Afsana’s Lifestyle Vlog in USA

Afsana’s Lifestyle Vlog in USA You may know me as Afsana’s lifestyle vlog in USA! In profession I’m a Medical Assistant in USA 🇺🇸
(1)

12/20/2025

Alhamdulillah my son Aymaan 11th Birthday was 12-10 but this year we didn’t do anything for him so he was little sad but when we get together at my sister house all my nieces and nephews gave him surprise Birthday day cake and gifts kids were so happy! Thank you Nipa, Dipa, Riha, Amy and Shuhen for everything, Aymaan really lucky to have all of you wonderful cousins around!!

12/18/2025

খালাতো ভাই হারুন ভাই ২৭ বছর আগে আমাদের সাথে আমেরিকায় আসার কথা ছিল কিন্তু ভাগ্য ক্রমে আসতে পারেন নাই আজ আল্লাহ ২৭ বছর পর আশা পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ!

আমার মায়ের খুবি আদরের বইনফুত ছিলেন কিন্তু মা দেখতে পারলেন না😞😢

ফাইনালি খালাতো ভাই হারুন ভাই আজ আমাদের কাছে চলে আসলেন সপরিবারে 🤩
12/17/2025

ফাইনালি খালাতো ভাই হারুন ভাই আজ আমাদের কাছে চলে আসলেন সপরিবারে 🤩

আলহামদুলিল্লাহ! আমার খালাতো বড় ভাই হারুন ভাই আজ সপরিবারে আমেরিকা এসে পৌছিয়াছেন..
12/17/2025

আলহামদুলিল্লাহ! আমার খালাতো বড় ভাই হারুন ভাই আজ সপরিবারে আমেরিকা এসে পৌছিয়াছেন..

12/15/2025

“প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে”

12/12/2025

সন্ধা হয়ে যাচ্ছে তাই জানালার শেডটা বন্ধ করতে গিয়ে আপার বাসার দিকে তাকিয়ে বুকটা কেঁপে উঠলো ভাবতে লাগলাম সত্যি কি আমাদের মা মারা গেছেন😭😭…
আমি আপার বাসার কাছে বাসা কিনায় মা অনেক খুশি ছিলেন আর সব সময় জানালা দিয়ে দেখতেন আর বলতেন এইতো আমার ছোট মেয়ের বাসা কারন মা বাংলাদেশকে অনেক মিস করতেন, সামারে প্রতিদিন আপার বাসায় যাওয়া আসা হয় মাকে দেখতাম আর ঠান্ডা আসলে বেশির ভাগ উইকেন্ডে😭😭

12/11/2025

“রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা”

কবরে শুয়ে থাকা পৃথিবীর সকল মা-বাবাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন!

12/09/2025

মাগো তোমার স্মৃতি কেমনে ভুলবো 😭😭

12/07/2025

মায়ের সাথে আমার লাস্ট পিকচার হসপিটালে, ওই সময় কি জানতাম মা কয়েকদিনের মধ্যে আমাদের ছেড়ে চলে যাবেন 😭😭

12/06/2025

আজ শুক্রবার এক সপ্তাহ হয়ে গেছে মা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার। গত শুক্রবার ঘুম থেকে উঠে ১২ টার দিকে মায়ের জন্য ওটমিল রান্না করে আধা রেখে গেছি রাতে আবার গিয়ে খাওয়াবো, আর গরমাগরম ওটমিল নিয়ে ১২:২০ দুপুর গিয়ে পৌঁছালাম, আমার বাসা থেকে মাত্র ৫ মিনিট লাগে রিহ্যাবে যেতে। মা হসপিটালের খাবার পছন্দ করেননা তাই আমার আপা সব সময় বাসা থেকে ওটমিল বানিয়ে নিয়ে যান, বাট এই ২ সপ্তাহ আমার অফ তাই আমি আপাকে বললাম আমি যেহেতু ফ্রি আছি চেষ্টা করবো মাকে গিয়ে ২ বার খাওয়াবো আর সময় দিবো, টিক অন্য দিনের মতো মাকে খাওয়ালাম তারপর আমার হাত ধরে মা বাথরুম গেলেন আবার হাত ধরে বেডের কাছে আসতেই মার শরীর কাঁপতে লাগল আমি চিৎকার কররাম মা কি হয়েছে আবার অন্য দিকে চিৎকার কররাম নার্স নার্স আর এই কয়েক সেকেন্ডের ভিতরে মা চলে গেছেন এই দুনিয়ার মায়া ত্যাগ করে তখন ১:৪০ দুপুর আমেরিকার, ভাবছিলাম বাথরুম থেকে আসার পর বেডে যাবার পর অনেককন বসব আর অনেক কিছু গল্প করব কিন্তু সেই গল্প করা হলো না😭😭😭😭 আপনাদের যাদের মা-বাবা এখনও জীবিত আছেন প্লিজ সময় দিবেন খেয়াল রাখবেন। আমিন।

রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। আমিন।

12/03/2025

মাগো, সবাই বলতেছেন আমার নাকি ভাগ্য ভালো আমার হাতে তোমার মৃত্যু হয়েছে, কিন্তু আমার চোখ থেকে যে এই মুহূর্ত সরাতে পারতেছিনা, রাতে ঘুম আসে না আর একটু সময়ের জন্য ঘুম আসলে ও কেঁপে কেঁপে ঘুম ভাঙ্গে আর এই মুহূর্ত চোখের সামনে ভাসে 😭😭😭😭

রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। আমিন।

12/01/2025

‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’

গত শুক্রবার আমার আম্মা আল্লাহ ডাকে সারা দিয়ে আমাদের এতিম করে চিরতরে চলে গেছেন। শনিবার জুহুরের নামাজ পর জানাযার নামাজ শেষে আমেরিকায় মিশিগানের ডিয়ারবন গোরস্থানে দাফন করা হয়েছে। আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা।

Address

United State Of America, Michigan
Sterling Heights

Alerts

Be the first to know and let us send you an email when Afsana’s Lifestyle Vlog in USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category