JAHER BAHA TV

  • Home
  • JAHER BAHA TV

JAHER BAHA TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JAHER BAHA TV, News & Media Website, .

16/10/2025
আদিবাসীদের সর্ব বৃহৎ সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর পক্ষ থেকে বীরভূম জেলার রামপুরহাটের সপ্তম শ্রেণীর আদিবা...
11/10/2025

আদিবাসীদের সর্ব বৃহৎ সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর পক্ষ থেকে
বীরভূম জেলার রামপুরহাটের সপ্তম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে ধর্ষণ ও নৃশংসভাবে খুন এবং সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আদিবাসী মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে
প্রতিবাদ ও ধিক্কার মিছিল।

জমায়েত স্থান - ময়রাকাটা সিধু কানহু বাস ষ্ট্যান্ড।

তারিখ - 19.10.2025 (রবিবার)

সময়- বিকাল ০৩:০০ ঘটিকায়।

সৌজন্যে -ভারত জাকাত মাঝি পারগানা মহল, বুগড়ী(গড়বেতা)-১ নং মুলুক কর্তৃপক্ষ।

Paschim Medinipur District Police
West Bengal Police
Kolkata Police
Bidhannagar City Police
Barrackpore Police Commissionerate

28/09/2025

চেলে ছাপড়ি কানাক???

সাঁওতাল সমাজের প্রতারকদের চিনে রাখুন!চারদিন ব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন চলছে। অথচ এই সরক...
07/08/2025

সাঁওতাল সমাজের প্রতারকদের চিনে রাখুন!

চারদিন ব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন চলছে। অথচ এই সরকারই আদিবাসীদের ভূমি, অধিকার, ভাষা, সংস্কৃতি ও জীবিকার উপর বারবার আঘাত হানছে। এই প্রহসনের প্রতিবাদে ইউফাও (UFAAO) স্পষ্টভাবে বয়কট ঘোষণা করেছে এই সরকারি অনুষ্ঠানের।

কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, সেই বয়কটের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু তথাকথিত “সাঁওতাল প্রতিনিধি” গিয়ে সরকারের সঙ্গে সেটিং করে মঞ্চের শেষ বেঞ্চে বসে পড়েছেন।

এঁরা কারা?

১.এপ্রুভাল পারগানা পনত জগ পারগানা দিলীপ মান্ডি

২. প্রাক্তন জেলা পারাণিক সূর্যকান্ত মুর্মু (ঝাড়গ্রাম)

৩. প্রাক্তন জেলা গডেৎ বাবলু মুর্মু (মেদিনীপুর)

এইসব ব্যক্তি আদিবাসী সমাজের প্রকৃত প্রতিনিধিত্ব করেন না। এঁরা নিজেদের স্বার্থে সমাজের স্বপ্ন ও সংগ্রাম বিক্রি করে দেন। যাঁরা সরকারের পায়ে লুটিয়ে থেকে ছবি তোলে, মঞ্চে বসে নিজের গুরুত্ব জাহির করেন, আর পরে মিডিয়ার সামনে বলেন— "আমরা সব পেয়ে গেছি", তারা আসলে আদিবাসী আন্দোলনের শত্রু।

⚠️ এইরকম ধান্দাবাজদের জন্যই সাঁওতাল সমাজের প্রকৃত উন্নয়ন হচ্ছে না।
⚠️ এঁরা দরবার করেন সমাজের নাম ভাঙিয়ে, কিন্তু ভিতরে ভিতরে সরকারী রঙে রঙিন হয়ে গেছেন।
⚠️ এঁদের মুখোশ খুলে দেওয়া দরকার—সমাজের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে।

👉 আজ এই লোকদের চিনে রাখুন।
👉 কাল এঁরাই আবার “আদিবাসী অধিকার”-এর নামে আপনাকে ভুল পথে চালাতে চাইবে।

আমরা এঁদের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

সাঁওতাল সমাজ জেগে উঠুক!
বেইমানদের চিহ্নিত করুন, বয়কট করুন!
প্রকৃত নেতৃবৃন্দকে সামনে আনুন, যারা লড়াই করেন—not সুবিধা পান!










বিঃদ্রঃ- নবান্ন তে ডেকে যদি আমাদের অভাব অভিযোগ শুনতো,তাহলে এনাদের সাগুন লটা দাঃ দিয়ে দারাম দাঃ করতাম।

17/07/2025

🔰🔰🔰

Address

UT

Telephone

+18016493439

Website

Alerts

Be the first to know and let us send you an email when JAHER BAHA TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JAHER BAHA TV:

  • Want your business to be the top-listed Media Company?

Share