LifeStyle20

LifeStyle20 This is a motivational page. We willbe provide modern live life way like News.Lifestyle20 .

02/06/2025

আসসালামুআলাইকুম , বার কাউন্সিল পরীক্ষা ২০২৫, রিটেন দিবেন তাদের হাতে সময খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ছোট বিষয় গুলো মনোযোগ দিয়ে শেষ করবেন। আর মূল ধারায় কি হেড লাইন আছে তা ইংরেজি ও বাংলা তা মনে রাখতে চেষ্টা করবেন। ধারা পড়ার সময় উদাহরণ গুলো দেখে নিবেন। এম সি কিউ এর সাথে মিল রেখে ও কমন কমন প্রশ্ন বেশী পড়বেন। বার কাউন্সিল এর চারটি আচরণ বিধি গুলো ভালো করে পড়বেন কারণ প্রবলেম ও প্রশ্ন দুইটিই আসতে পারে। বার কাউন্সিলে কারো বিরুদ্ধে কি ভাবে অভিযোগ লিখতে হয় তার ড্রাফটিং ও ১৪৫, জামিন, বেলবন্ডের টাকা মওকুফ , ড্রাফটিং গুলো দেখবেন।

বার কাউন্সিল পরীক্ষা ২০২৫ঃ আপনারা যারা বার কাউন্সিল রিটেন দিবেন তাদের জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু কথা।  প্রতিটি প্রশ্ন...
29/04/2025

বার কাউন্সিল পরীক্ষা ২০২৫ঃ আপনারা যারা বার কাউন্সিল রিটেন দিবেন তাদের জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু কথা। প্রতিটি প্রশ্ন উত্তর বড় না করে মূল কথা টুকু লেখার চেষ্টা করবেন। ধারা লেখার আগে আইনের সাল উল্লেখ করবেন। যেমন তামাদি আইন ১৯০৮ এর ৫ ধারার বিধান মতে,।
তামাদি আইনের ৫,৬,৭,৮, ১২,১৪,১৫,২৬,২৮, ধারা গুলো উদাহরণ সহ পড়বেন।

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা ২০২৫ঃ মান বন্টন - ফৌজদারি কার্যবিধি ১৫, দেওয়ানি ও সুনির্দিষ্ট প্রতিকার একত্রে ৩০, বার কাউন...
27/04/2025

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা ২০২৫ঃ মান বন্টন - ফৌজদারি কার্যবিধি ১৫, দেওয়ানি ও সুনির্দিষ্ট প্রতিকার একত্রে ৩০, বার কাউন্সিল ১০ অন্য বিষয় ১৫ মার্ক করে।
পরীক্ষার প্রশ্ন হতে নিয়ে দেখবেন ভাল পারবেন কোন প্রশ্ন তা দিয়ে শুরু করেন। তবে সমস্যা ধর্মীয় প্রশ্ন ছাড়া যদি অন্য প্রশ্ন পাড়েন তা দিন। আপনার সঠিক ধারা মনে নেই তখন আইনের সাল বসিয়ে উত্তর করে আসবেন। সহজে কোন ডি এল আর দিবেন না। তবে কোন প্রশ্ন অযথা বেশি বড় করবেন না। মূল বই বেশি পড়বেন সাথে গাইড নিবেন। কোন ধারা গুলো কমন তা দেওয়ার চেষ্টা করবো, আপনারা এই পেইজটি লাইক ও ফলো দিবেন যাতে কিছু পোস্ট করলে তা দেখতে পান।

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা ২০২৫ঃ যেসব পরিক্ষার্থী প্রথম দাপ উত্তির্ন হয়েছেন তাদের সামনে সময় খুবই কম ৪০-৫০দিন হতে পারে...
27/04/2025

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা ২০২৫ঃ যেসব পরিক্ষার্থী প্রথম দাপ উত্তির্ন হয়েছেন তাদের সামনে সময় খুবই কম ৪০-৫০দিন হতে পারে। এর মধ্যে আপনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তৈরি হতে হবে। আমার ক্ষুদ্র জ্ঞান হতে বলতে চাই যে ছোট বিষয় গুলো আগে পরেন এবং কমন ধারা গুলো বেশি সাথে তাদের উদাহরণ গুলো পড়বেন। ফৌজদারীতে, আদালতে শ্রেণী, সমন,গ্রেফতার, চার্জ, মামলা আমলের বিষয়, বিচারক ক্ষমতা, এখতিয়ার, আপিল, রিভিশন,

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা ২০২৫ এম সি কিউ উত্তির্ন সকল পরিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল।  আর যারা উত্তির্ন হতে পারেনি...
27/04/2025

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা ২০২৫ এম সি কিউ উত্তির্ন সকল পরিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। আর যারা উত্তির্ন হতে পারেনি হতাশায় নিমজ্জিত না হয়ে দ্বিগুণ উৎসাহ নিয়ে নিজেকে আগামীর জন্য গড়ে তুলতে পড়ার টেবিলে বসে পড়েন। ধৈর্যের ফল মিষ্টি হয়।

https://toragnews24.blogspot.com/2024/12/blog-post_27.html
28/12/2024

https://toragnews24.blogspot.com/2024/12/blog-post_27.html

পেপ গার্দিওলা সিটি অধ্যায়ঃ বর্তমান বিশ্বের ক্লাবগুলোর সেরা কোচদের তালিকা করলে সেখানে গার্দিওলা থাকবেন উপরের স...

26/12/2024

আইন জিজ্ঞেসাঃ ১। আপন দুইভাই যৌথ দলিলে কোন ক্রয়কৃত জমি যদি না জানিয়ে অন্য কোথাও বিক্রি করে এবং রাস্তা না দেয়। তবে কি আইনগত প্রতিকার পাবে। ২ কোন আইনে মামলা করতে হবে? ৩। জমি বা রাস্তা কি পাবে।

13/11/2024

সারমর্ম বঙ্গানুবাদ হলো ফৌজদারি কার্যবিধির ৯৮ ধারা মোতাবেক কোনো মামলা রক্ষনীয় নয়, তাই ৯৮ ধারার মামলা অবৈধ, অচল। কেবল মাত্র চলমান কোনো মামলায় ৯৮ ধারায় দরখাস্ত দেয়া যাবে।

আইন প্র্যাকটিসের অভিজাত অঙ্গনে ৯৮ ধারার মামলা ম্লেচ্ছ, যবণ, অতীব আতরাফ শ্রেনীর। ৯৮ ধারা নিয়ে কোনো আইনী আলাপ শোনা যায় না বললেই হয়। তবে বটতলা, হাটে, মাঠে, ঘাটের আইন প্র্যাকটিসে ৯৮ধারার মামলা ‍বহুল চর্চিত। লোক শ্রুতিতে ৯৮ ধারার মামলা মূলত উদ্ধারের মামলা হিসেবে পরিচিত এবং ৯৮ধারার মামলা মানেই হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মামলা।

স্বামী-স্ত্রী আলাদা থাকে এবং দুধের শিশুকে স্বামী নিয়ে গেছে, স্ত্রীকে দিয়ে ঐ শিশু উদ্ধারে ৯৮ ধারায় মামলা হয়। ৯৮ ধারার মামলা মাঠে বেশ দ্রুত প্রতিকার দিচ্ছে বলে দেখা যায়। একপক্ষ জোর কোরে ননজুডিশিয়াল স্ট্যাম্প, চেক এমনকী সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়ে গেছে, সংক্ষুব্ধ পক্ষকে দিয়ে সেসব উদ্ধারে ৯৮ ধারায় মামলা করিয়ে দেয়া হয়। আলোচ্য মামলায় মূল মামলা করা হয়েছিলো ঐ ৯৮ ধারাতেই- গাড়ী উদ্ধারের জন্য।

ঘটনা সংক্ষেপ এমনতর
আবদুর রহিম নামীয় এক ব্যক্তি ফরিয়াদী হয়ে মোঃ মাহতাব হোসেন মোল্লাকে অভিযুক্ত করে ২০১৪ সালের ২৪ মার্চ বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে ৯৮ ধারায় এক নালিশ দায়ের করেন। নালিশে ফরিয়াদী বলেন, ব্যাংক থেকে তিনি ঢাকা-মেট্রো-চ-১৩-৫৪৫৫ নম্বরের প্রাইভেট কারটি কিনেন। নালিশ দায়েরের দিন অবধি ব্যাংকের নিকট তিনি ২ লক্ষ ৪ হাজার টাকা ঐ গাড়ী বাবদ দেনা। ফরিয়াদী ২রা নভেম্বর, ২০১৩ ইং তারিখে ৬০ হাজার টাকা মাসিক ভাড়ায় গাড়ীটি অভিযুক্তর নিকট হস্তান্তর করেন।

এরপর ২রা ফেব্রুয়ারী, ২০১৪ ইং তারিখে বরগুনার টাউন হল রোডস্থ ফরিয়াদীর বাড়ীতে ফরিয়াদী নালিশী গাড়ীটি এনে রাখেন। সেদিনই অভিযুক্ত ফরিয়াদীর নিকট হতে গাড়ীটি ছিনিয়ে নিয়ে গিয়ে অভিযুক্তের নিজের জিম্মায় রাখে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০০ ধারায় ফরিয়াদীর জবানবন্দি নেন এবং ফরিয়াদীর নালিশ ২০১৪ সালের ২১১ নং বিবিধ (৯৮ ধারার) মামলা হিসেবে গৃহীত হয়। বিজ্ঞ আদালত বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নালিশী গাড়ীর মালিকানা সংক্রান্ত তথ্যসহ তদন্ত প্রতিবেদন দিতে আদেশ দেন। অভিযুক্ত সমন পায়। ১০ই এপ্রিল, ২০১৪ ইং তারিখে ওসি, বরগুনা সদর থানা তাঁর প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন। অভিযুক্ত মামলা হতে অব্যাহতি প্রার্থনা করে।

২রা জুন ২০১৪ইং তারিখে বিজ্ঞ আদালত উভয়

12/10/2024

দেওয়ানী কার্যবিধি ১৯০৮ঃ
১। দেওয়ানী কার্যবিধি কত সালে প্রণীত হয়?
উত্তরঃ ১৯০৮ সালে ২১ মার্চ।
২। দেওয়ানী কার্যবিধি কি ধরণের আইন?
উত্তরঃ পদ্ধতিগত আইন।
৩। কত সালে দেওয়ানী কার্যবিধি কার্যকর হয়?
উত্তরঃ ১৯০৯ সালের ১লা জানুয়ারি।
৪। দেওয়ানী কার্যবিধি কয়টি অংশে বিভক্ত?
উত্তরঃ ২টি অংশে। যথাঃ ধারা ও আদেশ।
৫। দেওয়ানী কার্যবিধি কত সালে প্রথম প্রণীত হয়? উত্তরঃ ১৮৫৯ সালে।
৬। দেওয়ানী কার্যবিধির কত ধারায় সংজ্ঞাসমূহ দেওয়া আছে? উত্তরঃ ২ধারায়। এখান থেকে ১-২প্রশ্ন হতে পারে।
৭। দেওয়ানী কার্যবিধিতে কতটি ধারা আছে?
উত্তরঃ ১৫৮টি।
৮। দেওয়ানী কার্যবিধিতে কতটি আদেশ আছে?
উত্তরঃ ৫১টি আদেশ আছে।
৯। দেওয়ানী কার্যবিধি কত নং আইন?
উত্তরঃ ৫নং আইন।
১০। দেওয়ানী কার্যবিধিতে কতটি বিধি আছে?
উত্তরঃ ৫৯৮টি।
১১। ধারা সমূহ কে পরিবর্তন করতে পারে?
উত্তরঃ জাতীয় সংসদ।
১২। বিধি সমূহ কে পরিবর্তন করতে পারে?
উত্তরঃ সুপ্রীম কোর্ট।
১৩। দেওয়ানী কার্যবিধি ধারা ও বিধি সমূহকে একত্রে কি বলে? উত্তরঃ কোড বলে।
১৪। দেওয়ানী আদালত গঠিত হয় কোন আইন ধারা?
উত্তরঃ দেওয়ানী আদালত আইন ১৮৮৭।
১৫। দেওয়ানী আদালত কত প্রকার?
উত্তরঃ ১৮৮৭ সালের দেওয়ানী আদালত আইন এর ৩ ধারা মতে ৫ প্রকার।
১৬। দেওয়ানী আদালত মামলা আমলে নেয়ার জন্য কয়টি বিষয় বিবেচনা করে?
উত্তরঃ ২টি। দেওয়ানী প্রকৃতি ও বাধা -নিষেধ আছে কিনা।
১৭। দেওয়ানী আদালত কোন ধরনের মোকদ্দমার বিচার করতে পারে তা কোথায় বলা আছে?
উত্তরঃ ৯ধারায়।
১৮। দেওয়ানী আদালতের এখতিয়ার মূল্য কোথায় দেওয়া হয়েছে?
উত্তরঃ দেওয়ানী আদালত আইনের ১৯ও ২০ধারায়।
২০। মূল্যমান এখতিয়ার শেষ সংশোধন হয় কত সনে?
উত্তরঃ ২০২১ সালে।

-----------------------------------------------------------------
২১। দেওয়ানি কার্যবিধির কত ধারায় আর্থিক এখতিয়ার সম্পর্কে বলা আছে?
২২। দেওয়ানি কার্যবিধির কত ধারায় আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে বলা আছে?
২৩। দেওয়ানি কার্যবিধির কত ধারায় মামলা দায়ের সম্পর্কে বলা আছে?
২৪। দেওয়ানি কার্যবিধির কজ অব এ্যাকশন সম্পর্কে বলা আছে?
২৫। দেওয়ানি কার্যবিধির কত ধারায় সমন সম্পর্কে বলা আছে?
২৬। দেওয়ানি কার্যবিধির কত আদেশে পক্ষ ও বিপক্ষ সম্পর্কে বলা আছে?
২৭। দেওয়ানি কার্যবিধির কত আদেশে মামলা দায়ের সম্পর্কে বলা আছে?
২৮। দেওয়ানি মামলা কোথায় দায়ের করতে হয়?
২৯। আরজি কি?
৩০। প্লিডিংস কি?
৩১। কত কার্য দিবসের মধ্যে সমন জারি ক

23/09/2024

বার কাউন্সিল পরীক্ষা ২০২৪ঃ
ফৌজদারি কার্যবিধি:
১। ফৌজদারি আদালত কয়টি ?
২। দায়রা আদালত কয়টি?
৩। ম্যাজিষ্ট্রেট আদালত কত প্রকার?
৪। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কয় প্রকার?
৫। নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের প্রধান কে?
৬। দায়রা জজও জেলা জজ কি এক?
৭। আমলী আদালত বলতে কি বুঝায়?
৮। ম্যাজিষ্ট্রেট কোন ধারায় অপরাধ আমলে গ্রহন করেন?
৯। ম্যাজিষ্ট্রেটের বিচার ক্ষমতা সম্পর্কে কোথায় বলা আছে?
১০। পুলিশ কত ধারায় সাক্ষীর জবানবন্দি গ্রহন করে?
১১। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সম্পর্কে কত ধারায় বলা আছে?
১২। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে নিয়োগ দেন?
১৩। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সম্পর্কে কোথায় বলা আছে?
১৪। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কে নিয়োগ দেন?
১৫। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ মতে

22/09/2024

বার কাউন্সিল পরীক্ষা ২০২৪ঃ ১। একটি দেওয়ানী মামলা চলমান অবস্থায় কোন পক্ষ যদি মামলায় পদর্শনী কোন দলিল জাল ও সৃজিত হইয়াছে বলে জানতে পারেন। তবে মামলা করার বিধান কি?
২। দন্ডবিধি আইনের কত ধারায় মামলা করবে?
৩। জানার সাথে সাথে কি সি আর মামলা করতে পারবেন?
৪। ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসরণ করতে হবে?
৫। কেন ফৌজদারি কার্যবিধি অনুসরণ করবে?

07/09/2024

চারে উঠে গেল ব্রাজিলঃ আজ সকালে ইকুয়েডরের বিপক্ষে রদ্রিগোর একমাত্র গোলের জয়ে স্বতির নিঃস্বাস ব্রাজিলের। এই জয়ে ২০২৬ বিশ্বকাপের বাচাইয়ে ল্যাটিন আমেরিকার গ্রুপে ৪ নম্বরে উঠে এসেছে দরিবাল জুনিয়রের শিষ্যরা। নাম্বার ১ ধরে রেখেছে মেসির আর্জেন্টিনা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when LifeStyle20 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LifeStyle20:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share