12/08/2024
📝 Digital বিজনেস নিয়ে কিছু Q & Ans.
1. প্রশ্ন - এটা কি চাকরি / বিজনেস?
উওর - এটা বিজনেস।
২. প্রশ্ন - এটা কি বিজনেস?
উওর - এটা অনলাইন মার্কেটিং বিজনেস।
৩. প্রশ্ন -কারা কারা বিজনেসটা করতে পারবে?
উওর - ১৮+ এর উপরে যে কোন বয়স এবং যে কোন পেশার মানুষ করতে পারবে। একটি ল্যপটপ, স্মার্ট ফোন, ইন্টারনেট কানেকশন এবং বেসিক ইংরেজি জানা থাকলেই হবে।
৪. প্রশ্ন -এটা কি হালাল / লিগেল?
উওর - এটা ১০০% হালাল কারণ ইসলামে হারাম জনিত যতো গুলো বিধিনিষেধ আছে এগুলোর কোন কিছু এখানে জড়িত নাই এবং এটি সরকার অনুমোদিত একটি বিজনেস ,টেক্সেবল বিজনেস।
৫. প্রশ্ন - এখানে কি কোন ইনভেস্টমেন্ট আছে?
উওর - যেহেতু এটা একটা বিজনেস তো ইনভেস্ট অবশ্যই আছে কারণ ইনভেস্ট ছাড়া পৃথিবীতে কোন বিজনেস হয় না।
৬. প্রশ্ন - এখানে কতটুকু সময় দিতে হবে? আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না⏰
উওর - আমাদের বিজনেসটি করতে খুবি অল্প সময় দিতে হয় দৈনিক ১-২ ঘন্টা তাও আপনার নিজের ফ্রি টাইমে।তাও যদি না দিতে পারেন তাহলে বিজনেসটি আপনার জন্য না।
৭. প্রশ্ন - কাজ কী?
উওর - বিভিন্ন স্যোসাল মিডিয়া ব্যবহার করে আমাদের বিজনেস প্লাটফর্ম টাকে প্রোমোট করি মানে এডভাটাইজিং করি এবং যারা অনলাইনে নিজের একটি বিজনেস স্টার্টআপ করতে চায় কিন্তু কোথায় থেকে শুরু করবে জানেনা তাদেরকে গাইড করি মানে লাইফ টাইম মেন্টরিং করি ❤️
৮. প্রশ্ন - বিজনেসের মডেলটা কি?
উওর- এই বিজনেসের মডেলটা অনেকটা Franchise business এর মডেলের মতো। এটাকে Dropshipping,
Affiliate marketing & E-Commerce এই তিনটা কন্সেপ্ট এর মাধ্যমে সাজানো হয়েছে।এখানে প্রোডাক্ট, সেলিং, শিপিং এই সব কিছু আছে যেমনটা অন্য সব বিজনেসে থাকে তবে এখানে সব থেকে মজার ব্যাপার হলো এগুলো আমাদেরকে করতে হয়না এই সবগুলো কাজ আমাদের সিস্টেম এর মাধ্যমে হয়ে যায়।
🌐 আরও বিস্তারিত জানতে এবং বুঝতে হলে অবশ্যই আমাদের বিজনেসের সিস্টেম এর মাধ্যমে আসতে হবে।কারণ এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস আমাদের কারো পক্ষে ২-৫ মিনিটে এতো বড় একটা বিজনেস মডেল বুঝানো সম্ভব না।
যদি অনলাইনে নিজের একটি বিজনেস স্টার্ট করতে চান যেখানে আপনি নিজে নিজের বস হবেন।তবে কিভাবে শুরু করবেন জানেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।আমরা আপনাদেরকে একটি রেডি মডেল প্রোভাইড করবো যেখানে একটি বিজনেসকে সফল ভাবে করতে যা যা প্রয়োজন সব আছে।
যারা জানতে আগ্রহী আমাকে মেসেজ করতে পারেন অথবা আমার ওয়েবসাইট লিংক এ সাইনয়াপ করে বিজনেস রিলেটেড ফ্রি ওয়েবিনার টি দেখতে পারেন -
Get access to the webinar that has helped thousands of ordinary people launch a successful digital business and live their best life.