
07/05/2024
গার্মেন্টসের মেয়েকে বিয়ে করবে এমন কোন ভালো পাত্র খুঁজছি!
নামঃ আছিয়া।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।
পেশাঃ গার্মেন্টসে জব করি।
গায়ের রংঃ উজ্জ্বল ফর্সা।
হাইটঃ ৫'৩
ওয়েটঃ ৫১
ঢাকা সাভার ইপিজেড।
সংসারে অভাব বলে ১৪ বছর থেকে কাজ করছি।এখন আমাকে ১৫ বছরে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতেছে! অথচ গরীব ঘরের মেয়ে বলে একটা ভালো সম্মন্ধও আসে না! জীবন টাকে বিষাক্ত লাগছে এখন! কেউ কি আছেন আমাকে বিয়ে করবেন?
ভালো দ্বীনদার পাত্র এবং একটু সচল ছেলে পেলেই বিয়ে দিয়ে দিবে। যে আমাকে দুমুঠো ভাত খাওয়াইতে পারবে ২ বেলা।
আগ্রহী পাত্র গন বিস্তারিত জানতে সরাসরি কমেন্ট লিংক ক্লিক করুন মোবাইল নম্বর ও ঠিকানা সংগ্রহ করুন। অযথা মজা করার জন্য মেসেঞ্জার ও কমেন্ট এসে বিরক্ত করবেন না।