
07/01/2025
বাংলাদেশ মেলা ২০২৫
২৮ ও ২৯ জুন | Hollywood, Los Angeles
আত্মার টান, সংস্কৃতির টান—এই দু’য়ের অনবদ্য সম্মিলন ছিল বাংলাদেশ মেলা ২০২৫।
লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্র Hollywood শহরে, দুই দিনব্যাপী আয়োজনে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে মেতে উঠেছিল এক উৎসবমুখর মিলনমেলা।
বিশ্বখ্যাত নগর বাউল জেমস ও কিংবদন্তি ব্যান্ড মাইলস-এর দুর্দান্ত পরিবেশনায় উন্মাতাল হয়েছিল দর্শকসারি। এই মেলা শুধু বিনোদন নয়, বরং ছিল আমাদের প্রিয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক গৌরবোজ্জ্বল বহিঃপ্রকাশ।
এই বিশাল আয়োজনের Event ও Advertising Partner হিসেবে আমার প্রতিষ্ঠান AGS Production এর যুক্ত হওয়া আমার জন্য ছিল গর্বের ও মর্যাদার বিষয়। শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই আয়োজনের সাফল্যে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দেয়ার আন্তরিক ভাবে চেষ্টা করেছি । বিশাল এই কাজের দায়িত্ব সঠিক ভাবে সম্পূর্ন করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে ।
আমার পক্ষ থেকে বাংলাদেশ মেলা ২০২৫ এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই:
• মেলার মাননীয় সভাপতি জনাব Tawfiq Khan – যাঁর প্রাজ্ঞ নেতৃত্বে মেলাটি পেয়েছে সুশৃঙ্খল রূপ।
• সাধারণ সম্পাদক জনাব Jamiul Belal যিনি অক্লান্ত পরিশ্রম করে পুরো আয়োজনের প্রতিটি স্তরে রাখেন অসামান্য অবদান। কিছু মানুষ অকারণে ভালবাসার স্থান দখল করে নেই তার প্রতি সম্মান এমনিতেই আসে যার নাম Nazrul Alam bhai Siddiqur Rahman , Md Zamal Hossain, Sami A Nobel , তাঁরা তেমনি একজন মানুষ ।
•সেই সাথে সকল পরিচালনা পরিষদ সদস্য, স্বেচ্ছাসেবক, টেকনিক্যাল টিম, মিডিয়া পার্টনার, নিরাপত্তা কর্মী ও আমাদের প্রিয় দর্শক–শ্রোতা– যারা এই আয়োজনে প্রাণ সঞ্চার করেছেন। আমি আরো ধন্যবাদ জানাই সোনিয়া ও সাজিয়াকে যাদের উপস্থাপনা ছিল দর্শক নন্দিত সেই সাথে মিউজিয়ান সান্টু ও তার টিম কে আন্তরিক ভাবে ধন্যবাদ তাদের অক্লান্ত শব্দচিত্রের সহযোগিতার আওয়াজ প্রানবন্ত করেছে হাজারো দর্শকদের ।
AGS Production বিগত বছরগুলোর মত ভবিষ্যতেও বাংলা সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ।
বাংলাদেশ মেলা শুধু একটি অনুষ্ঠান নয়—এটি আমাদের পরিচয়, গর্ব, ভালোবাসা এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার মতো এক মূল্যবান ঐতিহ্য।
সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা।
- মাহীন সুজন
CEO, AGS PRODUCTION
Bangladesh MELA