12/06/2025
আজ শুক্রবার এক সপ্তাহ হয়ে গেছে মা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার। গত শুক্রবার ঘুম থেকে উঠে ১২ টার দিকে মায়ের জন্য ওটমিল রান্না করে আধা রেখে গেছি রাতে আবার গিয়ে খাওয়াবো, আর গরমাগরম ওটমিল নিয়ে ১২:২০ দুপুর গিয়ে পৌঁছালাম, আমার বাসা থেকে মাত্র ৫ মিনিট লাগে রিহ্যাবে যেতে। মা হসপিটালের খাবার পছন্দ করেননা তাই আমার আপা সব সময় বাসা থেকে ওটমিল বানিয়ে নিয়ে যান, বাট এই ২ সপ্তাহ আমার অফ তাই আমি আপাকে বললাম আমি যেহেতু ফ্রি আছি চেষ্টা করবো মাকে গিয়ে ২ বার খাওয়াবো আর সময় দিবো, টিক অন্য দিনের মতো মাকে খাওয়ালাম তারপর আমার হাত ধরে মা বাথরুম গেলেন আবার হাত ধরে বেডের কাছে আসতেই মার শরীর কাঁপতে লাগল আমি চিৎকার কররাম মা কি হয়েছে আবার অন্য দিকে চিৎকার কররাম নার্স নার্স আর এই কয়েক সেকেন্ডের ভিতরে মা চলে গেছেন এই দুনিয়ার মায়া ত্যাগ করে তখন ১:৪০ দুপুর আমেরিকার, ভাবছিলাম বাথরুম থেকে আসার পর বেডে যাবার পর অনেককন বসব আর অনেক কিছু গল্প করব কিন্তু সেই গল্প করা হলো না😭😭😭😭 আপনাদের যাদের মা-বাবা এখনও জীবিত আছেন প্লিজ সময় দিবেন খেয়াল রাখবেন। আমিন।
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। আমিন।