12/26/2025
আমার কাছে বাচ্চাদের খুশি সবকিছুর উর্ধ্বে সে যতই কাজ বারুক, যতই ব্যস্ত থাকি,যতই অসুস্থ থাকি।আর সবকিছুর পরে যখন আমার ছেলেটা বলে,
“মা তুই খুব ভালো” 🥰
তখন আর কি লাগে বলুন।অবুঝ ৩বছরের শিশুটা যখন মন থেকে কিছু বলে তখন বুঝতে হবে সে নিশ্চই কিছু উপলব্ধি করেছে।তাই আমাকে কে কতটা ভালো বা খারাপ বললো আমার তাতে কিছুই যায় আসে না আমার সন্তানের কাছে আমি সেরা মা সেটাই যেন থাকতে পারি।বড়দিনে এটাই চাওয়া সান্তার কাছে ❣️