09/08/2025
কিন্তু ভুলে যেও না—
একজন স্রষ্টা আছেন, যাঁর ইশারায় এই দুনিয়া চলে,
যাঁর শক্তির সামনে তোমার সমস্ত অহংকার, সমস্ত ক্ষমতা কেবলই তুচ্ছ এক কণিকা।
তিনি চাইলে তোমার গড়া প্রাসাদ মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিতে পারেন,
তোমার অহংকার, তোমার ইগো—
মুহূর্তেই লণ্ডভণ্ড করে দিতে পারেন এক অদৃশ্য ঝড়ে।
বাহ বাহ বাহ