12/05/2025
2026 FIFA World Cup দেখুন Star Cable USA–তে! ⚽🇺🇸
⚽🏆 ২০২৬ সালের ৪৮ দেশের বিস্তৃত FIFA World Cup-এর অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।
আর সেই উত্তেজনা জমিয়ে তুলতে টাইমস স্কোয়ারে আয়োজন করেছিল NY/NJ World Cup 2026 Host City Committee—যেখানে ভক্তদের জন্য ছিল বিভিন্ন সকার অ্যাকটিভেশন, বড় পর্দায় ড্র দেখা, এমনকি নতুন U.S. Soccer মাসকটের সঙ্গেও দেখা করার সুযোগ।
নিউইয়র্ক–নিউজার্সি এবার আয়োজক শহর, আর ফাইনাল হবে মেটলাইফ স্টেডিয়ামে—যা নিয়ে উচ্ছ্বসিত শহরের ফুটবলপ্রেমীরা।
ভক্ত মাইকেল ফিৎসজেরাল্ড বলেন, “এটা ক্লিশে শোনালেও সত্যি—এটা আমার কাছে পৃথিবীর মতোই মূল্যবান। অনেক বিশ্বকাপ ঘুরেছি, কিন্তু এবার যখন নিজের শহরে, তখন অন্যরকম উষ্ণ লাগে।”
🇺🇸 যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে ১২ জুন।
টাইমস স্কোয়ারে সমবেত ভক্তরা উৎসবমুখর পরিবেশে ড্র দেখেছেন—চারপাশে ফুটবল মাঠ, লিগ দলের খেলা, আর দারুণ উচ্ছ্বাস।
আয়োজক কমিটির সিইও অ্যালেক্স লাস্রি বলেন, “আমাদের শহরই এই আয়োজনের সবচেয়ে বড় অংশ। ফাইনাল দেওয়ার পেছনে নিউইয়র্কের ভূমিকা বিশাল।”
এদিকে যুক্তরাষ্ট্রে ফুটবল সংস্কৃতি যতটা দ্রুত বাড়ছে, ততটাই আলোচনায় এসেছে আরেকটি খবর—ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন FIFA-এর প্রথম ‘শান্তি পুরস্কার’।
Donald J. Trump (প্রেসিডেন্ট ট্রাম্প), 2026 FIFA World Cup –এর গ্রুপ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে, FIFA-র নিয়ম অনুযায়ী তরুণ ও স্বয়ং-অধিকারী দেশ (co-host) হিসেবে United States, Canada ও Mexico — এরা স্বয়ং তাদের নিজ নিজ দেশ বেছে নেওয়ার দায়িত্ব পেয়েছিলেন।
সেই বাছাই চলাকালে, কানাডা ও মেক্সিকো তাদের পছন্দের দেশ বেছে নিল। এরপর ট্রাম্প মুখের ওপর মজা করে বলেছিলেন যে, “আমি জানি কোন দেশ আমি বেছে নেব” (i.e. “I know which country I will select”). এই মন্তব্যটি — “After Canada and Mexico make their picks … Trump jokes that he knows
ওয়ার্ল্ড কাপের গ্রুপ এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে! 🚨
ডালাসের AT&T Stadium–এ যে গ্রুপগুলো খেলবে—সেগুলো হলো J, L এবং F।
স্লাইড করে দেখে নিন কোন কোন দল উত্তর টেক্সাসে আসতে পারে!
রয়েছে শক্তিশালী দল আর্জেন্টিনা 🇦🇷, ইংল্যান্ড 🏴, নেদারল্যান্ডস 🇳🇱—সবাই প্রস্তুত ২০২৬ সালকে উত্তপ্ত করে তুলতে!
গ্রুপ F–এ এখনো একটি জায়গা খালি…
এই শেষ স্থানটি যাবে UEFA Playoff B–এর বিজয়ীর কাছে (ইউক্রেন, সুইডেন, পোল্যান্ড বা আলবেনিয়া)।
🔥 আমরা আর অপেক্ষা করতে পারছি না—২০২৬ যেন দ্রুত চলে আসে!
FIFA দেখুন Star Cable USA
🇧🇩🇺🇸 যুক্তরাষ্ট্র জুড়ে সার্ভিস দিচ্ছি 🇧🇩🇺🇸 আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আইপিটিভি ব্যবসায় ১৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছি।
🎉 মাত্র $15–এ ক্যাবল সার্ভিস! — Star Cable USA 🎉
আমাদের সেবায় যা থাকছে:
দেশের সব চ্যানেলসহ বিশ্বব্যাপী শত শত চ্যানেল দেখুন আমাদের সার্ভিসে।। Box এ এবং box ছাড়া ও Apps,web service এর মাধ্যমে সহজে Mobile,laptop,Tablets,Tv তে use করতে পারবেন(Easy to used any where) যে কোনো জায়গায় অতি সহজে।
Star Cable USA সার্ভিস🇧🇩🇺🇲🇧🇩
💳 আমরা যেসব পেমেন্ট গ্রহণ করি:
Card • Zelle • Cash • Cheque • Paypal • Money Order
➡️Bangladeshi চ্যানেল
➡️Indian চ্যানেল
➡️Locan American চ্যানেল
➡️Pakistani চ্যানেল
➡️Kolkata Bangla চ্যানেল
➡️Movies চ্যানেল
➡️ISLAMIC চ্যানেল
➡️Sports চ্যানেল
➡️Cartoon চ্যানেল
➡️ENTERTAINMENT চ্যানেল
✔️ Live & HD Quality
✔️ VOD (Video On Demand) — পছন্দের মুভি যেকোনো সময়
ফাস্ট অ্যান্ড্রয়েড বক্স
📞 ২৪/৭ হেল্পলাইন (অর্ডারের জন্য কল করুন):
718-795-1800
718-889-7500
🏢 অফিসের ঠিকানা
Head Office:
4217 12th St, Long Island City, NY 11101
Branch Office:
475 McDonald Ave, Brooklyn, NY 11218
Enjoy your monthly or annual deals and Watch
Live Channels
with VIDEO ON DEMAND
Available on:
Apple TV+
Google TV
Android TV
Samsung TV
LG TV
fire tv
Chromecast
Apple App Store
& Google Play Store
Live Bengali, Indian, Pakistan & Local TV channels.
Android TV box with
YouTube,
Netflix,
Prime Video.
Disney hotsar,
Google play movies & tv
8K ultra hd
more apps
Google play
# VOD & DVR for multiple entertainment.
# All new released movie on Bangla
Android box.
mailing service always.
hidden charge.
service which ensures, Money back guarantee.
এটি আপনার ঘরে পৌঁছে দেওয়া হবে৷সমস্ত জিনিসপত্র সহ বিনামূল্যে এন্ড্রোইড কেবল টিভি বক্স।