cutesammy

cutesammy হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে।
কোন কবিতার অংশবিশেষ?
(1)

07/05/2025
আজকের সকালের ঘটনা। (29 June 2025)আমার এক সহকর্মী মিরপুর-১১ থেকে কাওরান বাজার যাচ্ছিলেন মেট্রোরেলে। মেট্রোরেলে এই নারীকে ...
06/29/2025

আজকের সকালের ঘটনা। (29 June 2025)
আমার এক সহকর্মী মিরপুর-১১ থেকে কাওরান বাজার যাচ্ছিলেন মেট্রোরেলে। মেট্রোরেলে এই নারীকে শিশুটির সঙ্গে দেখে তাঁর সন্দেহ হয়।
নারীটি আগারগাঁও স্টেশনে নেমে যান। যদিও আমার সহকর্মীর গন্তব্য ছিল কাওরান বাজার, তবু তিনি সন্দেহবশত আগারগাঁওতেই নেমে পড়েন। কারণ, তাঁর নিজেরও দুইটি মেয়ে আছে এবং তাঁর মনে হয় শিশুটি এই নারীর সন্তান নয়। বিষয়টি তাঁকে অস্বাভাবিক লাগে।
স্টেশন থেকে বের হওয়ার সময় তিনি নারীকে জিজ্ঞাসা করেন, "এই শিশু আপনার কে হয়?"
নারীটি উত্তর দেন, "আমার মেয়ে।"
শিশুটি তখনো স্পষ্ট করে কথা বলতে পারে না, আধো আধো কথা বলে।
আমার সহকর্মী শিশুটিকে জিজ্ঞেস করেন, "তোমার মা কোথায়?"
শিশুটি মাথা নাড়িয়ে বলে, "মা নাই।"
তখন সঙ্গে সঙ্গে নারীটি শিশুটিকে বলে, "এই যে মা।"
পরে আবার আমার সহকর্মী শিশুটিকে জিজ্ঞেস করেন, "তোমার মা কে?"
এবার শিশুটি ওই নারীকে দেখিয়ে দেয়।
এরপর সহকর্মী নারীকে জিজ্ঞেস করেন, "আপনি কোথায় থাকেন?"
নারীটি বলেন, "মিরপুর-১১ তে।"
"আপনার স্বামী কী করেন?"
উত্তর দেন, "ছোট একটা চায়ের দোকান চালান। আমি বাসায় কাজ করি।"
"স্বামীর মোবাইল নাম্বার দিন," বললে নারীটি বলেন, "নাম্বার মুখস্থ নেই, আমারও কোনো মোবাইল নেই।"
"আগারগাঁওতে কোথায় যাচ্ছেন?" জানতে চাইলে বলেন, "এখান থেকে বাসে করে মহাখালিতে যাবো। একজন আত্মীয় হাসপাতালে ভর্তি, তাঁকে দেখতে যাবো।"
পরে আমার সহকর্মী সকাল ৯:১৭ মিনিটে তাঁদের মহাখালি-গামী ‘রইস’ বাসে তুলে দেন।
শিশুটির সাজ-পোশাক এবং চেহারা দেখে কোনভাবেই মনে হচ্ছে না সে এই নারীর সন্তান।
অনেক সময় দেখা যায়, বাবা-মা দুজনই চাকরিজীবী হওয়ায় বাসায় কাজের মহিলা থাকেন। কিছু ক্ষেত্রে কাজের মহিলারা শিশুদের নানা খারাপ কাজে ব্যবহার করেন। আমাদের সন্দেহ, হয়তো এই নারী শিশুটিকে ব্যবহার করে রাস্তায় ভিক্ষা করেন।
তবে এটাও হতে পারে আমাদের সন্দেহ একেবারে ভুল।
পোস্টটি করার উদ্দেশ্য হলো, যদি কেউ এই শিশুটিকে চিনে থাকেন, তাহলে দয়া করে তার বাবা-মা বা আত্মীয়-স্বজনকে দ্রুত জানাবেন।
আমার কলিগঃ
সালেহ আহম্মেদ হেলালী
মোবাইলঃ 01673459054
We kindly request everyone to share this post on their social media platforms to help ensure the child's safety.
- collected

🥱
06/29/2025

🥱

06/29/2025

😍

06/24/2025

Going to Costco

Address

7424 Exmore Street
Springfield, VA
22150

Telephone

+5714736595

Website

Alerts

Be the first to know and let us send you an email when cutesammy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to cutesammy:

Share