Tahmina Tushi

Tahmina Tushi Assalamualikum
I am Tahmina Tushi .

I make videos on lifestyle, Reality and motivational topics also I will share my daily thoughts on social media.Thank you 🖤

08/29/2025

ফজরের সজীব সময়ে যে হৃদয় আল্লাহর স্মরণে নত হয়, সেই হৃদয় সারাদিন থাকে প্রশান্ত, হালকা ও আনন্দময়।

08/29/2025

রাতে তাহাজ্জুদ পড়ো, অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন।

(সূরা:বনী-ইসরাঈল : ৭৯)

08/29/2025

সত্যি বলতে তোমার লক্ষ্য যখন সৎ থাকবে, তুমি কাউকে হারাবে না।
মানুষ তোমাকে হারাবে ..♥️

08/29/2025

ভার্চুয়াল লাইফে নিজেকে প্রমান করার দরকার নাই, এখানে ডাটা অফ করলে আপনাকে কেউ আর চিনবেও না!

08/28/2025

যখন আপনি কারো সুন্দর কোনকিছু দেখেন, শুধু মাশাআল্লাহ বলাটা সঠিক শব্দ নয়।

কারণ এটা সেই ব্যক্তিকে বদনজর থেকে সুরক্ষিত রাখতে পারবে না। এর পরিবর্তে আপনার বলা উচিত ।

• পুরুষের জন্য: আল্লাহুম্মা বারিক লাহু (আল্লাহ তাকে বারাকাহ দান করুন)।

• স্ত্রীদের ক্ষেত্রে: আল্লাহুম্মা বারিক লাহা (আল্লাহ তাকে বারাকাহ দান করুন।

- শাইখ আহমাদ মূসা জিবরিল হাফি.

08/28/2025

কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয়!
আল্লাহ ছাড়া কেউ জানেন না! ধৈর্য ধরুন! সফলতা একদিন আসবেই! ইনশাআল্লাহ!❤️

08/16/2025

- শক্তিশালী একটি হাদীস!💜

- জেনে রাখো! সব মানুষ মিলে যদি তোমার কোন উপকার করতে চায়! তবে ততটুকুই করতে পারবে! যতটুকু আল্লাহ্ তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন!

- আর যদি সব মানুষ মিলে তোমার কোন ক্ষতি করতে চায়! তবে আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করেছেন! তার বেশি কোনো ক্ষতি করতে পারবে না!

- ইনশা-আল্লাহ!

[সুনান তিরমিযী -: ২৫১৬]

08/05/2025

অস্থির হয়ে আপনার যোগ্যতা এবং এনার্জি অসময়ে এবং অপাত্রে নষ্ট করেন না। সময় আপনাকে আপনার নির্ধারিত নিয়তি র কাছে পৌঁছে দেবে। তখন আপনার সব সামর্থ্য সব যোগ্যতা যথেষ্ট পরিমাণে সঞ্চিত না থাকলে আপনি সফল হবেন না। জীবন উপভোগ করতে পারবেন না। কাজেই সবকিছু নিয়ে অপেক্ষা করেন। সময়ের আগে স্বর্গ পাওয়াও ভালো না।

08/02/2025

দুনিয়ায় সাথে স্বার্থ জিনিসটা ওতোপ্রোতোভাবে জড়িত! স্বার্থের জন্যই আপনার সাথে অধিকাংশ মানুষ সম্পর্কে জড়ায়, কিন্তু তারা সেটা আপনাকে বুঝতে দেয় না! যখন মুগ্ধতা কেটে যাবে, তখনি দেখবেন স্বার্থের জন্য এতোদিনের ভালোবাসার মানুষগুলো রাতারাতি কিরকম পাল্টে যায়!

তাই, একেবারে জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা থেকে বলছি; সরল হোন কিন্তু বোকা হইয়েন না! ✨🖤

হযরত আয়িশা রাযিয়াল্লাহু আনহার উপর যখন অপবাদ দেয়া হয় এবং মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই সহ অনেকেই তা প্রচারে উ...
07/22/2025

হযরত আয়িশা রাযিয়াল্লাহু আনহার উপর যখন অপবাদ দেয়া হয় এবং মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই সহ অনেকেই তা প্রচারে উঠে লেগে পড়ে, তখন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এক মাস আয়িশার সাথে কথা বলেন নি, কাছে যান নি।

অতঃপর আয়িশাকে একদিন বলেন, ভুল করে থাকলে স্বীকার করে আল্লাহর কাছে তাওবা করতে তাহলে আল্লাহ মাফ করে দিবেন৷

জবাবে মা আয়িশা অত্যন্ত ভারাক্রান্ত আর ভেঙ্গে পড়া পরিস্থিতির ভেতরেও যে উত্তর দেন তা বিষ্ময়কর এবং অত্যন্ত বিচক্ষণ ও জ্ঞানী ব্যক্তির পরিচয় প্রমাণ করে, যিনি মানুষের স্বাভাবিক স্বভাবরীতি ঠাহর করতে পারেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন:

❝ আল্লাহর শপথ! আমি জানি, যদি আমি বলি যে আমি অপরাধ করিনি, তবে আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আর যদি আমি স্বীকার করে নিই যে আমি যা করিনি, তা করেছি, তবে আপনারা তা( ঠিকই) মেনে নেবেন। কাজেই আমি আপনাদের কাছে কিছুই বলতে পারছি না। তবে আমি কেবল ইয়াকুব (আঃ)-এর কথাটি বলছি:

فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ

(সবরই উত্তম, আর তোমরা যা বলছ, আল্লাহই সেই ব্যাপারে সাহায্যকারী)।"
(সূরা ইউসুফ: ১৮)

এরপর আয়িশা রাযিয়াল্লাহু আনহা চুপ হয়ে যান এবং আল্লাহ তাআলা সরাসরি ওহির মাধ্যমে তার নিষ্পাপ হওয়ার ঘোষণা দেন। এই ঘোষণা আসে সূরা আন-নূরের আয়াত (১১-২০)-এর মাধ্যমে, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন যে, আয়িশা রাযিয়াল্লাহু আনহা নির্দোষ এবং এ অপবাদ মুক্ত।

যখন কারো প্রশংসা করা হয় তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে। কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে।

কোনোটাই ঠিক নয়।

প্রশংসা হোক বদনাম হোক, মুমিন শরীয়তের নীতিমালার আলোকে যাচাই ব্যতিরেক কারো সম্পর্কে কোনো ধারণা করবে না।

এটা এই যুগের প্রধানতম এক ফিতনা যা থেকে তাহাজ্জুদগুজার বান্দাও মুক্ত নয়!

আল্লাহ হিফাজত করুন।

বনের রাজা সিংহ তার আন্ডাবাচ্চা নিয়া রোদ পোহাচ্ছিলো! এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে দু’টা ঝাকি দিলো!সিংহ যতোটা না অবাক হলো...
07/18/2025

বনের রাজা সিংহ তার আন্ডাবাচ্চা নিয়া রোদ পোহাচ্ছিলো! এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে দু’টা ঝাকি দিলো!
সিংহ যতোটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হইলো বেশী!

বাঁদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেংচি কেটে হাসতে হাসতে চলে গেলো!

সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বললো,
“এত্তোবড় বেয়াদবী! আর আপনি তাকে কিছুই বললেন না!”

সিংহ বললোঃ
বলার সময় এখনো ফুরিয়ে যায়নি! একটু সময় অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে!”


কয়েকদিন পর হঠাত করেই বাঁদর সিংহের সামনে পড়লো এবং এক থাপ্পরে তাকে শেষ করে দিলো সিংহ।

সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলোঃ
“বাপজান! সেদিন এতো অন্যায় করলো! কিছু আপনি কিছুই তাকে বললেন না! অথচ আজকে সে কিছুই করেনি! কিন্তু তাকে মেরে ফেললে?

সিংহ জবাবে বললোঃ
“দিস ইজ পলিটিক্স মাই সান! সেদিনের পর বাঁদর ভালুকরে পাছায় লাথি মেরেছে! হাতির শুড় ধইরা দুলছে! গন্ডারের পিঠে চইড়া নাচছে! হায়নাকে সে কাতুকুতু দিয়েছে!

জিরাফকে থাপ্পড় দিয়েছে! আর সবাইকেই বলছে, রাজাকেই আমি মানি না! সেখানে তুমি কে?”


“সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো, ক্ষমতা দেখাইতেছি, জুলুমকারী এবং খুনী আমি!
আজকে একটু পর দেখবি- সবাই এসে বলবে, থ্যাংক ইউ রাজা সাহেব!”

আর মাঝে মাঝে লাই দিয়া মাথায় তুলতে হয়! যাতে শক্ত করে আছাড় দিলে বেশী ব্যথা পায় এবং আপদ শেষ হয়ে যায় একেবারে।

07/18/2025

চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে। লাইফ আপনার, চয়েস আপনার, ডিসিশন আপনাকেই নিতে হবে। নেগেটিভিটি যেখানেই দেখবেন, সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে।

শুনতে খারাপ লাগলেও সত্যি আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার সর্বনাশ দেখতে চায়। তারা চায় আপনার কাটা ঘায়ে সহানুভূতি নামক মলমের সাথে একটু নুন ছিটাতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার তো প্রয়োজনই নেই। কেউ যদি আপনাকে মূর্খ বলে, তাই মেনে নিয়ে হেসে বেরিয়ে আসুন। এই যে আপনি সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস ওইটাই দরকার। যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে থ্যাংক ইউ বলে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন। যারা শিরদাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তারা আসলেই জীবনটা চেনে, বোঝে।

আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি সেই সময় ভালো কোনো বই পড়ুন, প্রিয়জনের সাথে কোথাও ঘুরে আসুন, রংতুলি নিয়ে ক্যানভাস সাজান, ঘর গোছান, গান শুনুন, আরো দুটো সিনেমা দেখুন, কিছু গাছ লাগান, খেলাধুলা করুন, ছবি তুলুন, ব্যায়াম করুন, সৃষ্টিকর্তার উপাসনা করুন। মোদ্দাকথা হলো, তাদের কথায় রিয়েক্ট করবেন না। যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন, দিনশেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না।

আপনার পরিবার এবং বন্ধুদের নিয়ে একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যাদের সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। ঠিক তাদের কাছেই নিজেকে প্রকাশ করুন, তাদেরকেই এক্সপ্লেন করুন, তাদের সামনেই ঝুঁকতে শিখুন, কারণ তারা আপনার শুধু ভালোটাই চায়। বাদবাকি দুনিয়াকে জঞ্জাল মনে করে ঝেড়ে ফেলে দিন।

একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর, আপনি যে পৃথিবীতে আছেন সেটা অনেক সুন্দর, আপনাকে শুধু চলার পথে গজিয়ে ওঠা আগাছাগুলো অথবা কোণে কোণে বেড়ে ওঠা কাঁটাঝোপগুলো দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কথার উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এগুলো বাদ না দিতে পারলে, লসটা আপনারই।

Address

216th Street
Queens Village, NY
11428

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmina Tushi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahmina Tushi:

Share

Category