Jamil Gaming studio

Jamil Gaming studio Team Work Makes The Dream Work

12/10/2024
09/01/2024

“নিজের প্রতি খোলা চিঠি”
====================

প্রিয় জামিল,
প্রথমেই তোমাকে জানাতে চাই চিঠি দিবসের শুভেচ্ছা। আশা করি আগের চেয়ে অনেক ভালো আছো। তুমি কতো বড় হয়ে গিয়েছো! এই অগাস্টেই তো বাইশ বছর হলো। নিজেরই বিশ্বাস করতে অবাক লাগে, তাই না? কি আর করবে বলো, এটাই যে পৃথিবীর নিয়ম। তোমার এই আর্লি টোয়েন্টিস টা কিন্তু খুবই মূল্যাবান, খুব ভেবে চিনতে এই বয়স টা পাড় কোরো!

কত কিছু চেইঞ্জ হয়েছে বলো? তুমি চাইলেই ছোটোবেলার মত নির্ঝঞ্ঝাট জীবন পাড় করতে পারবে না। চাইলেই মাথা পুরোপুরি নিশ্চিন্ত করে ঘোরাফেরা করতে পারবে না। তাতে কি? তুমি কি জানো না যে সব ধরণের কাজের মধ্যেই আনন্দ থাকে? নিজের মন টা সবসময় পরিষ্কার রেখো— তাহলেই কেবল পৃথিবীর সৌন্দর্য্য উপভোগ করতে পারবে নতুবা জীবন টা লাগবে একেবারেই পানসে।

তোমার প্রতি একটা উপদেশ থাকলো— কখনো সুপিরিওরিটি কমপ্লেক্সে ভুগো না! এটা খুবই ভয়ঙ্কর! মানুষের ধ্বংসের মূল কারণ ই এটা। তখন দেখা যাবে তুমি তোমার ইগো নিয়ে বসে থাকবে অন্যদিকে তৃতীয় ব্যাক্তি তোমার মাথায় কাঠাল ভেঙে খাবে, আবার লবন রেখে বড়ই ও খেয়ে যেতে পারে ।

পৃথিবী স্বার্থের গোলাম। মানুষ তোমাকে তখনই চাইবে যখন তোমার তাদের কিছু দেওয়ার থাকবে। তাই নিজেকে আরো শক্তিশালী করে গড়ে তোলো, নিজের জ্ঞানের পরিধি বাড়াও! নিজেকে ভালো রাখো। তোমার ভালো তোমাকেই বুঝতে হবে।

যেই প্রফেশনেই যাও না কেন— নিজের মন কে কলুষিত কোরো না। অন্যের উপর কর্তৃত্ব স্থাপন করার মত নিম্নশ্রেনীর কাজে নিজেকে নিয়োগ কোরো না। সব্বাইকে সম্মান করতে শেখো। নিজের মনের যত্ন নিও।

ভালো থেকো, জামিল।

আরাফাত জামিল
পহেলা সেপ্টেম্বর, ২০২৪

সবাইকে বিশ্ব চিঠি দিবস এর শুভেচ্ছা 😊
ছবি ঋনঃ Dhaka Post

08/08/2024

যাঁরা গণভবন থেকে লুণ্ঠন করলেন আবেগে,
একটা খরগোশ, একটা শাড়ি, একটা রাজহাঁস, একটা সুতা, একটা গাছ উপড়ে ফেললেন,
ভাইয়ারা, আপারা পড়েন👇

খায়বার যুদ্ধে এক ব্যক্তি গণিমতের মাল থেকে কিছু একটা সরিয়ে রেখেছিল। পরে সে যখন মারা যায়, রাসূল সা. তার জানাযা পড়ালেন না। সাহাবীরা এতে খুব অবাক হলেন। কারণ, সেও তাদের মতো একজন মুজাহিদ ছিল।
নবিজি সা. তখন বলেন, "সে সম্পদ আত্মসাৎ করেছে।" সাহাবীরা তল্লাসি চালিয়ে দেখলো, আসলেই সে একটি রেশমি বস্ত্র আত্মসাৎ করেছিল। (তিরমিযী, মিশকাত, পৃ. ২৪২)
আরেক হাদীসে রাসূল (সা) সরাসরি বলেছেন, "নিশ্চয়ই যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ দখল করবে, কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম রয়েছে।" (বুখারী, মিশকাত হা/৩৯৯৫)।
অথচ আজকে আমরা অনেকেই বিজয়ের খুশিতে উল্লাসিত হতে গিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছি, লুট করছি। ভুলে যাচ্ছি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ। এর ফলে কিয়ামতের দিন কঠিন শাস্তি রয়েছে।
দ্বিতীয়ত, কেউ কেউ এই সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অমুসলিমদের ওপর আক্রমণ চালাচ্ছে। এর ফলে ইসলাম এবং মুসলিমদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অথচ হাদীসে এসেছে-
‘যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে (অন্যায়ভাবে) হত্যা করল, সে জান্নাতের সুগন্ধও পাবে না, অথচ তার সুগন্ধ ৪০ বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়।’ (বুখারী, হাদিস : ২৯৯৫)
বরং ঈমানের দাবী হচ্ছে, জনসাধারণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা। হাদীসে এসেছে, "যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন।" (তিরমিযী ২৬২৭)
তাহলে বিজয়ের খুশী কীভাবে প্রকাশ করা উচিত?
👉🏻 আল্লাহর প্রশংসাগাথায় তাঁর পবিত্রতা বর্ণনা করা। (সূরা নাসর)
👉🏻 শোকরানা নামাজ আদায় করা। ((জাদুল মাআদ)
👉🏻 বীর-শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। (তিরমিযী, হাদিস: ১৯৫৫)
👉🏻 কুরআন পাঠ করা এবং দুআ করা।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তাওফীক দিক এবং বিজয়ের আনন্দ প্রকাশের সঠিক পন্থা অবলম্বনের তাওফীক দিক।

08/05/2024

আমি ১৯৭১ এর ১৬ ডিসেম্বর দেখিনি,
কিন্তু ২০২৪ এর ৫ আগস্ট দেখেছি।

08/05/2024

অল্পজ্ঞানে লাফালাফি,
মধ্যজ্ঞানে চুপ।
পূর্ণ জ্ঞানে বিনয়,
শুদ্ধ জ্ঞানে রূপ! 💙

07/30/2024

খুব দ্রুতই ঘনিয়ে আসছে সময়। আল্লাহর উপর ভরসা করে, একটু ধৈর্য ধরো। ফলাফল দেখতে পাবে।

07/18/2024





07/16/2024

ছাত্রলীগ কর্মীরা এখন তো টের পাবা না। টের পাইবা, যখন কোটা না থাকার কারণে ভালো নাম্বার নিয়েও তুমি, তোমার ভবিষ্যৎ ছেলে মেয়ে চাকরির ক্ষেত্রে সিলেক্ট হবে না, চাকরি পাবে না।
তখন বুঝবা কাদের উপর হামলা করছ!!
বুঝবা,বুঝবা!!
প্রকৃতি তোমাদের এসব ফিরিয়ে দিবে!
অপেক্ষা করো!!!!!
#বয়কট #বাংলাদেশছাত্রলীগ

03/01/2024

Our big emotion

Address

San Diego, CA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamil Gaming studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jamil Gaming studio:

Share