
21/07/2025
আমাদের বোধহয় কয়দিন পর ব্যানার হাতে রাস্তায় নামতে হবে, ব্যানারে লিখা থাকবে 'নিরাপদ মৃত্যু চাই!'
আচ্ছা এইসব বাচ্চা গুলা 'চলে যাওয়ার' একটু আগে কি ভাবতেছিলো? হয়তো ভাবতেছিলো 'একটু পরেই ছুটি!'
ছুটি আসলেই তাদের হয়ে গেলো!
তাদের মা রা কি ভাবতেছিলো? হয়তো ভাবতেছিলো 'একটু পরেই ও চলে আসবে!'
তার সন্তান আর ফিরলো না! ফিরবেও না!
আমি এত্ত বড় হইলাম, আমি এখনো বিমানের সাউন্ড শুনলে আকাশের দিকে তাকাই, আজকে যেইসব বাচ্চারা আহত হইলো; তাদের কাছেও বিমান হয়তো প্রিয়।
তাদের কাছে কি আজকের পর থেকে বিমান জিনিস আর প্রিয় হয়ে থাকবে? 'ট্রমা' হয়ে যাবে! রাতে ঘুম ভেঙ্গে যাবে বিমান দেখে! দুঃস্বপ্ন!!
এত্ত গুলা বাচ্চাকাচ্চা চলে গেলো!! জাস্ট মানতেই পারতেছিনা!!!
জীবন কত্ত ঠুনকো!! বাংলাদেশে তো আরো....