্দর ভূবন।

হায়রে রঙে ভরা মানব জীবন,
রঙে ভরা ধরা রঙিন ভূবন।

এক দিন আসবেই মরণ,
বস্ত্রহীন অবস্থায় আগমন,
বস্ত্রহীন অবস্থায় প্রস্থান।

শূন্য জীবনে শূন‍্যের মাঝে,
সকাল বিকাল আর সাজে।

শূন্যে শূন্যে শুধু সদা খেলা,
রঙে ভরা জীবনে রঙ মেলা।

শূন্যতা নিয়ে আওয়া,
শূন্যতা নিয়ে যাওয়া।

বিত্ত বৈভব ছাড়া আগমন,
বিত্ত বৈভব ছাড়া গমন।

হায়রে রঙিন মানব জীবন,
রঙে ভরা ধরা রঙ্গিন ভূবন।
-----------------@-------------
fb কবিতা--৬৬৭

শোনো খোকা-------সোহরাব উদ্দিন।শোনো খোকা  শোনো ,জীবনে  সততার বীজবুনো,আদরের সোনামনি-জাদুমনি,লক্ষ্মী খোকা শোনো।জীবন চলার  প...
08/21/2024

শোনো খোকা
-------সোহরাব উদ্দিন।

শোনো খোকা শোনো ,জীবনে সততার বীজবুনো,
আদরের সোনামনি-জাদুমনি,লক্ষ্মী খোকা শোনো।
জীবন চলার পথে সদা, সত্য ও ন্যায়ের বীজবুনো,

শোনো খোকা জীবন পথ হবে,বহু চড়াই উৎড়াই,
জীবনে সত্যের সাথে যখন হবে,অসত্যের লড়াই।

সত‍্য ও ন‍্যায়ের সাথে যখন হবে,অন্যায়ের লড়াই,
একা হলে ও সত্য ন্যায়ের পথে,সদা করবে লড়াই,
একা হলে ও সত্য ন্যায়ের পথে,সদা করবে বড়াই।

খোকা অসত‍্যের পিছনে থাকবে বিশাল বাহিনী,
শোন অন্যায়ের পিছনে থাকবে সদা বিশাল বাহিনী,
তার পিছনে লোভী,স্বার্থপর,বিশ্বাসঘাতক কাহিনী।

তাদের পেট কভু ভরে না, যারা খায় সব ছিনিয়ে,
তারা কভু থাকে না উপোস,যারা খায় সব বিলিয়ে।

শোন খোকা শোন ,জীবনে সদা সততার বীজবুনো,
জীবন যুদ্ধে সততার বীজবুনো শোন খোকা শোন।।
--------------------------!!-------।।---------------------
fbকবিতা নং---৬৬৬

সোনালী আঁশ----------সোহরাব উদ্দিন।।বাংলার অর্থকরী ফসল পাট সোনালী আঁশ,সব  সাধকের বড় সাধকরা করতো তা চাষ।সোনালী আঁশ  চাষে  ...
08/17/2024

সোনালী আঁশ
----------সোহরাব উদ্দিন।।
বাংলার অর্থকরী ফসল পাট সোনালী আঁশ,
সব সাধকের বড় সাধকরা করতো তা চাষ।

সোনালী আঁশ চাষে উপযোগী বাংলার মাটি,
গ্রামবাংলার মাটি,খাঁটি সোনার চেয়ে ও খাঁটি।

বিশ্ব দরবারে বাংলাদেশ তখন ছিল অখ্যাত,
পাট উৎপাদনে বাংলাদেশ হল বিশ্বে বিখ্যাত।

বিশ্ব জুড়ে ছিল কত সোনালী আঁশের কদর,
সোনালী আঁশের বাংলাদেশ ডাকত করে আদর।

বাংলার প্রধান অর্থকরী ফসল সোনালী আঁশ,
শামছুর রাহমান আহসান হাবীব শিরে বসবাস।

পাটকড়িতে তৈরী হত হার্ডবোর্ড-কাগজের মুন্ড,
পাটই ছিল একদা বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড।

বাংলার সোনালী আঁশ প্রধান অর্থকরী ফসল,
অর্থনৈতিক মেরুদণ্ডে পাট রপ্তানি ছিল আসল।

বিশ্বের সব চেয়ে বড় ছিল আদমজি পাটকল,
আধুনিক যুগে এসে সব যেন হয়ে গেছে বিকল।

পাটের তৈরী জিনিস বিদেশে করতো রপ্তানি,
বাংলার প্রধান অর্থকরী শস‍্যপাট সবাই জানি।

সোনালী আঁশের ভেতরে শোলা নামক পাটকড়ি,
সোনালী আঁশে তৈরী হত কত ব‍্যাগ থলে বস্তা দড়ি।

পাটের তৈরী জিনিস ছিল সব পরিবেশ বান্ধব,
আধুনিক যুগের প্লাস্টিকে জীবাণু ভরপুর গন্ধব।

পাটের তৈরী জিনিসের কদর ছিল বিশ্ব-জুড়ে,
সোনালী আঁশের জিনিস ছিল বিশ্বের ঘরেঘরে।
----------------@---------------
fb কবিতা নং--৬৬৫

হাল ও পাল----সোহরাব উদ্দিন।ধরেছি  হাল  তুলেছি  জীবন  তরীর  পাল,জীবন যুদ্ধে,জীবন তরী ছুটছে তাল বেতাল।জীবন তরীর জীবন যুদ্ধ...
08/13/2024

হাল ও পাল
----সোহরাব উদ্দিন।

ধরেছি হাল তুলেছি জীবন তরীর পাল,
জীবন যুদ্ধে,জীবন তরী ছুটছে তাল বেতাল।
জীবন তরীর জীবন যুদ্ধে দূর্দশা যেন বেহাল,
হালপাল ছেড়ে জীবনতরী পাড়ি হবে পরকাল।

আশার আশায় ঘুরে তরী আশাতেই ভরসা,
আশায় আশায় ঘুরতে ঘুরতে বেহাল দূর্দশা।
দ্বীল দরিয়ায় ঘুরছে তরী দরিয়ার নাই কুল,
জীবন যুদ্ধে জীবন তরী করছে শুধুই ভুল।

দ্বীল দরিয়ায় ঘুরছে তরী দরিয়াতেই মশগুল,
ঘুরতে ঘুরতে ক্লান্ত তরী গুনছে ভুলের মাশুল।
উতাল পাতাল দরিয়া হালপাল ছিড়ে বেমাশুল,
পাগলা হাওয়ায় হালপাল ছিড়ে তরীর নাই কুল।

আশায় আশায় জীবন তরীর হাল রুহিতন,
পালে পালে জীবন তরীর বাতাসে উড়িতন।
হালে হালে জীবন তরীর হালচাল শুকিতন,
হাল পাল শেষে একদিন জীবনতরী মরিতন।
--------------@---------------
fb কবিতা নং--৬৬৪

Address

Poughquag, NY
2371

Telephone

+8801726222287

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাওর কবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাওর কবি:

Share