
09/20/2025
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২১ বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট শিক্ষার্থী পেলেন বিএসিএফ সম্মাননা পদক।
———————————————————————————
গতকাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ শনিবার স্থানীয় ঢাকা ক্লাব পার্টি সেন্টারে এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আমেরিকার পেনসেলভেনিয়া রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গ্র্যাজুয়েশন করা ২১ বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান “3rd BACF Award and Graduation Ceremony”। সংবর্ধনা অনুষ্ঠানে বিএসিএফ সম্মাননা পদক প্রাপ্ত কলেজ গ্র্যাজুয়েট শিক্ষার্থী হলেন যথাক্রমে ফুয়াদ হক, জান্নাত চৌধুরী, মোঃ হাসানুল বান্না, ফাহিমা লিজা, সানজানা আমিন, তাফান্নুম হোসেন, সৈয়দা কালিম, মনিতা আখলাক, আসির নাঈফ, উম্মায়া সিদ্দিকা, আনিকা ইসলাম, আসিক হানিফ, আবরার জাহিন, মিথিলা পারভীন, আসমাউল সাম্মা, শাফকাত বিন জামাল, আমানাতুন নেসা, মাহমুদা আক্তার, তাসনিম সিদ্দিকী, আকিব আহমেদ, মোহাম্মদ আরেফিন ওয়াদুদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে দুই বরেণ্য বাংলাদেশীকে সম্মাননা প্রদান করা হয়। উনাঁরা হলেন যথাক্রমে মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত ইমাম এবং আমেরিকার মূল ধারার বিশিষ্ট রাজনীতিবিদ শেলী রহমান।
অনুষ্ঠানে আমেরিকার মূল ধারার রাজনীতিবিদ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, সাংবাদিক, অভিভাবক, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ চার শতাধিক অথিতি এই সংবর্ধনা অনুষ্ঠানটি উপভোগ করেন।
উল্লেখ্য, আয়োজক সংগঠন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসেলভেনিয়া (BACF) প্রতিবছরের ন্যায় এই বছরও এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে।