Urum উরুম

Urum উরুম মাঝে মধ্যে মনে হয় অর্ধেক জীবন পার করে বুঝলাম,আমি কখনো মানুষ চিনতে পারিনি!
যাদের জন্য হৃদয় উজাড় করে দিলাম, তারা নিখুঁতভাবে বুঝিয়ে দিলো, আমি তাদের কেউ নই।

11/22/2025

শখের তো অনেক কিছুই ছিলো,
কিন্তু সময়ের বিবর্তনে সব কিছু হারিয়ে গেলো, কত শখ, কত ইচ্ছে, সপ্ন দেখছিলাম জীবনকে নিয়ে! যতো সময় যেতে লাগলো, নিজের ইচ্ছেগুলো, স্বপ্নগুলো কেমন যেনো জীবন থেকে হারিয়ে যেতে শুরু করলো।জীবন মূলত চাওয়াতেই পরিপূর্ণ, কিন্তু কিছু পাওয়ার বেলায় পরিপূর্ণ শূন্য..!

11/13/2025

যারা আমার গুরুত্ব দেওয়াকে আমার দুর্বলতা ভেবে বসে, তাঁদের আসলে জানা নেই ছেড়ে আসার ব্যাপারে আমি ঠিক কতটা দক্ষ!

11/11/2025

তারপর দেখলাম— মানুষ আমার সাথে ততক্ষণই ছিলো, যতক্ষণ তাদের কেউ ছিলো না ।

11/10/2025

কুকুর খুব ভদ্র হয়; তাই আমি তাদের স্বর্গে যাওয়ার আশা করি, সব মানুষের নয়, মানুষ তো ভদ্রতার মুখোশ পরে থাকে। FIFA Bob Marley

11/10/2025

জীবনটা আজ মাঝপথে এসে দাঁড়িয়েছে। বয়স থেমে নেই অথচ জীবনটা থেমে আছে— ঠিক মরুভূমির মতোন। যেদিকেই তাকাই চোখে ভাসে বালুকাময় ধু-ধু প্রান্তর। পথের সীমানা নেই অথচ এক পাও এগোনোর নির্দিষ্ট কোনো পথ নেই ।এখন আত্মসম্মান পিছু হটতে দেয় না অথচ সামনে এগোনোর এতটুকু সাহস/ আত্মবিশ্বাস নেই।
জীবন থেমে আছে— নির্জন-নিরালায়, একাকিত্বে, অপেক্ষায় ।

11/10/2025

জীবনের এমন এক পর্যায়ে আছি যেখান থেকে কোন দিকে যাবো বুঝতে পারছি না, একমাত্র প্রার্থনায় নিজের অ'নিশ্চিত ভালো চাওয়া ব্যতীত আর কোন রাস্তা নেই।

10/28/2025

টাকার ঋণ এক সময় পরিশোধ হয়ে যাবে! কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে, তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না!

10/17/2025

ঠিক যে পর্যায়ে গেলে, কারো কথা গায়ে লাগে না,
কষ্ট লাগে না, রাগ হয় না, কোনো কিছু নিয়ে অভিযোগ হয় না, সে পর্যায়ে চলে এসেছি।

10/16/2025

যা বুজলাম শহর মানুষকে শিক্ষিত বানায়।আর গ্রাম মানুষকে কিছুটা হলেও মানুষ বানায়।

10/16/2025

“আব্বু”তোমার কথা মনে হলেই কান্না চলে আসে। নিজেকে আর ঠিক রাখতে পারি না। তোমার ছবির দিকে তাকিয়ে একা একা কথা বলি আর কান্না
করি। আমি বড্ড একা হয়ে গেছি আব্বু।

10/15/2025

দিন শেষে যার কাছে গেলে শান্তি পেতাম সেও বুঝিয়ে দিলো, আমি তার অশান্তির কারণ.!

10/15/2025

আম্মার একটা কথা আমার হৃদয় স্পর্শ করে, আমার এই সন্তানকে খুব কষ্টে বড় করছি।আর যখন আমি এ কষ্টটি ও উপলব্ধি করতে পারি নাই ঠিক তখনি মা দুনিয়া ছেড়ে চলে গেছে। হে আল্লাহ আপনি আমার মাকে জান্নাত নসিব করুন।

Address

444 Alaska Avenue
Torrance, CA
90503

Alerts

Be the first to know and let us send you an email when Urum উরুম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share