সুবোধ

সুবোধ অসাম্যের বিরুদ্ধে,অমানবিকতার বিরুদ্ধে চাই গণপ্রতিরোধ। মজলুমের আর্তচিৎকার হোক আমাদের নিরন্তর প্রেরণা। I am independent since childhood
Just a masked man.

I belong to any political party, any tribe
Or I did not come to worship any particular person-
I want to speak for the sake of the people of Bangladesh. I am not blind, my eyes are not blindfolded with black cloth.. My hands are not bound by the iron chains of death-fear or
Curse of black money!! One last thing for everyone:
I want “change”. not the color of the flag,
Not in the form of a mask,
No

t a political party marker. i want-Total change for society for the benefit of
hardworking people. "I want a Bangladesh like mother's lap...
Not with the tears of depressed fathers, mothers,
Chest full of grains of endless love”. Let's rise above partisan narrow politics
we think with an open mind. In layman's terms,
Let's talk about people's politics. protest
Against injustice and injustice. Hate, burn with anger. thank you

09/08/2025

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ১২ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার!🇧🇩

08/08/2025

প্রাণ কোম্পানির দুধের উৎস তেল আর ক্যামিকেল!
😉

মন ভেঙে দিবেন না স্যার🥲 😀
07/08/2025

মন ভেঙে দিবেন না স্যার🥲 😀

05/08/2025

পিলখানা হত্যাকান্ডসহ শাপলার গণহত্যার কথা উল্লেখ নাই এমন ঘোষণা-পত্র আশা করি নাই।

01/08/2025

জুলাই ঘোষণাপত্র আসছে...✊

জুলাই সনদ ও ঘোষণাপত্রের পক্ষে নেই বিএনপি।। 😏জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক নয়, রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত থাকত...
31/07/2025

জুলাই সনদ ও ঘোষণাপত্রের পক্ষে নেই বিএনপি।। 😏
জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক নয়, রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত থাকতে চায় বিএনপি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দলটির নীতিনির্ধারণী নেতারা মনে করেন, চব্বিশের গণ-অভ্যুত্থান–পরবর্তী জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলে ভবিষ্যতে বিতর্ক বা জটিলতা তৈরি হতে পারে। কারণ, ভবিষ্যতেও কোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এ ধরনের গণ-অভ্যুত্থান হলে তখন তারও সাংবিধানিক
স্বীকৃতির দাবি উঠতে পারে।

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের ...
30/07/2025

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর চূড়ান্ত কোনঠাসা অবস্থায় আছে আওয়ামী লীগ। এ অবস্থায় নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি। সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা।

অনাকাঙ্ক্ষিত ঘটনা কীভাবে ঘটাবে, ঘটনার পর কীভাবে পালাবে, শেখ হাসিনাকে কীভাবে দেশে ফিরিয়ে আনবে, জনসমাগম কোথায় ঘটাবে-প্রভৃতি বিষয় নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। ৮ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। সেখানে অংশ নেন ৪০০ নেতাকর্মী। নির্দেশদাতা শেখর এবং নাছিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পার নেতৃত্বে নাশকতার ছক হচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার।

এ ছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও তাদের ছিল। পরিকল্পনায় যুক্ত শম্পা, সোহেল রানাসহ ঢাকা থেকে ১৪ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করার পর দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে।

এ ছাড়া সারাদেশে আরও বেশকিছু গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের সূত্র গণমাম্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, কনভেনশন হলটি বুকিং করেন শামীমা নাসরিন শম্পা। তার বাড়ি গোপালগঞ্জে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল। ভাড়া নেওয়ার সময় বলা হয়, তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন। এজন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে। এ পরিকল্পনার মাস্টারমাইন্ড হলেন সোহেল রানা। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বাড়ি বরগুনায়।

সুত্র জানায়, প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারাদেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪০০ জন নেতাকর্মী। রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় একেক জন ব্যবহার করেন একেক ছদ্মনাম। কারও পরিচয় দেওয়া হয় রাজমিস্ত্রি, কেউ কার্পেন্টার, কাউকে বানানো হয় বাগান পরিচর্যাকারী বা অন্যান্য শ্রমজীবী।

কনভেনশন হলের ম্যানেজার আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনার কথা জানলেও হলের অন্য স্টাফরা কিছু জানতেন না। তবে মামলা হওয়ার পর পুলিশ যখন তদন্তে যায়, তখন সবাই জানতে পারেন সবকিছু। বিষয়টি নিয়ে কাজ করছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। সবার আগে তথ্য পায় এনএসআই এবং এসবি। এ দুইটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী শম্পা ও সোহেল রানাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয় রাজধানীর ভাটারা থানায়।

প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলীয় নেতাকর্মীদের কার্যক্রম গতিশীল করা, রাজপথে নামা, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা কোথায় বসবে, কে কতজন লোক আনবে, কোথায় কীভাবে আত্মগোপনে লুকিয়ে থাকবে, নিজেদের কথোপকথন কীভাবে হবে, দলীয় জনসমর্থন বাড়ানো এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২৯ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে যে কোনোদিন হামলা হতে পরে গোয়েন্দাদের আশঙ্কা। তাই এই ১১ দিনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাম্যমকে বলেন, পরাজিত রাজনৈতিক শক্তির অপতৎপরতার পরিকল্পনা আমরা জেনেছি। সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিচ্ছি। মূল হোতাসহ ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। আশা করছি, তারা সফল হতে পারবে না।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এই ১১ দিন যে নাশকতার আশঙ্কা করা হচ্ছে, সে বিষয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। কোনো ফ্যাসিবাদী চক্রের স্থান ঢাকা রেঞ্জে হবে না। ঢাকা রেঞ্জের যেখানেই ফ্যাসিস্টরা লুকিয়ে থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে সব জেলার এসপিকে আমি কঠোর নির্দেশনা দিয়েছি।

Copied from: https://rtvonline.com/

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত ব...
30/07/2025

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে
জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাকির
হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ
বুধবার (৩০ জুলাই) এ আদেশ দেন।

শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চান নাই।শেখ মজিবুর রহমান ৬ দফা মতে তিনি চেয়েছিলেন পাকিস্থানের প্রধানমন্ত্রী হতে; ...
30/07/2025

শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চান নাই।
শেখ মজিবুর রহমান ৬ দফা মতে তিনি চেয়েছিলেন
পাকিস্থানের প্রধানমন্ত্রী হতে; এটা আমার কথা নয়।।
জাতীয় দৈনিক পত্রিকা তাই প্রমাণ করে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১১ই আগষ্ট ১৯৭০

সবই রাজনীতির খেলা 🕺
এই পোস্টট মুলত সার্কাজম 😏

28/07/2025

বাংলার আকাশে যতোদিন চাঁদ উঠবে, ততোদিন চাঁদাও উঠবে। পারলে ঠেকান!
বায়ানে - ভাইসাব★

আমাদের সবার অতি প্রিয় শেখ পরিবারের নাতনি সায়মা ওয়াজেদ পুতুলের বড় কন্যা আমরিন খন্দকার সেমন্তী। যিনি বর্তমানে ভারতের কেরাল...
28/07/2025

আমাদের সবার অতি প্রিয় শেখ পরিবারের নাতনি সায়মা ওয়াজেদ পুতুলের বড় কন্যা আমরিন খন্দকার সেমন্তী।
যিনি বর্তমানে ভারতের কেরালার বংশোদ্ভূত এক খ্রিস্টান পরিবারের বধু। বর্তমান নাম Rain Koduvath (রেইন কদুভাথ)। তার স্বামীর নাম Nikhil George Koduvath (নিখিল জর্জ কদুভাথ)। হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী
শেখ মুজিবুর রহমানের নাতনির কন্যা !!!! 🙄🙄
জয়বাংলা ধ্বনিতে সবাই জিকির করুন।।

Address

Dhaka Cantonment
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুবোধ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

আমি তোমাদের "সুবোধ"

আমি তোমাদের সেই সুবোধ, বাংলার সুবোধ।

আমি হেঁটে যাই রোজ নিখোঁজ স্বাধীন সূর্য্য সন্ধানে,

আততায়ী সে প্রান সিঁদ কাটে,হানা দেয় নষ্টের বন্ধনে।